Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Crypto Library on December 19, 2024, 10:40:51 PM

Title: কি ব্যাপার ভাই মার্কেটের কি হইল?
Post by: Crypto Library on December 19, 2024, 10:40:51 PM
এটা কি শুধুমাত্র শর্ট  কারেকশন?
নাকি মার্কেটে কোন নেগেটিভ নিউজ আছে? বিটকয়েন কি ২৪ ঘন্টায় অ্যারাউন্ড ৩.৭১% ডাউন খেয়েছে অন্যদিকে পুরো অল্ট কয়েন মার্কেটে কোন কোন ক্ষেত্রে ১০% এরও বেশি ডাউন ডাউন হয়ে গিয়েছে।
এটাই কি তাহলে ওই এক্সপেক্টেড কারেকশন? নাকি কোন বড় ধরনের মেনুপুলেশন চলতেছে মার্কেটে?

যার কাছে যেসব তথ্য এবং মতামত রয়েছে প্রদান করে ধন্য হবেন ;D
Title: Re: কি ব্যাপার ভাই মার্কেটের কি হইল?
Post by: kulkhan on December 19, 2024, 10:51:43 PM
এটা কি শুধুমাত্র শর্ট  কারেকশন?
নাকি মার্কেটে কোন নেগেটিভ নিউজ আছে? বিটকয়েন কি ২৪ ঘন্টায় অ্যারাউন্ড ৩.৭১% ডাউন খেয়েছে অন্যদিকে পুরো অল্ট কয়েন মার্কেটে কোন কোন ক্ষেত্রে ১০% এরও বেশি ডাউন ডাউন হয়ে গিয়েছে।
এটাই কি তাহলে ওই এক্সপেক্টেড কারেকশন? নাকি কোন বড় ধরনের মেনুপুলেশন চলতেছে মার্কেটে?

যার কাছে যেসব তথ্য এবং মতামত রয়েছে প্রদান করে ধন্য হবেন ;D
কি হলো বুঝতেছিনা। বিটকয়েন তো প্রায় ৫% এর মত ডাউন হল। শুধু নামতেই আছে আর নামতেই আছে। আমি মনে করি বড় কোন নেগেটিভ নিউজ আছে তা না হলে এত ডাউন কেমনে হলো। বিটকয়েন ৫% এর মত ডাউন হলেও প্রায় অধিকাং আল্ট কয়েন ১০% প্লাস ডাউন হয়েছে।

আর যদি এটা শর্ট কারেকশন হয়ে থাকে তাহলে খুব দ্রুত রিকভার করবে বলে আমি মনে প্রাণে বিশ্বাস করি। আর ক্রিপ্ত কারেন্সি মার্কেটে মেনুপুলেশন হয়ে থাকে এতে কোন সন্দেহ নাই। যদি মেনুপুলেশান হয়ে থাকে তাহলে দ্রুত রিকভার করবে।
Title: Re: কি ব্যাপার ভাই মার্কেটের কি হইল?
Post by: CoinHolder on December 20, 2024, 04:38:09 AM
এটা কি শুধুমাত্র শর্ট  কারেকশন?
নাকি মার্কেটে কোন নেগেটিভ নিউজ আছে? বিটকয়েন কি ২৪ ঘন্টায় অ্যারাউন্ড ৩.৭১% ডাউন খেয়েছে অন্যদিকে পুরো অল্ট কয়েন মার্কেটে কোন কোন ক্ষেত্রে ১০% এরও বেশি ডাউন ডাউন হয়ে গিয়েছে।
এটাই কি তাহলে ওই এক্সপেক্টেড কারেকশন? নাকি কোন বড় ধরনের মেনুপুলেশন চলতেছে মার্কেটে?

যার কাছে যেসব তথ্য এবং মতামত রয়েছে প্রদান করে ধন্য হবেন ;D
কি হলো বুঝতেছিনা। বিটকয়েন তো প্রায় ৫% এর মত ডাউন হল। শুধু নামতেই আছে আর নামতেই আছে। আমি মনে করি বড় কোন নেগেটিভ নিউজ আছে তা না হলে এত ডাউন কেমনে হলো। বিটকয়েন ৫% এর মত ডাউন হলেও প্রায় অধিকাং আল্ট কয়েন ১০% প্লাস ডাউন হয়েছে।

আর যদি এটা শর্ট কারেকশন হয়ে থাকে তাহলে খুব দ্রুত রিকভার করবে বলে আমি মনে প্রাণে বিশ্বাস করি। আর ক্রিপ্ত কারেন্সি মার্কেটে মেনুপুলেশন হয়ে থাকে এতে কোন সন্দেহ নাই। যদি মেনুপুলেশান হয়ে থাকে তাহলে দ্রুত রিকভার করবে।
কিছু সময় বাজারে এমন খবর ছড়িয়ে পড়ে যা দামকে নিচে নামিয়ে আনে। এর মধ্যে বড় বিনিয়োগকারীদের সিদ্ধান্ত অন্তর্ভুক্ত থাকতে পারে।
আপনি ঠিকই বলেছেন, ক্রিপ্টো মার্কেটে ম্যানিপুলেশন অনেক সময় ঘটে থাকে, যেখানে বড় একাউন্টগুলো দাম ওঠানামা করিয়ে লাভ তুলে।
এটা অবশ্যই গুরুত্বপূর্ণ যে বিনিয়োগকারীরা সঠিক বিশ্লেষণ এবং মনোযোগ দিয়ে সিদ্ধান্ত নেন। ক্রিপ্টোকারেন্সি বাজারের অস্থিরতা অনেক সময় উচ্চ ঝুঁকি সৃষ্টি করতে পারে, তাই বাজারের পরিবর্তন মনিটর করতে থাকা প্রয়োজন।
Title: Re: কি ব্যাপার ভাই মার্কেটের কি হইল?
Post by: JISAN on December 20, 2024, 09:43:53 PM
এটা কি শুধুমাত্র শর্ট  কারেকশন?
নাকি মার্কেটে কোন নেগেটিভ নিউজ আছে? বিটকয়েন কি ২৪ ঘন্টায় অ্যারাউন্ড ৩.৭১% ডাউন খেয়েছে অন্যদিকে পুরো অল্ট কয়েন মার্কেটে কোন কোন ক্ষেত্রে ১০% এরও বেশি ডাউন ডাউন হয়ে গিয়েছে।
এটাই কি তাহলে ওই এক্সপেক্টেড কারেকশন? নাকি কোন বড় ধরনের মেনুপুলেশন চলতেছে মার্কেটে?

