Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: DYING_S0UL on February 26, 2025, 07:38:02 AM

Title: 🏆অল্টকয়েনটক কমিউনিটি এওয়ার্ডস - ২০২৪ - বাংলা
Post by: DYING_S0UL on February 26, 2025, 07:38:02 AM
Whale ANN (https://www.altcoinstalks.com/index.php?topic=327942.0)  |  Indonesian (https://www.altcoinstalks.com/)  |  Italian (https://www.altcoinstalks.com/index.php?topic=327998.0)  |  German (https://www.altcoinstalks.com/)  |  Turkish (https://www.altcoinstalks.com/)  |  Russian / Ukrainian (https://www.altcoinstalks.com/)  |  Bangla (https://www.altcoinstalks.com/index.php?topic=328248.new#new)  |  VOTING THREAD (https://www.altcoinstalks.com/index.php?topic=327997.0)

(https://talkimg.com/images/2025/02/14/qXdJ5.png) (https://go.whale.io/bitcointalk)

আমরা অল্টকয়েনটক কমিউনিটি এওয়ার্ডস ঘোষণা করতে পেরে অনেক আনন্দিত, এটি এমন একটি ইভেন্ট যা আমাদের ২০২৪ কে ভালোভাবে শেষ করতে সহায়তা করবে। এই ইভেন্টটির মাধ্যমে আমরা সেইসব বিশেষ ব্যক্তিদের প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করি যারা অনবরত এই কমিউনিটির ভালোর জন্য কাজ করে যাচ্ছেন, এবং আমরা আশা করি যে এই ইভেন্টটি যেনো আমাদের ঐতিহ্যে পরিণত হয়! এরই সাথে এবার ভোটারদের জন্য পুরষ্কার থাকতেছে!

       বিজয়ীদের জন্য কি কি পুরষ্কার থাকছে?

এই বছর, icopress এবং babo এটি নিশ্চিত করেছে যে এই কনটেস্টটিতে যেনো এবার বস্তুগত ভ্যালু থাকে। Whale.io এবছরের স্পনসর, এবং বিজয়ীদের জন্য থাকছে ১০ টি পুরষ্কার প্রতিটি $৫০, যা বিজয়ীদের Whale একাউন্টে ক্রেডিট করে দেয়া হবে। ভোট গণনা শেষ হলে, একটি বিশাল লটারির আয়োজন করা হবে যার মাধ্যমে বিজয়ীরা নির্ধারিত হবে।

       এটি কিভাবে কাজ করবে?

এই থ্রেড প্রকাশের ৪০ দিনের ভিতর, একটি পাবলিক ভোট চালু করা হবে, যেখানে এক্টিভ ইউজাররা অংশগ্রহণ করতে পারবে। প্রতি ক্যাটাগরিতে কে কে বিজয়ী হবে তা সম্পূর্ণ নির্ভর করবে আপনাদের উপর। আপনারা চাইলে নিজেদেরকেও ভোট দিতে পারেন, তবে আপনি যদি অন্য কাউকে নমিনেট করেন এবং তাকে নমিনেট করার পেছনে কারণ বাখ্যা করতে না পারেন, সেক্ষেত্রে আপনার ভোট গণনা করা হবেনা।


কাস্টম টাইটেল
নমিনেশনের বিবরণ



  (https://i.ibb.co/FndVFZp/QLAeKFh.png)
ফোরাম হিরো
পুরস্কারটি একজন আন-অফিশিয়াল নেতাকে দেয়া হয়! (https://bitcointalk.org/Themes/custom1/images/english/new.gif)

এই ব্যক্তিটি বহু বছর ধরে কমিউনিটির সেবায় নিজেকে উৎসর্গ করেছেন এবং কমিউনিটির জন্য একটি অবিস্মরণীয় উত্তরাধিকার রেখে গেছেন, তিনি এমন একজন ব্যক্তিত্ব যার নাম অল্টকয়েনটকের পাতায় লেখা থাকবে।



(https://i.ibb.co/WW346gd/jcK4Rgi.png)
অল্টকয়েনটক নিনজা
পুরষ্কারটি বুদ্ধি এবং আস্থার প্রতিকী এমন একজনকে দেয়া হয়। (https://bitcointalk.org/Themes/custom1/images/english/new.gif)

ফোরামে এমন কিছু ইউজার আছে যারা তাদের ব্যতিক্রমধর্মী লেখার ধরন এবং বস্ত নিষ্ঠায় অন্য সবার চাইতে আলাদা, যাদের কার্যকলাপ সর্বব্যাপী দেখা যায় এবং যাদের ছাড়া আপনি এই ফোরামকে কল্পনা করতে পারবেন না।



(https://i.ibb.co/kDN3374/jQ3GJDC.png)
বিট গিক
এই পুরস্কারটি সেই ব্যক্তিকে দেওয়া হয় যাকে আপনি সবচেয়ে জ্ঞানী এবং প্রযুক্তিবিদ বলে মনে করেন। (https://bitcointalk.org/Themes/custom1/images/english/new.gif)

আমাদের জানান আপনি এমন কাকে চেনেন যিনি ক্রিপ্টোকারেন্সি নিয়ে অত্যন্ত আগ্রহী, যিনি সূক্ষ্ম বিষয়গুলি সহজেভাবে ব্যাখ্যা করতে সক্ষম বা যার বিশ্লেষণাত্মক চিন্তাধারা রয়েছে।



(https://i.ibb.co/3ySG2Fz/tGCVupo.png)
সেরা প্রজেক্ট
আমার এখানে অল্টকয়েনটকে উপস্থাপিত যেকোনো ব্যবসা বা প্রজেক্টের কথা বলছি। (https://bitcointalk.org/Themes/custom1/images/english/new.gif)



(https://i.ibb.co/BBV7FVV/hGBuDKT.png)
কাস্টম হিরো
আপনি মডারেটর, প্রেসিডেন্ট, সেনেটর বা কাস্টম টাইটেল আছে এমন যেকোনো কাউকে ভোট দিতে পারেন। আমরা জানতে চাই কাকে এই কমিউনিটি রোল মডেল হিসেবে গণ্য করে। ফোরাম মেম্বারদের তাদের হিরোদের জানা উচিত! (https://bitcointalk.org/Themes/custom1/images/english/new.gif)



_________________
_________________

Translator's Note: আমি আশা করি বাংলা কমিউনিটির সকলে এই কনটেস্টটিতে অংশগ্রহন করবে, যেনো এই ইভেন্টটি সফল হয়, ধন্যবাদ সবাইকে... :)
Title: Re: 🏆অল্টকয়েনটক কমিউনিটি এওয়ার্ডস - ২০২৪ - বাংলা
Post by: DYING_S0UL on March 17, 2025, 06:10:59 AM
@God Of Thunder, @Crypto Library, @JISAN, @kulkhan ভাইয়েরা আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করতেছি। আপনারা হয়তো জানেন বা জানেননা 🏆 Altcoinstalks Community Awards 2024 (https://www.altcoinstalks.com/index.php?topic=327416.0) ইভেন্টটিতে ভোটিং চলতেছে, তো আমি আশা করবো যে আপনারা সেখানে আপনাদের পছন্দের ব্যক্তিবর্গদের ভোট দিয়ে নমিনেট করবেন।

আমার আলাদাভাবে কাউকেই নক বা মেনশন করার ইচ্ছা ছিলোনা। তবে সময় কম থাকায় আর লোকাল সেকশন থেকে কম সাড়া পাওয়ায় এক প্রকার বাধ্য হয়েই সবাইকে নাড়া দিলাম। যদিও সবাইকে মেনশন করিনাই, শুধুমাত্র তাদেরই যাদের লোকাল সেকশনে আমি কমবেশি এক্টিভ নোটিশ করছি।

আরেকটা কথা, আমি যতোদূর জানি, ভোটিং থ্রেডটি পোস্টের ৪০ দিন পর্যন্ত ভোট গ্রহন করা হবে। তারপর পোস্টটি লক করে দিবে। সো সেই হিসেবে ১৪ ফেব্রুয়ারি থেকে যদি হিসাব করা তাহলে হাতে থাকে আর মাত্র ৯ দিন। বুঝতেই পারতেছেন সময় অনেক কম।

ভোটিং থ্রেড: 🏆 Altcoinstalks Community Awards - 2024 / voting (https://www.altcoinstalks.com/index.php?topic=327997.0)

আশা করি আপনারা সবাই আমার কথায় সাড়া দিবেন। :)

Title: Re: 🏆অল্টকয়েনটক কমিউনিটি এওয়ার্ডস - ২০২৪ - বাংলা
Post by: God Of Thunder on March 17, 2025, 06:53:43 AM
আমার আলাদাভাবে কাউকেই নক বা মেনশন করার ইচ্ছা ছিলোনা। তবে সময় কম থাকায় আর লোকাল সেকশন থেকে কম সাড়া পাওয়ায় এক প্রকার বাধ্য হয়েই সবাইকে নাড়া দিলাম। যদিও সবাইকে মেনশন করিনাই, শুধুমাত্র তাদেরই যাদের লোকাল সেকশনে আমি কমবেশি এক্টিভ নোটিশ করছি।

