Altcoins Talks - Cryptocurrency Forum
Local => বাংলা (Bengali) => Topic started by: God Of Thunder on March 27, 2025, 07:39:06 AM
-
আচ্ছা, বাংলাদেশে কি কোনো কোম্পানি ক্রিপ্টো ডেবিট কারড/ক্রেডিট কার্ড ডেলিভারি করে? প্রশ্নটা এই কারনে করা, আমি বিভিন্ন ফেইসবুক গ্রুপে দেখেছি অনেকেই বাইনান্সের প্লাস্টিক কার্ড ব্যাবহার করছে। তারা এটা কিভাবে পেয়েছে এটা নিয়ে আমার জানার আগ্রহ। আমি বাইনান্স থেকে নেয়ার ট্রাই করেছিলাম, কিন্তু তারা জানিয়েছে যে তারা বাংলাদেশে এখনো কার্ড দিচ্ছে না। বাইবিট থেকে একটা কার্ড আমি ইস্যু করে ইউজ করছি, কিন্তু সেটা ভার্চুয়াল কার্ড। অনলাইন পেমেন্ট তো এই কার্ড দিয়ে করতে পারছি। কিন্তু চাচ্ছিলাম এমন যদি হতো যেটা দিয়ে বাইরের দেশের এটিএম থেকে টাকা তোলা যাবে। বাংলাদেশ থেকে তুললে তো ক্রিপ্টো ইউজার বলে ধরে জেলে ভরে দিবে।
আপনাদের কারো এই ব্যাপারে জানা থাকলে শেয়ার করবেন।
-
আচ্ছা, বাংলাদেশে কি কোনো কোম্পানি ক্রিপ্টো ডেবিট কারড/ক্রেডিট কার্ড ডেলিভারি করে? প্রশ্নটা এই কারনে করা, আমি বিভিন্ন ফেইসবুক গ্রুপে দেখেছি অনেকেই বাইনান্সের প্লাস্টিক কার্ড ব্যাবহার করছে। তারা এটা কিভাবে পেয়েছে এটা নিয়ে আমার জানার আগ্রহ। আমি বাইনান্স থেকে নেয়ার ট্রাই করেছিলাম, কিন্তু তারা জানিয়েছে যে তারা বাংলাদেশে এখনো কার্ড দিচ্ছে না। বাইবিট থেকে একটা কার্ড আমি ইস্যু করে ইউজ করছি, কিন্তু সেটা ভার্চুয়াল কার্ড। অনলাইন পেমেন্ট তো এই কার্ড দিয়ে করতে পারছি। কিন্তু চাচ্ছিলাম এমন যদি হতো যেটা দিয়ে বাইরের দেশের এটিএম থেকে টাকা তোলা যাবে। বাংলাদেশ থেকে তুললে তো ক্রিপ্টো ইউজার বলে ধরে জেলে ভরে দিবে।
আপনাদের কারো এই ব্যাপারে জানা থাকলে শেয়ার করবেন।
আমার জানামতে শুধুমাত্র বাইবিট এ ধরনের কার্ড দিচ্ছে যেটা বাংলাদেশে ও এলাউ। এটা দিয়ে আমরা অনলাইনে কেনাকাটা সহ বিভিন্ন ধরনের পেমেন্ট করতে পারি। কিন্তু এটা দিয়ে আমরা বাইরের এটিএম বুথ থেকে লেনদেন করতে পারবো না। কারণ বাংলাদেশ এ ধরনের কার্ড এলাও করবে না কারণ বাংলাদেশে এখনো পর্যন্ত ক্রিপ্টো কারেন্সি অবৈধ। তাই আমি মনে করি এটিএম কার্ড দিয়ে ক্রিপ্ত কারেন্সি লেনদেন ফিজিক্যালি এই মুহূর্তে আমাদের দেশের সম্ভব নয়।
-