যার কাছে যেসব তথ্য এবং মতামত রয়েছে প্রদান করে ধন্য হবেন ;D
এখন পর্যন্ত এমন কোন নিউজ পাইনি যার জন্য মার্কেট এমন ডাউন করতে পারে। সম্ভবত এটি অল্প সময়ের জন্য কালেকশন হচ্ছে। এবং ইতিমধ্যেই মার্কেট অনেকটাই রিকভার হয়েছে। লজিক অনুযায়ী এই bull run ২০২৫ এর মার্চ পর্যন্ত থাকবে এবং তার পরে একটি বড় কারেকশন হতে পারে। আর সেই সময় মার্কেটে অনেক বড় ডাউন দেখা যাবে। হঠাৎ করে বিটকয়েনের দাম একটু বেশি পরিমাণ কমে যাওয়ায় অন্যান্য কয়েনগুলো একটু বেশি পরিমানেই ডাউন হয়ে পড়েছিল। তবে আবার সবকিছুই রিকভার হচ্ছে। যদি এই ডাউন হবার পেছনে কোন বড় কারণ থাকত তাহলে আবার এত দ্রুত রিকভার হতে শুরু করত না
Title: Re: কি ব্যাপার ভাই মার্কেটের কি হইল?
Post by: CoinHolder on December 21, 2024, 07:45:21 PM
এটা কি শুধুমাত্র শর্ট  কারেকশন?
নাকি মার্কেটে কোন নেগেটিভ নিউজ আছে? বিটকয়েন কি ২৪ ঘন্টায় অ্যারাউন্ড ৩.৭১% ডাউন খেয়েছে অন্যদিকে পুরো অল্ট কয়েন মার্কেটে কোন কোন ক্ষেত্রে ১০% এরও বেশি ডাউন ডাউন হয়ে গিয়েছে।
এটাই কি তাহলে ওই এক্সপেক্টেড কারেকশন? নাকি কোন বড় ধরনের মেনুপুলেশন চলতেছে মার্কেটে?

