কাস্টম টাইটেল | নমিনেশনের বিবরণ | |
(https://i.ibb.co/FndVFZp/QLAeKFh.png) | ফোরাম হিরো | পুরস্কারটি একজন আন-অফিশিয়াল নেতাকে দেয়া হয়! (https://bitcointalk.org/Themes/custom1/images/english/new.gif) এই ব্যক্তিটি বহু বছর ধরে কমিউনিটির সেবায় নিজেকে উৎসর্গ করেছেন এবং কমিউনিটির জন্য একটি অবিস্মরণীয় উত্তরাধিকার রেখে গেছেন, তিনি এমন একজন ব্যক্তিত্ব যার নাম অল্টকয়েনটকের পাতায় লেখা থাকবে। |
(https://i.ibb.co/WW346gd/jcK4Rgi.png) | অল্টকয়েনটক নিনজা | পুরষ্কারটি বুদ্ধি এবং আস্থার প্রতিকী এমন একজনকে দেয়া হয়। (https://bitcointalk.org/Themes/custom1/images/english/new.gif) ফোরামে এমন কিছু ইউজার আছে যারা তাদের ব্যতিক্রমধর্মী লেখার ধরন এবং বস্ত নিষ্ঠায় অন্য সবার চাইতে আলাদা, যাদের কার্যকলাপ সর্বব্যাপী দেখা যায় এবং যাদের ছাড়া আপনি এই ফোরামকে কল্পনা করতে পারবেন না। |
(https://i.ibb.co/kDN3374/jQ3GJDC.png) | বিট গিক | এই পুরস্কারটি সেই ব্যক্তিকে দেওয়া হয় যাকে আপনি সবচেয়ে জ্ঞানী এবং প্রযুক্তিবিদ বলে মনে করেন। (https://bitcointalk.org/Themes/custom1/images/english/new.gif) আমাদের জানান আপনি এমন কাকে চেনেন যিনি ক্রিপ্টোকারেন্সি নিয়ে অত্যন্ত আগ্রহী, যিনি সূক্ষ্ম বিষয়গুলি সহজেভাবে ব্যাখ্যা করতে সক্ষম বা যার বিশ্লেষণাত্মক চিন্তাধারা রয়েছে। |
(https://i.ibb.co/3ySG2Fz/tGCVupo.png) | সেরা প্রজেক্ট | আমার এখানে অল্টকয়েনটকে উপস্থাপিত যেকোনো ব্যবসা বা প্রজেক্টের কথা বলছি। (https://bitcointalk.org/Themes/custom1/images/english/new.gif) |
(https://i.ibb.co/BBV7FVV/hGBuDKT.png) | কাস্টম হিরো | আপনি মডারেটর, প্রেসিডেন্ট, সেনেটর বা কাস্টম টাইটেল আছে এমন যেকোনো কাউকে ভোট দিতে পারেন। আমরা জানতে চাই কাকে এই কমিউনিটি রোল মডেল হিসেবে গণ্য করে। ফোরাম মেম্বারদের তাদের হিরোদের জানা উচিত! (https://bitcointalk.org/Themes/custom1/images/english/new.gif) |
_________________ | _________________ |
আমার আলাদাভাবে কাউকেই নক বা মেনশন করার ইচ্ছা ছিলোনা। তবে সময় কম থাকায় আর লোকাল সেকশন থেকে কম সাড়া পাওয়ায় এক প্রকার বাধ্য হয়েই সবাইকে নাড়া দিলাম। যদিও সবাইকে মেনশন করিনাই, শুধুমাত্র তাদেরই যাদের লোকাল সেকশনে আমি কমবেশি এক্টিভ নোটিশ করছি।
আরেকটা কথা, আমি যতোদূর জানি, ভোটিং থ্রেডটি পোস্টের ৪০ দিন পর্যন্ত ভোট গ্রহন করা হবে। তারপর পোস্টটি লক করে দিবে। সো সেই হিসেবে ১৪ ফেব্রুয়ারি থেকে যদি হিসাব করা তাহলে হাতে থাকে আর মাত্র ৯ দিন। বুঝতেই পারতেছেন সময় অনেক কম।
