Altcoins Talks - Cryptocurrency Forum
Local => বাংলা (Bengali) => Topic started by: CoinHolder on December 05, 2024, 05:54:21 AM
-
বিটকয়েন অবশেষে এক লাখ ডলার এ পৌঁছে গেল। কি মনে হচ্ছে এটা কততে গিয়ে থামতে পারে। অনেকেই বলতো বিটকয়েন এর দাম বাড়লে ফোরামের সিগনেচার ক্যাম্পেইন এবং বাউন্টি ক্যাম্পেইনে ভালো ভালো প্রজেক্ট আসবে। সেখান থেকে আমরা কাজ করতে পারব প্রতিনিয়ত পেমেন্ট পাব। এটা কি আজও সম্ভব কিনা আপনাদের কাছে জানতে চাচ্ছি।
-
বিটকয়েন অবশেষে এক লাখ ডলার এ পৌঁছে গেল। কি মনে হচ্ছে এটা কততে গিয়ে থামতে পারে। অনেকেই বলতো বিটকয়েন এর দাম বাড়লে ফোরামের সিগনেচার ক্যাম্পেইন এবং বাউন্টি ক্যাম্পেইনে ভালো ভালো প্রজেক্ট আসবে। সেখান থেকে আমরা কাজ করতে পারব প্রতিনিয়ত পেমেন্ট পাব। এটা কি আজও সম্ভব কিনা আপনাদের কাছে জানতে চাচ্ছি।
আসলে বিটকয়েন কততে থামতে পারে এটা বলা আসলেই মুশকিল আমার মনে হয় না দুনিয়ার কোন এনালিস্ট এই বিষয়টা ১০০% গ্যারান্টি দিয়ে বলতে পারবে যে বিটকয়েন কত তে গিয়ে থামতে পারে।
তবে বিটকয়েনের উন্নতি দেখে আমি অলরেডি আগেই অন্য একটি থ্রেডে উল্লেখ করে দিয়েছিলাম যে আমি আমার ১০০কে তে অর্ডার এর রাখা অর্ডারকে ক্যান্সেল করে দিয়েছি এবং এখন পরবর্তী টার্গেট ১২০কে বা ১৩০কে কে করেছি আমি চিন্তা করতেছি যে এই রেঞ্জের মধ্যে বিটকয়েন এর প্রাইজ এসে গেলে আমার হোল্ডিং করা ফান্ড কে সেল করব। এবং সেখানে আমার প্রায় ১০০% এরও বেশি প্রফিট থাকবে।
আর বাওনটি ক্যাম্পেইন বা সিগনেচার ক্যাম্পেইন এর বিষয়ে বলতে গেলে হ্যাঁ এটা সত্যি যে বুল সিজন আসলে অবশ্যই মার্কেটে নতুন প্রজেক্ট আসবে এবং সে হিসেবে তাদের প্রমোশন করার জন্য এই ধরনের কমিউনিটি কে চুস করবে।
তবে এখানে একটা বিষয় লক্ষ্যনীয় যে বর্তমানে আর আগের মতন সিচুয়েশন নেই আমি চেক করে দেখেছি 2021 সালের দিকে যেমনটা ভালো ভালো বাউন্টি ক্যাম্পেইন এবং সিগনেচার ক্যাম্পেইন এসেছে তেমনটা এবার কোন লক্ষণ দেখছি না।
-
বিটকয়েন অবশেষে এক লাখ ডলার এ পৌঁছে গেল। কি মনে হচ্ছে এটা কততে গিয়ে থামতে পারে। অনেকেই বলতো বিটকয়েন এর দাম বাড়লে ফোরামের সিগনেচার ক্যাম্পেইন এবং বাউন্টি ক্যাম্পেইনে ভালো ভালো প্রজেক্ট আসবে। সেখান থেকে আমরা কাজ করতে পারব প্রতিনিয়ত পেমেন্ট পাব। এটা কি আজও সম্ভব কিনা আপনাদের কাছে জানতে চাচ্ছি।
অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর বিটকয়েন তার ইতিহাসে সর্বপ্রথম এক লক্ষ ডলারে স্পর্শ করল। আমি মনে করি এই এক লক্ষ ডলার পৌঁছে দেওয়ার পর বিটকয়েনের গতি আরো বৃদ্ধি পাবে। মানুষের বিটকয়েন এর উপরে আস্থা আরো বেড়ে যাবে। বিটকয়েনের মূল্য ধীরে ধীরে দেড় লক্ষ ডলারের দিকে এগোবে বলে আমি মনে করি।
বিটকয়েনের মূল্য ১ লক্ষ ডলারের টাচ করার ফলে অনেকেই মনে করছেন আমরা প্রকৃত বুল রানে চলে এসেছি। ফলে এখন ক্রিপ্ত কারেন্সির সকল সেক্টর ভালো করবে এমনকি বাউন্টি এবং সিগনেচার ভালো করবে। ফলে আমরা বেশি বেশি বাউন্টি এবং ভালো ভালো সিগনেচার প্রজেক্ট দেখতে পাবো বলে আমি মনে করি।
-
বিটকয়েন অবশেষে এক লাখ ডলার এ পৌঁছে গেল। কি মনে হচ্ছে এটা কততে গিয়ে থামতে পারে। অনেকেই বলতো বিটকয়েন এর দাম বাড়লে ফোরামের সিগনেচার ক্যাম্পেইন এবং বাউন্টি ক্যাম্পেইনে ভালো ভালো প্রজেক্ট আসবে। সেখান থেকে আমরা কাজ করতে পারব প্রতিনিয়ত পেমেন্ট পাব। এটা কি আজও সম্ভব কিনা আপনাদের কাছে জানতে চাচ্ছি।
অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর বিটকয়েন তার ইতিহাসে সর্বপ্রথম এক লক্ষ ডলারে স্পর্শ করল। আমি মনে করি এই এক লক্ষ ডলার পৌঁছে দেওয়ার পর বিটকয়েনের গতি আরো বৃদ্ধি পাবে। মানুষের বিটকয়েন এর উপরে আস্থা আরো বেড়ে যাবে। বিটকয়েনের মূল্য ধীরে ধীরে দেড় লক্ষ ডলারের দিকে এগোবে বলে আমি মনে করি।