যার কাছে যেসব তথ্য এবং মতামত রয়েছে প্রদান করে ধন্য হবেন ;D
এখন পর্যন্ত এমন কোন নিউজ পাইনি যার জন্য মার্কেট এমন ডাউন করতে পারে। সম্ভবত এটি অল্প সময়ের জন্য কালেকশন হচ্ছে। এবং ইতিমধ্যেই মার্কেট অনেকটাই রিকভার হয়েছে। লজিক অনুযায়ী এই bull run ২০২৫ এর মার্চ পর্যন্ত থাকবে এবং তার পরে একটি বড় কারেকশন হতে পারে। আর সেই সময় মার্কেটে অনেক বড় ডাউন দেখা যাবে। হঠাৎ করে বিটকয়েনের দাম একটু বেশি পরিমাণ কমে যাওয়ায় অন্যান্য কয়েনগুলো একটু বেশি পরিমানেই ডাউন হয়ে পড়েছিল। তবে আবার সবকিছুই রিকভার হচ্ছে। যদি এই ডাউন হবার পেছনে কোন বড় কারণ থাকত তাহলে আবার এত দ্রুত রিকভার হতে শুরু করত না
কোনো বিশেষ ইভেন্ট বা নিউজ ছাড়া এমন বড় মাপের মার্কেট ডাউনফল আসা সাধারণত অস্থিরতা বা মনের কোলাহল তৈরি করতে পারে, কিন্তু বেশিরভাগ সময়ই মার্কেট পুনরুদ্ধার করতে পারে যদি তা সঠিকভাবে অ্যাডজাস্ট করা হয়। বিটকয়েনের দাম কিছুটা হ্রাস পাওয়ার পর, অন্যান্য ক্রিপ্টোকারেন্সি সমূহের দামও কমে যাওয়ার প্রবণতা দেখা গেছে। তবে, আপনি যে বলছেন, পুনরুদ্ধারের প্রক্রিয়া দ্রুত শুরু হয়েছে, এটি ইঙ্গিত দেয় যে এটা হয়তো সাময়িক কালেকশন বা এক ছোটো ফ্ল্যাশ ডাউন ছিল, যেখানে মূলত দীর্ঘমেয়াদি বিনিয়োগকারীরা নতুন পজিশন নিতে চাইছে।
Title: Re: কি ব্যাপার ভাই মার্কেটের কি হইল?
Post by: Crypto Library on December 21, 2024, 09:00:39 PM
এখন পর্যন্ত এমন কোন নিউজ পাইনি যার জন্য মার্কেট এমন ডাউন করতে পারে। সম্ভবত এটি অল্প সময়ের জন্য কালেকশন হচ্ছে। এবং ইতিমধ্যেই মার্কেট অনেকটাই রিকভার হয়েছে। লজিক অনুযায়ী এই bull run ২০২৫ এর মার্চ পর্যন্ত থাকবে এবং তার পরে একটি বড় কারেকশন হতে পারে। আর সেই সময় মার্কেটে অনেক বড় ডাউন দেখা যাবে। হঠাৎ করে বিটকয়েনের দাম একটু বেশি পরিমাণ কমে যাওয়ায় অন্যান্য কয়েনগুলো একটু বেশি পরিমানেই ডাউন হয়ে পড়েছিল। তবে আবার সবকিছুই রিকভার হচ্ছে। যদি এই ডাউন হবার পেছনে কোন বড় কারণ থাকত তাহলে আবার এত দ্রুত রিকভার হতে শুরু করত না
ভাই কালেকশন না কারেকশন?  ;D
আসলে ভাই আমরা সেই বিটকয়েন যখন ৭০কে ক্রস করে ৭৫কে ক্রস করল এবং তারপর 80কে ক্রস করল প্রত্যেকবারই চিন্তা করতেছিলাম যে এবার এই হয়তো একটা বড় ধরনের কারেকশন করবে কিন্তু এখনো পর্যন্ত একটিবারও বিটকয়েন তেমন বড় কোন কারেকশন করেনি. এইসব ছোট ছোট কারেকশন করে আবার নতুন অলটাইম হাই প্রাইস গড়ে তুলতে তুলতে ১০৭কে পর্যন্ত চলে গিয়েছিল।
আমিও ভাই এখন পর্যন্ত কোন নেগেটিভ নিউজ মার্কেটে পাইনি।
আমারও মনে হচ্ছে এটা শুধুমাত্র একটা ছোটখাটো কারেকশন ছিল, এমনও হতে পারে এটাই পরবর্তীতে অল্ট সিজন চালু হওয়ার জন্য একটা টিকিট।
Title: Re: কি ব্যাপার ভাই মার্কেটের কি হইল?
Post by: CoinHolder on December 21, 2024, 11:30:19 PM
এখন পর্যন্ত এমন কোন নিউজ পাইনি যার জন্য মার্কেট এমন ডাউন করতে পারে। সম্ভবত এটি অল্প সময়ের জন্য কালেকশন হচ্ছে। এবং ইতিমধ্যেই মার্কেট অনেকটাই রিকভার হয়েছে। লজিক অনুযায়ী এই bull run ২০২৫ এর মার্চ পর্যন্ত থাকবে এবং তার পরে একটি বড় কারেকশন হতে পারে। আর সেই সময় মার্কেটে অনেক বড় ডাউন দেখা যাবে। হঠাৎ করে বিটকয়েনের দাম একটু বেশি পরিমাণ কমে যাওয়ায় অন্যান্য কয়েনগুলো একটু বেশি পরিমানেই ডাউন হয়ে পড়েছিল। তবে আবার সবকিছুই রিকভার হচ্ছে। যদি এই ডাউন হবার পেছনে কোন বড় কারণ থাকত তাহলে আবার এত দ্রুত রিকভার হতে শুরু করত না
ভাই কালেকশন না কারেকশন?  ;D
আসলে ভাই আমরা সেই বিটকয়েন যখন ৭০কে ক্রস করে ৭৫কে ক্রস করল এবং তারপর 80কে ক্রস করল প্রত্যেকবারই চিন্তা করতেছিলাম যে এবার এই হয়তো একটা বড় ধরনের কারেকশন করবে কিন্তু এখনো পর্যন্ত একটিবারও বিটকয়েন তেমন বড় কোন কারেকশন করেনি. এইসব ছোট ছোট কারেকশন করে আবার নতুন অলটাইম হাই প্রাইস গড়ে তুলতে তুলতে ১০৭কে পর্যন্ত চলে গিয়েছিল।
আমিও ভাই এখন পর্যন্ত কোন নেগেটিভ নিউজ মার্কেটে পাইনি।
আমারও মনে হচ্ছে এটা শুধুমাত্র একটা ছোটখাটো কারেকশন ছিল, এমনও হতে পারে এটাই পরবর্তীতে অল্ট সিজন চালু হওয়ার জন্য একটা টিকিট।
আপনি ঠিক বলেছেন। বিটকয়েন এখনো বড় ধরনের কারেকশন করেনি, তবে ছোট ছোট কারেকশনগুলির পরই তো সে নতুন অলটাইম হাই তৈরি করছে। এই ধরনের মার্কেট মুভমেন্টগুলো অনেকেই বুলিশ প্যাটার্ন হিসেবে দেখেন কারণ ছোট কারেকশন থেকে আবার শক্তিশালী রানে ফিরে আসা মার্কেটের শক্তিশালী অবস্থাকে ইঙ্গিত করে।
Title: Re: কি ব্যাপার ভাই মার্কেটের কি হইল?
Post by: God Of Thunder on December 23, 2024, 03:01:40 PM
এটা কি শুধুমাত্র শর্ট  কারেকশন?
নাকি মার্কেটে কোন নেগেটিভ নিউজ আছে? বিটকয়েন কি ২৪ ঘন্টায় অ্যারাউন্ড ৩.৭১% ডাউন খেয়েছে অন্যদিকে পুরো অল্ট কয়েন মার্কেটে কোন কোন ক্ষেত্রে ১০% এরও বেশি ডাউন ডাউন হয়ে গিয়েছে।
এটাই কি তাহলে ওই এক্সপেক্টেড কারেকশন? নাকি কোন বড় ধরনের মেনুপুলেশন চলতেছে মার্কেটে?