@God Of Thunder, @Crypto Library, @JISAN, @kulkhan ভাইয়েরা আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করতেছি। আপনারা হয়তো জানেন বা জানেননা 🏆 Altcoinstalks Community Awards 2024 (https://www.altcoinstalks.com/index.php?topic=327416.0) ইভেন্টটিতে ভোটিং চলতেছে, তো আমি আশা করবো যে আপনারা সেখানে আপনাদের পছন্দের ব্যক্তিবর্গদের ভোট দিয়ে নমিনেট করবেন।ধন্যবাদ আপনাকে মেনশন করার জন্য এবং অল্টকয়েনটক কমিউনিটি এওয়ার্ডস থ্রেডটির বাংলায় অনুবাদ করার জন্য।
ভাইসব, আর মাত্র ২ দিন আছে ভোটিং এর জন্য। সো এখনো যারা ভোট দেন নি জলদি আপনাদের মূল্যবান ভোট দিয়ে দিন।ভাই আমি কিন্তু ভোট দিয়েছি। ঠিক আছে কিনা একটু দেখবেন। যদি কারেকশন প্রয়োজন হয় জানাবেন। আমি মনেকরি আমাদের সকলেরই অংশগ্রহণ করা উচিত। আমাদের @JISAN ভাই মনেহয় এখনো ভোট দেয়নি।
@Crypto Library, মিয়া তুমি কি ভোট দিছিলা? দিবো দিবো করো খালি, বাট দেওনা।
@God Of Thunder, ভাই তোমারে দেখলাম খালি প্রার্থী নমিনেট করছো, বাট কোনো করছো সেটার বিস্তারিত বিবরণ দেওনি। বিবরণ ছাড়া ভোট ভ্যালিড হবে না। অন্ততপক্ষে সংক্ষিপ্ত আকারে বিবরণ দিয়ে দিও।
@JISAN, ভাই আপনি সম্ভবতো কিছুই করেন নি।
সর্বশেষে যারা যারা অলরেডি ভোট দিয়েছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। :)
@God Of Thunder, ভাই তোমারে দেখলাম খালি প্রার্থী নমিনেট করছো, বাট কোনো করছো সেটার বিস্তারিত বিবরণ দেওনি। বিবরণ ছাড়া ভোট ভ্যালিড হবে না। অন্ততপক্ষে সংক্ষিপ্ত আকারে বিবরণ দিয়ে দিও।
ভাইসব, আর মাত্র ২ দিন আছে ভোটিং এর জন্য। সো এখনো যারা ভোট দেন নি জলদি আপনাদের মূল্যবান ভোট দিয়ে দিন।আরে মিয়া জানো না ওস্তাদের মাইর শেষ রাত্রে ?
@Crypto Library, মিয়া তুমি কি ভোট দিছিলা? দিবো দিবো করো খালি, বাট দেওনা।
............
...............
সর্বশেষে যারা যারা অলরেডি ভোট দিয়েছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। :)
আপনার জন্য দোয়া এবং শুভকামনা রইল। আশাকরি আপনি শুধু পাস অনেক ভালো রেজাল্ট করবেন বলে আমি মনেকরি।ভাইসব, আর মাত্র ২ দিন আছে ভোটিং এর জন্য। সো এখনো যারা ভোট দেন নি জলদি আপনাদের মূল্যবান ভোট দিয়ে দিন।আরে মিয়া জানো না ওস্তাদের মাইর শেষ রাত্রে ?
@Crypto Library, মিয়া তুমি কি ভোট দিছিলা? দিবো দিবো করো খালি, বাট দেওনা।
............
...............