বিটকয়েনের মূল্য ১ লক্ষ ডলারের টাচ করার ফলে অনেকেই মনে করছেন আমরা প্রকৃত বুল রানে চলে এসেছি। ফলে এখন ক্রিপ্ত কারেন্সির সকল সেক্টর ভালো করবে এমনকি বাউন্টি এবং সিগনেচার ভালো করবে। ফলে আমরা বেশি বেশি বাউন্টি এবং ভালো ভালো সিগনেচার প্রজেক্ট দেখতে পাবো বলে আমি মনে করি।
বর্তমানে যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি বিটকয়েনের এমন ঊর্ধ্বগতি আমার কাছেও মনে হচ্ছে কারেন্সি জগতের নতুন এক বিস্ময় আবিষ্কার হতে চলেছে ইতিমধ্যেই। আমার মনে হয় ফোরামে আরো নতুন নতুন প্রজেক্ট যুক্ত হতে চলেছে। এখান থেকে ভালো কিছু আশা করা যাচ্ছে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে আমার মনে হয়।
-
বিটকয়েন অবশেষে এক লাখ ডলার এ পৌঁছে গেল। কি মনে হচ্ছে এটা কততে গিয়ে থামতে পারে। অনেকেই বলতো বিটকয়েন এর দাম বাড়লে ফোরামের সিগনেচার ক্যাম্পেইন এবং বাউন্টি ক্যাম্পেইনে ভালো ভালো প্রজেক্ট আসবে। সেখান থেকে আমরা কাজ করতে পারব প্রতিনিয়ত পেমেন্ট পাব। এটা কি আজও সম্ভব কিনা আপনাদের কাছে জানতে চাচ্ছি।
আসলে বিটকয়েন কততে থামতে পারে এটা বলা আসলেই মুশকিল আমার মনে হয় না দুনিয়ার কোন এনালিস্ট এই বিষয়টা ১০০% গ্যারান্টি দিয়ে বলতে পারবে যে বিটকয়েন কত তে গিয়ে থামতে পারে।
তবে বিটকয়েনের উন্নতি দেখে আমি অলরেডি আগেই অন্য একটি থ্রেডে উল্লেখ করে দিয়েছিলাম যে আমি আমার ১০০কে তে অর্ডার এর রাখা অর্ডারকে ক্যান্সেল করে দিয়েছি এবং এখন পরবর্তী টার্গেট ১২০কে বা ১৩০কে কে করেছি আমি চিন্তা করতেছি যে এই রেঞ্জের মধ্যে বিটকয়েন এর প্রাইজ এসে গেলে আমার হোল্ডিং করা ফান্ড কে সেল করব। এবং সেখানে আমার প্রায় ১০০% এরও বেশি প্রফিট থাকবে।
আর বাওনটি ক্যাম্পেইন বা সিগনেচার ক্যাম্পেইন এর বিষয়ে বলতে গেলে হ্যাঁ এটা সত্যি যে বুল সিজন আসলে অবশ্যই মার্কেটে নতুন প্রজেক্ট আসবে এবং সে হিসেবে তাদের প্রমোশন করার জন্য এই ধরনের কমিউনিটি কে চুস করবে।
তবে এখানে একটা বিষয় লক্ষ্যনীয় যে বর্তমানে আর আগের মতন সিচুয়েশন নেই আমি চেক করে দেখেছি 2021 সালের দিকে যেমনটা ভালো ভালো বাউন্টি ক্যাম্পেইন এবং সিগনেচার ক্যাম্পেইন এসেছে তেমনটা এবার কোন লক্ষণ দেখছি না।
স্বাগত জানাচ্ছি কারণ আপনি প্রফিটে আছে দোয়া করি যেন সবসময় ভালো থাকেন। আর চোখ কান খোলা রাখে ট্রেডিং করবেন এতে উন্নতি লাভ করতে পারবেন আমার মনে হয়। যেহেতু আপনি একজন সিনিয়র পারসন সেহেতু আমি আপনাকে জ্ঞান দেবনা কারণ আমার থেকে আপনি অনেক বেশি বোঝেন। আপনার সাথে একমত পোষণ করতেছি যে বিটকয়েন অল্প কিছু দিনের ভিতরেই হয়তো আপনার টার্গেট ক্রস করে যেতে পারে।
-
বিটকয়েন অবশেষে এক লাখ ডলার এ পৌঁছে গেল। কি মনে হচ্ছে এটা কততে গিয়ে থামতে পারে। অনেকেই বলতো বিটকয়েন এর দাম বাড়লে ফোরামের সিগনেচার ক্যাম্পেইন এবং বাউন্টি ক্যাম্পেইনে ভালো ভালো প্রজেক্ট আসবে। সেখান থেকে আমরা কাজ করতে পারব প্রতিনিয়ত পেমেন্ট পাব। এটা কি আজও সম্ভব কিনা আপনাদের কাছে জানতে চাচ্ছি।
হ্যাঁ বিটকয়েনের দাম অবশেষে ১ লাখ ডলার অতিক্রম করল। এই দাম দেখার জন্য সবাই অনেক উৎসাহিত ছিল। বিটকয়েন দাম ১ লাখ ডলার অতিক্রম করার খুব বেশি সম্ভাবনা ছিল না এই হাল্ভিং এর মধ্যে । তবে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচিত হবার খবর বিটকয়েনকে অনেকদূর পর্যন্ত নিয়ে এসেছে। তবে মনে হচ্ছে না বিটকয়েনের দাম আরো বাড়বে। এবারের জন্য সম্ভবত এখানেই সমাপ্ত হবে। তবে যেহেতু মার্কেটে এখনো অনেক টাইপ হয়েছে তাই কোন কিছুকেই জোরালো ভাবে বলা যাচ্ছে না।
মার্কেট ভালো হলে ইনভেস্টাররা ইনভেস্টমেন্ট করার জন্য বেশি পরিমাণে আগ্রহী হয়। আর এ কারণেই তখন অনেক নতুন নতুন খুঁজে আসতে শুরু করে আবার একই সাথে অনেক TBA প্রজেক্টগুলো সক্রিয় হতে শুরু করে। আর এ কারণেই সেই সময় এই ফোরামে প্রমোশনের জন্য তুলনামূলক কিছুটা বেশি পরিমাণ ক্যাম্পেন আসতে দেখা যায়। তাই হতে পারে এবারও কিছুটা বেশি ক্যাম্পে না আসতে পারে।
-