যার কাছে যেসব তথ্য এবং মতামত রয়েছে প্রদান করে ধন্য হবেন ;D

আমি আপনার এই থ্রেড খেয়াল করিনি। বিটকয়েন মার্কেট এর এই হুট করে মুভমেন্ট এর কারন হচ্ছে ইটিএফ মার্কেট এর কারনে। সব গুলো ইটিএফ কোম্পানি থেকে হিউজ রেকর্ড পরিমানে আউটফ্লো হয়েছে। শুধু বিটকয়েন ইটিএফ না, ইথেরিয়াম ইটিএফ থেকেও প্রচুর আউটফ্লো হয়েছে। যে কারনে, ৪৮ ঘন্টায় প্রায় ১০% ডাউন হয় বিটকয়েন আর ইথেরিয়াম। আর অন্য দিকে অল্টকয়েন মার্কেটে ব্লিডিং হচ্ছিলো।

বিগত ২ মালে অল্টকয়েনগুলো যা একুমুলেশন করেছে, এই ২ দিনের মুভমেন্টে বেশিরভাগ কয়েন আগের অবস্থানে ফিরে গেছে। বিটকয়েন ডমিনেন্স  আবারো ৫৭% এর ওপরে উঠে গেছে। তার মানে হলো, অল্টকয়েন হিউজ ডাম্প হয়েছে। এটা রিকভার করতেও ভালো সময় লাগবে।
Title: Re: কি ব্যাপার ভাই মার্কেটের কি হইল?
Post by: God Of Thunder on December 24, 2024, 11:40:17 AM
@CoinHolder, আপনার শিট পোস্টিং আস্তে করে ডিলেট করে দিলাম। ফোরামে অনুগ্রহ করে কন্সট্রাক্টিভ কিছু লেখার চেষ্টা করবেন। আমি যেটা বললাম, সেই একই কথা আমাকে রিপ্লাই করার কোনো দরকার নাই। আর আমি সন্দেহ করি যে আপনি হয়তো ইংলিশ লেখা কে বাংলায় ট্রান্সলেট করে পোষ্ট করেন, অথবা আপনি এ আই ইউজ করেন। আমি আপনার প্রোফাইল চেক করার সময় পাচ্ছি না। যদি ফোরাম রুলস ভায়োলেট করেন, তাহলে স্ট্রাইক খাবেন শিওর জেনে রাখেন। আর শিট পোস্টিং বন্ধ না করলে দেখবেন সকালে একটা পোষ্ট লিখছেন, ১০ মিনিট পরে দেখবেন সেটা আর নাই। এর আগেও শিট পোস্টিং এর কারনে আপনার পোষ্ট ডিলেট করতে হয়েছে। আশা করি সংশোধন হয়ে যাবেন।
Title: Re: কি ব্যাপার ভাই মার্কেটের কি হইল?
Post by: CoinHolder on December 24, 2024, 04:13:27 PM
@CoinHolder, আপনার শিট পোস্টিং আস্তে করে ডিলেট করে দিলাম। ফোরামে অনুগ্রহ করে কন্সট্রাক্টিভ কিছু লেখার চেষ্টা করবেন। আমি যেটা বললাম, সেই একই কথা আমাকে রিপ্লাই করার কোনো দরকার নাই। আর আমি সন্দেহ করি যে আপনি হয়তো ইংলিশ লেখা কে বাংলায় ট্রান্সলেট করে পোষ্ট করেন, অথবা আপনি এ আই ইউজ করেন। আমি আপনার প্রোফাইল চেক করার সময় পাচ্ছি না। যদি ফোরাম রুলস ভায়োলেট করেন, তাহলে স্ট্রাইক খাবেন শিওর জেনে রাখেন। আর শিট পোস্টিং বন্ধ না করলে দেখবেন সকালে একটা পোষ্ট লিখছেন, ১০ মিনিট পরে দেখবেন সেটা আর নাই। এর আগেও শিট পোস্টিং এর কারনে আপনার পোষ্ট ডিলেট করতে হয়েছে। আশা করি সংশোধন হয়ে যাবেন।
ওকে ভাইয়া আপনি আমার প্রোফাইল ঘুরে দেখতে পারেন করি নানা আমি আমার নিজের ভাষায় আমি পোস্ট করতেছি এবং আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আমি এখানে পোস্ট করার চেষ্টা করি সে ক্ষেত্রে ভুল হতে পারে। কিন্তু আমি কোন ধরনের চুরি করি না কারো পোস্ট কপি করি না এটা আপনি একটু চেক করে দেখতে পারেন।

আর আপনি বললেন ইংলিশ লেখা থেকে বাংলা ট্রান্সলেট করে পোস্ট করি এটার তো কোনো প্রশ্নই ওঠে না।
Title: Re: কি ব্যাপার ভাই মার্কেটের কি হইল?
Post by: Crypto Library on December 25, 2024, 10:25:18 PM
আমি আপনার এই থ্রেড খেয়াল করিনি। বিটকয়েন মার্কেট এর এই হুট করে মুভমেন্ট এর কারন হচ্ছে ইটিএফ মার্কেট এর কারনে। সব গুলো ইটিএফ কোম্পানি থেকে হিউজ রেকর্ড পরিমানে আউটফ্লো হয়েছে। শুধু বিটকয়েন ইটিএফ না, ইথেরিয়াম ইটিএফ থেকেও প্রচুর আউটফ্লো হয়েছে। যে কারনে, ৪৮ ঘন্টায় প্রায় ১০% ডাউন হয় বিটকয়েন আর ইথেরিয়াম। আর অন্য দিকে অল্টকয়েন মার্কেটে ব্লিডিং হচ্ছিলো।