সর্বশেষে যারা যারা অলরেডি ভোট দিয়েছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। :)
আমি বলছি তো দেবো এবং আজকে তোমার কথা মত দিয়েই দিলাম চাইলে আমার ভোট দেখে আসতে পারো। এতদিন আমারও আমাদের God Of Thunder ভাইয়ের মতন ব্যস্ততার কারণে দেওয়া হয়নি :P ।
আজকে বাংলাদেশী টাইম ভোর ছয়টায় মনে হয় সময় শেষ হবে তার আগে জমা দিয়ে দিছি।
যাই হোক দোয়া কইরো ভাই আমার মিডটার্ম পরীক্ষা চলতেছে যেন পরীক্ষাটিতে অন্তত পাশ করতে পারি। 😭
আর যারা অল্টকয়েনটক কমিউনিটি এওয়ার্ডস - ২০২৪ এ অংশ গ্রহণ করেছেন তাদের জন্য ও শুভকামমা রইলো।আমাদের এই বাংলাদেশের কমিউনিটিতে বর্তমানে তো অনেক ইউজার একটিবি নেই এখনো অংশগ্রহণ আর কিভাবে করবে তারা :)।
যারা বিজয়ী হবেন তাদের জন্য অগ্রীম শুভকামনা। আমি খেয়াল করে দেখলাম অনেকেই এটা তে জয়েন করেনি। আরে ভাই এটাতে অংশ গ্রহণ করতে তো আর টাকা লাগে মা। আশা করি পরবর্তী কনটেস্ট গুলোতে সবাই অংশ গ্রহণ করবে।
আপনার জন্য দোয়া এবং শুভকামনা রইল। আশাকরি আপনি শুধু পাস অনেক ভালো রেজাল্ট করবেন বলে আমি মনেকরি।আর বইলেন না এই প্যারা আর ভালো লাগেনা এইদিকে দিনে ৬ থেকে ১০ ঘণ্টা পর্যন্ত নিজের কাজ করে, আবার পড়তে ইচ্ছে করেনা। তাছাড়া এমন মনে হয় আমরা ভার্সিটিতে শিক্ষার্থী না শুধুমাত্র পরীক্ষার্থী। আজকে আমাদের প্রথম এক্সাম ছিল এবং প্রথম এক্সামেই লে হালুয়া করে দিয়ে এসেছি। তবে যতটা খারাপ আশা করেছিলাম ততটা খারাপ হয়নি। বাকিটা আল্লাহ মাবুদ জানে।
আর যারা অল্টকয়েনটক কমিউনিটি এওয়ার্ডস - ২০২৪ এ অংশ গ্রহণ করেছেন তাদের জন্য ও শুভকামমা রইলো।আমাদের এই বাংলাদেশের কমিউনিটিতে বর্তমানে তো অনেক ইউজার একটিবি নেই এখনো অংশগ্রহণ আর কিভাবে করবে তারা :)।
যারা বিজয়ী হবেন তাদের জন্য অগ্রীম শুভকামনা। আমি খেয়াল করে দেখলাম অনেকেই এটা তে জয়েন করেনি। আরে ভাই এটাতে অংশ গ্রহণ করতে তো আর টাকা লাগে মা। আশা করি পরবর্তী কনটেস্ট গুলোতে সবাই অংশ গ্রহণ করবে।
তবে ভাই আমাদের মরা আত্মা ভাই যদি আমাকে এখানে মেনশন না করতো তাহলে হয়তো বা আমি ভুলেই যাইতাম।
অল্টকয়েনটকে এই একটা সমস্যা ফোরাম টাইম আর লোকাল টাইম মিসম্যাচ করি অনেক। বিটকয়েনটকে ৬ ঘন্টা লেট এ টাইম শুরু হয় বাট এখানে কি কে জানে।আমি আপনার এই উত্তর অলরেডি দিয়ে দিয়েছি অল্টকয়েনটক কমিউনিটি ডিসকাশন থ্রেডে।
CL মিয়া আমার এখানে আপনার পোস্টএত চিন্তা কইরেন না ভাই বেশি চিন্তা করলে আবার আপনার হাইপ্রেশার হয়ে আপনার কাছে আমার এভাবে যাইতে হইবে।১৬15 তারিখে সো করতেছে। মেইবি লোকাল টাইম হিসেবে কে জানে। দেখা যাক ইলিজিবল হন কিনা! ছোটকালে ইংরেজি গ্রামারে পড়তাম, "The patient died before the doctor came"। আপনার অবস্থা হইছে অনেকটা এইরকম। রুগি মরার পরে ঔষুধ নিয়ে আসছেন। মাইর দিতে গিয়ে উল্টো মাইর খাইয়া বসে আছেন। এনিওয়ে আল্লাহ্ ভরসা।
বিজি সবাইই ভাই। আপনি তো তাও ভোট দেয়ার সময় পাননি বাট পোস্ট ঠিকই কমবেশি করছেন। আর আমি এদিকে ২দিন ধরে পোস্টও করিনি।দুইদিন ধরে তো ভাই আমিও পোস্ট করি নাই, গতকাল শুরু করছি, আরে এটাও মনে হয় আমাদের সবার জানা কারণ coinomize সিগনেচার এর রুলস অনুযায়ী এ সপ্তাহে দুই দিন পোস্ট না করলেও চলে. মিয়া আপনি মনে হয় সারা সপ্তাহের পোস্ট আগে শেষ করে দুইদিন পোস্ট করেন নাই আর বলতেছেন বিজি আছিলেন। মাইর কি হো*য় দিমু না পিঠে?
