Altcoins Talks - Cryptocurrency Forum
Local => বাংলা (Bengali) => Altcoins(অন্যান্য কয়েন) => Topic started by: Crypto Library on March 11, 2025, 03:42:53 PM
-
আমি চাইতেছি এই থ্রেডে আপনারা ইথারিয়াম নিয়ে আপনাদের পার্সোনাল অপিনিয়ন জানান।
যেমন- বর্তমানে এই ইথারিয়ামে প্রুফ অফ ওয়ার্ক নেই এর ভবিষ্যৎ আপনাদের মতে কেমন হবে? আর তাছাড়া ইথারিয়ামের আরো খারাপ দিকসমূহ এখানে বলতে পারেন।
এখনো এটি ১৮০০ এর ঘরে ম্যাক্সিমাম সাপ্লাই ইনফিনিটি এবং সেখানে প্রুফ অফ ওয়ার্ক নেই।
-
আমি চাইতেছি এই থ্রেডে আপনারা ইথারিয়াম নিয়ে আপনাদের পার্সোনাল অপিনিয়ন জানান।
যেমন- বর্তমানে এই ইথারিয়ামে প্রুফ অফ ওয়ার্ক নেই এর ভবিষ্যৎ আপনাদের মতে কেমন হবে? আর তাছাড়া ইথারিয়ামের আরো খারাপ দিকসমূহ এখানে বলতে পারেন।
এখনো এটি ১৮০০ এর ঘরে ম্যাক্সিমাম সাপ্লাই ইনফিনিটি এবং সেখানে প্রুফ অফ ওয়ার্ক নেই।
ইথিরিয়ামের অবস্থা খুবই ভয়ংকর, তার কারণ হচ্ছে ইথিরিয়ামের কোন নির্দিষ্ট সাপ্লাই নেই, অপরদিকে রিসেন্টলি ইথিরিয়ামের ফাউন্ডেশন অনেক বড় একটি এমাউন্টেরই ইথিরিয়াম মিন্ট করে যার অর্ধেকের কম বার্ন করে ফেলে এবং তারা প্রতিনিয়ত তাদের ইথিরিয়াম সেল করতে থাকে।
যেখানে আগে ইথিরিয়াম ছিল ডিফ্লেশনারি মানে প্রতিদিন ইথিরিয়ামের মাইনিং করা খুবই কঠিন হয়ে পড়তো বিটকয়েনের মত কিন্তু যখন থেকে ইথিরিয়াম তার প্রুফ অফ ওয়ার্ক বন্ধ করে দিল তারপর থেকে ইথিরিয়ামের মাইনিং বন্ধ হয়ে গেল এবং ফাউন্ডেশন তাদের ইচ্ছামতো ইথিরিয়াম মিন্ট করে বিক্রি করতে থাকলো মার্কেটে যে কারণে বর্তমানে ইথিরিয়ামের খুবই নাজেহাল অবস্থা।
-
ইথিরিয়ামের অবস্থা খুবই ভয়ংকর, তার কারণ হচ্ছে ইথিরিয়ামের কোন নির্দিষ্ট সাপ্লাই নেই, অপরদিকে রিসেন্টলি ইথিরিয়ামের ফাউন্ডেশন অনেক বড় একটি এমাউন্টেরই ইথিরিয়াম মিন্ট করে যার অর্ধেকের কম বার্ন করে ফেলে এবং তারা প্রতিনিয়ত তাদের ইথিরিয়াম সেল করতে থাকে।
যেখানে আগে ইথিরিয়াম ছিল ডিফ্লেশনারি মানে প্রতিদিন ইথিরিয়ামের মাইনিং করা খুবই কঠিন হয়ে পড়তো বিটকয়েনের মত কিন্তু যখন থেকে ইথিরিয়াম তার প্রুফ অফ ওয়ার্ক বন্ধ করে দিল তারপর থেকে ইথিরিয়ামের মাইনিং বন্ধ হয়ে গেল এবং ফাউন্ডেশন তাদের ইচ্ছামতো ইথিরিয়াম মিন্ট করে বিক্রি করতে থাকলো মার্কেটে যে কারণে বর্তমানে ইথিরিয়ামের খুবই নাজেহাল অবস্থা।
ভাই আপনার কি মনে হয় ইথারিয়াম কি আসলেও সামনে ভালো কিছু করতে পারবে?
আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো তারা কি তাদের অলটাইম হাই প্রাইস পর্যন্ত রিকভার করতে পারবে অথবা আপনি কি মনে করেন ইথারিয়াম কি কখনো পাঁচ হাজারের মাইল ফলক ছুতে পারবে?
