Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Crypto Library on March 10, 2025, 08:23:10 PM

Title: আশায় বাঁচি আশায় মরি বিটকয়েন আবার 77k এর রেঞ্জে।
Post by: Crypto Library on March 10, 2025, 08:23:10 PM
আপনারাও কি আমার মতন আশা নিয়ে রয়েছেন যে বিটকয়েন আবার ১ লাখের উপরে যাবে তাও আবার এই  সিজনেই?
হ্যাঁ ভাই মার্কেট এত খারাপ তারপরেও আমি এখনো আশায় আছি আবার সেই হিসেবে আশায় থেকে মার্কেট থেকে মরেও যাচ্ছি altcoin এর ইনভেস্টমেন্ট গুলোতে যেরকম মারা খেয়েছি এটার বলে বুঝানো সম্ভব নয়. আর এই দিক থেকে বিটকয়েন ডাউন হচ্ছে এখানে তো প্যানিক অবশ্যই কাজ করতেছে.

তারপরও আপনারা কি মনে করেন আপনাদের এনালাইসিস কি বলে সামনের মার্কেট কেমন হবে সেই সম্পর্কে?

আমি তো ভাবতেছি মার্কেট এখন যে সিচুয়েশন দিয়ে যাচ্ছে সেটি ২০২১ সালে জুন মাসে গিয়েছিল আবার পরবর্তীতে লাস্টের দিকে গিয়ে দ্বিগুণ পাম্প করেছিল। সেই হিসেবে যদি ধরি বিটকয়েন ৬০ হাজার এর নেমে গেলেও আশা এখনো রয়েছে।   :D
(https://i.postimg.cc/v8zcc5SJ/screenshot.png)
Title: Re: আশায় বাঁচি আশায় মরি বিটকয়েন আবার 77k এর রেঞ্জে।
Post by: JISAN on March 11, 2025, 11:51:26 AM
আপনারাও কি আমার মতন আশা নিয়ে রয়েছেন যে বিটকয়েন আবার ১ লাখের উপরে যাবে তাও আবার এই  সিজনেই?
হ্যাঁ ভাই মার্কেট এত খারাপ তারপরেও আমি এখনো আশায় আছি আবার সেই হিসেবে আশায় থেকে মার্কেট থেকে মরেও যাচ্ছি altcoin এর ইনভেস্টমেন্ট গুলোতে যেরকম মারা খেয়েছি এটার বলে বুঝানো সম্ভব নয়. আর এই দিক থেকে বিটকয়েন ডাউন হচ্ছে এখানে তো প্যানিক অবশ্যই কাজ করতেছে.

তারপরও আপনারা কি মনে করেন আপনাদের এনালাইসিস কি বলে সামনের মার্কেট কেমন হবে সেই সম্পর্কে?