মার্কেট ভালো হলে ইনভেস্টাররা ইনভেস্টমেন্ট করার জন্য বেশি পরিমাণে আগ্রহী হয়। আর এ কারণেই তখন অনেক নতুন নতুন খুঁজে আসতে শুরু করে আবার একই সাথে অনেক TBA প্রজেক্টগুলো সক্রিয় হতে শুরু করে। আর এ কারণেই সেই সময় এই ফোরামে প্রমোশনের জন্য তুলনামূলক কিছুটা বেশি পরিমাণ ক্যাম্পেন আসতে দেখা যায়। তাই হতে পারে এবারও কিছুটা বেশি ক্যাম্পে না আসতে পারে।
যাইহোক ভাই প্রথমে জানতে চাই যে TBA প্রজেক্ট গুলো আসলে কোনগুলা যদিও আমার ধারণা আপনি (Token Bound Accounts) বেসড প্রজেক্ট গুলোর কথা বলতেছেন। আপনার যদি এ বিষয়ে কিছু ধারণা থেকে একটু বিস্তারিত বলবেন চাইলে আপনি আমাকে ইনবক্সেও বলতে পারেন।
আসলে এই প্রজেক্টগুলো সম্পর্কে ধারণা একটু আমার কম।
আর বাউনটি ক্যাম্পেইন বা সিগনেচার ক্যাম্পেইন সম্পর্কে আমি আসলে তেমন পজেটিভ দেখতে পাচ্ছি না কারণ এবার মার্কেটগুলো টেলিগ্রামের এয়ার ড্রপগুলো বা অন্যান্য সোশ্যাল মিডিয়া তে পেয়ে যাচ্ছে। যদিও সিগনেচার ক্যাম্পেইনের বিষয়টা আলাদা।
-
মার্কেট ভালো হলে ইনভেস্টাররা ইনভেস্টমেন্ট করার জন্য বেশি পরিমাণে আগ্রহী হয়। আর এ কারণেই তখন অনেক নতুন নতুন খুঁজে আসতে শুরু করে আবার একই সাথে অনেক TBA প্রজেক্টগুলো সক্রিয় হতে শুরু করে। আর এ কারণেই সেই সময় এই ফোরামে প্রমোশনের জন্য তুলনামূলক কিছুটা বেশি পরিমাণ ক্যাম্পেন আসতে দেখা যায়। তাই হতে পারে এবারও কিছুটা বেশি ক্যাম্পে না আসতে পারে।
যাইহোক ভাই প্রথমে জানতে চাই যে TBA প্রজেক্ট গুলো আসলে কোনগুলা যদিও আমার ধারণা আপনি (Token Bound Accounts) বেসড প্রজেক্ট গুলোর কথা বলতেছেন। আপনার যদি এ বিষয়ে কিছু ধারণা থেকে একটু বিস্তারিত বলবেন চাইলে আপনি আমাকে ইনবক্সেও বলতে পারেন।
আসলে এই প্রজেক্টগুলো সম্পর্কে ধারণা একটু আমার কম।
TBA বলতে আসলে আমি বোঝাতে চেয়েছি To Be Announced । এমন অনেক প্রোজেক্ট রয়েছে যে প্রজেক্ট এর টিমগুলো অনেক ভালো কিন্তু তারা ইনভেস্টমেন্ট না পাওয়ায় থেমে থাকে দীর্ঘ সময় এবং তারা তাদের লিস্টিং সহ আরো অন্যান্য ডেটলাইনগুলা TBA লিখে রাখে যে তারা তাদের এই বিষয়গুলোকে পরে অ্যারাউন্ড করবে। সেরকম অনেক প্রজেক্ট Bull Run এর সময় জেগে ওঠে এবং ভালো কিছু করতেও দেখা যায়।
আর বাউনটি ক্যাম্পেইন বা সিগনেচার ক্যাম্পেইন সম্পর্কে আমি আসলে তেমন পজেটিভ দেখতে পাচ্ছি না কারণ এবার মার্কেটগুলো টেলিগ্রামের এয়ার ড্রপগুলো বা অন্যান্য সোশ্যাল মিডিয়া তে পেয়ে যাচ্ছে। যদিও সিগনেচার ক্যাম্পেইনের বিষয়টা আলাদা।
হ্যাঁ টেলিগ্রামের আয়ারড্রোপ এর ফিচারটি আসার পর থেকে বিভিন্ন প্রজেক্ট খুব দ্রুত হিউজ পরিমাণ কমিউনিটি পাওয়ার জন্য এসব সার্ভিস ব্যবহার করছে যার কারণে এখন বাউন্টি প্রচলন অনেকটাই শেষ হয়ে যাচ্ছে। বাউন্টি হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং তাই এটা বিভিন্ন ভাবেই করা যায় তবে সিগনেচার ক্যাম্পেন এর মাধ্যমে একটি কোম্পানিকে ফোরামের মধ্যে প্রমোশন করা হয় তাই এটির বিষয়ে আলাদা যে কোম্পানিগুলো ফোরামে নিজেদের প্রচার করতে যাবে তারা অবশ্যই সিগনেচার ক্যাম্পেন চালাবে সেটা হোক Bull বা Bear Time সেটা কোনো বিষয় না
-
TBA বলতে আসলে আমি বোঝাতে চেয়েছি To Be Announced । এমন অনেক প্রোজেক্ট রয়েছে যে প্রজেক্ট এর টিমগুলো অনেক ভালো কিন্তু তারা ইনভেস্টমেন্ট না পাওয়ায় থেমে থাকে দীর্ঘ সময় এবং তারা তাদের লিস্টিং সহ আরো অন্যান্য ডেটলাইনগুলা TBA লিখে রাখে যে তারা তাদের এই বিষয়গুলোকে পরে অ্যারাউন্ড করবে। সেরকম অনেক প্রজেক্ট Bull Run এর সময় জেগে ওঠে এবং ভালো কিছু করতেও দেখা যায়।
ধন্যবাদ ভাই বিস্তারিত বলার জন্য আসলে আমি মনে করেছিলাম (Token Bound Accounts) বেসড প্রজেক্ট গুলোর কথা বলতেছেন।
তবে আমার To Be Announced এবং টেলিগ্রাম এয়ার ড্রপ এর কথা শুনে Hotwallet এর এয়ার ড্রপের কথা মনে পড়ে গেল। আপনি কি করেছিলেন নাকি হট এয়ার ড্রপ?