যেভাবে চলতে আছে তারা যদি এর মধ্যে যেকোনো কারণে তাদের সার্কুলেটিং সাপ্লাই আরো বাড়িয়ে দেয় তাহলে তো আমার মনে হয় না ৫০০০ পর্যন্ত চার আট বছরের মধ্যে যাওয়া সম্ভব হবে।
-
ইথেরিয়াম তেইশ মারা দিক, তাতে আমার কিছু যায় আশে না। ইথেরিয়ামের লেয়ার টু সলিউশন গুলোর কারনে অনেক ইউজার এক প্রকার বাধ্য হয়ে ইথেরিয়াম ইউজ করে। বর্তমানে ক্রিপ্টো ইউজের ধরন পাল্টে গেছে। মানুষ এখনি ক্রিপ্টো হোল্ড করে বা ইউজ করে টাকা কামানোর জন্য। এখন প্রাইভেসির জন্য ক্রিপ্টো ইউজের সংখ্যা কমে গেছে। আগে মাইনার রা এটা মাইন করে দু-পয়সা কামাতে পারতো, এখন সেই সুযোগ নাই। লাভ যা হয়, তার সবাই বুটেরিনের আর তার কোম্পানির লোকজনের। তাইলে হুদাই ইথেরিয়ামের পেছনে ছুটে লাভ আছে?
বাদ দেন ভাই।
-
ইথেরিয়াম তেইশ মারা দিক, তাতে আমার কিছু যায় আশে না। ইথেরিয়ামের লেয়ার টু সলিউশন গুলোর কারনে অনেক ইউজার এক প্রকার বাধ্য হয়ে ইথেরিয়াম ইউজ করে। বর্তমানে ক্রিপ্টো ইউজের ধরন পাল্টে গেছে। মানুষ এখনি ক্রিপ্টো হোল্ড করে বা ইউজ করে টাকা কামানোর জন্য। এখন প্রাইভেসির জন্য ক্রিপ্টো ইউজের সংখ্যা কমে গেছে। আগে মাইনার রা এটা মাইন করে দু-পয়সা কামাতে পারতো, এখন সেই সুযোগ নাই। লাভ যা হয়, তার সবাই বুটেরিনের আর তার কোম্পানির লোকজনের। তাইলে হুদাই ইথেরিয়ামের পেছনে ছুটে লাভ আছে?
বাদ দেন ভাই।
ইথিরিয়ামের কিছু কিছু কর্মকান্ডের জন্য এই কয়েন খুব দ্রুতই মার্কেট থেকে ছিটকে পড়বে। ক্রিপ্টো দুনিয়ার দ্বিতীয় কয়েন হিসেবে যার পরিচিতি সেই কয়েন এখন কোম্পানি চাইলে আনলিমিটেড মিন্ট করতে পারে আবার মিন্ট করে তা মার্কেটে বিক্রিও করে। তাহলে বুঝেন ইথিথিয়াম কোন দিকে যাচ্ছে। BNB এবং SOL এই সুযোগে মার্কেটে অনেক ভালো পজিশন দখল করবে কবে যেন দেখি যে এই দুই কয়েন ইথিরিয়ামের মার্কেটক্যাপকে ছাড়িয়ে গেছে। আমি এমনটা দেখলেও অবাক হব না। ইথিরিয়ামের উপর অনেক আশা ভরসা ছিল কিন্তু এখন আর তা নেই
-
ইথিরিয়ামের কিছু কিছু কর্মকান্ডের জন্য এই কয়েন খুব দ্রুতই মার্কেট থেকে ছিটকে পড়বে। ক্রিপ্টো দুনিয়ার দ্বিতীয় কয়েন হিসেবে যার পরিচিতি সেই কয়েন এখন কোম্পানি চাইলে আনলিমিটেড মিন্ট করতে পারে আবার মিন্ট করে তা মার্কেটে বিক্রিও করে। তাহলে বুঝেন ইথিথিয়াম কোন দিকে যাচ্ছে। BNB এবং SOL এই সুযোগে মার্কেটে অনেক ভালো পজিশন দখল করবে কবে যেন দেখি যে এই দুই কয়েন ইথিরিয়ামের মার্কেটক্যাপকে ছাড়িয়ে গেছে। আমি এমনটা দেখলেও অবাক হব না। ইথিরিয়ামের উপর অনেক আশা ভরসা ছিল কিন্তু এখন আর তা নেই
ইথেরিয়াম যেদিন থেকে প্রুফ অফ ওয়ার্ক থেকে শিফট করে প্রুফ অফ স্টেক এ গেলো, সেদিন থেকেই ধরে নিয়েছি যে এটার ভবিষ্যত মোটেও ভালো না। আগে যদি তারা নিজেরা ইথেরিয়াম সেল করতে চাইতো, তাহলে অন্তত মাইনিং করে ব্লক পেয়ে সেটা সেল করতে হতো। কিন্তু বর্তমানে এসবের কোনো দরকার নাই। চাইলেই ইচ্ছেমতো মিন্ট করে সেল করতে পারছে। যদিও তারা বলে যে ইথেরিয়াম ফাউন্ডেশন এখন আর ইথেরিয়াম সেল করে না, কিন্তু অফিশিয়াল ভাবে সেল না করলেও তারা নিজেরা মিন্ট করে পারসোনাল ওয়ালেটে নিয়ে সেল করবে। ইথেরিয়াম কে বর্তমানে আমার এক প্রকার স্ক্যাম মনে হচ্ছে। শুধুমাত্র পুরাতন একটা টোকেন বলে মানুষ এখনো এটা ব্যাবহার করছে।