আচ্ছা, বাংলাদেশে কি কোনো কোম্পানি ক্রিপ্টো ডেবিট কারড/ক্রেডিট কার্ড ডেলিভারি করে? প্রশ্নটা এই কারনে করা, আমি বিভিন্ন ফেইসবুক গ্রুপে দেখেছি অনেকেই বাইনান্সের প্লাস্টিক কার্ড ব্যাবহার করছে। তারা এটা কিভাবে পেয়েছে এটা নিয়ে আমার জানার আগ্রহ। আমি বাইনান্স থেকে নেয়ার ট্রাই করেছিলাম, কিন্তু তারা জানিয়েছে যে তারা বাংলাদেশে এখনো কার্ড দিচ্ছে না। বাইবিট থেকে একটা কার্ড আমি ইস্যু করে ইউজ করছি, কিন্তু সেটা ভার্চুয়াল কার্ড। অনলাইন পেমেন্ট তো এই কার্ড দিয়ে করতে পারছি। কিন্তু চাচ্ছিলাম এমন যদি হতো যেটা দিয়ে বাইরের দেশের এটিএম থেকে টাকা তোলা যাবে। বাংলাদেশ থেকে তুললে তো ক্রিপ্টো ইউজার বলে ধরে জেলে ভরে দিবে।
আপনাদের কারো এই ব্যাপারে জানা থাকলে শেয়ার করবেন।
ভাই বাংলাদেশে থাকা অবস্থায় অন্তত এই ধরনের ফিজিক্যাল কার্ড নিয়ে চিন্তা করিয়েন না যেটা দিয়ে ফিজিক্যালি এটিএম থেকে উইদ্র করতে পারবেন।
তাছাড়া বাইনান্স থেকে এটা পাওয়া আমার মনে হয় না ততক্ষণ না পর্যন্ত সম্ভব হবে যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশে ক্রিপ্ত কারেন্সি বৈধতা দান করা হচ্ছে ।
তবে আমি জানিনা যে নিজের টাকা বিদেশের কারোর দ্বারা উইথড্র করে কি লাভ হবে।
আমি এর আগেও বাইবিট থেকে শুধুমাত্র ভার্চুয়াল কার্ড ব্যবহার করার জন্য অর্ডার করেছিলাম এবং কিছুদিন ওপেন রেখে ছিলাম . বর্তমানে মনে হয় সেটা বন্ধ হয়ে রয়েছে।
-
আচ্ছা, বাংলাদেশে কি কোনো কোম্পানি ক্রিপ্টো ডেবিট কারড/ক্রেডিট কার্ড ডেলিভারি করে? প্রশ্নটা এই কারনে করা, আমি বিভিন্ন ফেইসবুক গ্রুপে দেখেছি অনেকেই বাইনান্সের প্লাস্টিক কার্ড ব্যাবহার করছে। তারা এটা কিভাবে পেয়েছে এটা নিয়ে আমার জানার আগ্রহ। আমি বাইনান্স থেকে নেয়ার ট্রাই করেছিলাম, কিন্তু তারা জানিয়েছে যে তারা বাংলাদেশে এখনো কার্ড দিচ্ছে না। বাইবিট থেকে একটা কার্ড আমি ইস্যু করে ইউজ করছি, কিন্তু সেটা ভার্চুয়াল কার্ড। অনলাইন পেমেন্ট তো এই কার্ড দিয়ে করতে পারছি। কিন্তু চাচ্ছিলাম এমন যদি হতো যেটা দিয়ে বাইরের দেশের এটিএম থেকে টাকা তোলা যাবে। বাংলাদেশ থেকে তুললে তো ক্রিপ্টো ইউজার বলে ধরে জেলে ভরে দিবে।
আপনাদের কারো এই ব্যাপারে জানা থাকলে শেয়ার করবেন।
ভাই বাংলাদেশে থাকা অবস্থায় অন্তত এই ধরনের ফিজিক্যাল কার্ড নিয়ে চিন্তা করিয়েন না যেটা দিয়ে ফিজিক্যালি এটিএম থেকে উইদ্র করতে পারবেন।
তাছাড়া বাইনান্স থেকে এটা পাওয়া আমার মনে হয় না ততক্ষণ না পর্যন্ত সম্ভব হবে যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশে ক্রিপ্ত কারেন্সি বৈধতা দান করা হচ্ছে ।