আরেকটা কথা, আমি যতোদূর জানি, ভোটিং থ্রেডটি পোস্টের ৪০ দিন পর্যন্ত ভোট গ্রহন করা হবে। তারপর পোস্টটি লক করে দিবে। সো সেই হিসেবে ১৪ ফেব্রুয়ারি থেকে যদি হিসাব করা তাহলে হাতে থাকে আর মাত্র ৯ দিন। বুঝতেই পারতেছেন সময় অনেক কম।

আসলে রিয়েল লাইফের ব্যাস্ততা অনেক বেশি। তাছাড়া রমজান মাস হওয়ায় হাতে তেমন সময় পাচ্ছি না অনলাইনে দেয়ার মতো। তবুও যেহেতু ফোরাম থেকে দু পয়সা ইনকাম হয়, একবারে সময় না দিলেও চলে না। তাই শুধু না দিলেই নয় এরকম সময় দিচ্ছি। আপনাকে ধন্যবাদ মেনশন করার জন্য। আমি অলরেডি আমার ভোটগুলো দিয়েছি, যদিও আমি এখনো ডিস্ক্রিপশন লিখিনি, শুধু ভোট দিয়ে দিয়েছি আপাতত। পরে সময় করে পোষ্ট এডিট করবো। আশা করি মেনশন করা বাকি সবাই আপনাদের ভোট গুলোও দিবেন। আর আপনাকে অভিনন্দন! আমাদের লোকাল বোর্ড এর সবচাইতে বেশি কারমা হোল্ডার!
Title: Re: 🏆অল্টকয়েনটক কমিউনিটি এওয়ার্ডস - ২০২৪ - বাংলা
Post by: Crypto Library on March 17, 2025, 09:31:23 PM
@God Of Thunder, @Crypto Library, @JISAN, @kulkhan ভাইয়েরা আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করতেছি। আপনারা হয়তো জানেন বা জানেননা 🏆 Altcoinstalks Community Awards 2024 (https://www.altcoinstalks.com/index.php?topic=327416.0) ইভেন্টটিতে ভোটিং চলতেছে, তো আমি আশা করবো যে আপনারা সেখানে আপনাদের পছন্দের ব্যক্তিবর্গদের ভোট দিয়ে নমিনেট করবেন।
ধন্যবাদ আপনাকে মেনশন করার জন্য এবং অল্টকয়েনটক কমিউনিটি এওয়ার্ডস থ্রেডটির বাংলায় অনুবাদ করার জন্য।
আমি আপনার কথাগুলো মাথায় নোট করে রেখেছি যেহেতু এখনো নয় দিন সময় রয়েছে আজকে থেকে আমি এই বিষয়ে এক্সপ্লোর করা শুরু করে দিয়েছি কাকে ভোট করা যায়।
তবে আপনার টপিক এর আগেই আমি দেখার পরেও এখানে ভোট করার জন্য তেমন ইন্টারেস্ট পাইনি কারণ একটাই অল্টকয়েনের অনেকের কাজের ধরন সম্পর্কে জানিনা যেমনটা আমরা বিটকয়েনটক এ জানি।
তবে অলরেডি আমি কিছু কিছু ইউজারকে ভোট দেওয়ার জন্য আমার লিস্টে তুলে নিয়ে ফেলেছি আর কিছুদিনের মধ্যেই বাকিদের নাম লিস্টে তুলে ফেলবো এবং পোস্ট করে দিব।
Title: Re: 🏆অল্টকয়েনটক কমিউনিটি এওয়ার্ডস - ২০২৪ - বাংলা
Post by: DYING_S0UL on April 13, 2025, 07:24:58 PM
ভাইসব, আর মাত্র ২ দিন আছে ভোটিং এর জন্য। সো এখনো যারা ভোট দেন নি জলদি আপনাদের মূল্যবান ভোট দিয়ে দিন।

@Crypto Library, মিয়া তুমি কি ভোট দিছিলা? দিবো দিবো করো খালি, বাট দেওনা।

@God Of Thunder, ভাই তোমারে দেখলাম খালি প্রার্থী নমিনেট করছো, বাট কোনো করছো সেটার বিস্তারিত বিবরণ দেওনি। বিবরণ ছাড়া ভোট ভ্যালিড হবে না। অন্ততপক্ষে সংক্ষিপ্ত আকারে বিবরণ দিয়ে দিও।

@JISAN, ভাই আপনি সম্ভবতো কিছুই করেন নি।

সর্বশেষে যারা যারা অলরেডি ভোট দিয়েছেন তাদের অনেক অনেক ধন্যবাদ।  :)

Title: Re: 🏆অল্টকয়েনটক কমিউনিটি এওয়ার্ডস - ২০২৪ - বাংলা
Post by: kulkhan on April 14, 2025, 08:55:20 AM
ভাইসব, আর মাত্র ২ দিন আছে ভোটিং এর জন্য। সো এখনো যারা ভোট দেন নি জলদি আপনাদের মূল্যবান ভোট দিয়ে দিন।

@Crypto Library, মিয়া তুমি কি ভোট দিছিলা? দিবো দিবো করো খালি, বাট দেওনা।

@God Of Thunder, ভাই তোমারে দেখলাম খালি প্রার্থী নমিনেট করছো, বাট কোনো করছো সেটার বিস্তারিত বিবরণ দেওনি। বিবরণ ছাড়া ভোট ভ্যালিড হবে না। অন্ততপক্ষে সংক্ষিপ্ত আকারে বিবরণ দিয়ে দিও।

@JISAN, ভাই আপনি সম্ভবতো কিছুই করেন নি।

সর্বশেষে যারা যারা অলরেডি ভোট দিয়েছেন তাদের অনেক অনেক ধন্যবাদ।  :)
ভাই আমি কিন্তু ভোট দিয়েছি। ঠিক আছে কিনা একটু দেখবেন। যদি কারেকশন প্রয়োজন হয় জানাবেন। আমি মনেকরি আমাদের সকলেরই অংশগ্রহণ করা উচিত। আমাদের @JISAN ভাই মনেহয় এখনো ভোট দেয়নি।
যারা এখনো ভোট দেননি তাটা তাড়াতাড়ি দিয়ে দেন আমাদের ফোরামের যোগ্য লোকদের। আর আমরা ও যদি এই ফোরামে অবদান রাখতে পারি পরিচিতি হতে পারি তাহলে আমরাও একদিন নির্বাচিত হতে পারবো।
Title: Re: 🏆অল্টকয়েনটক কমিউনিটি এওয়ার্ডস - ২০২৪ - বাংলা
Post by: God Of Thunder on April 14, 2025, 12:23:46 PM
@God Of Thunder, ভাই তোমারে দেখলাম খালি প্রার্থী নমিনেট করছো, বাট কোনো করছো সেটার বিস্তারিত বিবরণ দেওনি। বিবরণ ছাড়া ভোট ভ্যালিড হবে না। অন্ততপক্ষে সংক্ষিপ্ত আকারে বিবরণ দিয়ে দিও।

ভোট দিয়ে রেখেছিলাম, ভেবেছিলাম পরে এডিট করবো। কিন্তু সময় হয়ে উঠে না। সব চাইতে বড় কথা হলো আমার মনে থাকে না। আজকে চ্যাটে খেয়াল করলাম ব্যাপার টা আর আপনার মেনশন দেখে আবার সেখানে গিয়ে আজকে বসে এডিট করে ফেললাম। আশা করি এখন আমার ভোট কাউন্ট করা হবে। আমি তো ভেবেছিলাম ভোট দেয়ার সময় আরো অনেক আগেই শেষ। কিন্তু এখনো দেখি ভোটিং চলতেছে মনে হয়। ভোটারদের জন্য ও কিছু রাখা দরকার ছিলো মনে হয়। তাইলে আরো অনেকেই পার্টিসিপেট করতো।
Title: Re: 🏆অল্টকয়েনটক কমিউনিটি এওয়ার্ডস - ২০২৪ - বাংলা
Post by: Crypto Library on April 15, 2025, 10:49:39 PM
ভাইসব, আর মাত্র ২ দিন আছে ভোটিং এর জন্য। সো এখনো যারা ভোট দেন নি জলদি আপনাদের মূল্যবান ভোট দিয়ে দিন।

@Crypto Library, মিয়া তুমি কি ভোট দিছিলা? দিবো দিবো করো খালি, বাট দেওনা।
............
...............
সর্বশেষে যারা যারা অলরেডি ভোট দিয়েছেন তাদের অনেক অনেক ধন্যবাদ।  :)
আরে মিয়া জানো না ওস্তাদের মাইর শেষ রাত্রে ?