-
ইথিরিয়ামের কিছু কিছু কর্মকান্ডের জন্য এই কয়েন খুব দ্রুতই মার্কেট থেকে ছিটকে পড়বে। ক্রিপ্টো দুনিয়ার দ্বিতীয় কয়েন হিসেবে যার পরিচিতি সেই কয়েন এখন কোম্পানি চাইলে আনলিমিটেড মিন্ট করতে পারে আবার মিন্ট করে তা মার্কেটে বিক্রিও করে। তাহলে বুঝেন ইথিথিয়াম কোন দিকে যাচ্ছে। BNB এবং SOL এই সুযোগে মার্কেটে অনেক ভালো পজিশন দখল করবে কবে যেন দেখি যে এই দুই কয়েন ইথিরিয়ামের মার্কেটক্যাপকে ছাড়িয়ে গেছে। আমি এমনটা দেখলেও অবাক হব না। ইথিরিয়ামের উপর অনেক আশা ভরসা ছিল কিন্তু এখন আর তা নেই
ইথেরিয়াম যেদিন থেকে প্রুফ অফ ওয়ার্ক থেকে শিফট করে প্রুফ অফ স্টেক এ গেলো, সেদিন থেকেই ধরে নিয়েছি যে এটার ভবিষ্যত মোটেও ভালো না। আগে যদি তারা নিজেরা ইথেরিয়াম সেল করতে চাইতো, তাহলে অন্তত মাইনিং করে ব্লক পেয়ে সেটা সেল করতে হতো। কিন্তু বর্তমানে এসবের কোনো দরকার নাই। চাইলেই ইচ্ছেমতো মিন্ট করে সেল করতে পারছে। যদিও তারা বলে যে ইথেরিয়াম ফাউন্ডেশন এখন আর ইথেরিয়াম সেল করে না, কিন্তু অফিশিয়াল ভাবে সেল না করলেও তারা নিজেরা মিন্ট করে পারসোনাল ওয়ালেটে নিয়ে সেল করবে। ইথেরিয়াম কে বর্তমানে আমার এক প্রকার স্ক্যাম মনে হচ্ছে। শুধুমাত্র পুরাতন একটা টোকেন বলে মানুষ এখনো এটা ব্যাবহার করছে।
হ্যাঁ সেটাই তো বললাম। ETH আমার অনেক পছন্দের একটি কয়েন ছিল এবং আমি এটিতে নির্দ্বিধায় চোখ বুঝে এটিতে বিনিয়োগ করতাম। কিন্তু আমি এখন ETH থেকে সরে দাঁড়িয়েছি। ETH প্রুফ অফ ওয়ার্ক থেকে শিফট করে প্রুফ অফ স্টেক এ গিয়ে প্রমাণ করলো যে কোন সেন্ট্রালাইজড কয়েন বিশ্বস্ত নয়। যেকোনো সময় সেগুলোর সাথে যেকোনো কিছু ঘটতে পারে। তাই শুধুমাত্র বিটকয়েনই রিয়েল এবং একজন সফল এবং প্রফেশনাল বিনিয়োগকারীর শুধুমাত্র বিটকয়েনের উপরই বিনিয়োগ রাখা উচিত। এবং নতুন বিনিয়োগকারীদেরও আমি এই পরামর্শ দিব যে শুধুমাত্র বিটকয়েনে যেন তারা বিনিয়োগ করে
-
হ্যাঁ সেটাই তো বললাম। ETH আমার অনেক পছন্দের একটি কয়েন ছিল এবং আমি এটিতে নির্দ্বিধায় চোখ বুঝে এটিতে বিনিয়োগ করতাম। কিন্তু আমি এখন ETH থেকে সরে দাঁড়িয়েছি। ETH প্রুফ অফ ওয়ার্ক থেকে শিফট করে প্রুফ অফ স্টেক এ গিয়ে প্রমাণ করলো যে কোন সেন্ট্রালাইজড কয়েন বিশ্বস্ত নয়। যেকোনো সময় সেগুলোর সাথে যেকোনো কিছু ঘটতে পারে। তাই শুধুমাত্র বিটকয়েনই রিয়েল এবং একজন সফল এবং প্রফেশনাল বিনিয়োগকারীর শুধুমাত্র বিটকয়েনের উপরই বিনিয়োগ রাখা উচিত। এবং নতুন বিনিয়োগকারীদেরও আমি এই পরামর্শ দিব যে শুধুমাত্র বিটকয়েনে যেন তারা বিনিয়োগ করে
যে নাটক ক্রিপ্টো ইন্ডাস্ট্রিতে বর্তমানে চলতেছে, এটা থেকে বাঁচার জন্য বিটকয়েন কে লং টার্মের জন্য হোল্ডিং করা ছাড়া, মানে কেউ যদি ইনভেস্টমেন্ট করতে চায় এটা করা ছাড়া আর কোন ভাল উপায় আমি দেখতে পাই না।