আমি তো ভাবতেছি মার্কেট এখন যে সিচুয়েশন দিয়ে যাচ্ছে সেটি ২০২১ সালে জুন মাসে গিয়েছিল আবার পরবর্তীতে লাস্টের দিকে গিয়ে দ্বিগুণ পাম্প করেছিল। সেই হিসেবে যদি ধরি বিটকয়েন ৬০ হাজার এর নেমে গেলেও আশা এখনো রয়েছে।   :D
বিটকয়েনের দাম এখন আর বাড়বে না। পরবর্তী ডাউনে $৬৮ হাজারে যাবে। ক্রিপ্টো মার্কেটের অবস্থা আরো খারাপ হবে কারন ইতিমধ্যেই শেয়ার মার্কেটের উপর অনেক বড় ধরনের নেগেটিভ প্রভাব দেখা গেছে, এলন মাস্কের ১ রাত্রের লস ২৯ বিলিয়ন ডলার। আসলে আমরা প্রতিবারই দেখি বিটকয়েনের অল টাইম হাই এর পর বিটকয়েনের দাম কতটা ডাউন হয়, এবারো তার ব্যাতিক্রম হবে না। যদি ৬৮ হাজারের সাপোর্ট ভেঙ্গে বিটকয়েনের আরো ডাউন দেখা যায় তাহলে বিটকয়েনের দাম ৩০ হাজারের আশে পাশে দেখা যাবে আর সেটি হতে পারে বিটকয়েনের অল টাইম লো , তার পরে যদি বিটকয়েনের দাম আবার বাড়ে পরবর্তী হালভিংয়ে। বিটকয়েনের এমন অবস্থা দেখা যারা টাইট হোল্ডার তারাও প্যানিক হয়ে বিক্রি করতে শুরু করবে আর তখন বিটকয়েনের দামের বড় ক্রাশ দেখা যাবে। রাত্রে ৭৬ হাজারে একবার দেখা গেছে ইতিমধ্যেই। পরবর্তী ডাউনের জন্য অপেক্ষা করুন।
Title: Re: আশায় বাঁচি আশায় মরি বিটকয়েন আবার 77k এর রেঞ্জে।
Post by: Crypto Library on March 11, 2025, 12:04:02 PM
বিটকয়েনের দাম এখন আর বাড়বে না। পরবর্তী ডাউনে $৬৮ হাজারে যাবে। ক্রিপ্টো মার্কেটের অবস্থা আরো খারাপ হবে কারন ইতিমধ্যেই শেয়ার মার্কেটের উপর অনেক বড় ধরনের নেগেটিভ প্রভাব দেখা গেছে, এলন মাস্কের ১ রাত্রের লস ২৯ বিলিয়ন ডলার। আসলে আমরা প্রতিবারই দেখি বিটকয়েনের অল টাইম হাই এর পর বিটকয়েনের দাম কতটা ডাউন হয়, এবারো তার ব্যাতিক্রম হবে না। যদি ৬৮ হাজারের সাপোর্ট ভেঙ্গে বিটকয়েনের আরো ডাউন দেখা যায় তাহলে বিটকয়েনের দাম ৩০ হাজারের আশে পাশে দেখা যাবে আর সেটি হতে পারে বিটকয়েনের অল টাইম লো , তার পরে যদি বিটকয়েনের দাম আবার বাড়ে পরবর্তী হালভিংয়ে। বিটকয়েনের এমন অবস্থা দেখা যারা টাইট হোল্ডার তারাও প্যানিক হয়ে বিক্রি করতে শুরু করবে আর তখন বিটকয়েনের দামের বড় ক্রাশ দেখা যাবে। রাত্রে ৭৬ হাজারে একবার দেখা গেছে ইতিমধ্যেই। পরবর্তী ডাউনের জন্য অপেক্ষা করুন।
আসলে সামনে কি হবে এখনো বলা যাচ্ছে না কারণ,
আমি অলরেডি উল্লেখ করেছি যে ২০২১ সালে জুন মাসে বিটকয়েনের দাম 30 হাজারের আশেপাশে চলে এসেছিল কিন্তু তার আগে মার্কেট বুলিস ছিল পঞ্চাশ হাজার এর উপরে। এবং তারপরে আবার পাম্প দিয়ে একবারে ৬৯ হাজারে অলটাইম হাই প্রাইস ক্রিয়েট কর।
তো এইখানেও বিষয়টা অনেকটা একই রকম ঘটতে যাচ্ছে। যেমন বিটকয়েনের দাম ১ লাখ ৯ হাজারে গিয়েছিল এবং বর্তমানে আবার ৭৭ কে এর রেঞ্জ এসেছিল আমার মনে হয় বিটকয়েন আরো নিচে নামলে তারপরে আবার আরেকটা পাম্প দেবে যেখানে নতুন অলটাইম হাই প্রাইস তৈরি করবে।
তার ওপর আরেকটা বিষয় এখানে ফ্যাক্ট হিসেবে কাজ করছে সেটি হচ্ছে সামনের এপ্রিল মাসে বিটকয়েন হালবিং এর এক বছর হতে যাচ্ছে আর বুল সিজন এবং অলটাইম হাই প্রাইজ বেশিরভাগ ক্ষেত্রে বিটকয়েন হালবিং এর এক বছর পরেই হয়ে থাকে।
Title: Re: আশায় বাঁচি আশায় মরি বিটকয়েন আবার 77k এর রেঞ্জে।
Post by: God Of Thunder on March 11, 2025, 02:23:42 PM
আমার তো মনে হচ্ছে বুলরান আসলেই শেষ হয়ে গেলো। আগেরবার যেটাই হয়েছে, এবার যদি বুলরান শেষ হয়ে যায় আসলেই, তাহলে সম্ভবত এটাই হবে প্রথম বুল রান যেটাতে অল্টসিজন শুরু না হয়েই বুল রান শেষ হয়ে যাবে। আমি আসলেই আল্ট সিজনের আশায় বসে থেকে থেকে অনেক লসের মধ্যে পরে গেলাম। ধরেন টোটাল সাইজ যদি ১ হাজার ডলার হয়ে থাকে, তাহলে আমার বর্তমান সাইজ হয়ে আছে ২০০ ডলার বা তারো কম। আমার টোটাল ইনভেস্ট তো আরো বেশিই ছিলো, এমাউন্ট নাই বা বললাম। আমি এখনো আশায় বুক বাধি যে অল্টসিজন শুরু হবে এবং আমার ইনভেস্টমেন্ট গুলো রিকভার হবে। যাই হোক, যেহেতু ৮০% ডাউনে আছি, এই ছোট ছোট এমাউন্ট আর সেল দিবো না। দরকার হয় সামনের বুল রানে সেল দিবো।
Title: Re: আশায় বাঁচি আশায় মরি বিটকয়েন আবার 77k এর রেঞ্জে।
Post by: JISAN on March 11, 2025, 03:42:01 PM
আমার তো মনে হচ্ছে বুলরান আসলেই শেষ হয়ে গেলো। আগেরবার যেটাই হয়েছে, এবার যদি বুলরান শেষ হয়ে যায় আসলেই, তাহলে সম্ভবত এটাই হবে প্রথম বুল রান যেটাতে অল্টসিজন শুরু না হয়েই বুল রান শেষ হয়ে যাবে। আমি আসলেই আল্ট সিজনের আশায় বসে থেকে থেকে অনেক লসের মধ্যে পরে গেলাম। ধরেন টোটাল সাইজ যদি ১ হাজার ডলার হয়ে থাকে, তাহলে আমার বর্তমান সাইজ হয়ে আছে ২০০ ডলার বা তারো কম। আমার টোটাল ইনভেস্ট তো আরো বেশিই ছিলো, এমাউন্ট নাই বা বললাম। আমি এখনো আশায় বুক বাধি যে অল্টসিজন শুরু হবে এবং আমার ইনভেস্টমেন্ট গুলো রিকভার হবে। যাই হোক, যেহেতু ৮০% ডাউনে আছি, এই ছোট ছোট এমাউন্ট আর সেল দিবো না। দরকার হয় সামনের বুল রানে সেল দিবো।
বুলরান ভাইয়ার কিভাবে আশা করেন। দেখেন কয়েকদিন মার্কেট ডাউন হলেও তা আবার রিকভার হতে দেখা গেছে। এমনটা দেখা গেছে যে সারাদিন ডাউনে থেকে আবার রাত্রে আপ করেছে। আর এখন দেখেন সারাদিন তো ডাউন হইছেই সন্ধ্যার দিকে কিছুটা উঠতে শুরু করেছিল কিন্তু এখন আবারও ডাউন শুরু হয়েছে। এই ডাউন মনে হয় না খুব তাড়াতাড়ি শেষ হবে। তাই এবার আর আল্ট সিজন আশা করা যায় না। ইথিরিয়ামের দাম দেখেন কোথায় চলে গেছে। এমন অবস্থায় যদি বিটকয়েনের দাম আরো ডাউন করে তাহলে ইথিরিয়াম কোথায় চলে যাবে একবার চিন্তা করেন। তাই আমি মনে করি সবার এখন তার ইনভেস্টমেন্ট তুলে ফেলা উচিত যদি মার্কেট একটু আপ হয়। এবং অপেক্ষা করা উচিত আরও ডাউনের জন্য
Title: Re: আশায় বাঁচি আশায় মরি বিটকয়েন আবার 77k এর রেঞ্জে।
Post by: Crypto Library on March 11, 2025, 04:13:07 PM
আমার তো মনে হচ্ছে বুলরান আসলেই শেষ হয়ে গেলো। আগেরবার যেটাই হয়েছে, এবার যদি বুলরান শেষ হয়ে যায় আসলেই, তাহলে সম্ভবত এটাই হবে প্রথম বুল রান যেটাতে অল্টসিজন শুরু না হয়েই বুল রান শেষ হয়ে যাবে। আমি আসলেই আল্ট সিজনের আশায় বসে থেকে থেকে অনেক লসের মধ্যে পরে গেলাম। ধরেন টোটাল সাইজ যদি ১ হাজার ডলার হয়ে থাকে, তাহলে আমার বর্তমান সাইজ হয়ে আছে ২০০ ডলার বা তারো কম। আমার টোটাল ইনভেস্ট তো আরো বেশিই ছিলো, এমাউন্ট নাই বা বললাম। আমি এখনো আশায় বুক বাধি যে অল্টসিজন শুরু হবে এবং আমার ইনভেস্টমেন্ট গুলো রিকভার হবে। যাই হোক, যেহেতু ৮০% ডাউনে আছি, এই ছোট ছোট এমাউন্ট আর সেল দিবো না। দরকার হয় সামনের বুল রানে সেল দিবো।
আমারও সেম অবস্থা altcoin এর investment গুলোতে আমি যদি ১০০ টাকা ইনভেস্ট করি সেখানে সেটা এখন ১০ থেকে ২০ টাকার মধ্যে এসে রয়েছে.