আমি বলছি তো দেবো এবং আজকে তোমার কথা মত দিয়েই দিলাম চাইলে আমার ভোট দেখে আসতে পারো। এতদিন আমারও আমাদের God Of Thunder ভাইয়ের মতন ব্যস্ততার কারণে দেওয়া হয়নি  :P ।

আজকে বাংলাদেশী টাইম ভোর ছয়টায় মনে হয় সময় শেষ হবে তার আগে জমা দিয়ে দিছি।

যাই হোক দোয়া কইরো ভাই আমার মিডটার্ম পরীক্ষা চলতেছে যেন পরীক্ষাটিতে অন্তত পাশ করতে পারি। 😭
Title: Re: 🏆অল্টকয়েনটক কমিউনিটি এওয়ার্ডস - ২০২৪ - বাংলা
Post by: kulkhan on April 15, 2025, 11:12:38 PM
ভাইসব, আর মাত্র ২ দিন আছে ভোটিং এর জন্য। সো এখনো যারা ভোট দেন নি জলদি আপনাদের মূল্যবান ভোট দিয়ে দিন।

@Crypto Library, মিয়া তুমি কি ভোট দিছিলা? দিবো দিবো করো খালি, বাট দেওনা।
............
...............
সর্বশেষে যারা যারা অলরেডি ভোট দিয়েছেন তাদের অনেক অনেক ধন্যবাদ।  :)
আরে মিয়া জানো না ওস্তাদের মাইর শেষ রাত্রে ?

আমি বলছি তো দেবো এবং আজকে তোমার কথা মত দিয়েই দিলাম চাইলে আমার ভোট দেখে আসতে পারো। এতদিন আমারও আমাদের God Of Thunder ভাইয়ের মতন ব্যস্ততার কারণে দেওয়া হয়নি  :P ।

আজকে বাংলাদেশী টাইম ভোর ছয়টায় মনে হয় সময় শেষ হবে তার আগে জমা দিয়ে দিছি।

যাই হোক দোয়া কইরো ভাই আমার মিডটার্ম পরীক্ষা চলতেছে যেন পরীক্ষাটিতে অন্তত পাশ করতে পারি। 😭
আপনার জন্য দোয়া এবং শুভকামনা রইল। আশাকরি আপনি শুধু পাস অনেক ভালো রেজাল্ট করবেন বলে আমি মনেকরি।
আর যারা অল্টকয়েনটক কমিউনিটি এওয়ার্ডস - ২০২৪ এ অংশ গ্রহণ করেছেন তাদের জন্য ও শুভকামমা রইলো।
যারা বিজয়ী হবেন তাদের জন্য অগ্রীম শুভকামনা। আমি খেয়াল করে দেখলাম অনেকেই এটা তে জয়েন করেনি। আরে ভাই এটাতে অংশ গ্রহণ করতে তো আর টাকা লাগে মা। আশা করি পরবর্তী কনটেস্ট গুলোতে সবাই অংশ গ্রহণ করবে।
Title: Re: 🏆অল্টকয়েনটক কমিউনিটি এওয়ার্ডস - ২০২৪ - বাংলা
Post by: Crypto Library on April 15, 2025, 11:30:32 PM
আর যারা অল্টকয়েনটক কমিউনিটি এওয়ার্ডস - ২০২৪ এ অংশ গ্রহণ করেছেন তাদের জন্য ও শুভকামমা রইলো।
যারা বিজয়ী হবেন তাদের জন্য অগ্রীম শুভকামনা। আমি খেয়াল করে দেখলাম অনেকেই এটা তে জয়েন করেনি। আরে ভাই এটাতে অংশ গ্রহণ করতে তো আর টাকা লাগে মা। আশা করি পরবর্তী কনটেস্ট গুলোতে সবাই অংশ গ্রহণ করবে।
আমাদের এই বাংলাদেশের কমিউনিটিতে বর্তমানে তো অনেক ইউজার একটিবি নেই এখনো অংশগ্রহণ আর কিভাবে করবে তারা  :)।

আমারও প্রথম দিকে এটার প্রতি তেমন ইন্টারেস্ট ছিল না তবে ভাবলাম যারা ফোরামের জন্য নিজেদের তরফ থেকে ডেডিকেশন করতেছে তারা তো অভিয়াসলি ভোট ডিজার্ব করে এটলিস্ট তাদেরকে এইটুকু অ্যাপ্রিশিয়েট করতে পারি।

তবে ভাই আমাদের মরা আত্মা ভাই যদি আমাকে এখানে মেনশন না করতো তাহলে হয়তো বা আমি ভুলেই যাইতাম।

Quote
আপনার জন্য দোয়া এবং শুভকামনা রইল। আশাকরি আপনি শুধু পাস অনেক ভালো রেজাল্ট করবেন বলে আমি মনেকরি।
আর বইলেন না এই প্যারা আর ভালো লাগেনা এইদিকে দিনে ৬ থেকে ১০ ঘণ্টা পর্যন্ত নিজের কাজ করে, আবার পড়তে ইচ্ছে করেনা। তাছাড়া এমন মনে হয় আমরা ভার্সিটিতে শিক্ষার্থী না শুধুমাত্র পরীক্ষার্থী। আজকে আমাদের প্রথম এক্সাম ছিল এবং প্রথম এক্সামেই লে হালুয়া করে দিয়ে এসেছি। তবে যতটা খারাপ আশা করেছিলাম ততটা খারাপ হয়নি। বাকিটা আল্লাহ মাবুদ জানে।

যাই হোক আপনার দোয়া যেন আমি ফাইনালে কাজে লাগাইতে পারি আমিন আমিন
Title: Re: 🏆অল্টকয়েনটক কমিউনিটি এওয়ার্ডস - ২০২৪ - বাংলা
Post by: DYING_S0UL on April 16, 2025, 04:27:25 AM
অল্টকয়েনটকে এই একটা সমস্যা ফোরাম টাইম আর লোকাল টাইম মিসম্যাচ করি অনেক। বিটকয়েনটকে ৬ ঘন্টা লেট এ টাইম শুরু হয় বাট এখানে কি কে জানে।

CL মিয়া আমার এখানে আপনার পোস্ট ১৬ 15 তারিখে সো করতেছে। মেইবি লোকাল টাইম হিসেবে কে জানে। দেখা যাক ইলিজিবল হন কিনা! ছোটকালে ইংরেজি গ্রামারে পড়তাম, "The patient died before the doctor came"। আপনার অবস্থা হইছে অনেকটা এইরকম। রুগি মরার পরে ঔষুধ নিয়ে আসছেন। মাইর দিতে গিয়ে উল্টো মাইর খাইয়া বসে আছেন। এনিওয়ে আল্লাহ্ ভরসা।

বিজি সবাইই ভাই। আপনি তো তাও ভোট দেয়ার সময় পাননি বাট পোস্ট ঠিকই কমবেশি করছেন। আর আমি এদিকে ২দিন ধরে পোস্টও করিনি। এটা দিয়ে শুরু করলাম। আমাদের এদিকে কালবৈশাখী ধরে উইড়া গেছে সব। কারেন্ট ছিলো না আর এখন নেট নাই লল। কবে আসবে কে জানে। আগের বার ঝড়ে ১ মাসের মতো নেট ছিলো না। কি একটা সিচুয়েশন বোঝেন!

আর যারা অল্টকয়েনটক কমিউনিটি এওয়ার্ডস - ২০২৪ এ অংশ গ্রহণ করেছেন তাদের জন্য ও শুভকামমা রইলো।
যারা বিজয়ী হবেন তাদের জন্য অগ্রীম শুভকামনা। আমি খেয়াল করে দেখলাম অনেকেই এটা তে জয়েন করেনি। আরে ভাই এটাতে অংশ গ্রহণ করতে তো আর টাকা লাগে মা। আশা করি পরবর্তী কনটেস্ট গুলোতে সবাই অংশ গ্রহণ করবে।
আমাদের এই বাংলাদেশের কমিউনিটিতে বর্তমানে তো অনেক ইউজার একটিবি নেই এখনো অংশগ্রহণ আর কিভাবে করবে তারা  :)।

মেম্বার কম সেটা পড়ের বিষয়। যে কজন আছেন তারা করলেও তো অনেক! টোটাল ভোট পড়ছে ৩৫ টার মতো। সেখান থেকে আমরা ৫-৬ জন যারা আছি তারা করলেও তো মেজর একটা অংশ আমাদের লোকাল দিয়ে যায়।

তবে ভাই আমাদের মরা আত্মা ভাই যদি আমাকে এখানে মেনশন না করতো তাহলে হয়তো বা আমি ভুলেই যাইতাম।

আপনাদের হোগায় লাত্তাইতে লাত্তাইতে আমার ঠাং ব্যাথা হয়ে গেছে, ভোট দেন ভোট দেন। তাও পাইনা।
Title: Re: 🏆অল্টকয়েনটক কমিউনিটি এওয়ার্ডস - ২০২৪ - বাংলা
Post by: Crypto Library on April 16, 2025, 01:36:26 PM
অল্টকয়েনটকে এই একটা সমস্যা ফোরাম টাইম আর লোকাল টাইম মিসম্যাচ করি অনেক। বিটকয়েনটকে ৬ ঘন্টা লেট এ টাইম শুরু হয় বাট এখানে কি কে জানে।
আমি আপনার এই উত্তর অলরেডি দিয়ে দিয়েছি  অল্টকয়েনটক কমিউনিটি ডিসকাশন থ্রেডে।
তারপরও এখানে বাংলায় আরেকটু বলে যাই-