কারণ ছোট, বড়, পুরাতন-নতুন যত altcoin আছে সবগুলোতেই ইনভেস্টমেন্ট করতে গেলে দেখা যাচ্ছে যে long-term এর জন্য করা সবসময়ই high risk হয়ে যাচ্ছে কারণ whale গুলো এগুলোকে খুব ভালো মতন ম্যানুপুলেশন করতেছে।
সবকিছু বাদ কান ধইরা তওবা করতে হবে যে সকল ইনভেস্টমেন্ট শুধুমাত্র বিটকয়েনে লং টার্মের জন্য করব।
ভাইরে ভাই আমার পলিগন রিকভার হয়ে ৭০ ডলারের উপরে লাভ হয়েছিল তখনও সেল দেয় নাই এখন লসের কথা বলতে গেলে লজ্জা করে।
-
হ্যাঁ সেটাই তো বললাম। ETH আমার অনেক পছন্দের একটি কয়েন ছিল এবং আমি এটিতে নির্দ্বিধায় চোখ বুঝে এটিতে বিনিয়োগ করতাম। কিন্তু আমি এখন ETH থেকে সরে দাঁড়িয়েছি। ETH প্রুফ অফ ওয়ার্ক থেকে শিফট করে প্রুফ অফ স্টেক এ গিয়ে প্রমাণ করলো যে কোন সেন্ট্রালাইজড কয়েন বিশ্বস্ত নয়। যেকোনো সময় সেগুলোর সাথে যেকোনো কিছু ঘটতে পারে। তাই শুধুমাত্র বিটকয়েনই রিয়েল এবং একজন সফল এবং প্রফেশনাল বিনিয়োগকারীর শুধুমাত্র বিটকয়েনের উপরই বিনিয়োগ রাখা উচিত। এবং নতুন বিনিয়োগকারীদেরও আমি এই পরামর্শ দিব যে শুধুমাত্র বিটকয়েনে যেন তারা বিনিয়োগ করে
যেহেতু সেন্ট্রালাইজড টোকেন গুলো যেকোনো সময় যেকোনো পরিবর্তন নিয়ে আসতে পারে, এসবে ভরসা করা কোনোভাবেই উচিৎ হবে না। এরা কোনো চেঞ্জ আনতে গেলে কমিউনিটি ভোটের প্রয়োজন পরে না। কোনো ডেভেলপারদের মতামতের প্রয়োজন পরে না। নিজেরা যেটা সিদ্ধান্ত নেয়, সেটাই তারা প্রয়োগ করে। তারা কমিউনিটির কথা মোটেও চিন্তা করে বলে আমার মনে হয় না। ।
তবে কিছু কিছু টোকেন আছে যারা ভালো করার প্রমিস করে। কিন্তু হাজার হাজার বাটপারের মধ্যে দু একটা ভালো প্রজেক্ট থাকলেও তারা তেমন পপুলারিটি পায় না। কারণ সবাই মনে করে এরাও একই রকম করবে। যেমন এখন আমি প্ল্যান করেই নিয়েছি, টাকা পানিতে ফেলে দিলেও অল্টকয়েনে আর এক পয়সাও না।
-
হ্যাঁ সেটাই তো বললাম। ETH আমার অনেক পছন্দের একটি কয়েন ছিল এবং আমি এটিতে নির্দ্বিধায় চোখ বুঝে এটিতে বিনিয়োগ করতাম। কিন্তু আমি এখন ETH থেকে সরে দাঁড়িয়েছি। ETH প্রুফ অফ ওয়ার্ক থেকে শিফট করে প্রুফ অফ স্টেক এ গিয়ে প্রমাণ করলো যে কোন সেন্ট্রালাইজড কয়েন বিশ্বস্ত নয়। যেকোনো সময় সেগুলোর সাথে যেকোনো কিছু ঘটতে পারে। তাই শুধুমাত্র বিটকয়েনই রিয়েল এবং একজন সফল এবং প্রফেশনাল বিনিয়োগকারীর শুধুমাত্র বিটকয়েনের উপরই বিনিয়োগ রাখা উচিত। এবং নতুন বিনিয়োগকারীদেরও আমি এই পরামর্শ দিব যে শুধুমাত্র বিটকয়েনে যেন তারা বিনিয়োগ করে
যেহেতু সেন্ট্রালাইজড টোকেন গুলো যেকোনো সময় যেকোনো পরিবর্তন নিয়ে আসতে পারে, এসবে ভরসা করা কোনোভাবেই উচিৎ হবে না। এরা কোনো চেঞ্জ আনতে গেলে কমিউনিটি ভোটের প্রয়োজন পরে না। কোনো ডেভেলপারদের মতামতের প্রয়োজন পরে না। নিজেরা যেটা সিদ্ধান্ত নেয়, সেটাই তারা প্রয়োগ করে। তারা কমিউনিটির কথা মোটেও চিন্তা করে বলে আমার মনে হয় না। ।