সকলই এয়ার ড্রপই দেখেছি ইউজারদের সাথে আই মিন এয়ার ড্রপ হান্টারস্টদের সাথে বেইমানি করতেছে।
আপনার কি মনে হয় তারা কি তাদের লিস্টিং এই সিজনে করে ফেলবে নাকি? তাদেরকে আবার যেন কেন একটু অন্যদের থেকে আলাদা মনে হচ্ছে।
-
বিটকয়েন অবশেষে এক লাখ ডলার এ পৌঁছে গেল। কি মনে হচ্ছে এটা কততে গিয়ে থামতে পারে। অনেকেই বলতো বিটকয়েন এর দাম বাড়লে ফোরামের সিগনেচার ক্যাম্পেইন এবং বাউন্টি ক্যাম্পেইনে ভালো ভালো প্রজেক্ট আসবে। সেখান থেকে আমরা কাজ করতে পারব প্রতিনিয়ত পেমেন্ট পাব। এটা কি আজও সম্ভব কিনা আপনাদের কাছে জানতে চাচ্ছি।
হ্যাঁ বিটকয়েনের মূল্য এক লক্ষ ডলার অতিক্রম করেছে এটি অত্যন্ত স্মরণীয় একটি ঘটনা আমরা যারা বিটকয়েন ভালোবাসি বা কোন না কোন ভাবের সঙ্গে জড়িত সকলের জন্য। তবে অতি আনন্দিত হওয়ার কিছু নাই এ ধরনের মার্কেট যেকোনো সময় ব্যাক করতে পারে। এর আগেও আমরা দেখেছি বিটকয়েনের মূল্য অনেক বৃদ্ধি পেয়েছে এবং অলটাইম হাই হয়েছে। কিন্তু তারপরপরই আবার পূর্বের জায়গায় ফিরেও আসতে দেখেছি।
তাই আমাদেরকে অনেক সতর্ক হতে হবে। আমি মনে করি আমাদের কয়েনগুলি এই মুহূর্তে হোল্ড না করে সেল করে দিয়ে ডাউন মার্কেটের জন্য অপেক্ষা করা। আমি অলরেডি আমার হোল্ডের ৫০ পার্সেন্ট টোকেন সেল করে দিয়েছি। মার্কেট ডাউন হলে আবার ভাই করে হোল্ড করবো। আশা করি তাতে আমার অনেক অ্যাসেট বৃদ্ধি পাবে।
-
অনেকেই বলতো বিটকয়েন এর দাম বাড়লে ফোরামের সিগনেচার ক্যাম্পেইন এবং বাউন্টি ক্যাম্পেইনে ভালো ভালো প্রজেক্ট আসবে। সেখান থেকে আমরা কাজ করতে পারব প্রতিনিয়ত পেমেন্ট পাব। এটা কি আজও সম্ভব কিনা আপনাদের কাছে জানতে চাচ্ছি।
এই কথার আসলে কোনো ভিত্তি আছে বলে আমার মনে হয় না। ক্রিপ্টোকারেন্সির দাম বাড়লে ফোরামে লোকজনের আনাগোনা বাড়ে এটা ঠিক, কিন্তু ফোরামে নতুন নতুন ক্যাম্পেইন আসবে, এটার পেছনে আসলে যুক্তি টা কি? সাধারনত বুল রানের সময় স্ক্যামাররা সক্রিয় হয়ে উঠে। তারা সে সময় নতুন লোকজনদেরকে ঠকানোর জন্য নানান ছল চাতুরি এপ্লাই করা শুরু করে। হতে পারে স্ক্যাম একটা টোকেন মার্কেটে আসলো, কিন্তু তারা যে ফোরামে এসে সিগনেচার ক্যাম্পেইন রান করবে, সেই ব্যাপারে আসলে কেউ কোনো গ্যারান্টি দিতে পারবে না। আপনাকে যে বলেছে বা আপনি যার কাছ থেকে শুনেছেন, সে আসলে হুদাই একটা ফাপর দিছে বলেই আমার মনে হয়।
-
অনেকেই বলতো বিটকয়েন এর দাম বাড়লে ফোরামের সিগনেচার ক্যাম্পেইন এবং বাউন্টি ক্যাম্পেইনে ভালো ভালো প্রজেক্ট আসবে। সেখান থেকে আমরা কাজ করতে পারব প্রতিনিয়ত পেমেন্ট পাব। এটা কি আজও সম্ভব কিনা আপনাদের কাছে জানতে চাচ্ছি।