আমি যতটুকু বুঝতেছি ফোরামে যদি আপনি বাংলাদেশী টাইম চান তাহলে আপনাকে টাইম অফসেট অপশনে 4 সেট করতে হবে।

আর যদি ইউটিসি টাইম চান তাহলে সেখানে -2 সেট করতে হবে। তাহলে বিটকয়েন টক আর আর অল্টকয়েন টক এর টাইম আপনি সেম দেখতে পাবেন।


Quote
CL মিয়া আমার এখানে আপনার পোস্ট ১৬ 15 তারিখে সো করতেছে। মেইবি লোকাল টাইম হিসেবে কে জানে। দেখা যাক ইলিজিবল হন কিনা! ছোটকালে ইংরেজি গ্রামারে পড়তাম, "The patient died before the doctor came"। আপনার অবস্থা হইছে অনেকটা এইরকম। রুগি মরার পরে ঔষুধ নিয়ে আসছেন। মাইর দিতে গিয়ে উল্টো মাইর খাইয়া বসে আছেন। এনিওয়ে আল্লাহ্ ভরসা।
এত চিন্তা কইরেন না ভাই বেশি চিন্তা করলে আবার আপনার হাইপ্রেশার হয়ে আপনার কাছে আমার এভাবে যাইতে হইবে।
যদি আসলেও babo utc time ফলো করে তাহলে অভিয়াসলি আমার  ভোট কে কাউন্ট করতে হবে।

Quote
বিজি সবাইই ভাই। আপনি তো তাও ভোট দেয়ার সময় পাননি বাট পোস্ট ঠিকই কমবেশি করছেন। আর আমি এদিকে ২দিন ধরে পোস্টও করিনি।
দুইদিন ধরে তো ভাই আমিও পোস্ট করি নাই, গতকাল শুরু করছি, আরে এটাও মনে হয় আমাদের সবার জানা কারণ coinomize সিগনেচার এর রুলস অনুযায়ী এ সপ্তাহে দুই দিন পোস্ট না করলেও চলে.  মিয়া আপনি মনে হয় সারা সপ্তাহের পোস্ট আগে শেষ করে দুইদিন পোস্ট করেন নাই আর বলতেছেন বিজি আছিলেন। মাইর কি হো*য় দিমু না পিঠে?

যদিও ভোট  দিব আগেই বলেছিলাম এরমধ্যে ভোট দেওয়ার কথা ভুলেও গিয়েছিলাম প্লাস যেদিন যেদিন মনে পড়েছে সেদিন আবার এইটা ভেবে যে ভোট দেওয়ার জন্য তো চিন্তা ভাবনা করতে হয়, তো শুধু ভোট দিয়ে দিলে হয় না অনেকজন মাথায় ছিল তাদের থেকে বাছাই বাছাই করে দিতে হবে এটা ভেবেই প্রতিবার ভোট দিতে গিয়ে দেইনি। আর দেখলাম গতকাল যেহেতু লাস্ট ডেট ছিল তাই কালকে আর মিস করিনি।

ভার্সিটি বা পরীক্ষার প্যারা যদি না থাকতো আর অন্যান্য কাজের প্রেসার এবং সেই সাথে সাথে সংসার দেখভাল করা এগুলো যদি না থাকতো তাহলে হয়তো বা এতটা বিজি আমি থাকতাম না।

Quote
এটা দিয়ে শুরু করলাম। আমাদের এদিকে কালবৈশাখী ধরে উইড়া গেছে সব। কারেন্ট ছিলো না আর এখন নেট নাই লল। কবে আসবে কে জানে। আগের বার ঝড়ে ১ মাসের মতো নেট ছিলো না। কি একটা সিচুয়েশন বোঝেন!
যদি অনলাইনের জগতে থাকতে চান এখানে ক্যারিয়ার করতে চান তাহলে আপনার সেটআপ সেই ভাবে করে নিতে হবে।
দরকার পড়লে একটু বেশি টাকা দিয়ে হলেও ভালো কোন ইন্টারনেট প্রোভাইডার কে আপনার এলাকায় নিয়ে যান, চাইলে আপনি সাথে আরও কয়েকজনকে নিতে পারেন যারা আপনার মতন অবস্থায় রয়েছে।
ধরেন কোন ভালো ইন্টারনেট প্রোভাইডার যদি আপনি নিয়ে থাকেন তাহলে সেখানে অপটিক্যাল ফাইবার দিয়ে লাইন দিবে এবং আপনি যদি জাস্ট আপনার ONU and রাউটারে ১২ ভোল্টের ব্যাটারি দিয়ে হলেও লোড দিতে পারেন তাহলেও অনায়াসে সাত থেকে আট ঘন্টা চালাতে পারবেন আর যদি আইপিএস নিতে পারেন সবচাইতে বেস্ট হবে। 

অনলাইনে যদি টাকা কামাই করতে চান তাহলে এই দিকগুলোতে আপনাকে টাকা খরচ করতেই হবে।


Quote
আমাদের এই বাংলাদেশের কমিউনিটিতে বর্তমানে তো অনেক ইউজার একটিবি নেই এখনো অংশগ্রহণ আর কিভাবে করবে তারা  :)।
মেম্বার কম সেটা পড়ের বিষয়। যে কজন আছেন তারা করলেও তো অনেক! টোটাল ভোট পড়ছে ৩৫ টার মতো। সেখান থেকে আমরা ৫-৬ জন যারা আছি তারা করলেও তো মেজর একটা অংশ আমাদের লোকাল দিয়ে যায়।
মাত্র ৩৫ টা ভোট? তার মানে বুঝতে পারতেছেন?
আমাদের  ক্যাম্পেইনেই ৫৮ জন. যাই হোক সবাই তো ভোট দিবে না আর তাদেরকে আপনি জোরও করতে পারবেন না, এটাও তাদের তাদের স্বাধীনতা.

তাছাড়া লোকাল থেকে আর কয়জনকে চান আপনি যদি ফোরামে পাঁচ থেকে ছয় জন একটিভ থাকে তাহলে তার মধ্যে ৪ জন দিয়ে ফেলছে।

বাকি থাকেই মাত্র দুইজন এইটা তো ভাই স্বাভাবিক।  :P


Title: Re: 🏆অল্টকয়েনটক কমিউনিটি এওয়ার্ডস - ২০২৪ - বাংলা
Post by: DYING_S0UL on April 16, 2025, 07:08:47 PM
কোট

ধন্যবাদ ডিটেইল এক্সপ্লেনেশনের জন্য। তাও বুঝিনি! বুঝলেও আমি সিউর আবার ভুলে যাবো লজিকটা।

এতটুকু সিউর বিটিটি আর অল্টকয়েনটক সেইম টাইমজনে নাই। সো এখানে পোস্ট কাউন্টের সময় ম্যানেজারা কি ফলো করে জানেন আপনারা?

আরে না মিয়া! আমি শুরুই করিনি। খাম্বা পড়ছে ওয়াইফাই নাই। কষ্টে আমি বন্ধুর বাসায় (শহরে) আসছি, ফোনে চার্জ দিতে।

২ জন ইন্টারনেট প্রোভাইডার আছে এলাকায়। তবে দুই জনের কোয়ালিটিই সেইম। আর সমস্যা হলো, গ্রাম সাইড তো। একটু বাতাস হলেই কেন জানি কাকতালীয় ভাবে খাম্বা নেটের তারের উপরই পড়ে সবসময়, লল।

লাস্ট মোমেন্টে ভোট দেয়ার জন্য ধন্যবান গন্থাগার ভাই।
Title: Re: 🏆অল্টকয়েনটক কমিউনিটি এওয়ার্ডস - ২০২৪ - বাংলা
Post by: DYING_S0UL on April 22, 2025, 06:00:21 PM
🏆অল্টকয়েনটক কমিউনিটি এওয়ার্ডস - ২০২৪ এর ফলাফল প্রকাশিত হয়েছে। এবারের বিজয়ীরা হলেন:


আমি পার্সোনালি অনেক দূর পর্যন্ত গেছিলাম বাট শেষমেশ বাদ পড়ে গেছি। যাই হোক, এতে যে আমি নমিনেট হতে পারছি এতেই খুশি।

লাস্টে একটা কথা বলে শেষ করবো। যারা যারা ভোট দিয়েছিলেন তাদের জন্যও পুরষ্কার থাকবে। কি থাকবে জানিনা বাট থাকবে। বাবো তো তাই বললো। টোটাল ৩৫ জনের মতো ভোটার ছিলেন, যারা ইলিজিবল হন। ;)

Cash prizes will be drawn among the 35 voters

ইডিট: ৩৫ জনের থেকে লটারি করে ১০ জন কে নেয়া হবে।
Title: Re: 🏆অল্টকয়েনটক কমিউনিটি এওয়ার্ডস - ২০২৪ - বাংলা
Post by: kulkhan on April 23, 2025, 07:43:14 PM
🏆অল্টকয়েনটক কমিউনিটি এওয়ার্ডস - ২০২৪ এর ফলাফল প্রকাশিত হয়েছে। এবারের বিজয়ীরা হলেন:

  • ফোরাম হিরো: Freemind
  • অল্টকয়েনটক নিনজা: PX-Z
  • বিট গিক: NotATether
  • সেরা প্রজেক্ট: Telegram Bot by PX-Z
  • কাস্টম হিরো: AB De Royse

আমি পার্সোনালি অনেক দূর পর্যন্ত গেছিলাম বাট শেষমেশ বাদ পড়ে গেছি। যাই হোক, এতে যে আমি নমিনেট হতে পারছি এতেই খুশি।

লাস্টে একটা কথা বলে শেষ করবো। যারা যারা ভোট দিয়েছিলেন তাদের জন্যও পুরষ্কার থাকবে। কি থাকবে জানিনা বাট থাকবে। বাবো তো তাই বললো। টোটাল ৩৫ জনের মতো ভোটার ছিলেন, যারা ইলিজিবল হন। ;)

Cash prizes will be drawn among the 35 voters

ইডিট: ৩৫ জনের থেকে লটারি করে ১০ জন কে নেয়া হবে।

অভিনন্দন অল্টকয়েনটক কমিউনিটি এওয়ার্ডস - ২০২৪ এর বিজয়ীদেরকে। আমি মনেকরি তারা এটার প্রাপ্য। তারা তাদের কর্ম দক্ষতা দিয়ে ভোটারদের মন জয় করতে পেরেছে এ জন্য তারা ভোট পেয়ে বিজয়ী হতে পেরেছে।

@DYING_S0UL ভাই আপনাকে ও অভিনন্দন আপনি বিজয়ী হতে না পারলেও বেশ কিছু ভোট আপনি পেয়েছেন। আশাকরি পরবর্তী বছর আপনি আরো ভালো করতে পারবেন এবং বিজয়ী হতে পারবেন।

আমিও ব্যাক্তিগত ভাবে আপনার কাজের একজন ভক্ত। আমি আপনাকে ভোট দিয়েছিলাম। আমি আশাকরি আপনি যে ভাবে এই ফোরামে একটিভ আছেন এবং আমাদের সকলকে সহোযোগিতা করছেন এটা অব্যাহত থাকবে। এবং আগামীতে আপনাকে বিজয়ী হিসেবে দেখবো ইনশাআল্লাহ।
Title: Re: 🏆অল্টকয়েনটক কমিউনিটি এওয়ার্ডস - ২০২৪ - বাংলা
Post by: Crypto Library on April 23, 2025, 10:34:55 PM
🏆অল্টকয়েনটক কমিউনিটি এওয়ার্ডস - ২০২৪ এর ফলাফল প্রকাশিত হয়েছে। এবারের বিজয়ীরা হলেন:

  • ফোরাম হিরো: Freemind
  • অল্টকয়েনটক নিনজা: PX-Z
  • বিট গিক: NotATether
  • সেরা প্রজেক্ট: Telegram Bot by PX-Z
  • কাস্টম হিরো: AB De Royse

আমি পার্সোনালি অনেক দূর পর্যন্ত গেছিলাম বাট শেষমেশ বাদ পড়ে গেছি। যাই হোক, এতে যে আমি নমিনেট হতে পারছি এতেই খুশি।
যাদের যাদেরকে ভোট দিয়েছি শুধুমাত্র বিট গিক ছাড়া আর বেশিরভাগ আমার পছন্দের ছিল তাই বলে এমন না যে NotATether কে আমি অপছন্দ করি।
যাইহোক যারা যারা কমিউনিটি ওয়ার্ডে  বিজয়ী হয়েছে তাদের তাদেরকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা।

DYING_S0UL ভাই আপনি বিজয়ী হন নাই তারপরেও আপনাকে অভিনন্দন জানাই কারণ যতটুকু রেপুটেশন গেইন করছেন সেটাও কম নয় ইনশাআল্লাহ সামনে আরো অনেক দিন পরে আছে আপনার অ্যাক্টিভিটি বলে দিবে সামনে আপনি আর মিস করবেন না।
সামনে আরো কয়েকটি ক্যাটাগরি আনতে পারে যেমন ইসকাম বাস্টার আরো কয়েকটা আমার সঠিক মনে নাই।





Quote
লাস্টে একটা কথা বলে শেষ করবো। যারা যারা ভোট দিয়েছিলেন তাদের জন্যও পুরষ্কার থাকবে। কি থাকবে জানিনা বাট থাকবে। বাবো তো তাই বললো। টোটাল ৩৫ জনের মতো ভোটার ছিলেন, যারা ইলিজিবল হন। ;)

Cash prizes will be drawn among the 35 voters

ইডিট: ৩৫ জনের থেকে লটারি করে ১০ জন কে নেয়া হবে।

এটাই তো ভাই মূল আকর্ষণ এটা আগে বড় করে বোল্ড করে দেওয়া উচিত ছিল এখন সিন্নির জন্য বসে রইলাম দেখি ভাগ্যে যদি থাকে পাব  ::)।

তবে এই কমিউনিটি এওয়ার্ডের স্পন্সর যদি @whale না হয়ে Coinomize.biz আই গেস আমরা ৩৫ জনই রেওয়াট পেতাম ইভেন ২০ ডলার কি 25 ডলার করে হোক। কারণ এর আগেও তাদের ড্রয়িং না আর্ট কনটেস্টে দেখেছিলাম যারা যারা অংশগ্রহণ করেছে তাদের সবাইকেই একটা মিনিমাম এমাউন্ট রেওয়ার্ড হিসেবে দিয়েছে ইভেন উইনারদের তো বড় অ্যামাউন্ট দিয়েছিলই  :P
Title: Re: 🏆অল্টকয়েনটক কমিউনিটি এওয়ার্ডস - ২০২৪ - বাংলা
Post by: DYING_S0UL on April 24, 2025, 05:30:22 AM
@DYING_S0UL ভাই আপনাকে ও অভিনন্দন আপনি বিজয়ী হতে না পারলেও বেশ কিছু ভোট আপনি পেয়েছেন। আশাকরি পরবর্তী বছর আপনি আরো ভালো করতে পারবেন এবং বিজয়ী হতে পারবেন।

আমিও ব্যাক্তিগত ভাবে আপনার কাজের একজন ভক্ত। আমি আপনাকে ভোট দিয়েছিলাম। আমি আশাকরি আপনি যে ভাবে এই ফোরামে একটিভ আছেন এবং আমাদের সকলকে সহোযোগিতা করছেন এটা অব্যাহত থাকবে। এবং আগামীতে আপনাকে বিজয়ী হিসেবে দেখবো ইনশাআল্লাহ।

ধন্যবাদ ভাই। তবে আমি পোস্টটি যখন অনুবাদ করি তখন আলাদা ভাবে একটা পয়েন্ট উল্লেখ করতে হতো।
আমি যে খুব কম ভোট যে পাইছি তাও না। তবে এখানে ভোট কাউন্ট করা হইছে পয়েন্ট আকারে। 

যেমন ধরেন আপনি ভোট করেছিলেন এভাবে,
Custom Hero: AB De Royse, julerz & DYING_S0UL

এখানে যার নাম সবার আগে সে ৩ পয়েন্ট, মাঝের জন মানে সেকেন্ড চয়েজ ২ পয়েন্ট আর শেষের চয়েজ ১ পয়েন্ট। যিনি ভোট কাউন্ট করছেন, তিনি এই নিয়মটা কোথাও উল্লেখ করেন নাই। যদি করতেন তাহলে হয়তো ভোট দেয়ার সময় আমরা প্রাইরটি হিসেবে ইউজারনেমগুলো সাজাতাম। 

DYING_S0UL ভাই আপনি বিজয়ী হন নাই তারপরেও আপনাকে অভিনন্দন জানাই কারণ যতটুকু রেপুটেশন গেইন করছেন সেটাও কম নয় ইনশাআল্লাহ সামনে আরো অনেক দিন পরে আছে আপনার অ্যাক্টিভিটি বলে দিবে সামনে আপনি আর মিস করবেন না।
সামনে আরো কয়েকটি ক্যাটাগরি আনতে পারে যেমন ইসকাম বাস্টার আরো কয়েকটা আমার সঠিক মনে নাই।

হ্যাঁ, স্প্যামবাস্টার আর মিস অল্টকয়েনটক এই ক্যাটাগরি গুলো আনতে পারে, এমনটাই শুনলাম।

এটাই তো ভাই মূল আকর্ষণ এটা আগে বড় করে বোল্ড করে দেওয়া উচিত ছিল এখন সিন্নির জন্য বসে রইলাম দেখি ভাগ্যে যদি থাকে পাব  ::)।

মিয়া এটা আমি জানছিই হলো দুইদিন। আগে জানলে তো আগেই পোস্ট দিতাম। আমাকে কি কখনো দেখছেন লেইট এ কোনো কিছুই আপডেট দিতে!? :(