তবে কিছু কিছু টোকেন আছে যারা ভালো করার প্রমিস করে। কিন্তু হাজার হাজার বাটপারের মধ্যে দু একটা ভালো প্রজেক্ট থাকলেও তারা তেমন পপুলারিটি পায় না। কারণ সবাই মনে করে এরাও একই রকম করবে। যেমন এখন আমি প্ল্যান করেই নিয়েছি, টাকা পানিতে ফেলে দিলেও অল্টকয়েনে আর এক পয়সাও না।
ভাই যেখানে আল্টকয়েনের মাদার কয়েন ইথিরিয়াম এরকম সিদ্ধান্ত নিতে পারে তাহলে কিভাবে আপনি অন্য সেন্ট্রালাইসড টোকেন গুলোকে বিশ্বাস করতে পারেন। ইথিরিয়ামে অনেক হাই রেটে অনেকের ইনভেস্টমেন্ট রয়েছে এখন তাদের এমন পরিবর্তনের কারণে যেভাবে ইথিরিয়ামের দাম কমতেছে এতে তাদের কেনা দামে যাওয়ার জন্য অনেক দীর্ঘ সময় লাগতে পারে আর তাদের প্রফিট হওয়ার জন্য অনেক দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে। একটি টপ এবং পপুলার কয়েন থেকে এরকম কে আশা করতে পারে। আসলে আমরা ততটাও এক্সপার্ট না তারাই হয়তোবা ভালো জানেন কেন তারা এরকম সিদ্ধান্ত নিলেন এবং ইথিরিয়াম মিন্ট করলেন। দেখা যাক তারা কতটা ভালো করতে পারে তাদের এরকম সিদ্ধান্তের পরও। আমি এখন থেকে যে কয়েন গুলোতে ম্যাক্স সাপ্লাই রয়েছে শুধুমাত্র সেই কয়েনগুলোতেই বিনিয়োগ করব। এরকম মিন্টটেবল কয়েন নিয়ে আপাতত চিন্তা-ভাবনা বাদ দিয়েছি যে পর্যন্ত ইথিরিয়ামের সাকসেস না দেখবো
-
ভাই যেখানে আল্টকয়েনের মাদার কয়েন ইথিরিয়াম এরকম সিদ্ধান্ত নিতে পারে তাহলে কিভাবে আপনি অন্য সেন্ট্রালাইসড টোকেন গুলোকে বিশ্বাস করতে পারেন।
সকল অল্টকয়েন কিন্তু সেন্ট্রালাইজড না। ইথেরিয়াম এটা করতে পেরেছে কারণ সব কিছুর কন্ট্রোল সব সময় তাদের ডেভেলপারদের হাতে ছিলো এবং তারা যেকোনো সময় যে কোনো পরিবর্তন করার রাইটস তাদের কাছে রেখেছিলো। মূলত এই কারনেই তারা এখনো সেন্ট্রালাইজড। ইথেরিয়াম জনপ্রিয় হয়েছে সবচাইতে বেশি যখন গ্রাফিক্স কার্ড দিয়ে বিটকয়েন মাইনিং বন্ধ হয়ে যায়। জিপিইউ মাইনার রা তখন ইথেরিয়াম মাইনিং এ মুভ করে এবং এর ইউজ আস্তে আস্তে আরো বেশি বাড়তে থাকে।
এমন অনেক অল্টকয়েন আছে যেগুলোর সোর্স কোড অডিট করা হয়ে থাকে। তারা চাইলেও কোনোদিন সাপ্লাই লিমিট চেঞ্জ করতে পারবে না। তাছাড়া অনেক কয়েন আছে যেগুলো তাদের ওনার রাইটস রিভোক করে দেয়। নটকয়েনের কথা শুনে থাকবেন, ওরা কিছু এডিটর পারমিশন রিভোক করেছিলো বলে শুনেছিলাম।
-
ইথারিয়াম পুরাই ছ্যাকা দিয়ে দিছে ভাই। এই ছ্যাকা ১০ জনমেও ভোলার মতো না। একেবারে চোঁখের পানি নাকের পানি একাকার করার মতো অবস্থা! জীবনে লালবাত্তি ধরায় দিছে। কেউ জীবনে ভাবেই নি ৩ হাজার থেকে এক ধাক্কায় ২ হাজারে চলে আসবে। নয়তো বালে ইনভেস্ট ই করতাম না। এত খারাপ পারফরমেন্স জীবনে দেখিনি। ৭০% ডাউন ওভারঅল। Vitaly ইথারিয়ামের মেকানিজম প্রুফ অফ ওয়ার্ক থেকে চেন্জ করে প্রুফ অফ স্টেক করে এর ইউজারদের পায়ে কুড়াল মারছে। যেদিন থেকে এটি চেন্জ করা হয় সেদিন থেকে ইথারিয়ামের ডাউনফল শুধু হয়।
-