তবে আমি জানিনা যে নিজের টাকা বিদেশের কারোর দ্বারা উইথড্র করে কি লাভ হবে।
আমি এর আগেও বাইবিট থেকে শুধুমাত্র ভার্চুয়াল কার্ড ব্যবহার করার জন্য অর্ডার করেছিলাম এবং কিছুদিন ওপেন রেখে ছিলাম . বর্তমানে মনে হয় সেটা বন্ধ হয়ে রয়েছে।
ছোট খাটে কেনাকাটা হলে সেটা বিকাশ নগদে করেন ভাই। এখানে খাজনার থেকে বাজনা বেশি। আমার কাছে জিনিসটা ভেজাইল্লা মনে হইছে, একে তো ক্রিপ্টোকারেন্সি অবৈধ, তার উপর আবার বলে উইথড্র! কোনো রকম ট্যাক্স দেয়া লাগে না এটার শুকরিয়া করেন আর নাকে তেল দিয়ে ঘুমান। তে হ্যাঁ কার্ড থাকলে বেটার হতো, বড়বড় জিনিস কেনার সময়, EMI সিস্টেমে কিনতে পারত
বাইদাওয়ে বাহিরের দেশ থেকে উইড্রো দ্বারা কি মিন করলেন? বিদেশ যাবেন? মানে কি বুঝলামনা। :(
-
ছোট খাটে কেনাকাটা হলে সেটা বিকাশ নগদে করেন ভাই। এখানে খাজনার থেকে বাজনা বেশি। আমার কাছে জিনিসটা ভেজাইল্লা মনে হইছে, একে তো ক্রিপ্টোকারেন্সি অবৈধ, তার উপর আবার বলে উইথড্র! কোনো রকম ট্যাক্স দেয়া লাগে না এটার শুকরিয়া করেন আর নাকে তেল দিয়ে ঘুমান। তে হ্যাঁ কার্ড থাকলে বেটার হতো, বড়বড় জিনিস কেনার সময়, EMI সিস্টেমে কিনতে পারত
আপনার মতন কি ভাই পরিবারের সবার দ্বারা বিকাশ একাউন্ট সবার খোলা থাকে নাকি. আমার পরিবারের সদস্যই মাত্র চার জন তাও নিজের প্রয়োজনে শুধুমাত্র আমার মা'র এনআইডি দ্বারা বহুৎ আগে একটি বিকাশ একাউন্ট তৈরি করা হয়েছিল এবং সেটি আমি ব্যবহার করতেছি বলতে গেলে এটার জন্যই মনে করেন আমি বাইচা যাইতেছি, কারণ সে সরকারি চাকরিজীবী তার একটা নির্দিষ্ট আরনিং রয়েছে.
আর যদি বলি ব্যাংক একাউন্ট ছাড়া ধরেন আপনি এমন কোন ইমারজেন্সি সিচুয়েশনে পড়লেন আপনার একবারে দুই লাখ টাকা বা তার বেশি দরকার তখন ব্যাংক দরকার পরেই যদি অল্টারনেটিভ ভাবে উঠানো যেতে পারে কিন্তু সে ক্ষেত্রে বিকাশ কে চার্জ দিতে দিতেই আমাদের ফতুর হইতে হবে।
আর যদি আসেন EMI এর কথা আমি কখনোই EMI দ্বারা কোন পণ্য ক্রয় করি নাই এবং করার ইচ্ছা নাই কারণ ইএমআই দিয়ে অন্য ক্রয় করলে এমনিতেই ব্যাংক কে তো ইন্টারেস্ট দিতেই হবে পাশাপাশি যেই পণ্যটা কিনবেন সেটা আপনার একটু বেশি দামে কিনতে হবে তাই আমি নগদে কেনায় বিশ্বাসী।
বাইদাওয়ে বাহিরের দেশ থেকে উইড্রো দ্বারা কি মিন করলেন? বিদেশ যাবেন? মানে কি বুঝলামনা। :(
এটা কি আমারে কইলেন নাকি GOT কে কইলেন?