Title: Re: 🏆অল্টকয়েনটক কমিউনিটি এওয়ার্ডস - ২০২৪ - বাংলা
Post by: kulkhan on April 24, 2025, 04:29:28 PM
আসলে এই 🏆অল্টকয়েনটক কমিউনিটি এওয়ার্ডস - ২০২৪ এর নিয়ম কানুনগুলো আমার অতোটা জানা ছিলো না। এখানে দেখলাম অনেকেই ভালো ভোট পেয়েছেন এবং অনেকেই ভালো পয়েন্ট পেয়েছেন।
আমরা জানি প্রতিটি বিভাগে তিন জন করে ভোট দেওঅর সুযোগ আছে। কিন্তু সিরিয়াল হিসেবে পয়েন্ট নিরধারন হবে সেটা আমার জানা ছিলো না। জানা থাকলে হয়তো আরো সতর্ক হতে পারতাম।
Title: Re: 🏆অল্টকয়েনটক কমিউনিটি এওয়ার্ডস - ২০২৪ - বাংলা
Post by: DYING_S0UL on April 24, 2025, 07:32:29 PM
আসলে এই 🏆অল্টকয়েনটক কমিউনিটি এওয়ার্ডস - ২০২৪ এর নিয়ম কানুনগুলো আমার অতোটা জানা ছিলো না। এখানে দেখলাম অনেকেই ভালো ভোট পেয়েছেন এবং অনেকেই ভালো পয়েন্ট পেয়েছেন।
আমরা জানি প্রতিটি বিভাগে তিন জন করে ভোট দেওঅর সুযোগ আছে। কিন্তু সিরিয়াল হিসেবে পয়েন্ট নিরধারন হবে সেটা আমার জানা ছিলো না। জানা থাকলে হয়তো আরো সতর্ক হতে পারতাম।

আমি নিজেও জানতামনা ভাই। বিটকয়েনটকে যেসব কমিউনিটি এওয়ার্ড দেয়া হতো তাতেও কখনো জয়েন করা হয় নাই। এজন্য সব নিয়ম সম্পর্কে অবগত ছিলাম না। আমি যা বুঝলাম ওপি এখানে বিটকয়েনটকে যেভাবে পূর্বে ভোট গ্রহন করা হইছে ঠিক সেভাবে এবার ভোট কাউন্ট করছে। যাইহোক ভুল বোঝাবুঝি বা কম বোঝাবুঝিতে সিরিয়াল মেইনটেন না করে এখন খারাপ লাগতেছে। তবে ইনশাআল্লাহ পরের বার স্প্যামবাস্টার হিসেবে জয়ী হওয়ার ট্রাই করবো। ::)
Title: Re: 🏆অল্টকয়েনটক কমিউনিটি এওয়ার্ডস - ২০২৪ - বাংলা
Post by: Crypto Library on April 25, 2025, 11:31:11 PM
আমি যে খুব কম ভোট যে পাইছি তাও না। তবে এখানে ভোট কাউন্ট করা হইছে পয়েন্ট আকারে।

যেমন ধরেন আপনি ভোট করেছিলেন এভাবে,
Custom Hero: AB De Royse, julerz & DYING_S0UL

এখানে যার নাম সবার আগে সে ৩ পয়েন্ট, মাঝের জন মানে সেকেন্ড চয়েজ ২ পয়েন্ট আর শেষের চয়েজ ১ পয়েন্ট। যিনি ভোট কাউন্ট করছেন, তিনি এই নিয়মটা কোথাও উল্লেখ করেন নাই। যদি করতেন তাহলে হয়তো ভোট দেয়ার সময় আমরা প্রাইরটি হিসেবে ইউজারনেমগুলো সাজাতাম।
এটা আসলে কতটুকু জাস্টিফাই হয়েছে আমার জানা নাই তবে বিষয়টা আগেই পোস্টে উল্লেখ করা উচিত ছিল যে এইভাবে পয়েন্ট গণনা করে ভোট কাউন্ট করা হবে কারণ আমি আসলে ঐরকম অগ্রাধিকার ভিত্তিতে যেখানে মাল্টি কোন পারসনকে ভোটের জন্য নমিনেট করেছি  ওই ভিত্তিতে  করিনি।
Quote
মিয়া এটা আমি জানছিই হলো দুইদিন। আগে জানলে তো আগেই পোস্ট দিতাম। আমাকে কি কখনো দেখছেন লেইট এ কোনো কিছুই আপডেট দিতে!? :(
দাড়াও খুইজা দেখতেছি কবে লেট আপডেট দিছো।  ;D

আমি নিজেও জানতামনা ভাই। বিটকয়েনটকে যেসব কমিউনিটি এওয়ার্ড দেয়া হতো তাতেও কখনো জয়েন করা হয় নাই। এজন্য সব নিয়ম সম্পর্কে অবগত ছিলাম না। আমি যা বুঝলাম ওপি এখানে বিটকয়েনটকে যেভাবে পূর্বে ভোট গ্রহন করা হইছে ঠিক সেভাবে এবার ভোট কাউন্ট করছে। যাইহোক ভুল বোঝাবুঝি বা কম বোঝাবুঝিতে সিরিয়াল মেইনটেন না করে এখন খারাপ লাগতেছে। তবে ইনশাআল্লাহ পরের বার স্প্যামবাস্টার হিসেবে জয়ী হওয়ার ট্রাই করবো। ::)
সেটাই তুমি দয়া করে এত কষ্ট পাইয়ো না। অলরেডি ৫০০ কারমা হাসিল করে ফেলছো আমাদের বাংলা বোর্ডের সবার উপরে আছো তুমি, এইটা সান্ত্বনা পুরস্কার হিসেবে নিয়ে রাখ আপাতত। সামনের বছর ইনশাআল্লাহ স্প্যামবাস্টার আর মিস অল্টকয়েনটক এ তোমাকে সবাই নমিনেট  করবে নি থুক্কু  তুমি পুরুশ মিস  অল্টকয়েনটক হইতে পারবা না স্প্যামবাস্টার নিয়েই খুশি থেকো।
Title: Re: 🏆অল্টকয়েনটক কমিউনিটি এওয়ার্ডস - ২০২৪ - বাংলা
Post by: DYING_S0UL on April 26, 2025, 10:25:35 PM
এটা আসলে কতটুকু জাস্টিফাই হয়েছে আমার জানা নাই তবে বিষয়টা আগেই পোস্টে উল্লেখ করা উচিত ছিল যে এইভাবে পয়েন্ট গণনা করে ভোট কাউন্ট করা হবে কারণ আমি আসলে ঐরকম অগ্রাধিকার ভিত্তিতে যেখানে মাল্টি কোন পারসনকে ভোটের জন্য নমিনেট করেছি  ওই ভিত্তিতে  করিনি।

সেটাই তুমি দয়া করে এত কষ্ট পাইয়ো না। অলরেডি ৫০০ কারমা হাসিল করে ফেলছো আমাদের বাংলা বোর্ডের সবার উপরে আছো তুমি, এইটা সান্ত্বনা পুরস্কার হিসেবে নিয়ে রাখ আপাতত। সামনের বছর ইনশাআল্লাহ স্প্যামবাস্টার আর মিস অল্টকয়েনটক এ তোমাকে সবাই নমিনেট  করবে নি থুক্কু  তুমি পুরুশ মিস  অল্টকয়েনটক হইতে পারবা না স্প্যামবাস্টার নিয়েই খুশি থেকো।

যাই হোক, শেষ ভালো যার সব ভালো তার, কষ্ট পাবো কেন!!! এমন না যে গু হারা হারছি, কোনো ভোটই পাইনি। যথেষ্ট ভোট পাইছি। পয়েন্টও বেশি পাইতাম যদি প্রায়োরিটির রুলস্ টা আগে জানায় রাখতাম। পরের বার ইনশাহ্ আল্লাহ। :)

না ভাই, আমি ফোরামে ব্যাপক সময় দেই। রাত 2 টা 24 বাজে এখনো পোস্ট করতেছি আমি। আর কারমা পাওয়ার অন্যতম কারণ হচ্ছে ডি.টিমের কাজ। আমি প্রচুর পরিমাণে এবিউজারদের রিপোর্ট করছি। সিলার, এআই, লো কোয়লিটি ইত্যাদি। কাইন্ড অফ ঘুম হারাম করা টাইপ। ২ দিন আগেও একটা  পোসাট করছিলাম যেখানে ১৬০+ সিলিং পোস্টের লিংক (২০২৫) কম্পাইল করে দিসি মডারেটর আর এডমিন কে।
Title: Re: 🏆অল্টকয়েনটক কমিউনিটি এওয়ার্ডস - ২০২৪ - বাংলা
Post by: kulkhan on April 28, 2025, 07:22:18 PM
এটা আসলে কতটুকু জাস্টিফাই হয়েছে আমার জানা নাই তবে বিষয়টা আগেই পোস্টে উল্লেখ করা উচিত ছিল যে এইভাবে পয়েন্ট গণনা করে ভোট কাউন্ট করা হবে কারণ আমি আসলে ঐরকম অগ্রাধিকার ভিত্তিতে যেখানে মাল্টি কোন পারসনকে ভোটের জন্য নমিনেট করেছি  ওই ভিত্তিতে  করিনি।