ইথারিয়াম পুরাই ছ্যাকা দিয়ে দিছে ভাই। এই ছ্যাকা ১০ জনমেও ভোলার মতো না। একেবারে চোঁখের পানি নাকের পানি একাকার করার মতো অবস্থা! জীবনে লালবাত্তি ধরায় দিছে। কেউ জীবনে ভাবেই নি ৩ হাজার থেকে এক ধাক্কায় ২ হাজারে চলে আসবে। নয়তো বালে ইনভেস্ট ই করতাম না। এত খারাপ পারফরমেন্স জীবনে দেখিনি। ৭০% ডাউন ওভারঅল। Vitaly ইথারিয়ামের মেকানিজম প্রুফ অফ ওয়ার্ক থেকে চেন্জ করে প্রুফ অফ স্টেক করে এর ইউজারদের পায়ে কুড়াল মারছে। যেদিন থেকে এটি চেন্জ করা হয় সেদিন থেকে ইথারিয়ামের ডাউনফল শুধু হয়।
ইথারিয়াম এর হঠাৎ এমন বাজে অবস্থা হতো না। টিম সাপ্লাই বাড়িয়ে ফেলসে শুধুকি মিন্ট করছে সেগুলো মার্কেটে বিক্রিও করছে। কি আর করার সেন্ট্রালাইজড কয়েন যেহেতু ডেভলপার চাইলে যা ইচ্ছা করতে পারে। তবে এমন জনপ্রিয় কয়েনের জন্য এমন কিছু আশা ছিলো না। অন্য কোনো কয়েন করলে সেটা মানা যেতো ইথারিয়াম এর জন্য এটা মেনে নেওয়া কষ্টকর।
কিছুই করার নাই ইথারিয়ামকে আমি আমার ইনভেস্টমেন্ট লিস্ট থেকে বাদ দিয়ে দিচ্ছি। SOLANA অনেক ভালো করবে মনে হচ্ছে। তাই SOL এর দিকে একটু বেশি নজর রাখছি এখন।
-
ইথারিয়াম এর হঠাৎ এমন বাজে অবস্থা হতো না। টিম সাপ্লাই বাড়িয়ে ফেলসে শুধুকি মিন্ট করছে সেগুলো মার্কেটে বিক্রিও করছে। কি আর করার সেন্ট্রালাইজড কয়েন যেহেতু ডেভলপার চাইলে যা ইচ্ছা করতে পারে। তবে এমন জনপ্রিয় কয়েনের জন্য এমন কিছু আশা ছিলো না। অন্য কোনো কয়েন করলে সেটা মানা যেতো ইথারিয়াম এর জন্য এটা মেনে নেওয়া কষ্টকর।
আমি ফোরামের অন্য যায়গায় ও বলেছি, এখানেও বলেছি মনে হয়, ইথেরিয়ামকে আমার টেরা লুনার বড় ভার্ষন মনে হয়। মনে আছে টেরা লুনা সাপ্লাই বাড়িয়ে বাড়িয়ে মার্কেটে সেল করেছিলো? আমার মনে আছে, আমি লাইভ তাদের সাপ্লাই চেক করছিলাম। সেটা হুট করেই ম্যাসিভ আকারে বাড়া শুরু করে দেয়। বেশিরভাগ পাবলিক বুঝতেই পারেনি যে কি হচ্ছে। অনেকে সেই সময়েও ইনভেষ্ট করেছে। ভেবেছে লুনা হয়তো রিকভার করবে কোনো একদিন। আমিও সেই স্ক্যামে ৩০০ ডলারের মতো লস করেছিলাম। ইথেরিয়াম আর লুনার মধ্যে আমি কোনো তফাৎ দেখি না। পার্থক্য এটুকুই যে এটা একটা পুরাতন কয়েন এবং এর প্রতিষ্টাতা অনেক বেশি পরিচিত।
-
ইথারিয়াম এর হঠাৎ এমন বাজে অবস্থা হতো না। টিম সাপ্লাই বাড়িয়ে ফেলসে শুধুকি মিন্ট করছে সেগুলো মার্কেটে বিক্রিও করছে। কি আর করার সেন্ট্রালাইজড কয়েন যেহেতু ডেভলপার চাইলে যা ইচ্ছা করতে পারে। তবে এমন জনপ্রিয় কয়েনের জন্য এমন কিছু আশা ছিলো না। অন্য কোনো কয়েন করলে সেটা মানা যেতো ইথারিয়াম এর জন্য এটা মেনে নেওয়া কষ্টকর।
আমি ফোরামের অন্য যায়গায় ও বলেছি, এখানেও বলেছি মনে হয়, ইথেরিয়ামকে আমার টেরা লুনার বড় ভার্ষন মনে হয়। মনে আছে টেরা লুনা সাপ্লাই বাড়িয়ে বাড়িয়ে মার্কেটে সেল করেছিলো? আমার মনে আছে, আমি লাইভ তাদের সাপ্লাই চেক করছিলাম। সেটা হুট করেই ম্যাসিভ আকারে বাড়া শুরু করে দেয়। বেশিরভাগ পাবলিক বুঝতেই পারেনি যে কি হচ্ছে। অনেকে সেই সময়েও ইনভেষ্ট করেছে। ভেবেছে লুনা হয়তো রিকভার করবে কোনো একদিন। আমিও সেই স্ক্যামে ৩০০ ডলারের মতো লস করেছিলাম। ইথেরিয়াম আর লুনার মধ্যে আমি কোনো তফাৎ দেখি না। পার্থক্য এটুকুই যে এটা একটা পুরাতন কয়েন এবং এর প্রতিষ্টাতা অনেক বেশি পরিচিত।
