বিটকয়েন অবশেষে এক লাখ ডলার এ পৌঁছে গেল। কি মনে হচ্ছে এটা কততে গিয়ে থামতে পারে। অনেকেই বলতো বিটকয়েন এর দাম বাড়লে ফোরামের সিগনেচার ক্যাম্পেইন এবং বাউন্টি ক্যাম্পেইনে ভালো ভালো প্রজেক্ট আসবে। সেখান থেকে আমরা কাজ করতে পারব প্রতিনিয়ত পেমেন্ট পাব। এটা কি আজও সম্ভব কিনা আপনাদের কাছে জানতে চাচ্ছি।
আসলে বিটকয়েন কততে থামতে পারে এটা বলা আসলেই মুশকিল আমার মনে হয় না দুনিয়ার কোন এনালিস্ট এই বিষয়টা ১০০% গ্যারান্টি দিয়ে বলতে পারবে যে বিটকয়েন কত তে গিয়ে থামতে পারে।
তবে বিটকয়েনের উন্নতি দেখে আমি অলরেডি আগেই অন্য একটি থ্রেডে উল্লেখ করে দিয়েছিলাম যে আমি আমার ১০০কে তে অর্ডার এর রাখা অর্ডারকে ক্যান্সেল করে দিয়েছি এবং এখন পরবর্তী টার্গেট ১২০কে বা ১৩০কে কে করেছি আমি চিন্তা করতেছি যে এই রেঞ্জের মধ্যে বিটকয়েন এর প্রাইজ এসে গেলে আমার হোল্ডিং করা ফান্ড কে সেল করব। এবং সেখানে আমার প্রায় ১০০% এরও বেশি প্রফিট থাকবে।
আর বাওনটি ক্যাম্পেইন বা সিগনেচার ক্যাম্পেইন এর বিষয়ে বলতে গেলে হ্যাঁ এটা সত্যি যে বুল সিজন আসলে অবশ্যই মার্কেটে নতুন প্রজেক্ট আসবে এবং সে হিসেবে তাদের প্রমোশন করার জন্য এই ধরনের কমিউনিটি কে চুস করবে।
তবে এখানে একটা বিষয় লক্ষ্যনীয় যে বর্তমানে আর আগের মতন সিচুয়েশন নেই আমি চেক করে দেখেছি 2021 সালের দিকে যেমনটা ভালো ভালো বাউন্টি ক্যাম্পেইন এবং সিগনেচার ক্যাম্পেইন এসেছে তেমনটা এবার কোন লক্ষণ দেখছি না।