বিগত ২ মালে অল্টকয়েনগুলো যা একুমুলেশন করেছে, এই ২ দিনের মুভমেন্টে বেশিরভাগ কয়েন আগের অবস্থানে ফিরে গেছে। বিটকয়েন ডমিনেন্স  আবারো ৫৭% এর ওপরে উঠে গেছে। তার মানে হলো, অল্টকয়েন হিউজ ডাম্প হয়েছে। এটা রিকভার করতেও ভালো সময় লাগবে।
ধন্যবাদ আপডেট টা দেওয়ার জন্য।
এই নিউজটা আমার জানা ছিল না। যাই হোক আজকে আবার মার্কেট কিন্তু রিকভার করতেছে আশা করি খুব দ্রুত এই মাসের শেষের দিকে আবার মার্কেট উপরে উঠবে বর্তমানেও আমি বিটকয়েনের  ডমিনেন্স 57% দেখতেছি এটি আবার ০.30% মাইনাস করেছে এবং অন্যদিকে অল্ট কয়েন সেই পরিমাণ বেড়েছে এখন দেখার বিষয় আদৌ অল্ট কয়েন চালু হয় কিনা আরও ডমিনেন্স বাড়িয়ে।

যাইহোক ক্রিপ্টো সম্পর্কে আপডেটেড থাকার জন্য আপনি কোন  টেলিগ্রাম চ্যানেল বা ব্লগ সাইট ব্যবহার করেন?
Title: Re: কি ব্যাপার ভাই মার্কেটের কি হইল?
Post by: God Of Thunder on December 26, 2024, 07:56:27 AM
ধন্যবাদ আপডেট টা দেওয়ার জন্য।
এই নিউজটা আমার জানা ছিল না। যাই হোক আজকে আবার মার্কেট কিন্তু রিকভার করতেছে আশা করি খুব দ্রুত এই মাসের শেষের দিকে আবার মার্কেট উপরে উঠবে বর্তমানেও আমি বিটকয়েনের  ডমিনেন্স 57% দেখতেছি এটি আবার ০.30% মাইনাস করেছে এবং অন্যদিকে অল্ট কয়েন সেই পরিমাণ বেড়েছে এখন দেখার বিষয় আদৌ অল্ট কয়েন চালু হয় কিনা আরও ডমিনেন্স বাড়িয়ে।

যাইহোক ক্রিপ্টো সম্পর্কে আপডেটেড থাকার জন্য আপনি কোন  টেলিগ্রাম চ্যানেল বা ব্লগ সাইট ব্যবহার করেন?

আমি এমনিতে কোনো টেলিগ্রাম চ্যানেল বা কোনো ওয়েবসাইট ব্যাবহার করি না। যখন মনে হয় যে এই মুভমেন্ট সম্পর্কে আমার জানা দরকার, তখন গুগলে সার্চ করি অথবা ক্রিপ্টো নিউজ রিলেটেড ওয়েবসাইটগুলো চেক করি। বেশিরভাগ সময় সেখান থেকেই নিউজ পাই। তাছাড়া বিটকয়েনটকে বিটকয়েন ডিসকাশন সেকশনেও এসব নিয়ে ভালোই আলোচনা হয়। পোষ্ট না করলেও অন্তত পড়ার চেষ্টা করি। এতে করে নিজে একটু আপডেট থাকতে পারি।

অল্টকয়েন যেগুলো মুভ করছে, তার মধ্যে বিটগেট এর টোকেন ছাড়া আর কোনো টোকেন নাই আমার। আমার হোল্ডিং এ থাকা সব টোকেনই আপাতত ডাম্প করতেছে। কালকে বিজিবি টোকেন সেল করে দিলাম ৪০০ ডলারের মতো। ৫.৭১ ডলার করে সেল করে সকালে দেখি ৬.৪২ হয়ে গেছে। যাই হোক, এখনো ৫০০ ডলার পরিমানে বিজিবি হোল্ড করতেছি। কেনা ছিলো ১.৫ ডলার করে।
Title: Re: কি ব্যাপার ভাই মার্কেটের কি হইল?
Post by: Crypto Library on December 26, 2024, 08:06:31 PM
ধন্যবাদ আপডেট টা দেওয়ার জন্য।
এই নিউজটা আমার জানা ছিল না। যাই হোক আজকে আবার মার্কেট কিন্তু রিকভার করতেছে আশা করি খুব দ্রুত এই মাসের শেষের দিকে আবার মার্কেট উপরে উঠবে বর্তমানেও আমি বিটকয়েনের  ডমিনেন্স 57% দেখতেছি এটি আবার ০.30% মাইনাস করেছে এবং অন্যদিকে অল্ট কয়েন সেই পরিমাণ বেড়েছে এখন দেখার বিষয় আদৌ অল্ট কয়েন চালু হয় কিনা আরও ডমিনেন্স বাড়িয়ে।

যাইহোক ক্রিপ্টো সম্পর্কে আপডেটেড থাকার জন্য আপনি কোন  টেলিগ্রাম চ্যানেল বা ব্লগ সাইট ব্যবহার করেন?

আমি এমনিতে কোনো টেলিগ্রাম চ্যানেল বা কোনো ওয়েবসাইট ব্যাবহার করি না। যখন মনে হয় যে এই মুভমেন্ট সম্পর্কে আমার জানা দরকার, তখন গুগলে সার্চ করি অথবা ক্রিপ্টো নিউজ রিলেটেড ওয়েবসাইটগুলো চেক করি। বেশিরভাগ সময় সেখান থেকেই নিউজ পাই। তাছাড়া বিটকয়েনটকে বিটকয়েন ডিসকাশন সেকশনেও এসব নিয়ে ভালোই আলোচনা হয়। পোষ্ট না করলেও অন্তত পড়ার চেষ্টা করি। এতে করে নিজে একটু আপডেট থাকতে পারি।
আমি ভাবলাম কোন টেলিগ্রাম চ্যানেল ইউজ করেন কিনা আমি নিজে বর্তমানে ক্ষিপ্ত পটেটো নামের একটা চ্যানেল আছে এটাকে ফলো করি এটা রিসেন্টলি হয়ে যাওয়া যত আপডেট রয়েছে crypto কারেন্সি নিয়ে সবগুলো প্রায় আপডেট হিসেবে জানায়।
যদিও এটি একটু বর্তমানে বেশি আপডেট জানায় এবং মাঝেমধ্যে আমার নিকট নন নেসেসারি ইনফরমেশন সামনে আসার পরে বেশি ইন্টারেস্ট দেখায়নি দেখে আর অনেকগুলা নোটিফিকেশন একত্রে আসে যা মাঝেমধ্যে বিরক্তির কারণ হয়ে ওঠে।