LUNA বেশি চালাকি করতে গিয়েছিল। LUNA এর স্ট্যাবল কয়েন UST এর ব্যকে রিজার্ভ রাখা ছিল বিটকয়েন যেখানে অন্য সব স্ট্যাবল কয়েনের ব্যাকে সমপরিমাণ US Dollar থাকে রিজার্ভে। ওইদিকে যখন বিটকয়েনের দাম কমতে থাকে তারা তাদের LUNA মিন্ট করে মার্কেটে বিক্রি করে রিজার্ভ ঠিক করার চেষ্টা করে। এভাবে আমের আমও হারায় ছালাও হারায়। তারা পড়ে যায় মধ্যে সমুদ্রে তখন স্টেবলেট কয়েনও বাঁচাতে পারেনাই আবার তাদের টোকেন LUNA ও বাঁচাতে পারেনাই। সেই সময় LUNA এর মত এত ভালো প্রজেক্টের এমন নিমিষেই ধ্বংস কেউ সহজে মেনে নিতে পারেনাই। আমার অনেক বড় ফান্ড LUNA তে লস হয়েছিল। সেই সময়টায় কথা মনে পড়ে গেলো আপনার এই পোস্ট দেখে। ETH এর সাথেও এমন কিছু হলে তাহলে ক্রিপ্টো এর উপর থেকে আস্থা সবাই হারিয়ে ফেলবে
-
LUNA বেশি চালাকি করতে গিয়েছিল। LUNA এর স্ট্যাবল কয়েন UST এর ব্যকে রিজার্ভ রাখা ছিল বিটকয়েন যেখানে অন্য সব স্ট্যাবল কয়েনের ব্যাকে সমপরিমাণ US Dollar থাকে রিজার্ভে। ওইদিকে যখন বিটকয়েনের দাম কমতে থাকে তারা তাদের LUNA মিন্ট করে মার্কেটে বিক্রি করে রিজার্ভ ঠিক করার চেষ্টা করে। এভাবে আমের আমও হারায় ছালাও হারায়। তারা পড়ে যায় মধ্যে সমুদ্রে তখন স্টেবলেট কয়েনও বাঁচাতে পারেনাই আবার তাদের টোকেন LUNA ও বাঁচাতে পারেনাই। সেই সময় LUNA এর মত এত ভালো প্রজেক্টের এমন নিমিষেই ধ্বংস কেউ সহজে মেনে নিতে পারেনাই। আমার অনেক বড় ফান্ড LUNA তে লস হয়েছিল। সেই সময়টায় কথা মনে পড়ে গেলো আপনার এই পোস্ট দেখে। ETH এর সাথেও এমন কিছু হলে তাহলে ক্রিপ্টো এর উপর থেকে আস্থা সবাই হারিয়ে ফেলবে
আপনি এখনো সেই ফরমাল আলাপ বিশ্বাস করেন যেটা নিউজ মিডিয়া শেয়ার করেছে। কিন্তু বাস্তব হলো তারা কোনো রিজার্ভ ঠিক রাখার জন্য এগুলো করে নাই। বরং এটা করছে পাবলিক কে স্ক্যাম করার জন্য। আর বিটকয়েনের দাম কমার পর তারা সেল করে নাই। মূলত টেরা লূনা ক্র্যাশই পুরো মার্কেটে লাল বাত্তি জালিয়ে দেয় এবং তারপরেই বিটকয়েনের প্রাইস কমতে শুরু করে। আমার স্পষ্ট মনে আছে ব্যাপারগুলো।
নিউজ মিডিয়ায় সবসময় আপনি রিয়েলিটি পাবেন না। তারা অনেক কিছু জেনেও শেয়ার করে না। আবার এমন অনেক কিছুই শেয়ার করে যেগুলো পাবলিকের জানা উচিৎ নয়। টেরা লুনা ছিলো একটা স্ক্যাম।
-
আমি চাইতেছি এই থ্রেডে আপনারা ইথারিয়াম নিয়ে আপনাদের পার্সোনাল অপিনিয়ন জানান।
যেমন- বর্তমানে এই ইথারিয়ামে প্রুফ অফ ওয়ার্ক নেই এর ভবিষ্যৎ আপনাদের মতে কেমন হবে? আর তাছাড়া ইথারিয়ামের আরো খারাপ দিকসমূহ এখানে বলতে পারেন।
এখনো এটি ১৮০০ এর ঘরে ম্যাক্সিমাম সাপ্লাই ইনফিনিটি এবং সেখানে প্রুফ অফ ওয়ার্ক নেই।
ভাই আসলেই আমি ইথারিয়াম নিয়ে অনেক চিন্তিত। ক্রিপ্তো নিয়ে আলোচনা করা সকল যায়গায় ইথারিয়াম এর নেগেটিভ কথা য়ুনতে পাচ্ছি। অনেকে ধারনা করছে এটি এফটিএক্স এর বা লুনার মতো অবস্থানে চলে যায় কিনা। টিম এর মুল পরিকল্পনা বুঝতে পারছি না। এর ম্যাক্সিমাম সাপ্লাই আনলিমিটেড এবং প্রচুর মিন্ট হচ্ছে কিন্তু সে পরিমাণে বার্ন হচ্ছে না। তাই আমি মনেকরি এটা নিয়ে শঙ্কার যথেষ্ট কারণ আছে। আর এ কারনেই ইথারের লালবাতি দেখা যাচ্ছে।
