হ্যাঁ সেটাই তো বললাম। ETH আমার অনেক পছন্দের একটি কয়েন ছিল এবং আমি এটিতে নির্দ্বিধায় চোখ বুঝে এটিতে বিনিয়োগ করতাম। কিন্তু আমি এখন ETH থেকে সরে দাঁড়িয়েছি। ETH প্রুফ অফ ওয়ার্ক থেকে শিফট করে প্রুফ অফ স্টেক এ গিয়ে প্রমাণ করলো যে কোন সেন্ট্রালাইজড কয়েন বিশ্বস্ত নয়। যেকোনো সময় সেগুলোর সাথে যেকোনো কিছু ঘটতে পারে। তাই শুধুমাত্র বিটকয়েনই রিয়েল এবং একজন সফল এবং প্রফেশনাল বিনিয়োগকারীর শুধুমাত্র বিটকয়েনের উপরই বিনিয়োগ রাখা উচিত। এবং নতুন বিনিয়োগকারীদেরও আমি এই পরামর্শ দিব যে শুধুমাত্র বিটকয়েনে যেন তারা বিনিয়োগ করে
যে নাটক ক্রিপ্টো ইন্ডাস্ট্রিতে বর্তমানে চলতেছে, এটা থেকে বাঁচার জন্য বিটকয়েন কে লং টার্মের জন্য হোল্ডিং করা ছাড়া, মানে কেউ যদি ইনভেস্টমেন্ট করতে চায় এটা করা ছাড়া আর কোন ভাল উপায় আমি দেখতে পাই না।
কারণ ছোট, বড়, পুরাতন-নতুন যত altcoin আছে সবগুলোতেই ইনভেস্টমেন্ট করতে গেলে দেখা যাচ্ছে যে long-term এর জন্য করা সবসময়ই high risk হয়ে যাচ্ছে কারণ whale গুলো এগুলোকে খুব ভালো মতন ম্যানুপুলেশন করতেছে।
সবকিছু বাদ কান ধইরা তওবা করতে হবে যে সকল ইনভেস্টমেন্ট শুধুমাত্র বিটকয়েনে লং টার্মের জন্য করব।
ভাইরে ভাই আমার পলিগন রিকভার হয়ে ৭০ ডলারের উপরে লাভ হয়েছিল তখনও সেল দেয় নাই এখন লসের কথা বলতে গেলে লজ্জা করে।