বর্তমানে এই অবস্থার কারণে আমার ফোনের চার্জ বেশি থাকে না কারণ প্রতি মিনিটেই আমার টেলিগ্রাম অ্যাপ এ একটি করে নোটিফিকেশন আসে। আর না আসলেও বা উপায় কি মন এবং মানসিক অবস্থা এমন পর্যায়ে চলে গিয়েছে যে বর্তমানে ফোরামের নোটিফিকেশন  বট গুলো আর এই ধরনের চ্যানেল গুলো ফলো না করলেও থাকতে পারিনা বাট এগুলো কিন্তু আমার ফোনের আমার ফোনের বারোটা বাজায় দেয়।

Quote
অল্টকয়েন যেগুলো মুভ করছে, তার মধ্যে বিটগেট এর টোকেন ছাড়া আর কোনো টোকেন নাই আমার। আমার হোল্ডিং এ থাকা সব টোকেনই আপাতত ডাম্প করতেছে। কালকে বিজিবি টোকেন সেল করে দিলাম ৪০০ ডলারের মতো। ৫.৭১ ডলার করে সেল করে সকালে দেখি ৬.৪২ হয়ে গেছে। যাই হোক, এখনো ৫০০ ডলার পরিমানে বিজিবি হোল্ড করতেছি। কেনা ছিলো ১.৫ ডলার করে।
আর দ্বিতীয় ভাই তারপরেও লালে লাল , কিন্তু আমার কথা আর কি বলব ভাবছিলাম ভালো একটা পাম্প করবে কিন্তু আমার পলিগণ আবার লাল বাত্তি ধরিয়ে দিয়েছে আমার হাতে
Title: Re: কি ব্যাপার ভাই মার্কেটের কি হইল?
Post by: kulkhan on December 26, 2024, 08:57:56 PM
ধন্যবাদ আপডেট টা দেওয়ার জন্য।
এই নিউজটা আমার জানা ছিল না। যাই হোক আজকে আবার মার্কেট কিন্তু রিকভার করতেছে আশা করি খুব দ্রুত এই মাসের শেষের দিকে আবার মার্কেট উপরে উঠবে বর্তমানেও আমি বিটকয়েনের  ডমিনেন্স 57% দেখতেছি এটি আবার ০.30% মাইনাস করেছে এবং অন্যদিকে অল্ট কয়েন সেই পরিমাণ বেড়েছে এখন দেখার বিষয় আদৌ অল্ট কয়েন চালু হয় কিনা আরও ডমিনেন্স বাড়িয়ে।

যাইহোক ক্রিপ্টো সম্পর্কে আপডেটেড থাকার জন্য আপনি কোন  টেলিগ্রাম চ্যানেল বা ব্লগ সাইট ব্যবহার করেন?

আমি এমনিতে কোনো টেলিগ্রাম চ্যানেল বা কোনো ওয়েবসাইট ব্যাবহার করি না। যখন মনে হয় যে এই মুভমেন্ট সম্পর্কে আমার জানা দরকার, তখন গুগলে সার্চ করি অথবা ক্রিপ্টো নিউজ রিলেটেড ওয়েবসাইটগুলো চেক করি। বেশিরভাগ সময় সেখান থেকেই নিউজ পাই। তাছাড়া বিটকয়েনটকে বিটকয়েন ডিসকাশন সেকশনেও এসব নিয়ে ভালোই আলোচনা হয়। পোষ্ট না করলেও অন্তত পড়ার চেষ্টা করি। এতে করে নিজে একটু আপডেট থাকতে পারি।

অল্টকয়েন যেগুলো মুভ করছে, তার মধ্যে বিটগেট এর টোকেন ছাড়া আর কোনো টোকেন নাই আমার। আমার হোল্ডিং এ থাকা সব টোকেনই আপাতত ডাম্প করতেছে। কালকে বিজিবি টোকেন সেল করে দিলাম ৪০০ ডলারের মতো। ৫.৭১ ডলার করে সেল করে সকালে দেখি ৬.৪২ হয়ে গেছে। যাই হোক, এখনো ৫০০ ডলার পরিমানে বিজিবি হোল্ড করতেছি। কেনা ছিলো ১.৫ ডলার করে।
ক্রিপ্টো রিলেটেড অনেকগুলো ওয়েবসাইট আছে যেখানে ক্রিপ্টো রিলেটেড নিউজগুলো পাওয়া যায়। তাছাড়া আমরা কোয়েল মার্কেট ক্যাপে ও নিউজ পেতে পারি এবং এর মার্কেট এনালাইসিস করতে পারি। কয়েন মার্কেট কেপে আমরা সব ধরনের কয়েন এর লিস্ট এবং এর মূল্য তালিকা এবং এর বাজার এবং টোটাল ডিটেলস সম্পর্কে আমরা জানতে পারি। এবং আমরা সেখান থেকে এনালাইসিস এর মাধ্যমে বিভিন্ন ধরনের কয়েন কিনে হোল্ড করতে পারি।
Title: Re: কি ব্যাপার ভাই মার্কেটের কি হইল?
Post by: Crypto Library on December 27, 2024, 08:14:32 PM
ক্রিপ্টো রিলেটেড অনেকগুলো ওয়েবসাইট আছে যেখানে ক্রিপ্টো রিলেটেড নিউজগুলো পাওয়া যায়। তাছাড়া আমরা কোয়েল মার্কেট ক্যাপে ও নিউজ পেতে পারি এবং এর মার্কেট এনালাইসিস করতে পারি। কয়েন মার্কেট কেপে আমরা সব ধরনের কয়েন এর লিস্ট এবং এর মূল্য তালিকা এবং এর বাজার এবং টোটাল ডিটেলস সম্পর্কে আমরা জানতে পারি। এবং আমরা সেখান থেকে এনালাইসিস এর মাধ্যমে বিভিন্ন ধরনের কয়েন কিনে হোল্ড করতে পারি।
আপনার সাথে আমি একমত পোষণ করব যে কয়েন মার্কেট ক্যাপ এ ক্রিপ্টো রিলেটেড অনেক খবর গুলো পাওয়া যায় অনেক বলতে এখানে হিউজ বান্ডেল পাবেন নিউজের।