 বিটকয়েনে লসে রয়েছে ৬০০ ডলারের উপরে, তাছাড়া তারপরেও ভাই আমার কেন যেন মনে হইতাছে মার্কেটে এখনো একদমই আশায় তো হওয়ার সময় আসেনি আমি আসলে তেমন কোন এক্সপার্ট না তবে জাস্ট কয়েন মার্কেট ক্যাপ ওপেন করে অল সিলেক্ট করে চারটি দেখে নিতে পারেন 2021 সালের জুন জুলাই এর অবস্থা দেখে আমার এখনকার সিচুয়েশনের কথা মনে হচ্ছে। বাকিটা এখন সময় বলে দিবে তার মধ্যে হালভিং এর এক বছর হতে যাচ্ছে।
(https://i.postimg.cc/mkgSy1CT/screenshot.png)
Title: Re: আশায় বাঁচি আশায় মরি বিটকয়েন আবার 77k এর রেঞ্জে।
Post by: God Of Thunder on March 12, 2025, 08:07:19 AM
তবে জাস্ট কয়েন মার্কেট ক্যাপ ওপেন করে অল সিলেক্ট করে চারটি দেখে নিতে পারেন 2021 সালের জুন জুলাই এর অবস্থা দেখে আমার এখনকার সিচুয়েশনের কথা মনে হচ্ছে। বাকিটা এখন সময় বলে দিবে তার মধ্যে হালভিং এর এক বছর হতে যাচ্ছে।

চার্ট তো আপনার পয়েন্ট অফ ভিউ থেকে দেখলাম, এবার এভাবে একটু দেখেন তো।

(https://talkimg.com/images/2025/03/12/03oNW.png)

হতে পারে এটাই সেই ডাউন মার্কেট। আর সবচাইতে বড় কথা হচ্ছে বিটকয়েন কিন্তু গত ১ বছরের বেশি সময় ধরে আগের কোনো প্যাটার্নই ফলো করছে না। তো এখন আবার আগের প্যাটার্ন ফলো করবে বলে কি মনে হয় আপনার? আগের মার্কেট সিচ্যুয়েশন আর এখনকার সিচ্যুয়েশন অনেক বেশি ভিন্ন। বিটকয়েন আগে কখনো হালভিং এর আগে অল টাইম হাই ব্রেক করেছে বলে মনে হয় না। এবার সেটা করে ফেলেছে। যত প্রেডিকশন আছে, সব ভুল প্রমাণ করে দিয়েছে। সামনে কি হবে কেউ বলতে পারছে না আসলে। তবুও দেখা যাক কি হয়।
Title: Re: আশায় বাঁচি আশায় মরি বিটকয়েন আবার 77k এর রেঞ্জে।
Post by: JISAN on March 12, 2025, 04:45:43 PM
তবে জাস্ট কয়েন মার্কেট ক্যাপ ওপেন করে অল সিলেক্ট করে চারটি দেখে নিতে পারেন 2021 সালের জুন জুলাই এর অবস্থা দেখে আমার এখনকার সিচুয়েশনের কথা মনে হচ্ছে। বাকিটা এখন সময় বলে দিবে তার মধ্যে হালভিং এর এক বছর হতে যাচ্ছে।

চার্ট তো আপনার পয়েন্ট অফ ভিউ থেকে দেখলাম, এবার এভাবে একটু দেখেন তো।

(https://talkimg.com/images/2025/03/12/03oNW.png)

হতে পারে এটাই সেই ডাউন মার্কেট। আর সবচাইতে বড় কথা হচ্ছে বিটকয়েন কিন্তু গত ১ বছরের বেশি সময় ধরে আগের কোনো প্যাটার্নই ফলো করছে না। তো এখন আবার আগের প্যাটার্ন ফলো করবে বলে কি মনে হয় আপনার? আগের মার্কেট সিচ্যুয়েশন আর এখনকার সিচ্যুয়েশন অনেক বেশি ভিন্ন। বিটকয়েন আগে কখনো হালভিং এর আগে অল টাইম হাই ব্রেক করেছে বলে মনে হয় না। এবার সেটা করে ফেলেছে। যত প্রেডিকশন আছে, সব ভুল প্রমাণ করে দিয়েছে। সামনে কি হবে কেউ বলতে পারছে না আসলে। তবুও দেখা যাক কি হয়।
বিটকয়েন আগের সার্কেল অনুসরণ করতেছে না এর কারণ হচ্ছে মার্কেটে কিছু বিজনেসম্যান ঢুকে এবং ডোনাল্ড ট্রাম্পের মত একজন রাজনীতিবিদ এবং বিজনেসম্যান ঢুকে মার্কেটের স্বাভাবিক অবস্থাকে নষ্ট করেছে। তারা মার্কেটে হাইপ তৈরি করে বিটকয়েনের দাম খুব দ্রুত পাম্প করেছিল কিন্তু ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন কর্মকান্ডের জন্য এখন মার্কেটে হাইড কমে যাওয়ার কারণে মার্কেট তার স্বাভাবিক অবস্থাকে ধরে রাখতে পারতেছেন না। আর রিসেন্টলি মার্কেট শুধুমাত্র ডাউন হতে দেখে হোল্ডাররা প্যানিক হইতেছে আর তাদের বিটকয়েন গুলোকে বিক্রি করা শুরু করতেছে আর বিটকয়েনের ডাউন দেখে অন্যান্য কয়েন গুলো দ্রুত ডাউন হইতেছে। তাই সব মিলিয়ে মার্কেটের খুবই খারাপ অবস্থা এবং সামনের দিনগুলোতে আরো খারাপ অবস্থা দেখা যাবে। হতে পারে বিটকয়েনের দাম ৪০ হাজার ডলারেরও নিচে নেমে যেতে পারে।
Title: Re: আশায় বাঁচি আশায় মরি বিটকয়েন আবার 77k এর রেঞ্জে।
Post by: Crypto Library on March 12, 2025, 07:45:44 PM
চার্ট তো আপনার পয়েন্ট অফ ভিউ থেকে দেখলাম, এবার এভাবে একটু দেখেন তো।

(https://talkimg.com/images/2025/03/12/03oNW.png)

হতে পারে এটাই সেই ডাউন মার্কেট। আর সবচাইতে বড় কথা হচ্ছে বিটকয়েন কিন্তু গত ১ বছরের বেশি সময় ধরে আগের কোনো প্যাটার্নই ফলো করছে না। তো এখন আবার আগের প্যাটার্ন ফলো করবে বলে কি মনে হয় আপনার? আগের মার্কেট সিচ্যুয়েশন আর এখনকার সিচ্যুয়েশন অনেক বেশি ভিন্ন। বিটকয়েন আগে কখনো হালভিং এর আগে অল টাইম হাই ব্রেক করেছে বলে মনে হয় না। এবার সেটা করে ফেলেছে। যত প্রেডিকশন আছে, সব ভুল প্রমাণ করে দিয়েছে। সামনে কি হবে কেউ বলতে পারছে না আসলে। তবুও দেখা যাক কি হয়।
আপনার পয়েন্ট অফ ভিউ থেকেও যেটি আপনি এখানে তুলে ধরলেন এটাকে আমি ফেলে দিব না বা বলবো না যে এটা কখনো হবে না এটাও হতে পারে।
তবে আমাদের এখানে এটাও মনে রাখতে হবে যে মার্কেটে যখন বেশিরভাগ মানুষ মনে করবে মার্কেট খারাপের দিকেই যাবে আর এর জন্য অবশ্যই যারা এখানে নতুন বা যারা প্যানিক সেলার তারা সেল করবে এবং তাদের সেল করা বিটিসি তিমিরা কম দামে গিলে খেয়ে বুলরান এর হাইপ সৃষ্টি করে মার্কেট উপরে উঠিয়ে তারপর সেল করবে।

