অল্টকয়েনটকে এই একটা সমস্যা ফোরাম টাইম আর লোকাল টাইম মিসম্যাচ করি অনেক। বিটকয়েনটকে ৬ ঘন্টা লেট এ টাইম শুরু হয় বাট এখানে কি কে জানে।
আমি আপনার এই উত্তর অলরেডি দিয়ে দিয়েছি অল্টকয়েনটক কমিউনিটি ডিসকাশন থ্রেডে।
তারপরও এখানে বাংলায় আরেকটু বলে যাই-
আমি যতটুকু বুঝতেছি ফোরামে যদি আপনি বাংলাদেশী টাইম চান তাহলে আপনাকে টাইম অফসেট অপশনে 4 সেট করতে হবে।
আর যদি ইউটিসি টাইম চান তাহলে সেখানে -2 সেট করতে হবে। তাহলে বিটকয়েন টক আর আর অল্টকয়েন টক এর টাইম আপনি সেম দেখতে পাবেন।
CL মিয়া আমার এখানে আপনার পোস্ট ১৬ 15 তারিখে সো করতেছে। মেইবি লোকাল টাইম হিসেবে কে জানে। দেখা যাক ইলিজিবল হন কিনা! ছোটকালে ইংরেজি গ্রামারে পড়তাম, "The patient died before the doctor came"। আপনার অবস্থা হইছে অনেকটা এইরকম। রুগি মরার পরে ঔষুধ নিয়ে আসছেন। মাইর দিতে গিয়ে উল্টো মাইর খাইয়া বসে আছেন। এনিওয়ে আল্লাহ্ ভরসা।
এত চিন্তা কইরেন না ভাই বেশি চিন্তা করলে আবার আপনার হাইপ্রেশার হয়ে আপনার কাছে আমার এভাবে যাইতে হইবে।
যদি আসলেও babo utc time ফলো করে তাহলে অভিয়াসলি আমার ভোট কে কাউন্ট করতে হবে।
বিজি সবাইই ভাই। আপনি তো তাও ভোট দেয়ার সময় পাননি বাট পোস্ট ঠিকই কমবেশি করছেন। আর আমি এদিকে ২দিন ধরে পোস্টও করিনি।
দুইদিন ধরে তো ভাই আমিও পোস্ট করি নাই, গতকাল শুরু করছি, আরে এটাও মনে হয় আমাদের সবার জানা কারণ coinomize সিগনেচার এর রুলস অনুযায়ী এ সপ্তাহে দুই দিন পোস্ট না করলেও চলে. মিয়া আপনি মনে হয় সারা সপ্তাহের পোস্ট আগে শেষ করে দুইদিন পোস্ট করেন নাই আর বলতেছেন বিজি আছিলেন। মাইর কি হো*য় দিমু না পিঠে?
যদিও ভোট দিব আগেই বলেছিলাম এরমধ্যে ভোট দেওয়ার কথা ভুলেও গিয়েছিলাম প্লাস যেদিন যেদিন মনে পড়েছে সেদিন আবার এইটা ভেবে যে ভোট দেওয়ার জন্য তো চিন্তা ভাবনা করতে হয়, তো শুধু ভোট দিয়ে দিলে হয় না অনেকজন মাথায় ছিল তাদের থেকে বাছাই বাছাই করে দিতে হবে এটা ভেবেই প্রতিবার ভোট দিতে গিয়ে দেইনি। আর দেখলাম গতকাল যেহেতু লাস্ট ডেট ছিল তাই কালকে আর মিস করিনি।
ভার্সিটি বা পরীক্ষার প্যারা যদি না থাকতো আর অন্যান্য কাজের প্রেসার এবং সেই সাথে সাথে সংসার দেখভাল করা এগুলো যদি না থাকতো তাহলে হয়তো বা এতটা বিজি আমি থাকতাম না।
এটা দিয়ে শুরু করলাম। আমাদের এদিকে কালবৈশাখী ধরে উইড়া গেছে সব। কারেন্ট ছিলো না আর এখন নেট নাই লল। কবে আসবে কে জানে। আগের বার ঝড়ে ১ মাসের মতো নেট ছিলো না। কি একটা সিচুয়েশন বোঝেন!
যদি অনলাইনের জগতে থাকতে চান এখানে ক্যারিয়ার করতে চান তাহলে আপনার সেটআপ সেই ভাবে করে নিতে হবে।
দরকার পড়লে একটু বেশি টাকা দিয়ে হলেও ভালো কোন ইন্টারনেট প্রোভাইডার কে আপনার এলাকায় নিয়ে যান, চাইলে আপনি সাথে আরও কয়েকজনকে নিতে পারেন যারা আপনার মতন অবস্থায় রয়েছে।
ধরেন কোন ভালো ইন্টারনেট প্রোভাইডার যদি আপনি নিয়ে থাকেন তাহলে সেখানে অপটিক্যাল ফাইবার দিয়ে লাইন দিবে এবং আপনি যদি জাস্ট আপনার ONU and রাউটারে ১২ ভোল্টের ব্যাটারি দিয়ে হলেও লোড দিতে পারেন তাহলেও অনায়াসে সাত থেকে আট ঘন্টা চালাতে পারবেন আর যদি আইপিএস নিতে পারেন সবচাইতে বেস্ট হবে।
অনলাইনে যদি টাকা কামাই করতে চান তাহলে এই দিকগুলোতে আপনাকে টাকা খরচ করতেই হবে।
আমাদের এই বাংলাদেশের কমিউনিটিতে বর্তমানে তো অনেক ইউজার একটিবি নেই এখনো অংশগ্রহণ আর কিভাবে করবে তারা
।
মেম্বার কম সেটা পড়ের বিষয়। যে কজন আছেন তারা করলেও তো অনেক! টোটাল ভোট পড়ছে ৩৫ টার মতো। সেখান থেকে আমরা ৫-৬ জন যারা আছি তারা করলেও তো মেজর একটা অংশ আমাদের লোকাল দিয়ে যায়।
মাত্র ৩৫ টা ভোট? তার মানে বুঝতে পারতেছেন?
আমাদের ক্যাম্পেইনেই ৫৮ জন. যাই হোক সবাই তো ভোট দিবে না আর তাদেরকে আপনি জোরও করতে পারবেন না, এটাও তাদের তাদের স্বাধীনতা.
তাছাড়া লোকাল থেকে আর কয়জনকে চান আপনি যদি ফোরামে পাঁচ থেকে ছয় জন একটিভ থাকে তাহলে তার মধ্যে ৪ জন দিয়ে ফেলছে।
বাকি থাকেই মাত্র দুইজন এইটা তো ভাই স্বাভাবিক।