তবে সমস্যা হল আমি সেই সব নিউজ প্রোভাইডারদের ফলো করার চেষ্টা করি যারা আমাদের জন্য গুরুত্বপূর্ণ সেইসব তথ্য সব সময় শেয়ার করে যেমন ধরেন আপনি একটা টেলিগ্রাম চ্যানেল ফলো করেন শুধু ক্রিপ্টো রিলেটেড নতুন আপডেট গুলো অবশ্যই সবগুলো বড় বড়  ফ্যাক্ট গুলো আপনি জানতে চাইবেন।
এক্ষেত্রে যদি দিনে আপনাকে ১০০টা নিউজ পড়ার জন্য ধরিয়ে দেয় তাহলে আপনি শুধু এগুলোই পড়বেন নাকি আপনার অন্য কোন কাজগুলো করবেন।
যদি ওখানে বিষয় রয়েছে নিজের এনালাইসিস করে নিউজগুলো কালেক্ট করা আরও ভালো হয় তবে ইন রিয়েলিটি তে আমার মনে হয় এটা মাঝেমধ্যে আমরা করতে পারলেও কন্টিনিউয়াসলি এটা করা আমাদের সম্ভব হয় না কারণ একটাই সেটা হচ্ছে প্রচুর সময় দিতে হয়। আর এর জন্য আমি ট্রাস্টেদ সোর্সগুলো খুঁজি।
Title: Re: কি ব্যাপার ভাই মার্কেটের কি হইল?
Post by: kulkhan on December 27, 2024, 08:28:10 PM
ক্রিপ্টো রিলেটেড অনেকগুলো ওয়েবসাইট আছে যেখানে ক্রিপ্টো রিলেটেড নিউজগুলো পাওয়া যায়। তাছাড়া আমরা কোয়েল মার্কেট ক্যাপে ও নিউজ পেতে পারি এবং এর মার্কেট এনালাইসিস করতে পারি। কয়েন মার্কেট কেপে আমরা সব ধরনের কয়েন এর লিস্ট এবং এর মূল্য তালিকা এবং এর বাজার এবং টোটাল ডিটেলস সম্পর্কে আমরা জানতে পারি। এবং আমরা সেখান থেকে এনালাইসিস এর মাধ্যমে বিভিন্ন ধরনের কয়েন কিনে হোল্ড করতে পারি।
আপনার সাথে আমি একমত পোষণ করব যে কয়েন মার্কেট ক্যাপ এ ক্রিপ্টো রিলেটেড অনেক খবর গুলো পাওয়া যায় অনেক বলতে এখানে হিউজ বান্ডেল পাবেন নিউজের।

তবে সমস্যা হল আমি সেই সব নিউজ প্রোভাইডারদের ফলো করার চেষ্টা করি যারা আমাদের জন্য গুরুত্বপূর্ণ সেইসব তথ্য সব সময় শেয়ার করে যেমন ধরেন আপনি একটা টেলিগ্রাম চ্যানেল ফলো করেন শুধু ক্রিপ্টো রিলেটেড নতুন আপডেট গুলো অবশ্যই সবগুলো বড় বড়  ফ্যাক্ট গুলো আপনি জানতে চাইবেন।
এক্ষেত্রে যদি দিনে আপনাকে ১০০টা নিউজ পড়ার জন্য ধরিয়ে দেয় তাহলে আপনি শুধু এগুলোই পড়বেন নাকি আপনার অন্য কোন কাজগুলো করবেন।
যদি ওখানে বিষয় রয়েছে নিজের এনালাইসিস করে নিউজগুলো কালেক্ট করা আরও ভালো হয় তবে ইন রিয়েলিটি তে আমার মনে হয় এটা মাঝেমধ্যে আমরা করতে পারলেও কন্টিনিউয়াসলি এটা করা আমাদের সম্ভব হয় না কারণ একটাই সেটা হচ্ছে প্রচুর সময় দিতে হয়। আর এর জন্য আমি ট্রাস্টেদ সোর্সগুলো খুঁজি।
হ্যাঁ আপনি ঠিকই বলেছেন ভাই আমরা চাইলেও সবগুলো মাধ্যম ব্যবহার করতে পারি না কারণ সে ধরনের সময় বের করা আমাদের জন্য অত্যন্ত কষ্টকর। তবে আমাদের চেষ্টা করতে হবে অথেন্টিক সোর্সগুলো বাহির করার। আমরা একটু কষ্ট করে কিছু অথেন্টিক সোর্স বাহির করতে পারলে আমাদের পরবর্তীতে কষ্ট অনেক কমে যাবে এবং আমরা অথেন্টিক নিউজগুলো পাব। আমার মনে হয় দুই একটা টেলিগ্রাম চ্যানেল দুই একটা টুইটার একাউন্ট যে একাউন্ট গুলো ক্রিপ্ত কারেন্সি নিয়ে নিউজ শেয়ার করে এবং দু-একটা ভালো মানের ওয়েবসাইট আমরা ফলো করলে আমরা আমাদের প্রয়োজনীয় নিউজগুলো পেয়ে যাব।
Title: Re: কি ব্যাপার ভাই মার্কেটের কি হইল?
Post by: kulkhan on January 17, 2025, 07:18:15 PM
এটা কি শুধুমাত্র শর্ট  কারেকশন?
নাকি মার্কেটে কোন নেগেটিভ নিউজ আছে? বিটকয়েন কি ২৪ ঘন্টায় অ্যারাউন্ড ৩.৭১% ডাউন খেয়েছে অন্যদিকে পুরো অল্ট কয়েন মার্কেটে কোন কোন ক্ষেত্রে ১০% এরও বেশি ডাউন ডাউন হয়ে গিয়েছে।
এটাই কি তাহলে ওই এক্সপেক্টেড কারেকশন? নাকি কোন বড় ধরনের মেনুপুলেশন চলতেছে মার্কেটে?