এই কথার আসলে কোনো ভিত্তি আছে বলে আমার মনে হয় না। ক্রিপ্টোকারেন্সির দাম বাড়লে ফোরামে লোকজনের আনাগোনা বাড়ে এটা ঠিক, কিন্তু ফোরামে নতুন নতুন ক্যাম্পেইন আসবে, এটার পেছনে আসলে যুক্তি টা কি? সাধারনত বুল রানের সময় স্ক্যামাররা সক্রিয় হয়ে উঠে। তারা সে সময় নতুন লোকজনদেরকে ঠকানোর জন্য নানান ছল চাতুরি এপ্লাই করা শুরু করে। হতে পারে স্ক্যাম একটা টোকেন মার্কেটে আসলো, কিন্তু তারা যে ফোরামে এসে সিগনেচার ক্যাম্পেইন রান করবে, সেই ব্যাপারে আসলে কেউ কোনো গ্যারান্টি দিতে পারবে না। আপনাকে যে বলেছে বা আপনি যার কাছ থেকে শুনেছেন, সে আসলে হুদাই একটা ফাপর দিছে বলেই আমার মনে হয়।
আমি সম্পুর্ন আপনার সাথে একমত। এই কথার আসলে কোন ভিত্তি নেই। ক্যাম্পেইন রান করানোর বিষয়টি নির্ভর করে সম্পুর্ন প্রজেক্ট টিমের উপর। সিগনেচার লন্চ হলেই যে আপনি অংশগ্রহণ করতে পারবেন বিষয়টি এমন না। আপনি যদি এক্সেপটেড হন তাহলেই কেবল আপনি সফল। যাই হোক এটি ভাল খবর যে ক্রিপ্টোকারেন্সি আপট্রেন্ডে আছে, বিটিসি অনেক উপরে আছে। আমরা সবসময় আশা করি ক্রিপ্টোমার্কেট ভাল করুক তাহলে আর্নিং এর সুযোগ বৃদ্ধি হবে। বাউন্টি এবং সিগনেচার প্রজেক্টই শুধু কাজের মাধ্যম নয় আপনি চাইলে ট্রেড, ইনভেস্টমেন্টে যেথে পারেন যদি আপনার অভিজ্ঞতা থাকে। কাজেই মার্কেট আপ ডাউনের সাথে তেমন কোন সম্পর্ক নেই ক্যাম্পেইন আসার। যে কথাটি বলেছে আমি মনে করি তারও এই ব্যাপারে বেশি ধারণা নেই। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন।
-
অনেকেই বলতো বিটকয়েন এর দাম বাড়লে ফোরামের সিগনেচার ক্যাম্পেইন এবং বাউন্টি ক্যাম্পেইনে ভালো ভালো প্রজেক্ট আসবে। সেখান থেকে আমরা কাজ করতে পারব প্রতিনিয়ত পেমেন্ট পাব। এটা কি আজও সম্ভব কিনা আপনাদের কাছে জানতে চাচ্ছি।
এই কথার আসলে কোনো ভিত্তি আছে বলে আমার মনে হয় না। ক্রিপ্টোকারেন্সির দাম বাড়লে ফোরামে লোকজনের আনাগোনা বাড়ে এটা ঠিক, কিন্তু ফোরামে নতুন নতুন ক্যাম্পেইন আসবে, এটার পেছনে আসলে যুক্তি টা কি? সাধারনত বুল রানের সময় স্ক্যামাররা সক্রিয় হয়ে উঠে। তারা সে সময় নতুন লোকজনদেরকে ঠকানোর জন্য নানান ছল চাতুরি এপ্লাই করা শুরু করে। হতে পারে স্ক্যাম একটা টোকেন মার্কেটে আসলো, কিন্তু তারা যে ফোরামে এসে সিগনেচার ক্যাম্পেইন রান করবে, সেই ব্যাপারে আসলে কেউ কোনো গ্যারান্টি দিতে পারবে না। আপনাকে যে বলেছে বা আপনি যার কাছ থেকে শুনেছেন, সে আসলে হুদাই একটা ফাপর দিছে বলেই আমার মনে হয়।
আমি সম্পুর্ন আপনার সাথে একমত। এই কথার আসলে কোন ভিত্তি নেই। ক্যাম্পেইন রান করানোর বিষয়টি নির্ভর করে সম্পুর্ন প্রজেক্ট টিমের উপর। সিগনেচার লন্চ হলেই যে আপনি অংশগ্রহণ করতে পারবেন বিষয়টি এমন না। আপনি যদি এক্সেপটেড হন তাহলেই কেবল আপনি সফল। যাই হোক এটি ভাল খবর যে ক্রিপ্টোকারেন্সি আপট্রেন্ডে আছে, বিটিসি অনেক উপরে আছে। আমরা সবসময় আশা করি ক্রিপ্টোমার্কেট ভাল করুক তাহলে আর্নিং এর সুযোগ বৃদ্ধি হবে। বাউন্টি এবং সিগনেচার প্রজেক্টই শুধু কাজের মাধ্যম নয় আপনি চাইলে ট্রেড, ইনভেস্টমেন্টে যেথে পারেন যদি আপনার অভিজ্ঞতা থাকে। কাজেই মার্কেট আপ ডাউনের সাথে তেমন কোন সম্পর্ক নেই ক্যাম্পেইন আসার। যে কথাটি বলেছে আমি মনে করি তারও এই ব্যাপারে বেশি ধারণা নেই। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন।