এখন আসি যুক্তির কথায় আপনি যেটা মার্ক করেছেন সেটা সর্বোচ্চ হলে ২০% ডাউন মার্কেট কিন্তু আমি চেয়ে সিচুয়েশনের কথা বলেছিলাম সেটা প্রায়  ৫০% এর উপরে।
Title: Re: আশায় বাঁচি আশায় মরি বিটকয়েন আবার 77k এর রেঞ্জে।
Post by: God Of Thunder on March 13, 2025, 06:51:29 AM
হতে পারে বিটকয়েনের দাম ৪০ হাজার ডলারেরও নিচে নেমে যেতে পারে।

আমি মোটেও অবাক হবো না। আমি এটা আগেও বলেছি যে, বিটকয়েন এর প্রাইস নিয়ে আমি মোটেও শংকিত না। বিটকয়েন আগেরবার যখন ৬৯ হাজার ডলারে গিয়েছিলো, আমি ধরে নিয়েছিলাম যদি আবার ডাম্প করে, তাহলে হয়তো ৫০ হাজারে চলে আসবে। কিন্তু এর নিচে আসবে বলে আমার মনে হয়নি। ইভেন ৪০ হাজারে আসবে, সেটাও আমার মনে হয়নি। কিন্তু দেখেন, বিটকয়েন ১৬-১৭ হাজারে অব্দি চলে আসছিলো।

এবার অনেকের কাছেই মনে হতে পারে বিটকয়েন ১ লাখ ৯ হাজার ছোয়ার পর হয়তো এতো কমে আসবে না, আমি বলতে চাই ভাই, মার্কেটে যে কোনো কিছু হতে পারে। যদি আবারো ৪০ হাজারের নিচে নেমে যায়, তাতে কিছুই করার থাকবে না।

এখন আসি যুক্তির কথায় আপনি যেটা মার্ক করেছেন সেটা সর্বোচ্চ হলে ২০% ডাউন মার্কেট কিন্তু আমি চেয়ে সিচুয়েশনের কথা বলেছিলাম সেটা প্রায়  ৫০% এর উপরে।
ভাই আগের মার্কেট সিচ্যুয়েশন আর এখনকার সিচ্যুয়েশন সম্পূর্ণ ভিন্ন। বিটকয়েন এখন আর আগে প্যাটার্ণ ফলো করে না। তবুও ধরে নিন পাম্প করবে। এতে অন্তত মনকে শান্তনা দেয়া যাবে।
Title: Re: আশায় বাঁচি আশায় মরি বিটকয়েন আবার 77k এর রেঞ্জে।
Post by: JISAN on March 13, 2025, 12:25:24 PM
হতে পারে বিটকয়েনের দাম ৪০ হাজার ডলারেরও নিচে নেমে যেতে পারে।

আমি মোটেও অবাক হবো না। আমি এটা আগেও বলেছি যে, বিটকয়েন এর প্রাইস নিয়ে আমি মোটেও শংকিত না। বিটকয়েন আগেরবার যখন ৬৯ হাজার ডলারে গিয়েছিলো, আমি ধরে নিয়েছিলাম যদি আবার ডাম্প করে, তাহলে হয়তো ৫০ হাজারে চলে আসবে। কিন্তু এর নিচে আসবে বলে আমার মনে হয়নি। ইভেন ৪০ হাজারে আসবে, সেটাও আমার মনে হয়নি। কিন্তু দেখেন, বিটকয়েন ১৬-১৭ হাজারে অব্দি চলে আসছিলো।

এবার অনেকের কাছেই মনে হতে পারে বিটকয়েন ১ লাখ ৯ হাজার ছোয়ার পর হয়তো এতো কমে আসবে না, আমি বলতে চাই ভাই, মার্কেটে যে কোনো কিছু হতে পারে। যদি আবারো ৪০ হাজারের নিচে নেমে যায়, তাতে কিছুই করার থাকবে না।
যখন কোন কিছুর গ্রো খুব তাড়াতাড়ি হয়, সেই জিনিস আবারো খুব দ্রুত ডাউন হয়ে যায়। বিটকয়েন হচ্ছে ক্রিপ্টো জগতের ১ নাম্বার কয়েন যাকে সবাই বিশ্বাস করে, কিন্তু বিটকয়েন এবার পূর্বের কোন কিছুই অনুসরণ করেননি, তার মার্কেটে এমনভাবে হাইপ তৈরি হয়েছিল যে খুব দ্রুত বিটকয়েনের দাম এক লাখ ডলার অতিক্রম করে। এত দ্রুত এক লাখ ডলার অতিক্রম করার বিষয়টি দেখা এক্সপেক্টেশন ছিল না কিন্তু তা ঘটেছিল। আবার খুব দ্রুত বিটকয়েনের দাম ডাউন হবে এবং পুরো মার্কেট কে ধ্বংস করবে এটি দেখলেও অবাক হওয়া যাবেনা। এ কারণে এখন এই সময় চুপচাপ আছি মার্কেটে কোন প্রকার এন্ট্রি  নিচ্ছি না , সব বিক্রি করে চুপচাপ বসে আছি। আর মার্কেটের অবস্থা দেখতেছি
Title: Re: আশায় বাঁচি আশায় মরি বিটকয়েন আবার 77k এর রেঞ্জে।
Post by: Crypto Library on March 14, 2025, 09:19:13 AM
আমি মোটেও অবাক হবো না। আমি এটা আগেও বলেছি যে, বিটকয়েন এর প্রাইস নিয়ে আমি মোটেও শংকিত না। বিটকয়েন আগেরবার যখন ৬৯ হাজার ডলারে গিয়েছিলো, আমি ধরে নিয়েছিলাম যদি আবার ডাম্প করে, তাহলে হয়তো ৫০ হাজারে চলে আসবে। কিন্তু এর নিচে আসবে বলে আমার মনে হয়নি। ইভেন ৪০ হাজারে আসবে, সেটাও আমার মনে হয়নি। কিন্তু দেখেন, বিটকয়েন ১৬-১৭ হাজারে অব্দি চলে আসছিলো।
এবার অনেকের কাছেই মনে হতে পারে বিটকয়েন ১ লাখ ৯ হাজার ছোয়ার পর হয়তো এতো কমে আসবে না, আমি বলতে চাই ভাই, মার্কেটে যে কোনো কিছু হতে পারে। যদি আবারো ৪০ হাজারের নিচে নেমে যায়, তাতে কিছুই করার থাকবে না।
বিটকয়েনের বিয়ার সিজনের আলাপ যদি করেন তাহলে বিটকয়েন সামনের বিয়ার সিজনে শুধু ৪০কে না আমার মতে ৩০কে এর আশে পাশে থাকবে।
কারণ প্রতিবারই আমরা যখন বিয়ার সিজন দেখেছি তখন বিটকয়েনের দাম তার অলটাইম হাই প্রাইস থেকে প্রায় ৬০% থেকে ৭০% আপ ডাউন খেয়েছে। সুতরাং আমি অবাক হবো না যদি বিটকয়েন বিয়ার সিজন এ ৩০ কে বা 28 কে এর আশেপাশে আসে কিন্তু তার নিচে আমার মনে হয়না যাবে।

