@CoinHolder, আপনার শিট পোস্টিং আস্তে করে ডিলেট করে দিলাম। ফোরামে অনুগ্রহ করে কন্সট্রাক্টিভ কিছু লেখার চেষ্টা করবেন। আমি যেটা বললাম, সেই একই কথা আমাকে রিপ্লাই করার কোনো দরকার নাই। আর আমি সন্দেহ করি যে আপনি হয়তো ইংলিশ লেখা কে বাংলায় ট্রান্সলেট করে পোষ্ট করেন, অথবা আপনি এ আই ইউজ করেন। আমি আপনার প্রোফাইল চেক করার সময় পাচ্ছি না। যদি ফোরাম রুলস ভায়োলেট করেন, তাহলে স্ট্রাইক খাবেন শিওর জেনে রাখেন। আর শিট পোস্টিং বন্ধ না করলে দেখবেন সকালে একটা পোষ্ট লিখছেন, ১০ মিনিট পরে দেখবেন সেটা আর নাই। এর আগেও শিট পোস্টিং এর কারনে আপনার পোষ্ট ডিলেট করতে হয়েছে। আশা করি সংশোধন হয়ে যাবেন।