হ্যাঁ আপনি সঠিক বলেছেন কারণ সিগনেচার ক্যাম্পেইনে যুক্ত হবার জন্য আপনাকে উপযুক্ত হতে হবে এবং এক্সপার্ট হতে হবে। এর জন্য আপনাকে অনেক পরিশ্রমের মাধ্যমে আপনার আইডিটাকে শক্তিশালী করতে হবে উচ্চ র্যাঙ্ক দাড়ি অ্যাকাউন্ট হতে হবে। তবে আপনি সিগনেচার ক্যাম্পে এনে যুক্ত হতে পারবেন এটা সবারই জানা। কিন্তু বর্তমানে তৃপ্ত কারেন্সির বাজারে কিছুটা উচ্ছ্বাস দেখা দিয়েছে এর কারণে আমি বলেছিলাম যে হয়তো নতুন প্রজেক্ট আসতে শুরু করেছে। নতুন প্রজেক্ট আসলে আমরা কিছু অর্জন করতে পারব বাউনটেন সিগনেচার ক্যাম্পেইনের মাধ্যমে। এবং এ কারণেই মানুষ এখানে প্রতিনিয়ত কষ্ট করে যাচ্ছে সময় দিয়ে যাচ্ছে।
-
অনেকেই বলতো বিটকয়েন এর দাম বাড়লে ফোরামের সিগনেচার ক্যাম্পেইন এবং বাউন্টি ক্যাম্পেইনে ভালো ভালো প্রজেক্ট আসবে। সেখান থেকে আমরা কাজ করতে পারব প্রতিনিয়ত পেমেন্ট পাব। এটা কি আজও সম্ভব কিনা আপনাদের কাছে জানতে চাচ্ছি।
এই কথার আসলে কোনো ভিত্তি আছে বলে আমার মনে হয় না। ক্রিপ্টোকারেন্সির দাম বাড়লে ফোরামে লোকজনের আনাগোনা বাড়ে এটা ঠিক, কিন্তু ফোরামে নতুন নতুন ক্যাম্পেইন আসবে, এটার পেছনে আসলে যুক্তি টা কি? সাধারনত বুল রানের সময় স্ক্যামাররা সক্রিয় হয়ে উঠে। তারা সে সময় নতুন লোকজনদেরকে ঠকানোর জন্য নানান ছল চাতুরি এপ্লাই করা শুরু করে। হতে পারে স্ক্যাম একটা টোকেন মার্কেটে আসলো, কিন্তু তারা যে ফোরামে এসে সিগনেচার ক্যাম্পেইন রান করবে, সেই ব্যাপারে আসলে কেউ কোনো গ্যারান্টি দিতে পারবে না। আপনাকে যে বলেছে বা আপনি যার কাছ থেকে শুনেছেন, সে আসলে হুদাই একটা ফাপর দিছে বলেই আমার মনে হয়।
আমি সম্পুর্ন আপনার সাথে একমত। এই কথার আসলে কোন ভিত্তি নেই। ক্যাম্পেইন রান করানোর বিষয়টি নির্ভর করে সম্পুর্ন প্রজেক্ট টিমের উপর। সিগনেচার লন্চ হলেই যে আপনি অংশগ্রহণ করতে পারবেন বিষয়টি এমন না। আপনি যদি এক্সেপটেড হন তাহলেই কেবল আপনি সফল। যাই হোক এটি ভাল খবর যে ক্রিপ্টোকারেন্সি আপট্রেন্ডে আছে, বিটিসি অনেক উপরে আছে। আমরা সবসময় আশা করি ক্রিপ্টোমার্কেট ভাল করুক তাহলে আর্নিং এর সুযোগ বৃদ্ধি হবে। বাউন্টি এবং সিগনেচার প্রজেক্টই শুধু কাজের মাধ্যম নয় আপনি চাইলে ট্রেড, ইনভেস্টমেন্টে যেথে পারেন যদি আপনার অভিজ্ঞতা থাকে। কাজেই মার্কেট আপ ডাউনের সাথে তেমন কোন সম্পর্ক নেই ক্যাম্পেইন আসার। যে কথাটি বলেছে আমি মনে করি তারও এই ব্যাপারে বেশি ধারণা নেই। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন।
বিটকয়েন আপট্রেন্ড থাকার কারণে এখন নতুন নতুন অনেক প্রজেক্ট আসছে এবং অনেক সিগনেচার ক্যাম্পেইন ও আসছে এটা আমাদের জন্য অত্যন্ত সুসংবাদ। যার কারণে আমাদের ফ্রেমেও নতুন নতুন ইউজার বৃদ্ধি পাচ্ছে। আমরা যারা অল্টকয়েনটকে কাজ করছি তাদের জন্য সময়টা ভালো বলে আমি মনে করি। যারা নতুন আসছে ফোরামে তাদের জন্য এবং আমরা যারা পুরাতন আছি তাদের জন্য খুবই ভালো সময় এটি। যারা খুবি একটিভ থাকবে এবং তথ্যবহুল পোস্ট করবে এবং এক্টিভিটিস ভালো থাকবে তারা সিগনেচার ক্যাম্পেইনে টিকে যাওয়ার সম্ভাবনা থাকবে।