এটা দিয়ে শুরু করলাম। আমাদের এদিকে কালবৈশাখী ধরে উইড়া গেছে সব। কারেন্ট ছিলো না আর এখন নেট নাই লল। কবে আসবে কে জানে। আগের বার ঝড়ে ১ মাসের মতো নেট ছিলো না। কি একটা সিচুয়েশন বোঝেন!যদি অনলাইনের জগতে থাকতে চান এখানে ক্যারিয়ার করতে চান তাহলে আপনার সেটআপ সেই ভাবে করে নিতে হবে।
মাত্র ৩৫ টা ভোট? তার মানে বুঝতে পারতেছেন?আমাদের এই বাংলাদেশের কমিউনিটিতে বর্তমানে তো অনেক ইউজার একটিবি নেই এখনো অংশগ্রহণ আর কিভাবে করবে তারা :)।মেম্বার কম সেটা পড়ের বিষয়। যে কজন আছেন তারা করলেও তো অনেক! টোটাল ভোট পড়ছে ৩৫ টার মতো। সেখান থেকে আমরা ৫-৬ জন যারা আছি তারা করলেও তো মেজর একটা অংশ আমাদের লোকাল দিয়ে যায়।
কোট
Cash prizes will be drawn among the 35 voters
🏆অল্টকয়েনটক কমিউনিটি এওয়ার্ডস - ২০২৪ এর ফলাফল প্রকাশিত হয়েছে। এবারের বিজয়ীরা হলেন:অভিনন্দন অল্টকয়েনটক কমিউনিটি এওয়ার্ডস - ২০২৪ এর বিজয়ীদেরকে। আমি মনেকরি তারা এটার প্রাপ্য। তারা তাদের কর্ম দক্ষতা দিয়ে ভোটারদের মন জয় করতে পেরেছে এ জন্য তারা ভোট পেয়ে বিজয়ী হতে পেরেছে।
- ফোরাম হিরো: Freemind
- অল্টকয়েনটক নিনজা: PX-Z
- বিট গিক: NotATether
- সেরা প্রজেক্ট: Telegram Bot by PX-Z
- কাস্টম হিরো: AB De Royse
আমি পার্সোনালি অনেক দূর পর্যন্ত গেছিলাম বাট শেষমেশ বাদ পড়ে গেছি। যাই হোক, এতে যে আমি নমিনেট হতে পারছি এতেই খুশি।
লাস্টে একটা কথা বলে শেষ করবো। যারা যারা ভোট দিয়েছিলেন তাদের জন্যও পুরষ্কার থাকবে। কি থাকবে জানিনা বাট থাকবে। বাবো তো তাই বললো। টোটাল ৩৫ জনের মতো ভোটার ছিলেন, যারা ইলিজিবল হন। ;)Cash prizes will be drawn among the 35 voters
ইডিট: ৩৫ জনের থেকে লটারি করে ১০ জন কে নেয়া হবে।
🏆অল্টকয়েনটক কমিউনিটি এওয়ার্ডস - ২০২৪ এর ফলাফল প্রকাশিত হয়েছে। এবারের বিজয়ীরা হলেন:যাদের যাদেরকে ভোট দিয়েছি শুধুমাত্র বিট গিক ছাড়া আর বেশিরভাগ আমার পছন্দের ছিল তাই বলে এমন না যে NotATether কে আমি অপছন্দ করি।
- ফোরাম হিরো: Freemind
- অল্টকয়েনটক নিনজা: PX-Z
- বিট গিক: NotATether
- সেরা প্রজেক্ট: Telegram Bot by PX-Z
- কাস্টম হিরো: AB De Royse
আমি পার্সোনালি অনেক দূর পর্যন্ত গেছিলাম বাট শেষমেশ বাদ পড়ে গেছি। যাই হোক, এতে যে আমি নমিনেট হতে পারছি এতেই খুশি।
লাস্টে একটা কথা বলে শেষ করবো। যারা যারা ভোট দিয়েছিলেন তাদের জন্যও পুরষ্কার থাকবে। কি থাকবে জানিনা বাট থাকবে। বাবো তো তাই বললো। টোটাল ৩৫ জনের মতো ভোটার ছিলেন, যারা ইলিজিবল হন। ;)এটাই তো ভাই মূল আকর্ষণ এটা আগে বড় করে বোল্ড করে দেওয়া উচিত ছিল এখন সিন্নির জন্য বসে রইলাম দেখি ভাগ্যে যদি থাকে পাব ::)।Cash prizes will be drawn among the 35 voters