-
ছোট খাটে কেনাকাটা হলে সেটা বিকাশ নগদে করেন ভাই। এখানে খাজনার থেকে বাজনা বেশি। আমার কাছে জিনিসটা ভেজাইল্লা মনে হইছে, একে তো ক্রিপ্টোকারেন্সি অবৈধ, তার উপর আবার বলে উইথড্র! কোনো রকম ট্যাক্স দেয়া লাগে না এটার শুকরিয়া করেন আর নাকে তেল দিয়ে ঘুমান। তে হ্যাঁ কার্ড থাকলে বেটার হতো, বড়বড় জিনিস কেনার সময়, EMI সিস্টেমে কিনতে পারত
আপনার মতন কি ভাই পরিবারের সবার দ্বারা বিকাশ একাউন্ট সবার খোলা থাকে নাকি. আমার পরিবারের সদস্যই মাত্র চার জন তাও নিজের প্রয়োজনে শুধুমাত্র আমার মা'র এনআইডি দ্বারা বহুৎ আগে একটি বিকাশ একাউন্ট তৈরি করা হয়েছিল এবং সেটি আমি ব্যবহার করতেছি বলতে গেলে এটার জন্যই মনে করেন আমি বাইচা যাইতেছি, কারণ সে সরকারি চাকরিজীবী তার একটা নির্দিষ্ট আরনিং রয়েছে.
আর যদি বলি ব্যাংক একাউন্ট ছাড়া ধরেন আপনি এমন কোন ইমারজেন্সি সিচুয়েশনে পড়লেন আপনার একবারে দুই লাখ টাকা বা তার বেশি দরকার তখন ব্যাংক দরকার পরেই যদি অল্টারনেটিভ ভাবে উঠানো যেতে পারে কিন্তু সে ক্ষেত্রে বিকাশ কে চার্জ দিতে দিতেই আমাদের ফতুর হইতে হবে।
খোলা না থাকলে খুলে নিবেন। দরকার পড়লে বাবা মা ভাই বোন দাদী যাদেরই এনআইডি আছে সেগুলো ব্যবহার করবেন। আমার নিজেরে ফ্যামিলি মেম্বার ৪-৫ জন। আর বিকাশ নগদ একাউন্ট সব মিলায়ে ৮-১০ টা। আর আপনাকে তো কেউ সবগুলো ইউজ করতে বলতেছেনা! জাস্ট খুলে রাখবেন। কে ই বা দুই দিন পর পর ১-২ লাখ ক্যাশ করে! আর যদি ইমারজেন্সি হয়েও যায় তাহলেও এতো গুলো একাউন্টে ২০ হাজার করে পিটুপি করলেও আরামসে সব বের করতে পারবেন, কেউ কোনো প্রশ্ন করতে পারবেনা। আমার ফ্যামিলি এই ভাবেই করে। হ্যাঁ ব্যাংকে করতে পারলে ইজি হতে, খরচ কম পড়তো, বাট কিছু করার নাই, একটু তো কম্প্রোমাইজ করতেই হবে।
মোটেও ফুতুর হবেননা, হলে আমি পথে বসে থাকতাম এতোদিনে। বিশাল বড় এমাউন্ট খরচা পাতি যায়না।
আর মিয়া ক্রিপ্টোকারেন্সি বৈধ হলে, তখন ইমনিই ঐটার উপর ট্রাক্স দেয়া লাগতো। শুকরিয়া করেন। ঐ সামান্য, ক্যাশআউট চার্জ নিয়ে কান্দেন কেন!
আমি নিজে কিছুদিন আগে একটা বড় এমাউন্ট বের করছিলাম। কোনেরকম হ্যাসেল হতে হয়নি আহামরি সময়ও লাগে নি। ইমারজেন্সির সময়ও আশা করি ১-২ লাখ ঠাস করে বের করতে ঝামেলা পোহাতে হবে না। পিটুপি করতে কেমন সময় লাগে সেটা আমার থেকে আপনিই তো ভালো জানেন মিয়া।
এটা কি আমারে কইলেন নাকি GOT কে কইলেন?
গোট রে বলছি!