সেটাই তুমি দয়া করে এত কষ্ট পাইয়ো না। অলরেডি ৫০০ কারমা হাসিল করে ফেলছো আমাদের বাংলা বোর্ডের সবার উপরে আছো তুমি, এইটা সান্ত্বনা পুরস্কার হিসেবে নিয়ে রাখ আপাতত। সামনের বছর ইনশাআল্লাহ স্প্যামবাস্টার আর মিস অল্টকয়েনটক এ তোমাকে সবাই নমিনেট  করবে নি থুক্কু  তুমি পুরুশ মিস  অল্টকয়েনটক হইতে পারবা না স্প্যামবাস্টার নিয়েই খুশি থেকো।

যাই হোক, শেষ ভালো যার সব ভালো তার, কষ্ট পাবো কেন!!! এমন না যে গু হারা হারছি, কোনো ভোটই পাইনি। যথেষ্ট ভোট পাইছি। পয়েন্টও বেশি পাইতাম যদি প্রায়োরিটির রুলস্ টা আগে জানায় রাখতাম। পরের বার ইনশাহ্ আল্লাহ। :)

না ভাই, আমি ফোরামে ব্যাপক সময় দেই। রাত 2 টা 24 বাজে এখনো পোস্ট করতেছি আমি। আর কারমা পাওয়ার অন্যতম কারণ হচ্ছে ডি.টিমের কাজ। আমি প্রচুর পরিমাণে এবিউজারদের রিপোর্ট করছি। সিলার, এআই, লো কোয়লিটি ইত্যাদি। কাইন্ড অফ ঘুম হারাম করা টাইপ। ২ দিন আগেও একটা  পোসাট করছিলাম যেখানে ১৬০+ সিলিং পোস্টের লিংক (২০২৫) কম্পাইল করে দিসি মডারেটর আর এডমিন কে।
ভাই মুই তো জিতে গেছি $৫০.
Winner: giammangiato
Winner 2: kulkhan
Winner 3: Lillominato89
Winner 4: Aanuoluwatofunmi
Winner 5: Asiska02
Winner 6: Azharul
Winner 7: Fivestar4everMVP
Winner 8: examplens
Winner 9: philipma1957
Winner 10: fillippone

আলহামদুলিল্লাহ। খুব ভালো লাগছে। যারা যার উইনার হয়েছেন সবাইকে অভিনন্দন। আরবযারা উইনার হতে পারেননি আশাকরি ভবিষ্যতে হয়ে যাবেন।
DYING_S0UL ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাকে মেনশন করে না দিয়ে হয়তো আমার এই এপিসোড এ জয়েন করাই হতো না। তাই আপনাকে আবারো ধন্যবাদ জানাচ্ছি।
Title: Re: 🏆অল্টকয়েনটক কমিউনিটি এওয়ার্ডস - ২০২৪ - বাংলা
Post by: Crypto Library on April 29, 2025, 09:52:19 AM
না ভাই, আমি ফোরামে ব্যাপক সময় দেই। রাত 2 টা 24 বাজে এখনো পোস্ট করতেছি আমি। আর কারমা পাওয়ার অন্যতম কারণ হচ্ছে ডি.টিমের কাজ। আমি প্রচুর পরিমাণে এবিউজারদের রিপোর্ট করছি। সিলার, এআই, লো কোয়লিটি ইত্যাদি। কাইন্ড অফ ঘুম হারাম করা টাইপ। ২ দিন আগেও একটা  পোসাট করছিলাম যেখানে ১৬০+ সিলিং পোস্টের লিংক (২০২৫) কম্পাইল করে দিসি মডারেটর আর এডমিন কে।
ভালো একটা জিনিসের কথা বললা ভাই।
নিজের চোখের সামনে তো এমন পোস্ট বা টপিক দিনে বিস্তার উপরেও দেখি, এমন অনেক টপিক রয়েছে যে AI দিয়ে তৈরি করা এবং পরবর্তীতে আমি সাজেশন করি যে যেহেতু  তুমি নতুন অ্যাকাউন্ট খুলেছ তাই এই বিষয়ে ওয়ার্নিং হিসেবে তোমার পোস্ট এডিট করে এআই কনটেন্ট রিমুভ করে হিউমান রাইট কন্টেন্ট সাবমিট করতে বলি। এবং দুই একটার ক্ষেত্রে দেখি সেটা করেছেও।
যাই হোক, এখন ভাবতেছি রিপোর্ট  করলে তো মন্দ হয় না এমনিতেও এই ফোরামে অপব্যবহারকারীদের সংখ্যা দিন দিন প্রচুর বাড়ছে একজন মানুষ এই ১০০টা একাউন্ট খুলে বসে আছে এবং ধরাও খাচ্ছে।

ভাই মুই তো জিতে গেছি $৫০.
---------
Winner 2: kulkhan
----------
অভিনন্দন ভাই, আমি তো ভেবে রেখেছিলাম মাত্র 35 জন ভোট করেছে এবং তার মধ্যে দশজনকে উইনার করবে সেখানে আমিও থাকতে পারবো তা আমার পোড়া কপাল সাথ দিলো না।
তবে আমি দেখেছি DYING_S0UL এর কপাল বরাবরের মতন ভালো থাকে তাই ভেবেও ছিলাম এখানেও সে জিতবে যাই হোক তার কপালে কাজ হয় নাই আপনার কপালে কাজ হয়েছে.
অন্তত আমাদের বাঙ্গালীদের কপাল তো যাই হোক খুশি হলাম, চাইলে ট্রিট দিতে পারেন  :P
Title: Re: 🏆অল্টকয়েনটক কমিউনিটি এওয়ার্ডস - ২০২৪ - বাংলা
Post by: Wonder Work on April 29, 2025, 07:23:08 PM


Winner 2: kulkhan

আপনাকে অভিনন্দন ভাই, জয় লাভ করার আনন্দটা অন্যরকম উপভোগ করেন ভাই। আমিও কিছুদিন আগে বিটকয়েন প্রাইস প্রেডিকশন থেকে 50$ জিতেছিলাম। সেই জয়লাভ টা দেখে খুবই ভালো লেগেছিল আমি ভাবতেও পারছিলাম না কিভাবে আমার প্রাইজ প্রেডিকশন এর সাথে মিলে গেলো। যাইহোক এখানে এসো দেখলাম আপনি জয়লাভ করেছেন বিষয়টা ভালোই লেগেছে। যদিও আমি এখানে একটু ইনঅ্যাক্টিভ ছিলাম সেজন্য জয়েন করতে পারিনি কি জানি একটু ফ্রি হয়েছি সময় দেবো এখানেও পরবর্তী সময়ে আমরাও মিস করবো না। আপনার এই জয়ের ধার অব্যাহত থাকুক এটাই চাই
Title: Re: 🏆অল্টকয়েনটক কমিউনিটি এওয়ার্ডস - ২০২৪ - বাংলা
Post by: kulkhan on April 29, 2025, 07:51:21 PM


Winner 2: kulkhan

আপনাকে অভিনন্দন ভাই, জয় লাভ করার আনন্দটা অন্যরকম উপভোগ করেন ভাই। আমিও কিছুদিন আগে বিটকয়েন প্রাইস প্রেডিকশন থেকে 50$ জিতেছিলাম। সেই জয়লাভ টা দেখে খুবই ভালো লেগেছিল আমি ভাবতেও পারছিলাম না কিভাবে আমার প্রাইজ প্রেডিকশন এর সাথে মিলে গেলো। যাইহোক এখানে এসো দেখলাম আপনি জয়লাভ করেছেন বিষয়টা ভালোই লেগেছে। যদিও আমি এখানে একটু ইনঅ্যাক্টিভ ছিলাম সেজন্য জয়েন করতে পারিনি কি জানি একটু ফ্রি হয়েছি সময় দেবো এখানেও পরবর্তী সময়ে আমরাও মিস করবো না। আপনার এই জয়ের ধার অব্যাহত থাকুক এটাই চাই
আপনাকেও অনেক ধন্যবাদ ভাই। আসলে কোন কিছু জয় লাভের অনুভূতিটা অসাধারণ। আজ হয়তো আমি জয়লাভ করেছি অন্য কোনদিন হয়তো আপনি জয়লাভ করবেন এটাই স্বাভাবিক। আমরা যারা বাঙালি আছি এই ফোরামে তারা সকলে যদি কাঁধে কাঁধ মিলিয়ে একে অন্যের সহযোগিতা নিয়ে কাজ করতে পারি তাহলে আমরা ভালো কিছু করতে পারবো। আপনি অনেকদিন পর আবার একটিভ হয়েছেন শুনে ভালো লাগছে। আশা করি ভবিষ্যতের সবাই একসঙ্গে কাজ করতে পারবো এবং সবাই মিলে উপকৃত হব।

