আমার তো মনে হচ্ছে বুলরান আসলেই শেষ হয়ে গেলো। আগেরবার যেটাই হয়েছে, এবার যদি বুলরান শেষ হয়ে যায় আসলেই, তাহলে সম্ভবত এটাই হবে প্রথম বুল রান যেটাতে অল্টসিজন শুরু না হয়েই বুল রান শেষ হয়ে যাবে। আমি আসলেই আল্ট সিজনের আশায় বসে থেকে থেকে অনেক লসের মধ্যে পরে গেলাম। ধরেন টোটাল সাইজ যদি ১ হাজার ডলার হয়ে থাকে, তাহলে আমার বর্তমান সাইজ হয়ে আছে ২০০ ডলার বা তারো কম। আমার টোটাল ইনভেস্ট তো আরো বেশিই ছিলো, এমাউন্ট নাই বা বললাম। আমি এখনো আশায় বুক বাধি যে অল্টসিজন শুরু হবে এবং আমার ইনভেস্টমেন্ট গুলো রিকভার হবে। যাই হোক, যেহেতু ৮০% ডাউনে আছি, এই ছোট ছোট এমাউন্ট আর সেল দিবো না। দরকার হয় সামনের বুল রানে সেল দিবো।