Quote
ভাই আগের মার্কেট সিচ্যুয়েশন আর এখনকার সিচ্যুয়েশন সম্পূর্ণ ভিন্ন। বিটকয়েন এখন আর আগে প্যাটার্ণ ফলো করে না। তবুও ধরে নিন পাম্প করবে। এতে অন্তত মনকে শান্তনা দেয়া যাবে।
ঠিক্কক্কক্কক্কক্ক

মার্কেট সিচুয়েশন আগের মতন নাই কারণ আগের মতন থাকবে কিভাবে আগে যেখানে মানুষ ৫০ জন ছিল এখন মানুষ সেখানে ৭০ থেকে ৮০ জন আবার দিন দিন এটা বেড়েই চলে।

সো আমার মতে মার্কেট সিচুয়েশন আগের মতন নেই কিন্তু মার্কেটের সাইকোলজিক্যাল সেন্টিমেন্ট কিন্তু সব সময় একই রকম থাকে।  আর এর জন্য এখনো আশা ধরে রাখতেছি
Title: Re: আশায় বাঁচি আশায় মরি বিটকয়েন আবার 77k এর রেঞ্জে।
Post by: God Of Thunder on March 14, 2025, 10:53:05 AM
সো আমার মতে মার্কেট সিচুয়েশন আগের মতন নেই কিন্তু মার্কেটের সাইকোলজিক্যাল সেন্টিমেন্ট কিন্তু সব সময় একই রকম থাকে।  আর এর জন্য এখনো আশা ধরে রাখতেছি

আশা তো ভাই আমিও ধরে রাখতেছি শুধু এটা কল্পনা করে যে, অন্তত অল্টসিজন না এসে বুলরান শেষ হবে না। কিন্তু অল্টকয়েন মার্কেট যেভাবে ৮০% ডাউন হয়ে গেছে, তাতে মনে হয় না যে বুলরানের এখনো কিছু বাকি আছে। তবুও আশা রাখা যাইতো, কিন্তু কয়েক মাস ধরে ক্রিপ্টোতে যে ম্যানুপুলেশন চলতেছে, তাতে আমি একটু আশাহত বলতে পারেন। ট্রাম্প যে ট্রেডিং ওয়ার চালু করেছে, সেটা যতদিন চলবে, ততদিন মার্কেট এভাবে ফ্ল্যাকচুয়েট করতে থাকবে। আর এরকম করলে অল্টকয়েন কোনোভাবেই পাম্প করতে পারবে না। তাছাড়া ইউরোপে টেথার ব্যান করে বসে আছে, কোনো ভাবে যদি টেথার ডিপেগ হয়ে যায়, তাহলে পুরো মার্কেট ক্র্যাশ করবে।
Title: Re: আশায় বাঁচি আশায় মরি বিটকয়েন আবার 77k এর রেঞ্জে।
Post by: Crypto Library on March 14, 2025, 11:13:25 AM
আশা তো ভাই আমিও ধরে রাখতেছি শুধু এটা কল্পনা করে যে, অন্তত অল্টসিজন না এসে বুলরান শেষ হবে না। কিন্তু অল্টকয়েন মার্কেট যেভাবে ৮০% ডাউন হয়ে গেছে, তাতে মনে হয় না যে বুলরানের এখনো কিছু বাকি আছে। তবুও আশা রাখা যাইতো, কিন্তু কয়েক মাস ধরে ক্রিপ্টোতে যে ম্যানুপুলেশন চলতেছে, তাতে আমি একটু আশাহত বলতে পারেন। ট্রাম্প যে ট্রেডিং ওয়ার চালু করেছে, সেটা যতদিন চলবে, ততদিন মার্কেট এভাবে ফ্ল্যাকচুয়েট করতে থাকবে। আর এরকম করলে অল্টকয়েন কোনোভাবেই পাম্প করতে পারবে না।
আমাকেও বলতে পারেন অনেকটা আপনার মতনই অবস্থা নিয়ে আছি আমি মূলত altcoin সিজনের আশায় ছিলাম আমার হোল্ডিং করা বিটকয়েন এবং altকয়েন গুলোকে সেল দেওয়ার জন্য।
কিন্তু সেটা আর হলো কই মার্কেট নিচের দিকে গড়াইতে গড়াইতে এই পজিশনে চলে এসেছে। আর মার্কেট মেনুপুলেশন ভাই এটাতো আজীবন ধরে এর আগের বার ইলন মাস্ক করেছে এবার ডোনাল্ড ট্রাম্প এবং আরো অন্যান্যরা যোগ করেছে সাথে। এখন দেখা যাক আসলে কি হয়।
Quote
তাছাড়া ইউরোপে টেথার ব্যান করে বসে আছে, কোনো ভাবে যদি টেথার ডিপেগ হয়ে যায়, তাহলে পুরো মার্কেট ক্র্যাশ করবে।
বলেন ভাই কোথায় যাব ব্যাংকে টাকা রাখতে সমস্যা ব্যাংকের  মাদার-টোস্ট গুলা কাগজ পাতি চায় ইনকাম সোর্স চায়।
এদিকে ডলার মানে স্টেবল কয়েন ইউএসডিটি  হোল্ড করে রাখবো এখানেও ভেজাল ইউরোপ তো ব্যান করে দিয়েছে বাইচান্স এখন আমেরিকা কিছু করে তাহলে উপায় থাকবে না।
Title: Re: আশায় বাঁচি আশায় মরি বিটকয়েন আবার 77k এর রেঞ্জে।
Post by: God Of Thunder on March 14, 2025, 11:19:46 AM
বলেন ভাই কোথায় যাব ব্যাংকে টাকা রাখতে সমস্যা ব্যাংকের  মাদার-টোস্ট গুলা কাগজ পাতি চায় ইনকাম সোর্স চায়।
এদিকে ডলার মানে স্টেবল কয়েন ইউএসডিটি  হোল্ড করে রাখবো এখানেও ভেজাল ইউরোপ তো ব্যান করে দিয়েছে বাইচান্স এখন আমেরিকা কিছু করে তাহলে উপায় থাকবে না।