-
অনেকেই বলতো বিটকয়েন এর দাম বাড়লে ফোরামের সিগনেচার ক্যাম্পেইন এবং বাউন্টি ক্যাম্পেইনে ভালো ভালো প্রজেক্ট আসবে। সেখান থেকে আমরা কাজ করতে পারব প্রতিনিয়ত পেমেন্ট পাব। এটা কি আজও সম্ভব কিনা আপনাদের কাছে জানতে চাচ্ছি।
এই কথার আসলে কোনো ভিত্তি আছে বলে আমার মনে হয় না। ক্রিপ্টোকারেন্সির দাম বাড়লে ফোরামে লোকজনের আনাগোনা বাড়ে এটা ঠিক, কিন্তু ফোরামে নতুন নতুন ক্যাম্পেইন আসবে, এটার পেছনে আসলে যুক্তি টা কি? সাধারনত বুল রানের সময় স্ক্যামাররা সক্রিয় হয়ে উঠে। তারা সে সময় নতুন লোকজনদেরকে ঠকানোর জন্য নানান ছল চাতুরি এপ্লাই করা শুরু করে। হতে পারে স্ক্যাম একটা টোকেন মার্কেটে আসলো, কিন্তু তারা যে ফোরামে এসে সিগনেচার ক্যাম্পেইন রান করবে, সেই ব্যাপারে আসলে কেউ কোনো গ্যারান্টি দিতে পারবে না। আপনাকে যে বলেছে বা আপনি যার কাছ থেকে শুনেছেন, সে আসলে হুদাই একটা ফাপর দিছে বলেই আমার মনে হয়।
আমি সম্পুর্ন আপনার সাথে একমত। এই কথার আসলে কোন ভিত্তি নেই। ক্যাম্পেইন রান করানোর বিষয়টি নির্ভর করে সম্পুর্ন প্রজেক্ট টিমের উপর। সিগনেচার লন্চ হলেই যে আপনি অংশগ্রহণ করতে পারবেন বিষয়টি এমন না। আপনি যদি এক্সেপটেড হন তাহলেই কেবল আপনি সফল। যাই হোক এটি ভাল খবর যে ক্রিপ্টোকারেন্সি আপট্রেন্ডে আছে, বিটিসি অনেক উপরে আছে। আমরা সবসময় আশা করি ক্রিপ্টোমার্কেট ভাল করুক তাহলে আর্নিং এর সুযোগ বৃদ্ধি হবে। বাউন্টি এবং সিগনেচার প্রজেক্টই শুধু কাজের মাধ্যম নয় আপনি চাইলে ট্রেড, ইনভেস্টমেন্টে যেথে পারেন যদি আপনার অভিজ্ঞতা থাকে। কাজেই মার্কেট আপ ডাউনের সাথে তেমন কোন সম্পর্ক নেই ক্যাম্পেইন আসার। যে কথাটি বলেছে আমি মনে করি তারও এই ব্যাপারে বেশি ধারণা নেই। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন।
বিটকয়েন আপট্রেন্ড থাকার কারণে এখন নতুন নতুন অনেক প্রজেক্ট আসছে এবং অনেক সিগনেচার ক্যাম্পেইন ও আসছে এটা আমাদের জন্য অত্যন্ত সুসংবাদ। যার কারণে আমাদের ফ্রেমেও নতুন নতুন ইউজার বৃদ্ধি পাচ্ছে। আমরা যারা অল্টকয়েনটকে কাজ করছি তাদের জন্য সময়টা ভালো বলে আমি মনে করি। যারা নতুন আসছে ফোরামে তাদের জন্য এবং আমরা যারা পুরাতন আছি তাদের জন্য খুবই ভালো সময় এটি। যারা খুবি একটিভ থাকবে এবং তথ্যবহুল পোস্ট করবে এবং এক্টিভিটিস ভালো থাকবে তারা সিগনেচার ক্যাম্পেইনে টিকে যাওয়ার সম্ভাবনা থাকবে।
নিঃসন্দেহে আপনি একটি সত্যি কথা বলেছেন। কারণ ফোরাম পুরাতন সদস্যদের বেশি প্রাধান্য দেয়। নতুনদের থেকে বেশি অগ্রধিকার পাবে পুরাতন একাউন্ট দাড়ি ব্যক্তিরা।
কিন্তু এখানে প্রবলেম হচ্ছে যারা অন্যান্য ফোরাম থেকে টেলিপোর্ট এর মাধ্যমে এখানে আসতেছে সিগনেচার ক্যাম্পে নিয়ে আমি খেয়াল করে দেখলাম তাদেরকেই বেশি অগ্রধিকার দেওয়া হচ্ছে।
এটা কি আপনার চোখে পড়েছে?