-
আচ্ছা, আমি কিন্তু ক্রিপ্টো ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড নিয়েই কথা বলিনি। হতে পারে সেটা অন্য কোনো কোম্পানি যারা বাংলাদেশে ইন্টারন্যাশনাল কার্ড ডেলিভারি করে এবং এটা ক্রিপ্টো দিয়ে টপ আপ করা যায়। বিদেশীরা কি বাংলাদেশে এসে তাদের একাউন্ট থেকে টাকা তুলছে না? অবশ্যই তুলছে। তারা কি সবাই ব্যাংক এর ডেবিট কার্ড ইউজ করতেছে? আমার তো মনে হয় না। পেয়োনিয়ার কিন্তু বাংলাদেশে প্লাস্টিক কার্ড ডেলিভারি করে। কিন্তু সরাসরি এটিএম থেকে টাকা তোলা যায় কি না, সেটা আমার জানা নেই। আবার পেয়োনিয়ার ক্রিপ্টো দিয়ে টপ আপ করা যায় নাকি, সেটা আমার জানা নেই। তো এরকম আরো অনেক সলিউশন থাকতে পারে যেগুলো আমরা জানি না। আমি তো বাইবিটের কার্ড অলরেডি ইউজ করতেছি, কিন্তু সেটা তো ভার্চুয়াল।
-
খোলা না থাকলে খুলে নিবেন। দরকার পড়লে বাবা মা ভাই বোন দাদী যাদেরই এনআইডি আছে সেগুলো ব্যবহার করবেন। আমার নিজেরে ফ্যামিলি মেম্বার ৪-৫ জন। আর বিকাশ নগদ একাউন্ট সব মিলায়ে ৮-১০ টা। আর আপনাকে তো কেউ সবগুলো ইউজ করতে বলতেছেনা! জাস্ট খুলে রাখবেন। কে ই বা দুই দিন পর পর ১-২ লাখ ক্যাশ করে! আর যদি ইমারজেন্সি হয়েও যায় তাহলেও এতো গুলো একাউন্টে ২০ হাজার করে পিটুপি করলেও আরামসে সব বের করতে পারবেন, কেউ কোনো প্রশ্ন করতে পারবেনা। আমার ফ্যামিলি এই ভাবেই করে। হ্যাঁ ব্যাংকে করতে পারলে ইজি হতে, খরচ কম পড়তো, বাট কিছু করার নাই, একটু তো কম্প্রোমাইজ করতেই হবে।
মোটেও ফুতুর হবেননা, হলে আমি পথে বসে থাকতাম এতোদিনে। বিশাল বড় এমাউন্ট খরচা পাতি যায়না।
আর মিয়া ক্রিপ্টোকারেন্সি বৈধ হলে, তখন ইমনিই ঐটার উপর ট্রাক্স দেয়া লাগতো। শুকরিয়া করেন। ঐ সামান্য, ক্যাশআউট চার্জ নিয়ে কান্দেন কেন!
আপনার সব কথা মাইনা নিলেও এই কথা আমার হজম হইবে না।
আপনি নিজেই চিন্তা করেন আমরা যে এত কথা বলতেছি এর পিছনে কারণ কি? আমরা যে সব সময় আতঙ্ক নিয়ে থাকি, আপনি যে চার পাঁচটা বিকাশ একাউন্ট খুলে রাখার কথা বলতেছেন এগুলা কিছুই করতে হইতো না যদি আমাদের দেশে ক্রিপ্টোকারেন্সি বৈধ থাকতো।
তাছাড়া আমি মনে করি বর্তমানে আমাদের দেশে ক্রিপ্টোকারেন্সি অবৈধ দেখে আমরা এমন অনেক সেক্টর রয়েছে বা কাজ রয়েছে যেগুলো সম্পর্কে জানিনা বা তেমনভাবে সেগুলোর সাথে যুক্তও হতে পারছি না।