-
ভাই আসলেই আমি ইথারিয়াম নিয়ে অনেক চিন্তিত। ক্রিপ্তো নিয়ে আলোচনা করা সকল যায়গায় ইথারিয়াম এর নেগেটিভ কথা য়ুনতে পাচ্ছি। অনেকে ধারনা করছে এটি এফটিএক্স এর বা লুনার মতো অবস্থানে চলে যায় কিনা। টিম এর মুল পরিকল্পনা বুঝতে পারছি না। এর ম্যাক্সিমাম সাপ্লাই আনলিমিটেড এবং প্রচুর মিন্ট হচ্ছে কিন্তু সে পরিমাণে বার্ন হচ্ছে না। তাই আমি মনেকরি এটা নিয়ে শঙ্কার যথেষ্ট কারণ আছে। আর এ কারনেই ইথারের লালবাতি দেখা যাচ্ছে।
ধুরো বালের ইথারিয়াম। নাকে মাটি দিতেছি এই কয়েনে আর ভুলেও ইনভেস্ট করবো না। শুধুমাত্র ইথারের উপর বেশি ফোকাস দেয়ায় আজ আমি মারা খেয়ে খারা হয়ে গেছি। দরকার পড়লে শিটকয়েন/গুকয়েন/মিমকয়েনে টাকা ঢেলে সট ট্রেড নিবো তাও ইথারিয়ামের উপর লং পজিশন নিবোনা। পূর্ববর্তী বছরের পারফরমেন্সর অর্ধেক দিলেও হতো, না, তিনি নির্লজ্জের মতো নামতেই আছে নামতেই আছে। বালডা দুই দিন পরপর মিন্ট হয় আর ডাম্প খায়। আমার টোটাল পোর্টফলিও দিয়ে ইথার বাদ দিয়ে দিছি ভাই, আপাতত স্টেবলে আর অন্য প্রজেক্টে আছি।
-
LUNA বেশি চালাকি করতে গিয়েছিল। LUNA এর স্ট্যাবল কয়েন UST এর ব্যকে রিজার্ভ রাখা ছিল বিটকয়েন যেখানে অন্য সব স্ট্যাবল কয়েনের ব্যাকে সমপরিমাণ US Dollar থাকে রিজার্ভে। ওইদিকে যখন বিটকয়েনের দাম কমতে থাকে তারা তাদের LUNA মিন্ট করে মার্কেটে বিক্রি করে রিজার্ভ ঠিক করার চেষ্টা করে। এভাবে আমের আমও হারায় ছালাও হারায়। তারা পড়ে যায় মধ্যে সমুদ্রে তখন স্টেবলেট কয়েনও বাঁচাতে পারেনাই আবার তাদের টোকেন LUNA ও বাঁচাতে পারেনাই। সেই সময় LUNA এর মত এত ভালো প্রজেক্টের এমন নিমিষেই ধ্বংস কেউ সহজে মেনে নিতে পারেনাই। আমার অনেক বড় ফান্ড LUNA তে লস হয়েছিল। সেই সময়টায় কথা মনে পড়ে গেলো আপনার এই পোস্ট দেখে। ETH এর সাথেও এমন কিছু হলে তাহলে ক্রিপ্টো এর উপর থেকে আস্থা সবাই হারিয়ে ফেলবে
আমার মতে ইথারিয়াম এর সাথে এমনটা না হওয়ার সম্ভাবনাই বেশি। যে হুট করে এর সার্কুলেটিং সাপ্লাই বেড়ে যাবে এবং ঠাস করে মার্কেট ক্রাশ করবে। কারণ এটার সাথে লুনার পার্থক্য রয়েছে লুনায় যেমন UST ছিল এবং মিন্টীং এর একটা বাজে পরিকল্পিত ফিচারস ছিল এর জন্য আরও তাড়াতাড়ি ক্রাশ করেছে ।
তবে আমি এটা বলতে চাইতেছি না যে ইথারিয়াম এর ভবিষ্যৎ খুব একটা ভালো এদিকে আমিও সেন্ট্রালাইজ কয়েন ছাড়া আর কিছু বলবো না। এটি লুনার মতন অত দ্রুত ক্রাস করবেনা বরং ধীরে ধীরে দাম কমতে কমতে স্লো রাগপুল এর মাধ্যমে মার্কেট থেকে বেরিয়ে যাবে এটা কেউ বলতে পারে না। হয়তোবা টাইম নিবে থেকে ৫-১০ বছর পর এরকম কিছু আমরা দেখলেও দেখতে পারি।
কিন্তু আমরা যারা ইথারিয়াম নিয়ে স্বপ্ন দেখছিলাম ইথারিয়াম 10000 বা 15000 ডলার এ যাবে এদের হাতে শুধু কাচকলা থাকবে ভবিষ্যতে।