ইউরোপে টেথার ব্যান করা হয়েছে ২ থেকে ৩ মাস হতে চললো। কিন্তু আমরা মার্কেটে কোনো ইম্প্যাক্ট দেখি নাই। কিন্তু এতোদিন ক্যাসিনো এবং এক্সচেঞ্জ গুলো টেথার ডিপোজিট এক্সেপ্ট করে আসছিলো। সম্ভবত ব্যান করার পরেও তাদের একটা গ্রেস পিরিয়ড দেয়া হয়েছিলো। ইদানিং খেয়াল করলাম ক্যাসিনো এবং এক্সচেঞ্জগুলো টেথার ডিলিস্ট করা শুরু করে দিয়েছে। এভাবে যদি চলতে থাকে, পুরো ইউরোপে যেহেতু টেথার ব্যান, তাই আমার ধারনা বিশাল বড় একটা ইউজার বেইজ কমে যাবে। ইউজার বেইজ কমে গেলে টেথার ডিপেগ হতে পারে। তবে ইউরোপিয় ইউনিয়ন বলছে যে টেথারের যে ব্যাকিং ফান্ড, সেটাতে ট্রান্সপারেন্সি নেই। সুতরাং কি করবো, কিছুই বুঝতে পারছি না। দেখা যাক সামনে কি হয়।
Title: Re: আশায় বাঁচি আশায় মরি বিটকয়েন আবার 77k এর রেঞ্জে।
Post by: Crypto Library on March 14, 2025, 11:44:59 AM
ইউরোপে টেথার ব্যান করা হয়েছে ২ থেকে ৩ মাস হতে চললো। কিন্তু আমরা মার্কেটে কোনো ইম্প্যাক্ট দেখি নাই। কিন্তু এতোদিন ক্যাসিনো এবং এক্সচেঞ্জ গুলো টেথার ডিপোজিট এক্সেপ্ট করে আসছিলো। সম্ভবত ব্যান করার পরেও তাদের একটা গ্রেস পিরিয়ড দেয়া হয়েছিলো। ইদানিং খেয়াল করলাম ক্যাসিনো এবং এক্সচেঞ্জগুলো টেথার ডিলিস্ট করা শুরু করে দিয়েছে। এভাবে যদি চলতে থাকে, পুরো ইউরোপে যেহেতু টেথার ব্যান, তাই আমার ধারনা বিশাল বড় একটা ইউজার বেইজ কমে যাবে। ইউজার বেইজ কমে গেলে টেথার ডিপেগ হতে পারে। তবে ইউরোপিয় ইউনিয়ন বলছে যে টেথারের যে ব্যাকিং ফান্ড, সেটাতে ট্রান্সপারেন্সি নেই। সুতরাং কি করবো, কিছুই বুঝতে পারছি না। দেখা যাক সামনে কি হয়।
কেন ভাই আমি তো এর আগেও কয়েকটি নাম করা ক্যাসিনো এবং একচেঞ্জার কে USDT ডিলিট করতে শুনেছে যদিও বর্তমানে আমি নাম মনে করতে পারছি না সেগুলোর।
যাই হোক যদি ইউএসডিটি ইউএস ডলারের সাথে ডিপেগ হয়ে যায় তাহলে বুঝতে পারছেন যেটাকে আমরা ইউএসডিটি বলি সেটার মধ্যে খালি "T" অবশিষ্ট থাকবে বলতে গেলে শুধুই কি "T" থাকবে মানে সেটার আর কোন ভ্যালু থাকবে না.
আমার তো ভাই কিছু বড় ফান্ড এটার মধ্যেই ছিল "USDC" এখনো করিনি যেহেতু আপনি এই নিউজ দিলেন এখন কি করব নিজেও ভাবতে পারছি না.
Title: Re: আশায় বাঁচি আশায় মরি বিটকয়েন আবার 77k এর রেঞ্জে।
Post by: God Of Thunder on March 15, 2025, 10:19:39 AM
কেন ভাই আমি তো এর আগেও কয়েকটি নাম করা ক্যাসিনো এবং একচেঞ্জার কে USDT ডিলিট করতে শুনেছে যদিও বর্তমানে আমি নাম মনে করতে পারছি না সেগুলোর।
যাই হোক যদি ইউএসডিটি ইউএস ডলারের সাথে ডিপেগ হয়ে যায় তাহলে বুঝতে পারছেন যেটাকে আমরা ইউএসডিটি বলি সেটার মধ্যে খালি "T" অবশিষ্ট থাকবে বলতে গেলে শুধুই কি "T" থাকবে মানে সেটার আর কোন ভ্যালু থাকবে না.
আমার তো ভাই কিছু বড় ফান্ড এটার মধ্যেই ছিল "USDC" এখনো করিনি যেহেতু আপনি এই নিউজ দিলেন এখন কি করব নিজেও ভাবতে পারছি না.

আমি এখনো অব্দি কিছুই করিনি। যদিও প্ল্যান করেছি যে অর্ধেক ইউএসডিটি USDC তে সোয়াপ করে ফেলবো। কিন্তু যেহেতু ফান্ড হার্ডওয়্যার ওয়ালেটে ট্রান্সফার করে ফেলেছি, তাই সেখান থেকে আবার বের করা, সোয়াপ করা, আবার ঢোকানো প্যাড়া মনে হচ্ছে। এমনিতেই আমি বড় এমান্ট নাড়াচাড়া করতে ভয় পাই। কি থেকে কি করে ফেলি ঠিক নাই। এখন ক্লিপবোর্ড ম্যালওয়্যার এর কারনে কপি পেষ্ট নিয়েও চিন্তায় থাকি।

একটা এড্রেস কপি করে পেষ্ট করার পরেও কয়েকবার চেক করি যে ঠিক আছে কি না। চেইন ‍ঠিক আছে কি না। একটু সতর্কতার কারনে যদি বেচে যাই আরকি। তবুও দেখি মার্কেটে তেমন কোনো মুভমেন্ট যদি না আসে, তাহলে ইউএসডিটি ই রেখে দিবো।
Title: Re: আশায় বাঁচি আশায় মরি বিটকয়েন আবার 77k এর রেঞ্জে।
Post by: Crypto Library on March 16, 2025, 10:11:08 PM
আমি এখনো অব্দি কিছুই করিনি। যদিও প্ল্যান করেছি যে অর্ধেক ইউএসডিটি USDC তে সোয়াপ করে ফেলবো। কিন্তু যেহেতু ফান্ড হার্ডওয়্যার ওয়ালেটে ট্রান্সফার করে ফেলেছি, তাই সেখান থেকে আবার বের করা, সোয়াপ করা, আবার ঢোকানো প্যাড়া মনে হচ্ছে। এমনিতেই আমি বড় এমান্ট নাড়াচাড়া করতে ভয় পাই। কি থেকে কি করে ফেলি ঠিক নাই। এখন ক্লিপবোর্ড ম্যালওয়্যার এর কারনে কপি পেষ্ট নিয়েও চিন্তায় থাকি।

একটা এড্রেস কপি করে পেষ্ট করার পরেও কয়েকবার চেক করি যে ঠিক আছে কি না। চেইন ‍ঠিক আছে কি না। একটু সতর্কতার কারনে যদি বেচে যাই আরকি। তবুও দেখি মার্কেটে তেমন কোনো মুভমেন্ট যদি না আসে, তাহলে ইউএসডিটি ই রেখে দিবো।
আমিও নিজে এখনো কোনো সিদ্ধান্তে যেতে পারেনি।

তবে বলতে গেলে আমি আসলে এই দ্বিধা দ্বন্দ্বে ভুগছি যে ইউএসডিটি বেশি বিশ্বস্ত নাকি ইউএসডিসি?

কারণ ভবিষ্যতে এরকম যে হবে না যে ইউএসডিসি  ইউরোপে ব্যান করল অথবা ইউ এস ডলার সাথে ডিপেগ করে ফেলল?