একটা কথায় আসি আপনার ইনকাম ধরেন বর্তমানে একলাখ টাকা আর ধরেন ক্রিপ্টোকারেন্সি বৈধতা দান করার পরে আপনি বৈধভাবে সেটাকে পাঁচ সাত লাখ বা তারও বেশি নিয়ে যেতে পারবেন। সেখানে আমার মনে হয় না মাত্র 15% বা ২০% ট্যাক্স আমাদের জন্য খুব বেশি একটা মাথা ব্যথার কারণ হবে।
আর তার মধ্যে বর্তমানে আপনি যদি ক্রিপ্টোকারেন্সি রিলেটেড কোন কাজ করেও থাকেন সেটাকে অফিশিয়ালি এদেশের কোথাও ব্যবহার করতে পারতেছেন না মানে আল্টিমেটলি আপনার কোন পরিচয় নাই। বৈধতা দান করার পরে হয়তোবা এটলিস্ট পরিচয় আপনি দিতে পারবেন।
আমি নিজে কিছুদিন আগে একটা বড় এমাউন্ট বের করছিলাম। কোনেরকম হ্যাসেল হতে হয়নি আহামরি সময়ও লাগে নি। ইমারজেন্সির সময়ও আশা করি ১-২ লাখ ঠাস করে বের করতে ঝামেলা পোহাতে হবে না। পিটুপি করতে কেমন সময় লাগে সেটা আমার থেকে আপনিই তো ভালো জানেন মিয়া।
ধুর মিয়া এখানে একেকদিন একেক রকম লাগে এমনিতেই আমার 10 থেকে 15 মিনিটের মধ্যে পি টুপি এর সকল ট্রানজেকশন শেষ হয়ে যায় কিন্তু গত দুইবার ধরে ৪০ মিনিটের বেশি সময় লেগেছে।
-
সেখানে আমার মনে হয় না মাত্র 15% বা ২০% ট্যাক্স আমাদের জন্য খুব বেশি একটা মাথা ব্যথার কারণ হবে।
ভাই আপনে ১৫% বা ২০% এর কথা ভাবেন কেমনে?
একটা গুগল সার্চ করে দেখেন তো বিশ্বব্যাপি ক্রিপ্টো প্রফিট এর ওপর সর্বনিম্ন ট্যাক্স কতো? বেশিরভাগ দেশেই ক্রিপ্টো ট্যাক্স ৪০% এর ওপরে। ইভেন পাশের দেশ ভারতে সম্ভবত সেটা ৩০% এর ওপরে। আমি কষ্ট করে ১০০ টাকা ইনকাম করে সরকারকে ৩০ টাকা বা ৪০ টাকা দিয়ে দিবো, কিন্তু সরকার আমার জন্য আদতে কিছুই করছে না। এমন কিছু আমি কখনোই আশা করি না। এক হিসাবে ক্রিপ্টো অবৈধ আছে, এতেই আমি খুশি। বৈধ হলেই মাথায় ট্যাক্সের বোঝা চাপিয়ে দিবে।
-
ভাই আপনে ১৫% বা ২০% এর কথা ভাবেন কেমনে?
একটা গুগল সার্চ করে দেখেন তো বিশ্বব্যাপি ক্রিপ্টো প্রফিট এর ওপর সর্বনিম্ন ট্যাক্স কতো? বেশিরভাগ দেশেই ক্রিপ্টো ট্যাক্স ৪০% এর ওপরে। ইভেন পাশের দেশ ভারতে সম্ভবত সেটা ৩০% এর ওপরে। আমি কষ্ট করে ১০০ টাকা ইনকাম করে সরকারকে ৩০ টাকা বা ৪০ টাকা দিয়ে দিবো, কিন্তু সরকার আমার জন্য আদতে কিছুই করছে না। এমন কিছু আমি কখনোই আশা করি না। এক হিসাবে ক্রিপ্টো অবৈধ আছে, এতেই আমি খুশি। বৈধ হলেই মাথায় ট্যাক্সের বোঝা চাপিয়ে দিবে।
কথা খারাপ বলেননি তবে একেক দেশের আইন এবং রীতিনীতি এক এক রকম আমাদের দেশে এখনো অবৈধ এবং এটা নিয়ে সরকারের কোন প্ল্যান আপাতত নেই তার মধ্যে যমুনা টেলিভিশনকে দেখলাম উল্টা নেগেটিভ ইমেজ ক্রিয়েট করতেছে ক্রিপ্টো কারেন্সি এর বিরুদ্ধে।