ইডিট: ৩৫ জনের থেকে লটারি করে ১০ জন কে নেয়া হবে।
@DYING_S0UL ভাই আপনাকে ও অভিনন্দন আপনি বিজয়ী হতে না পারলেও বেশ কিছু ভোট আপনি পেয়েছেন। আশাকরি পরবর্তী বছর আপনি আরো ভালো করতে পারবেন এবং বিজয়ী হতে পারবেন।
আমিও ব্যাক্তিগত ভাবে আপনার কাজের একজন ভক্ত। আমি আপনাকে ভোট দিয়েছিলাম। আমি আশাকরি আপনি যে ভাবে এই ফোরামে একটিভ আছেন এবং আমাদের সকলকে সহোযোগিতা করছেন এটা অব্যাহত থাকবে। এবং আগামীতে আপনাকে বিজয়ী হিসেবে দেখবো ইনশাআল্লাহ।
DYING_S0UL ভাই আপনি বিজয়ী হন নাই তারপরেও আপনাকে অভিনন্দন জানাই কারণ যতটুকু রেপুটেশন গেইন করছেন সেটাও কম নয় ইনশাআল্লাহ সামনে আরো অনেক দিন পরে আছে আপনার অ্যাক্টিভিটি বলে দিবে সামনে আপনি আর মিস করবেন না।
সামনে আরো কয়েকটি ক্যাটাগরি আনতে পারে যেমন ইসকাম বাস্টার আরো কয়েকটা আমার সঠিক মনে নাই।
এটাই তো ভাই মূল আকর্ষণ এটা আগে বড় করে বোল্ড করে দেওয়া উচিত ছিল এখন সিন্নির জন্য বসে রইলাম দেখি ভাগ্যে যদি থাকে পাব ::)।
আসলে এই 🏆অল্টকয়েনটক কমিউনিটি এওয়ার্ডস - ২০২৪ এর নিয়ম কানুনগুলো আমার অতোটা জানা ছিলো না। এখানে দেখলাম অনেকেই ভালো ভোট পেয়েছেন এবং অনেকেই ভালো পয়েন্ট পেয়েছেন।
আমরা জানি প্রতিটি বিভাগে তিন জন করে ভোট দেওঅর সুযোগ আছে। কিন্তু সিরিয়াল হিসেবে পয়েন্ট নিরধারন হবে সেটা আমার জানা ছিলো না। জানা থাকলে হয়তো আরো সতর্ক হতে পারতাম।
আমি যে খুব কম ভোট যে পাইছি তাও না। তবে এখানে ভোট কাউন্ট করা হইছে পয়েন্ট আকারে।এটা আসলে কতটুকু জাস্টিফাই হয়েছে আমার জানা নাই তবে বিষয়টা আগেই পোস্টে উল্লেখ করা উচিত ছিল যে এইভাবে পয়েন্ট গণনা করে ভোট কাউন্ট করা হবে কারণ আমি আসলে ঐরকম অগ্রাধিকার ভিত্তিতে যেখানে মাল্টি কোন পারসনকে ভোটের জন্য নমিনেট করেছি ওই ভিত্তিতে করিনি।
যেমন ধরেন আপনি ভোট করেছিলেন এভাবে,
Custom Hero: AB De Royse, julerz & DYING_S0UL
এখানে যার নাম সবার আগে সে ৩ পয়েন্ট, মাঝের জন মানে সেকেন্ড চয়েজ ২ পয়েন্ট আর শেষের চয়েজ ১ পয়েন্ট। যিনি ভোট কাউন্ট করছেন, তিনি এই নিয়মটা কোথাও উল্লেখ করেন নাই। যদি করতেন তাহলে হয়তো ভোট দেয়ার সময় আমরা প্রাইরটি হিসেবে ইউজারনেমগুলো সাজাতাম।
মিয়া এটা আমি জানছিই হলো দুইদিন। আগে জানলে তো আগেই পোস্ট দিতাম। আমাকে কি কখনো দেখছেন লেইট এ কোনো কিছুই আপডেট দিতে!? :(দাড়াও খুইজা দেখতেছি কবে লেট আপডেট দিছো। ;D