আর আমি তো ভাই একবার  ডিসেন্টালাইস ওয়ালেট এর হ্যাকের শিকার হয়েছিলাম আমার তো ভাই আপনার চাইতে বেশি ভয় করে এখনও মনে হয় যে আমার ডেস্কটপে ওই হ্যাকারদের কোন ফাইল রয়ে গেছে নাকি। এজন্য আমি আমার ওই ডেস্কটপে  কোন ক্রিপ্টো রিলেটেড প্রাইভেট ইনফরমেশন গুলো রাখি না বা কানেক্ট করার চেষ্টাও করি না।
বলতে গেলে ওই ইন্সিডেন্ট এরপর আমি ল্যাপটপ কিনেছিলাম শুধুমাত্র কাজ করার জন্য আলাদা  ডিভাইসে।
Title: Re: আশায় বাঁচি আশায় মরি বিটকয়েন আবার 77k এর রেঞ্জে।
Post by: JISAN on March 17, 2025, 04:38:50 PM
আমি এখনো অব্দি কিছুই করিনি। যদিও প্ল্যান করেছি যে অর্ধেক ইউএসডিটি USDC তে সোয়াপ করে ফেলবো। কিন্তু যেহেতু ফান্ড হার্ডওয়্যার ওয়ালেটে ট্রান্সফার করে ফেলেছি, তাই সেখান থেকে আবার বের করা, সোয়াপ করা, আবার ঢোকানো প্যাড়া মনে হচ্ছে। এমনিতেই আমি বড় এমান্ট নাড়াচাড়া করতে ভয় পাই। কি থেকে কি করে ফেলি ঠিক নাই। এখন ক্লিপবোর্ড ম্যালওয়্যার এর কারনে কপি পেষ্ট নিয়েও চিন্তায় থাকি।

একটা এড্রেস কপি করে পেষ্ট করার পরেও কয়েকবার চেক করি যে ঠিক আছে কি না। চেইন ‍ঠিক আছে কি না। একটু সতর্কতার কারনে যদি বেচে যাই আরকি। তবুও দেখি মার্কেটে তেমন কোনো মুভমেন্ট যদি না আসে, তাহলে ইউএসডিটি ই রেখে দিবো।
আমিও নিজে এখনো কোনো সিদ্ধান্তে যেতে পারেনি।

তবে বলতে গেলে আমি আসলে এই দ্বিধা দ্বন্দ্বে ভুগছি যে ইউএসডিটি বেশি বিশ্বস্ত নাকি ইউএসডিসি?

কারণ ভবিষ্যতে এরকম যে হবে না যে ইউএসডিসি  ইউরোপে ব্যান করল অথবা ইউ এস ডলার সাথে ডিপেগ করে ফেলল?

আর আমি তো ভাই একবার  ডিসেন্টালাইস ওয়ালেট এর হ্যাকের শিকার হয়েছিলাম আমার তো ভাই আপনার চাইতে বেশি ভয় করে এখনও মনে হয় যে আমার ডেস্কটপে ওই হ্যাকারদের কোন ফাইল রয়ে গেছে নাকি। এজন্য আমি আমার ওই ডেস্কটপে  কোন ক্রিপ্টো রিলেটেড প্রাইভেট ইনফরমেশন গুলো রাখি না বা কানেক্ট করার চেষ্টাও করি না।
বলতে গেলে ওই ইন্সিডেন্ট এরপর আমি ল্যাপটপ কিনেছিলাম শুধুমাত্র কাজ করার জন্য আলাদা  ডিভাইসে।
ভাই মার্কেট থেকে এখন আর ভালো কিছু আশা করিয়েন না। ধীরে ধীরে দেখবেন পুরো মার্কেট শুধু কমবে। তাই পুরোপুরি বেয়ার সিজন শুরু হওয়ার আগে আপনাদের বিটকয়েন গুলো বা যদি অন্য কোন কয়েন থাকে সেগুলো কি বিক্রি করে স্টেবল কয়েন হোল্ড করা ভালো। যদিও আপনাদের ইনভেস্টমেন্ট সিদ্ধান্ত আপনাদের তবে আমি মার্কেটের কোন ভালো পিক খুঁজে পাচ্ছি না তাই আমি আমার মতামত জানালাম।

USDT এর নামে অনেক বছর আগে থেকেই বিভিন্ন রকম এলিগেন তোলা হচ্ছে তবে প্রতিবারই তারা আদালত থেকে নিজেদের সঠিক প্রমাণ করতে সক্ষম হচ্ছে তাই যে কোম্পানি এত ঝড়ের পরও মার্কেটে স্ট্যাবল কয়েন হিসেবে এক নাম্বার পজিশন দখল করে আছে তাই এটি হোল্ড করা খুব বেশি রিস্কি হবে বলে মনে হয় না। আর যদি রিস্ক মনে করেন সে ক্ষেত্রে USDC ও পুরোপুরি নির্ভরযোগ্য নয়। যদি আপনি ক্রিপ্টোতে টাকা রাখতে চান সেক্ষেত্রে আপনাকে রিস্ক নিতেই হবে
Title: Re: আশায় বাঁচি আশায় মরি বিটকয়েন আবার 77k এর রেঞ্জে।
Post by: Crypto Library on March 17, 2025, 09:10:03 PM
ভাই মার্কেট থেকে এখন আর ভালো কিছু আশা করিয়েন না। ধীরে ধীরে দেখবেন পুরো মার্কেট শুধু কমবে। তাই পুরোপুরি বেয়ার সিজন শুরু হওয়ার আগে আপনাদের বিটকয়েন গুলো বা যদি অন্য কোন কয়েন থাকে সেগুলো কি বিক্রি করে স্টেবল কয়েন হোল্ড করা ভালো। যদিও আপনাদের ইনভেস্টমেন্ট সিদ্ধান্ত আপনাদের তবে আমি মার্কেটের কোন ভালো পিক খুঁজে পাচ্ছি না তাই আমি আমার মতামত জানালাম।
ভাই এই কাজটি যদি আমি করি তাহলে আমার মধ্যে আর প্যানিক সেলারদের মধ্যে আর কোন পার্থক্য থাকবে না। প্যানিকনেস যে আমার মধ্যে একটুও নেই এটা আমি বলছি না।
তবে আমি অন্তত লসে আমার ফান্ডগুলোকে সেল করতে পারবো না সেটা হোক পরের সিজন পর্যন্ত ওয়েট করে। বিষয়টা অনেকটা আমি এমনভাবে নিব আমরা তো ব্যাংকে আমাদের টাকা বছরের পর বছর ফেলে রাখি ফিক্স ডিপোজিট হিসেবে আমি না হয় বিটকয়েনে রাখলাম।
তারপরও এখনো আমি মার্কেট থেকে আশা ছেড়ে দেবো না। এটা কে আমার ঘাড় তেরামো আমি বলতে পারেন।
Quote
USDT এর নামে অনেক বছর আগে থেকেই বিভিন্ন রকম এলিগেন তোলা হচ্ছে তবে প্রতিবারই তারা আদালত থেকে নিজেদের সঠিক প্রমাণ করতে সক্ষম হচ্ছে তাই যে কোম্পানি এত ঝড়ের পরও মার্কেটে স্ট্যাবল কয়েন হিসেবে এক নাম্বার পজিশন দখল করে আছে তাই এটি হোল্ড করা খুব বেশি রিস্কি হবে বলে মনে হয় না। আর যদি রিস্ক মনে করেন সে ক্ষেত্রে USDC ও পুরোপুরি নির্ভরযোগ্য নয়। যদি আপনি ক্রিপ্টোতে টাকা রাখতে চান সেক্ষেত্রে আপনাকে রিস্ক নিতেই হবে
দুঃখের কথা কি আর ভাই বলব আমি ছিলাম স্টুডেন্ট মানুষ এবং বাপের আয়কর রিটার্ন দিয়ে ব্যাংকে একাউন্ট খুলেছিলাম এখন ইনকাম বেড়েছে সেই হিসেবে ব্যাংক দিয়ে টাকা লেনদেনের পরিমাণও বেড়েছিল. ব্যাংক থেকে আমাকে ইমেইলে নোটিশ পাঠিয়েছে আমার ডকুমেন্ট দেখানোর জন্য আয়ের সোর্স হিসেবে দেখার জন্য যে আমার পূর্বের দেওয়া সোর্স এর সাথে বর্তমানের টাকার পরিমান মিলছে না।