যার কাছে যেসব তথ্য এবং মতামত রয়েছে প্রদান করে ধন্য হবেন ;D
ক্রিপ্ত কারেন্সি মার্কেট সর্বদাই অনিশ্চিত। কখনো এটা আপ ট্রেনে থাকবে মার্কেট অবস্থা ভালো হবে আবার কখনো মার্কেটের অবস্থা খারাপ হবে এটাই স্বাভাবিক। কিছুদিন পূর্বে মার্কেট আপ ট্রেন্ড এ ছিল এবং বিটকয়েন এর মূল্য সর্বকালের সকল রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড তৈরি করেছিল। তারপর বিটকয়েনের মূল্য ধীরে ধীরে কমতে থাকে।

কিন্তু বর্তমানে বিটকয়েনের অধ্যগতি লক্ষ্য করা যাচ্ছে গত এক দুই দিন আগে বিটকয়েনের মূল্য ৯০ হাজার ডলারের কাছাকাছি থেকে আবার ১ লক্ষ ডলারে কাজ করেছিল। আজকে মার্কেট অবস্থা দেখলাম আরো ভালো। আজ বিটকয়েনের মূল্য এক লক্ষ পাঁচ হাজার ডলারের উপরে দেখতে পেলাম। সবকিছু পর্যালোচনা করে আমার মনে হয়েছে মার্কেট আফট্রেন্ড এ আছে এবং বিটকয়েনের মূল্য ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকবে।
Title: Re: কি ব্যাপার ভাই মার্কেটের কি হইল?
Post by: Crypto Library on January 17, 2025, 07:47:19 PM
ক্রিপ্ত কারেন্সি মার্কেট সর্বদাই অনিশ্চিত। কখনো এটা আপ ট্রেনে থাকবে মার্কেট অবস্থা ভালো হবে আবার কখনো মার্কেটের অবস্থা খারাপ হবে এটাই স্বাভাবিক। কিছুদিন পূর্বে মার্কেট আপ ট্রেন্ড এ ছিল এবং বিটকয়েন এর মূল্য সর্বকালের সকল রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড তৈরি করেছিল। তারপর বিটকয়েনের মূল্য ধীরে ধীরে কমতে থাকে।

কিন্তু বর্তমানে বিটকয়েনের অধ্যগতি লক্ষ্য করা যাচ্ছে গত এক দুই দিন আগে বিটকয়েনের মূল্য ৯০ হাজার ডলারের কাছাকাছি থেকে আবার ১ লক্ষ ডলারে কাজ করেছিল। আজকে মার্কেট অবস্থা দেখলাম আরো ভালো। আজ বিটকয়েনের মূল্য এক লক্ষ পাঁচ হাজার ডলারের উপরে দেখতে পেলাম। সবকিছু পর্যালোচনা করে আমার মনে হয়েছে মার্কেট আফট্রেন্ড এ আছে এবং বিটকয়েনের মূল্য ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকবে।
সোশ্যাল মিডিয়াগুলোতে কোথাও কোথাও দেখলাম মানুষজন বলতেছে এই  বার বিটকয়েন শুধুমাত্র হাইপের উপরে পাম্প করতেছে ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের তারিখকে কেন্দ্র করে। আর এর জন্য এই পাম্পের সময় কাল খুবই কম হতে পারে।

তবে আমি আসলে নিশ্চিত করে কিছু বলতে পারব না, তবে আমার মনে হচ্ছে এর আগেও যেমন মানুষজন এটা বলে বেড়িয়েছে ডোনাল্ড ট্রাম্প ইলেকশনের জেতার পর হয়তো ছোট করে একটা   পাম্প দিতে পারে কিন্তু লং টার্মের জন্য আমাদের আরও ওয়েট করতে হবে। সেই ধারণা আমাদের ভুল প্রমাণ করে দিয়ে বিটকয়েন ১০8কে কে ক্রস করে ফেলেছিল এবং বলতে গেলে ৯০ এর নিচে আর নামেনি।
এখন আমার মনে হচ্ছে ট্রাম্পের এইসব গ্রহণের পরেও বিষয়টা এমনই হতে পারে। আমি টার্গেট রাখছি বিটকয়েন যদি ১২০কে কাজ করে তাহলে সেল করে দিব আমার হোল্ডিং করা বিটকয়েন গুলো।