আমি নিজেও জানতামনা ভাই। বিটকয়েনটকে যেসব কমিউনিটি এওয়ার্ড দেয়া হতো তাতেও কখনো জয়েন করা হয় নাই। এজন্য সব নিয়ম সম্পর্কে অবগত ছিলাম না। আমি যা বুঝলাম ওপি এখানে বিটকয়েনটকে যেভাবে পূর্বে ভোট গ্রহন করা হইছে ঠিক সেভাবে এবার ভোট কাউন্ট করছে। যাইহোক ভুল বোঝাবুঝি বা কম বোঝাবুঝিতে সিরিয়াল মেইনটেন না করে এখন খারাপ লাগতেছে। তবে ইনশাআল্লাহ পরের বার স্প্যামবাস্টার হিসেবে জয়ী হওয়ার ট্রাই করবো। ::)সেটাই তুমি দয়া করে এত কষ্ট পাইয়ো না। অলরেডি ৫০০ কারমা হাসিল করে ফেলছো আমাদের বাংলা বোর্ডের সবার উপরে আছো তুমি, এইটা সান্ত্বনা পুরস্কার হিসেবে নিয়ে রাখ আপাতত। সামনের বছর ইনশাআল্লাহ স্প্যামবাস্টার আর মিস অল্টকয়েনটক এ তোমাকে সবাই নমিনেট করবে নি থুক্কু তুমি পুরুশ মিস অল্টকয়েনটক হইতে পারবা না স্প্যামবাস্টার নিয়েই খুশি থেকো।
এটা আসলে কতটুকু জাস্টিফাই হয়েছে আমার জানা নাই তবে বিষয়টা আগেই পোস্টে উল্লেখ করা উচিত ছিল যে এইভাবে পয়েন্ট গণনা করে ভোট কাউন্ট করা হবে কারণ আমি আসলে ঐরকম অগ্রাধিকার ভিত্তিতে যেখানে মাল্টি কোন পারসনকে ভোটের জন্য নমিনেট করেছি ওই ভিত্তিতে করিনি।
সেটাই তুমি দয়া করে এত কষ্ট পাইয়ো না। অলরেডি ৫০০ কারমা হাসিল করে ফেলছো আমাদের বাংলা বোর্ডের সবার উপরে আছো তুমি, এইটা সান্ত্বনা পুরস্কার হিসেবে নিয়ে রাখ আপাতত। সামনের বছর ইনশাআল্লাহ স্প্যামবাস্টার আর মিস অল্টকয়েনটক এ তোমাকে সবাই নমিনেট করবে নি থুক্কু তুমি পুরুশ মিস অল্টকয়েনটক হইতে পারবা না স্প্যামবাস্টার নিয়েই খুশি থেকো।
ভাই মুই তো জিতে গেছি $৫০.এটা আসলে কতটুকু জাস্টিফাই হয়েছে আমার জানা নাই তবে বিষয়টা আগেই পোস্টে উল্লেখ করা উচিত ছিল যে এইভাবে পয়েন্ট গণনা করে ভোট কাউন্ট করা হবে কারণ আমি আসলে ঐরকম অগ্রাধিকার ভিত্তিতে যেখানে মাল্টি কোন পারসনকে ভোটের জন্য নমিনেট করেছি ওই ভিত্তিতে করিনি।
সেটাই তুমি দয়া করে এত কষ্ট পাইয়ো না। অলরেডি ৫০০ কারমা হাসিল করে ফেলছো আমাদের বাংলা বোর্ডের সবার উপরে আছো তুমি, এইটা সান্ত্বনা পুরস্কার হিসেবে নিয়ে রাখ আপাতত। সামনের বছর ইনশাআল্লাহ স্প্যামবাস্টার আর মিস অল্টকয়েনটক এ তোমাকে সবাই নমিনেট করবে নি থুক্কু তুমি পুরুশ মিস অল্টকয়েনটক হইতে পারবা না স্প্যামবাস্টার নিয়েই খুশি থেকো।
যাই হোক, শেষ ভালো যার সব ভালো তার, কষ্ট পাবো কেন!!! এমন না যে গু হারা হারছি, কোনো ভোটই পাইনি। যথেষ্ট ভোট পাইছি। পয়েন্টও বেশি পাইতাম যদি প্রায়োরিটির রুলস্ টা আগে জানায় রাখতাম। পরের বার ইনশাহ্ আল্লাহ। :)
না ভাই, আমি ফোরামে ব্যাপক সময় দেই। রাত 2 টা 24 বাজে এখনো পোস্ট করতেছি আমি। আর কারমা পাওয়ার অন্যতম কারণ হচ্ছে ডি.টিমের কাজ। আমি প্রচুর পরিমাণে এবিউজারদের রিপোর্ট করছি। সিলার, এআই, লো কোয়লিটি ইত্যাদি। কাইন্ড অফ ঘুম হারাম করা টাইপ। ২ দিন আগেও একটা পোসাট করছিলাম যেখানে ১৬০+ সিলিং পোস্টের লিংক (২০২৫) কম্পাইল করে দিসি মডারেটর আর এডমিন কে।