এখন আবার সবকিছু ছেড়ে  USDT করে রাখতে চাইলাম ইউরোপ দিল এটাকে ব্যান করে। আর আপনি বলতেছেন রিস্ক তো নিতেই হবে, এখন বলেন ভাই আমি কোন পথে যাব।
Title: Re: আশায় বাঁচি আশায় মরি বিটকয়েন আবার 77k এর রেঞ্জে।
Post by: kulkhan on March 26, 2025, 07:26:34 PM
আপনারাও কি আমার মতন আশা নিয়ে রয়েছেন যে বিটকয়েন আবার ১ লাখের উপরে যাবে তাও আবার এই  সিজনেই?
হ্যাঁ ভাই মার্কেট এত খারাপ তারপরেও আমি এখনো আশায় আছি আবার সেই হিসেবে আশায় থেকে মার্কেট থেকে মরেও যাচ্ছি altcoin এর ইনভেস্টমেন্ট গুলোতে যেরকম মারা খেয়েছি এটার বলে বুঝানো সম্ভব নয়. আর এই দিক থেকে বিটকয়েন ডাউন হচ্ছে এখানে তো প্যানিক অবশ্যই কাজ করতেছে.

তারপরও আপনারা কি মনে করেন আপনাদের এনালাইসিস কি বলে সামনের মার্কেট কেমন হবে সেই সম্পর্কে?

আমি তো ভাবতেছি মার্কেট এখন যে সিচুয়েশন দিয়ে যাচ্ছে সেটি ২০২১ সালে জুন মাসে গিয়েছিল আবার পরবর্তীতে লাস্টের দিকে গিয়ে দ্বিগুণ পাম্প করেছিল। সেই হিসেবে যদি ধরি বিটকয়েন ৬০ হাজার এর নেমে গেলেও আশা এখনো রয়েছে।   :D
(https://i.postimg.cc/v8zcc5SJ/screenshot.png)
ক্রিপ্ত কারেন্সি মার্কেট সর্বদাই অনিশ্চিত এখানে কখন কি হয় বলা মুশকিল। হ্যাঁ আমরা কিছুদিন আগে লক্ষ্য করেছি বিটকয়েনের মূল্য ৭৭ হাজার ডলারে নেমে এসেছে কিন্তু আবার ধীরে ধীরে বিটকয়েনের মূল্য বৃদ্ধি পাচ্ছে। এখন বর্তমানে বিটকয়েনের মূল্য প্রায় ৮৭ হাজার ডলার। আমি মনে করি বিটকয়েনের মূল্য এখন ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকবে এবং সেটা ১ লক্ষ ডলারে পৌঁছে যাবে।

আমিও আপনার মত আল্ট কয়েন এ বিনিয়োগ করে লসে আছি। বিটকয়েনের মূল্য বৃদ্ধি পেলেও আল্ট কয়েনের মূল্য তেমন একটা বাড়ে না কিন্তু বিটকয়েনের মূল্য কমে গেলে আল্ট কয়েনের মূল্য দ্রুত গতিতে কমতে থাকে। তাই ধৈর্য ধরে আমাদেরকে অপেক্ষা করতে হবে বিটকয়েনের মূল্য ১ লক্ষ ডলারের উপরে পৌঁছে গেলে তখন ধীরে ধীরে আল্ট কয়েন এর মূল্য বৃদ্ধি পাবে বলে আমি বিশ্বাস করি।
Title: Re: আশায় বাঁচি আশায় মরি বিটকয়েন আবার 77k এর রেঞ্জে।
Post by: Crypto Library on March 26, 2025, 09:19:41 PM
ক্রিপ্ত কারেন্সি মার্কেট সর্বদাই অনিশ্চিত এখানে কখন কি হয় বলা মুশকিল। হ্যাঁ আমরা কিছুদিন আগে লক্ষ্য করেছি বিটকয়েনের মূল্য ৭৭ হাজার ডলারে নেমে এসেছে কিন্তু আবার ধীরে ধীরে বিটকয়েনের মূল্য বৃদ্ধি পাচ্ছে। এখন বর্তমানে বিটকয়েনের মূল্য প্রায় ৮৭ হাজার ডলার। আমি মনে করি বিটকয়েনের মূল্য এখন ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকবে এবং সেটা ১ লক্ষ ডলারে পৌঁছে যাবে।

আমিও আপনার মত আল্ট কয়েন এ বিনিয়োগ করে লসে আছি। বিটকয়েনের মূল্য বৃদ্ধি পেলেও আল্ট কয়েনের মূল্য তেমন একটা বাড়ে না কিন্তু বিটকয়েনের মূল্য কমে গেলে আল্ট কয়েনের মূল্য দ্রুত গতিতে কমতে থাকে। তাই ধৈর্য ধরে আমাদেরকে অপেক্ষা করতে হবে বিটকয়েনের মূল্য ১ লক্ষ ডলারের উপরে পৌঁছে গেলে তখন ধীরে ধীরে আল্ট কয়েন এর মূল্য বৃদ্ধি পাবে বলে আমি বিশ্বাস করি।
সত্যি বলতে আমি নিজে বিটকয়েন কে আশি থেকে ৮৫ এবং ৮৭ হাজারের ঘরে দেখতে দেখতে অনেকটা ক্লান্ত হয়ে গিয়েছি যদিও মার্কেট এভাবেই চলে এভাবে চলতে চলতে যখন আমাদের বেশিরভাগ ইউজারদের মনে হবে যে মার্কেট হয়তোবা খারাপের দিকেই যাবে তখনই দেখবেন মার্কেট আবার pump দিয়ে আকাশে উড়ে গিয়েছে.
আমার সাথে এটা অনেক বড় হয়েছে আমার মনে হয় এবারও আমার সাথে একই ঘটনা ঘটবে.  তবে আমি আগেরবার গুলোর মতন ভুল না করে এবার bitcoin হোল্ডিং করে রেখেছি. এবার আল্লাহ ভরসা উল্টোটা যেন না হয়.