যেমন ধরেন আমাদের DYING_S0UL ভাই আমাকে মেনশন করে অল্টকয়েনটক কমিউনিটি এওয়ার্ডস - ২০২৪ সম্পর্কে জানিয়ে দিয়েছিল সে যদি না জানা তো তাহলে হয়তো আমার পার্টিসিপেট করাটাই হতো না তখন জয়লাভ করার প্রশ্নই উঠত না। এভাবে সবাই সবাইকে হেল্প করলে সবাই মিলে ভাল কিছু করতে পারবো ইনশাআল্লাহ।
Title: Re: 🏆অল্টকয়েনটক কমিউনিটি এওয়ার্ডস - ২০২৪ - বাংলা
Post by: DYING_S0UL on April 29, 2025, 08:57:23 PM
নিজের চোখের সামনে তো এমন পোস্ট বা টপিক দিনে বিস্তার উপরেও দেখি, এমন অনেক টপিক রয়েছে যে AI দিয়ে তৈরি করা এবং পরবর্তীতে আমি সাজেশন করি যে যেহেতু  তুমি নতুন অ্যাকাউন্ট খুলেছ তাই এই বিষয়ে ওয়ার্নিং হিসেবে তোমার পোস্ট এডিট করে এআই কনটেন্ট রিমুভ করে হিউমান রাইট কন্টেন্ট সাবমিট করতে বলি। এবং দুই একটার ক্ষেত্রে দেখি সেটা করেছেও।
যাই হোক, এখন ভাবতেছি রিপোর্ট  করলে তো মন্দ হয় না এমনিতেও এই ফোরামে অপব্যবহারকারীদের সংখ্যা দিন দিন প্রচুর বাড়ছে একজন মানুষ এই ১০০টা একাউন্ট খুলে বসে আছে এবং ধরাও খাচ্ছে।

আমি কিছুদিন আগে ১৬০+  সিলিং পোস্টের লিংক রিপোর্ট করছি! ভাবা যায় এগুলো! ২০২৫ এর হিস্টোরি। আরো কতো যে এদিক সেদিক চোঁখে পড়ে নি। দিন দিন ফোরামের পপুলারেটি বাড়তেছে আর এবিউজারাও বাড়তেছে। একটু ভালোভাবে ঘুরে দেখেন, খালি দেখবেন শিলার, এআইপোস্টার, স্প্যামার সিট পোস্টরে ভরপুর।

Quote
অভিনন্দন ভাই, আমি তো ভেবে রেখেছিলাম মাত্র 35 জন ভোট করেছে এবং তার মধ্যে দশজনকে উইনার করবে সেখানে আমিও থাকতে পারবো তা আমার পোড়া কপাল সাথ দিলো না।
তবে আমি দেখেছি DYING_S0UL এর কপাল বরাবরের মতন ভালো থাকে তাই ভেবেও ছিলাম এখানেও সে জিতবে যাই হোক তার কপালে কাজ হয় নাই আপনার কপালে কাজ হয়েছে.
অন্তত আমাদের বাঙ্গালীদের কপাল তো যাই হোক খুশি হলাম, চাইলে ট্রিট দিতে পারেন  :P

প্রাইভেসি রিজনো দিতে পারিলাম না। আরো একটা ভালো নিউজ পাইলেও পাইতে পারেন। কয়টা দিন অপেক্ষা করেন। ইদানীং আমার কপাল ভালোই যাচ্ছে, ভয় হচ্ছে সামনে কোনো বড়সড় বাঁশ খেতে যাচ্ছি নাকি।


ভাই মুই তো জিতে গেছি $৫০.

আলহামদুলিল্লাহ। খুব ভালো লাগছে। যারা যার উইনার হয়েছেন সবাইকে অভিনন্দন। আরবযারা উইনার হতে পারেননি আশাকরি ভবিষ্যতে হয়ে যাবেন।
DYING_S0UL ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাকে মেনশন করে না দিয়ে হয়তো আমার এই এপিসোড এ জয়েন করাই হতো না। তাই আপনাকে আবারো ধন্যবাদ জানাচ্ছি।

এসব ধন্যবাদ টন্যবাদ দিয়ে লাভ নাই। ট্রিট দেন! বহুদিন পিজ্জা খাইনা, পিজ্জা খাইতে মনে চায়। সময়ই হয়না। :'(
Title: Re: 🏆অল্টকয়েনটক কমিউনিটি এওয়ার্ডস - ২০২৪ - বাংলা
Post by: Crypto Library on April 30, 2025, 12:51:41 PM
আমি কিছুদিন আগে ১৬০+  সিলিং পোস্টের লিংক রিপোর্ট করছি! ভাবা যায় এগুলো! ২০২৫ এর হিস্টোরি। আরো কতো যে এদিক সেদিক চোঁখে পড়ে নি। দিন দিন ফোরামের পপুলারেটি বাড়তেছে আর এবিউজারাও বাড়তেছে। একটু ভালোভাবে ঘুরে দেখেন, খালি দেখবেন শিলার, এআইপোস্টার, স্প্যামার সিট পোস্টরে ভরপুর।
তারমানে আপনি এর পিছনে রয়েছেন।
কিছুদিন আগে যেই টপিকই খুলি সেই টপিকের op কে দেখি AI ইউজার আর না হলে Shiller tag খাওয়া. তবে ভাই এখন কিছুটা কমছে কিছুদিন আগে যেমন বারা পড়েছিল তার চাইতে কমছে হয়তোবা সামনে আবার চালু হবে কমার কারণটাও মনে হয় আপনি কারণ রিপোর্ট করেছেন দেখতেছে লাভ হয় নাই।
Quote
প্রাইভেসি রিজনো দিতে পারিলাম না। আরো একটা ভালো নিউজ পাইলেও পাইতে পারেন। কয়টা দিন অপেক্ষা করেন। ইদানীং আমার কপাল ভালোই যাচ্ছে, ভয় হচ্ছে সামনে কোনো বড়সড় বাঁশ খেতে যাচ্ছি নাকি।
ভাই আপনাদেরও কপাল আর আমারও কপাল আপনাদের কপাল এর নাম গোপাল চন্দ্র, আর আমার কপাল গুয়েভ গব্র। 

যাক তারপরও আপনারা পাইতেছেন এর জন্যই খুশি হইতেছি, যদিও আপনারা কোন কিছু খাওয়ার না বা ট্রিট।  ::)

Title: Re: 🏆অল্টকয়েনটক কমিউনিটি এওয়ার্ডস - ২০২৪ - বাংলা
Post by: DYING_S0UL on May 01, 2025, 04:16:45 AM
আমি কিছুদিন আগে ১৬০+  সিলিং পোস্টের লিংক রিপোর্ট করছি! ভাবা যায় এগুলো! ২০২৫ এর হিস্টোরি। আরো কতো যে এদিক সেদিক চোঁখে পড়ে নি। দিন দিন ফোরামের পপুলারেটি বাড়তেছে আর এবিউজারাও বাড়তেছে। একটু ভালোভাবে ঘুরে দেখেন, খালি দেখবেন শিলার, এআইপোস্টার, স্প্যামার সিট পোস্টরে ভরপুর।
তারমানে আপনি এর পিছনে রয়েছেন।
কিছুদিন আগে যেই টপিকই খুলি সেই টপিকের op কে দেখি AI ইউজার আর না হলে Shiller tag খাওয়া. তবে ভাই এখন কিছুটা কমছে কিছুদিন আগে যেমন বারা পড়েছিল তার চাইতে কমছে হয়তোবা সামনে আবার চালু হবে কমার কারণটাও মনে হয় আপনি কারণ রিপোর্ট করেছেন দেখতেছে লাভ হয় নাই।

হ্যাঁ আগের থেকে কিছুটা হলেও কমছে। আমরা ডি. টিমের মেম্বাররা এতো পরিমাণ রিপোর্ট করছি যে শিলাররা দম নেয়ার টাইমই পাচ্ছেনা। নতুন একাউন্ট খুলতে না খুলতেই শিলার ট্যাগ খেয়ে বসে যাচ্ছে। পরিস্থিতি এমন দাড়াইছে যে, রিপোর্ট করতে করতে সব প্যাটার্ন মুখস্থ হয়ে গেছে। দেখলেই বোঝা যায় কে জেনুইন ইউজার আর কে শিলিং করতেছে। তবে সবথেকে বড় সমস্যা হলো আনলিমিটেড একাউন্ট ক্রিয়েট করার স্বাধীনতা আর কোনো আইপি রেসট্রিক্টশন না থাকা। এজন্য রিপোর্ট খাওয়ার পরও তারা কামব্যাক মারতেছে। যাই হোক দেখা যাক, এডমিন এই ব্যাপারে কোনো নতুন চেন্জ আনে কিনা। অলরেডি বেশ কিছু ইউজার যেমন "লুসিয়াস" এই বিষয়ে তাদের কনসার্ন দেখিয়েছে এবং থ্রেডে btt তে যেমন evil fee আছে তেমন কিছু ইমপ্লিমেন্ট করার সাজেশন দিয়েছে। যদি এটা ইমপ্লিমেন্ট হয় সেক্ষেত্রে এসব এবিউজারদের ফোরামে নতুন একাউন্ট করা নিয়ে বেশ খড়কুটো পোড়াতে হবে। ;)