না ভাই, আমি ফোরামে ব্যাপক সময় দেই। রাত 2 টা 24 বাজে এখনো পোস্ট করতেছি আমি। আর কারমা পাওয়ার অন্যতম কারণ হচ্ছে ডি.টিমের কাজ। আমি প্রচুর পরিমাণে এবিউজারদের রিপোর্ট করছি। সিলার, এআই, লো কোয়লিটি ইত্যাদি। কাইন্ড অফ ঘুম হারাম করা টাইপ। ২ দিন আগেও একটা পোসাট করছিলাম যেখানে ১৬০+ সিলিং পোস্টের লিংক (২০২৫) কম্পাইল করে দিসি মডারেটর আর এডমিন কে।ভালো একটা জিনিসের কথা বললা ভাই।
ভাই মুই তো জিতে গেছি $৫০.অভিনন্দন ভাই, আমি তো ভেবে রেখেছিলাম মাত্র 35 জন ভোট করেছে এবং তার মধ্যে দশজনকে উইনার করবে সেখানে আমিও থাকতে পারবো তা আমার পোড়া কপাল সাথ দিলো না।
---------
Winner 2: kulkhan
----------
আপনাকে অভিনন্দন ভাই, জয় লাভ করার আনন্দটা অন্যরকম উপভোগ করেন ভাই। আমিও কিছুদিন আগে বিটকয়েন প্রাইস প্রেডিকশন থেকে 50$ জিতেছিলাম। সেই জয়লাভ টা দেখে খুবই ভালো লেগেছিল আমি ভাবতেও পারছিলাম না কিভাবে আমার প্রাইজ প্রেডিকশন এর সাথে মিলে গেলো। যাইহোক এখানে এসো দেখলাম আপনি জয়লাভ করেছেন বিষয়টা ভালোই লেগেছে। যদিও আমি এখানে একটু ইনঅ্যাক্টিভ ছিলাম সেজন্য জয়েন করতে পারিনি কি জানি একটু ফ্রি হয়েছি সময় দেবো এখানেও পরবর্তী সময়ে আমরাও মিস করবো না। আপনার এই জয়ের ধার অব্যাহত থাকুক এটাই চাই
Winner 2: kulkhan
আপনাকেও অনেক ধন্যবাদ ভাই। আসলে কোন কিছু জয় লাভের অনুভূতিটা অসাধারণ। আজ হয়তো আমি জয়লাভ করেছি অন্য কোনদিন হয়তো আপনি জয়লাভ করবেন এটাই স্বাভাবিক। আমরা যারা বাঙালি আছি এই ফোরামে তারা সকলে যদি কাঁধে কাঁধ মিলিয়ে একে অন্যের সহযোগিতা নিয়ে কাজ করতে পারি তাহলে আমরা ভালো কিছু করতে পারবো। আপনি অনেকদিন পর আবার একটিভ হয়েছেন শুনে ভালো লাগছে। আশা করি ভবিষ্যতের সবাই একসঙ্গে কাজ করতে পারবো এবং সবাই মিলে উপকৃত হব।আপনাকে অভিনন্দন ভাই, জয় লাভ করার আনন্দটা অন্যরকম উপভোগ করেন ভাই। আমিও কিছুদিন আগে বিটকয়েন প্রাইস প্রেডিকশন থেকে 50$ জিতেছিলাম। সেই জয়লাভ টা দেখে খুবই ভালো লেগেছিল আমি ভাবতেও পারছিলাম না কিভাবে আমার প্রাইজ প্রেডিকশন এর সাথে মিলে গেলো। যাইহোক এখানে এসো দেখলাম আপনি জয়লাভ করেছেন বিষয়টা ভালোই লেগেছে। যদিও আমি এখানে একটু ইনঅ্যাক্টিভ ছিলাম সেজন্য জয়েন করতে পারিনি কি জানি একটু ফ্রি হয়েছি সময় দেবো এখানেও পরবর্তী সময়ে আমরাও মিস করবো না। আপনার এই জয়ের ধার অব্যাহত থাকুক এটাই চাই
Winner 2: kulkhan