এবং এই টেলিপোর্ট যা নিয়ে আসতেছে তারা সিগনেচার ক্যাম্পে এনে সিগনেচার ম্যানেজার তারা তাদেরকেই যুক্ত করতেছে বেশি দুই একটা করতেছে এই ফোরামের থেকে এই বিষয়টি আপনারা কিভাবে দেখতেছেন।
একটু ক্লিয়ার আলোচনা করলে ভালো হতো।।।।।।
-
বিটকয়েন অবশেষে এক লাখ ডলার এ পৌঁছে গেল। কি মনে হচ্ছে এটা কততে গিয়ে থামতে পারে। অনেকেই বলতো বিটকয়েন এর দাম বাড়লে ফোরামের সিগনেচার ক্যাম্পেইন এবং বাউন্টি ক্যাম্পেইনে ভালো ভালো প্রজেক্ট আসবে। সেখান থেকে আমরা কাজ করতে পারব প্রতিনিয়ত পেমেন্ট পাব। এটা কি আজও সম্ভব কিনা আপনাদের কাছে জানতে চাচ্ছি।
হ্যাঁ বিটকয়েন এক লক্ষ ডলারের টাচ করেছে এবং সেখান থেকে আবার নেমেও গেছে। এখন আবার মার্কেটের আপ ট্রেন্ড লক্ষ্য করছি। এই মুহূর্তে বিটকয়েনের বাজার মূল্য এক লক্ষ পাস হাজার ডলারের কাছে আছে। এই সময়ে মার্কেটের সবকিছুই ভালো হয়। এখন অনেক ভালো ভালো বাউন্টি প্রজেক্ট এবং সিগনেচার ক্যাম্পেইন আসবে এবং সেগুলো সাকসেসফুল হবে বলে আমি বিশ্বাস করি। এখান থেকে কাজ করেন ভালো পেমেন্ট পাওয়া সম্ভব এবং অধিকাংশ প্রজেক্ট এখন পেমেন্ট করবে।
-
বিটকয়েন অবশেষে এক লাখ ডলার এ পৌঁছে গেল। কি মনে হচ্ছে এটা কততে গিয়ে থামতে পারে। অনেকেই বলতো বিটকয়েন এর দাম বাড়লে ফোরামের সিগনেচার ক্যাম্পেইন এবং বাউন্টি ক্যাম্পেইনে ভালো ভালো প্রজেক্ট আসবে। সেখান থেকে আমরা কাজ করতে পারব প্রতিনিয়ত পেমেন্ট পাব। এটা কি আজও সম্ভব কিনা আপনাদের কাছে জানতে চাচ্ছি।
হ্যাঁ বিটকয়েন এক লক্ষ ডলারের টাচ করেছে এবং সেখান থেকে আবার নেমেও গেছে। এখন আবার মার্কেটের আপ ট্রেন্ড লক্ষ্য করছি। এই মুহূর্তে বিটকয়েনের বাজার মূল্য এক লক্ষ পাস হাজার ডলারের কাছে আছে। এই সময়ে মার্কেটের সবকিছুই ভালো হয়। এখন অনেক ভালো ভালো বাউন্টি প্রজেক্ট এবং সিগনেচার ক্যাম্পেইন আসবে এবং সেগুলো সাকসেসফুল হবে বলে আমি বিশ্বাস করি। এখান থেকে কাজ করেন ভালো পেমেন্ট পাওয়া সম্ভব এবং অধিকাংশ প্রজেক্ট এখন পেমেন্ট করবে।
হ্যাঁ এরকমটা আমারও মনে হচ্ছে কিন্তু বর্তমানে আপনি একটু লক্ষ্য করে দেখবেন যে এই ফোরামে নতুন করে কোন সিগনেচার ক্যাম্পেইন কিন্তু যুক্ত হচ্ছে না। অপরদিকে বিটকয়েন ডট ওআরজি তে কিছু কিছু প্রজেক্ট রানিং আছে। কিন্তু আগের মতো ক্যাম্পেইন আসতেছে না তাহলে আমরা কিভাবে পার্টিসিপেট করব।
এই ফোরামে যদি নতুন ক্যাম্পেইন আসে তাহলে টেলিপোর্ট একাউন্ট দাড়ি ব্যক্তিরা স্থান পায় বেশি কিন্তু এই ফোরামের নতুন নতুন ইউজাররা যারা কাজ করবে বলে আসতেছে তারা কিন্তু এখানে চান্স পায়না এর মূল কারণ কি?
-
বিটকয়েন অবশেষে এক লাখ ডলার এ পৌঁছে গেল। কি মনে হচ্ছে এটা কততে গিয়ে থামতে পারে। অনেকেই বলতো বিটকয়েন এর দাম বাড়লে ফোরামের সিগনেচার ক্যাম্পেইন এবং বাউন্টি ক্যাম্পেইনে ভালো ভালো প্রজেক্ট আসবে। সেখান থেকে আমরা কাজ করতে পারব প্রতিনিয়ত পেমেন্ট পাব। এটা কি আজও সম্ভব কিনা আপনাদের কাছে জানতে চাচ্ছি।
হ্যাঁ বিটকয়েন এক লক্ষ ডলারের টাচ করেছে এবং সেখান থেকে আবার নেমেও গেছে। এখন আবার মার্কেটের আপ ট্রেন্ড লক্ষ্য করছি। এই মুহূর্তে বিটকয়েনের বাজার মূল্য এক লক্ষ পাস হাজার ডলারের কাছে আছে। এই সময়ে মার্কেটের সবকিছুই ভালো হয়। এখন অনেক ভালো ভালো বাউন্টি প্রজেক্ট এবং সিগনেচার ক্যাম্পেইন আসবে এবং সেগুলো সাকসেসফুল হবে বলে আমি বিশ্বাস করি। এখান থেকে কাজ করেন ভালো পেমেন্ট পাওয়া সম্ভব এবং অধিকাংশ প্রজেক্ট এখন পেমেন্ট করবে।
হ্যাঁ এরকমটা আমারও মনে হচ্ছে কিন্তু বর্তমানে আপনি একটু লক্ষ্য করে দেখবেন যে এই ফোরামে নতুন করে কোন সিগনেচার ক্যাম্পেইন কিন্তু যুক্ত হচ্ছে না। অপরদিকে বিটকয়েন ডট ওআরজি তে কিছু কিছু প্রজেক্ট রানিং আছে। কিন্তু আগের মতো ক্যাম্পেইন আসতেছে না তাহলে আমরা কিভাবে পার্টিসিপেট করব।
এই ফোরামে যদি নতুন ক্যাম্পেইন আসে তাহলে টেলিপোর্ট একাউন্ট দাড়ি ব্যক্তিরা স্থান পায় বেশি কিন্তু এই ফোরামের নতুন নতুন ইউজাররা যারা কাজ করবে বলে আসতেছে তারা কিন্তু এখানে চান্স পায়না এর মূল কারণ কি?
বিটকয়েনটক থেকে যারা আসছেন তারা অত্যন্ত যোগ্য বলে আমি মনেকরি। কারন বিটকয়েনটকে বড়ো রেংক অর্জন করা সহজ নয়। আর এটাও সঠিক নয় বলে আমি মনেকরি যে শুধু মাত্র টেলিপোর্টেড ইউজাররা সিগনেচার গুলোতে একসেপ্ট হচ্ছে। আমি মনেকরি যারা একটিভ এবং ভালো ভালো পোস্ট করছে তারা অনেকেই একসেপ্টেড হচ্ছে।