আমি অনেক আগে থেকেই বিটকয়েন মাইনিং নামের সাথে পরিচিত কিন্তু কোন ভাবে এটি করে ওঠা হয়নি. এটাও জেনেছিলাম যে জিপিও দিয়ে নাকি বিটকয়েন মাইনিং করেছে এই কারণে জিপি এর দাম অনেক বেড়ে গিয়েছিল.
তাই আমি জানতে চাচ্ছিলাম বর্তমানে এই জিপিও দিয়ে মাইনিং করা কতটা লাভজনক হবে ধরুন আমার কাছে একটি RTX 4090 জিপিও আছে সেই জিপিও দিয়ে আমি এক মাসে কতটুকু বিটকয়েন মাইনিং করতে পারবো. এরপর কারেন্টের বিল এসব দিয়ে আমার মাস শেষে কি কোন লাভ থাকবে নাকি পুরোটাই লস হবে এ বিষয়টা জানতে চাচ্ছিলাম