নিজের চোখের সামনে তো এমন পোস্ট বা টপিক দিনে বিস্তার উপরেও দেখি, এমন অনেক টপিক রয়েছে যে AI দিয়ে তৈরি করা এবং পরবর্তীতে আমি সাজেশন করি যে যেহেতু তুমি নতুন অ্যাকাউন্ট খুলেছ তাই এই বিষয়ে ওয়ার্নিং হিসেবে তোমার পোস্ট এডিট করে এআই কনটেন্ট রিমুভ করে হিউমান রাইট কন্টেন্ট সাবমিট করতে বলি। এবং দুই একটার ক্ষেত্রে দেখি সেটা করেছেও।
যাই হোক, এখন ভাবতেছি রিপোর্ট করলে তো মন্দ হয় না এমনিতেও এই ফোরামে অপব্যবহারকারীদের সংখ্যা দিন দিন প্রচুর বাড়ছে একজন মানুষ এই ১০০টা একাউন্ট খুলে বসে আছে এবং ধরাও খাচ্ছে।
অভিনন্দন ভাই, আমি তো ভেবে রেখেছিলাম মাত্র 35 জন ভোট করেছে এবং তার মধ্যে দশজনকে উইনার করবে সেখানে আমিও থাকতে পারবো তা আমার পোড়া কপাল সাথ দিলো না।
তবে আমি দেখেছি DYING_S0UL এর কপাল বরাবরের মতন ভালো থাকে তাই ভেবেও ছিলাম এখানেও সে জিতবে যাই হোক তার কপালে কাজ হয় নাই আপনার কপালে কাজ হয়েছে.
অন্তত আমাদের বাঙ্গালীদের কপাল তো যাই হোক খুশি হলাম, চাইলে ট্রিট দিতে পারেন :P
ভাই মুই তো জিতে গেছি $৫০.
আলহামদুলিল্লাহ। খুব ভালো লাগছে। যারা যার উইনার হয়েছেন সবাইকে অভিনন্দন। আরবযারা উইনার হতে পারেননি আশাকরি ভবিষ্যতে হয়ে যাবেন।
DYING_S0UL ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাকে মেনশন করে না দিয়ে হয়তো আমার এই এপিসোড এ জয়েন করাই হতো না। তাই আপনাকে আবারো ধন্যবাদ জানাচ্ছি।
আমি কিছুদিন আগে ১৬০+ সিলিং পোস্টের লিংক রিপোর্ট করছি! ভাবা যায় এগুলো! ২০২৫ এর হিস্টোরি। আরো কতো যে এদিক সেদিক চোঁখে পড়ে নি। দিন দিন ফোরামের পপুলারেটি বাড়তেছে আর এবিউজারাও বাড়তেছে। একটু ভালোভাবে ঘুরে দেখেন, খালি দেখবেন শিলার, এআইপোস্টার, স্প্যামার সিট পোস্টরে ভরপুর।তারমানে আপনি এর পিছনে রয়েছেন।
প্রাইভেসি রিজনো দিতে পারিলাম না। আরো একটা ভালো নিউজ পাইলেও পাইতে পারেন। কয়টা দিন অপেক্ষা করেন। ইদানীং আমার কপাল ভালোই যাচ্ছে, ভয় হচ্ছে সামনে কোনো বড়সড় বাঁশ খেতে যাচ্ছি নাকি।ভাই আপনাদেরও কপাল আর আমারও কপাল আপনাদের কপাল এর নাম গোপাল চন্দ্র, আর আমার কপাল গুয়েভ গব্র।
আমি কিছুদিন আগে ১৬০+ সিলিং পোস্টের লিংক রিপোর্ট করছি! ভাবা যায় এগুলো! ২০২৫ এর হিস্টোরি। আরো কতো যে এদিক সেদিক চোঁখে পড়ে নি। দিন দিন ফোরামের পপুলারেটি বাড়তেছে আর এবিউজারাও বাড়তেছে। একটু ভালোভাবে ঘুরে দেখেন, খালি দেখবেন শিলার, এআইপোস্টার, স্প্যামার সিট পোস্টরে ভরপুর।তারমানে আপনি এর পিছনে রয়েছেন।
কিছুদিন আগে যেই টপিকই খুলি সেই টপিকের op কে দেখি AI ইউজার আর না হলে Shiller tag খাওয়া. তবে ভাই এখন কিছুটা কমছে কিছুদিন আগে যেমন বারা পড়েছিল তার চাইতে কমছে হয়তোবা সামনে আবার চালু হবে কমার কারণটাও মনে হয় আপনি কারণ রিপোর্ট করেছেন দেখতেছে লাভ হয় নাই।