Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => নতুনদের => Topic started by: Royal Cap on March 18, 2025, 09:52:09 AM

Title: বর্তমানে বিটকয়েন মাইনিং করা কতটা লাভজনক ?
Post by: Royal Cap on March 18, 2025, 09:52:09 AM
আমি অনেক আগে থেকেই বিটকয়েন মাইনিং নামের সাথে পরিচিত কিন্তু কোন ভাবে এটি করে ওঠা হয়নি. এটাও জেনেছিলাম যে জিপিও দিয়ে নাকি বিটকয়েন মাইনিং করেছে এই কারণে জিপি এর দাম অনেক বেড়ে গিয়েছিল.
তাই আমি জানতে চাচ্ছিলাম বর্তমানে এই জিপিও দিয়ে মাইনিং করা কতটা লাভজনক হবে ধরুন আমার কাছে একটি RTX 4090 জিপিও আছে সেই জিপিও দিয়ে আমি এক মাসে কতটুকু বিটকয়েন মাইনিং করতে পারবো. এরপর কারেন্টের বিল এসব দিয়ে আমার মাস শেষে কি কোন লাভ থাকবে নাকি পুরোটাই লস হবে এ বিষয়টা জানতে চাচ্ছিলাম
Title: Re: বর্তমানে বিটকয়েন মাইনিং করা কতটা লাভজনক ?
Post by: DYING_S0UL on March 20, 2025, 07:00:30 AM
শর্ট করে যদি বলি "খাজনার থেকে বাজনা বেশি"। ;)

বর্তমান প্রেক্ষাপটে যা মাইনিং করবেন তার থেকে বেশি বিদ্যুত বিল আসবে। দিনশেষে দেখবেন বিল দিতে দিতেই সব শেষ, হাতে কিছু থাকতেছে না। আর এখন মাইনিং ডিফিকাল্টি অনেক বেশি। অন্য মাইনারদের সাথে টক্কর দিতে পারবেননা।
Title: Re: বর্তমানে বিটকয়েন মাইনিং করা কতটা লাভজনক ?
Post by: JISAN on March 21, 2025, 05:07:52 PM
আমি অনেক আগে থেকেই বিটকয়েন মাইনিং নামের সাথে পরিচিত কিন্তু কোন ভাবে এটি করে ওঠা হয়নি. এটাও জেনেছিলাম যে জিপিও দিয়ে নাকি বিটকয়েন মাইনিং করেছে এই কারণে জিপি এর দাম অনেক বেড়ে গিয়েছিল.
তাই আমি জানতে চাচ্ছিলাম বর্তমানে এই জিপিও দিয়ে মাইনিং করা কতটা লাভজনক হবে ধরুন আমার কাছে একটি RTX 4090 জিপিও আছে সেই জিপিও দিয়ে আমি এক মাসে কতটুকু বিটকয়েন মাইনিং করতে পারবো. এরপর কারেন্টের বিল এসব দিয়ে আমার মাস শেষে কি কোন লাভ থাকবে নাকি পুরোটাই লস হবে এ বিষয়টা জানতে চাচ্ছিলাম
আপনার এসিপিইউ দিয়ে কি পরিমাণে মাইনিং হবে এটা বলতে পারি না তবে বাংলাদেশের যে পরিমাণে বিদ্যুতের দাম তাতে আপনার যে পরিমাণে মাইনিং হবে সম্ভবত সেই পরিমাণ বিদ্যুতের খরচের টাকা উঠবে না। আর উঠলেও হয়তো বা অল্প কিছু লাভ থাকতে পারে তবে যেহেতু আপনি দামি একটি ডিভাইস রান করবেন যতদিন যাবে আপনার ডিভাইসের ভ্যালু কমতে থাকবে আর যার কারণে সেটি ক্যালকুলেশন করলে আপনার কোন লাভ থাকবে না। তাই বাংলাদেশে বসে মাইনিং করার চিন্তাভাবনা করা সঠিক পরিকল্পনা না। আর এখন বিটকয়েন মাইনিং এর প্রায় শেষের দিক খুব কম পরিমাণে বিটকয়েন এখন মাইনিং বাকি আছে তাই এখন আপনি মাইনিং করে কোন লাভ করতে পারবেন না আপনার খরচ অনুযায়ী। তাই অন্য কিছু চিন্তা করুন মাইনিং বাদ দিয়ে
Title: Re: বর্তমানে বিটকয়েন মাইনিং করা কতটা লাভজনক ?
Post by: Royal Cap on March 22, 2025, 08:57:40 PM
আপনার এসিপিইউ দিয়ে কি পরিমাণে মাইনিং হবে এটা বলতে পারি না তবে বাংলাদেশের যে পরিমাণে বিদ্যুতের দাম তাতে আপনার যে পরিমাণে মাইনিং হবে সম্ভবত সেই পরিমাণ বিদ্যুতের খরচের টাকা উঠবে না। আর উঠলেও হয়তো বা অল্প কিছু লাভ থাকতে পারে তবে যেহেতু আপনি দামি একটি ডিভাইস রান করবেন যতদিন যাবে আপনার ডিভাইসের ভ্যালু কমতে থাকবে আর যার কারণে সেটি ক্যালকুলেশন করলে আপনার কোন লাভ থাকবে না। তাই বাংলাদেশে বসে মাইনিং করার চিন্তাভাবনা করা সঠিক পরিকল্পনা না। আর এখন বিটকয়েন মাইনিং এর প্রায় শেষের দিক খুব কম পরিমাণে বিটকয়েন এখন মাইনিং বাকি আছে তাই এখন আপনি মাইনিং করে কোন লাভ করতে পারবেন না আপনার খরচ অনুযায়ী। তাই অন্য কিছু চিন্তা করুন মাইনিং বাদ দিয়ে
তাহলে ভাই এই সময়ে এসে আর কোন কোন উপায়ে ক্রিপ্টো আর্ন করতে পারি??
শুধুমাত্র এয়ারড্রপ, আর বাউন্টি ছাড়া আর কি কি মাধ্যমে আর্ণ করতে পারি...!
Title: Re: বর্তমানে বিটকয়েন মাইনিং করা কতটা লাভজনক ?
Post by: Danieler on April 02, 2025, 05:54:22 PM
বর্তমান সময়ে বিটকয়েন মাইনিং এ মোটামুটি লাভজনক। কারণ বিটকয়েন আগের তুলনায় এখন অনেক পামপিং রয়েছে।যদি দেখি আমরা আগের তুলনায় এখন অনেক টাই লাভবান হওয়া যায় আমরা আশা রাখতে পারি যে বিটকয়েন মাইনিং এ সুবিধা রয়েছে।