তারা বিভিন্ন জুয়া খেলা থেকে শুরু করে স্ক্যাম যেগুলো রিয়েল লাইফে আমি বিকাশ থেকে নাহিদ বলছি এরকম অহরহর হয়ে যাচ্ছে সেই রকম স্ক্যাম গুলোকে দিয়ে ক্রিপ্টো কারেন্সি এর ওপর নেগেটিভ ইমেজ তৈরি করতেছে।
যাই হোক এখন আসি আপনার সার্চ করার সাজেশন এর বিষয়টা।
বিশ্বে যেমন জাপানের মতন দেশ কানাডার মতন দেশ ওরা আপনার ক্রিপ্টো ইনকাম থেকে ৫০ থেকে ৫৫ পার্সেন্ট পর্যন্ত ট্যাক্স নিয়ে থাকে। এরকম আরো অনেক দেশ রয়েছে। তাদের পলিসি অনেক ভিন্ন, তারা তো এমনিও জেনারেল ি ৩০ থেকে ৪৫ পার্সেন্ট এর আশেপাশেই ট্যাক্স নিয়ে রাখে, আর তাদের ট্যাক্সের বিষয়টা আপনার চাকরির বেতন থেকে সরাসরি কেটে নেয়।
কিন্তু সেই সাথে সাথে এরকমও দেশ রয়েছে যারা ক্রিপ্টো কারেন্সি এর ওপর 0% ভ্যাট নিয়ে থাকে তার মধ্যে মালয়েশিয়া রয়েছে, সিঙ্গাপুর, এল সালভাদর, সুইজারল্যান্ড এবং পর্তুগাল তাছাড়া জার্মানে এক বছরের বেশি সময় ধরে holding করা এসেট ট্যাক্স মুক্ত।
এরকম আরো অনেক দেশ রয়েছে।
এখন আমাদের দেশে কত করতে পারে এটা আমরা কেউ জানিনা তবে আমার আশা সহনীয় হবে ২০ পার্সেন্টের উপরে হবে না। আর ভাই বিশ পার্সেন্ট এর উপরে হইলেই বা কি আমরা কয়জন ট্যাক্স দিয়ে থাকি?
আর দিলেও তো অনেক কলকাঠি মেরে একদম কমে দেই। এরকম চোরের মতন ভয়ে ভয়ে জীবন যাপন করার থেকে ট্যাক্স দিয়ে সম্মানের জীবন যাপন করা অনেক ভালো অন্তত মেন্টাল স্ট্রেস কম হবে। আর তাছাড়া আমি নিশ্চিত ভাবে বলতে পারি অনেক অপরচুনিটির দুয়ার খুলেও যাবে।
-
আচ্ছা, বাংলাদেশে কি কোনো কোম্পানি ক্রিপ্টো ডেবিট কারড/ক্রেডিট কার্ড ডেলিভারি করে? প্রশ্নটা এই কারনে করা, আমি বিভিন্ন ফেইসবুক গ্রুপে দেখেছি অনেকেই বাইনান্সের প্লাস্টিক কার্ড ব্যাবহার করছে। তারা এটা কিভাবে পেয়েছে এটা নিয়ে আমার জানার আগ্রহ। আমি বাইনান্স থেকে নেয়ার ট্রাই করেছিলাম, কিন্তু তারা জানিয়েছে যে তারা বাংলাদেশে এখনো কার্ড দিচ্ছে না। বাইবিট থেকে একটা কার্ড আমি ইস্যু করে ইউজ করছি, কিন্তু সেটা ভার্চুয়াল কার্ড। অনলাইন পেমেন্ট তো এই কার্ড দিয়ে করতে পারছি। কিন্তু চাচ্ছিলাম এমন যদি হতো যেটা দিয়ে বাইরের দেশের এটিএম থেকে টাকা তোলা যাবে। বাংলাদেশ থেকে তুললে তো ক্রিপ্টো ইউজার বলে ধরে জেলে ভরে দিবে।
আপনাদের কারো এই ব্যাপারে জানা থাকলে শেয়ার করবেন।
আমি এরকম কোন কার্ড কখনো ব্যবহার করিনি তবে আপনি Redotpay এর কার্ড ব্যবহার করতে পারেন এখানে crypto এর মাধ্যমে টাকা রিলোড করা যায়। আর আপনি এটির ফিজিক্যাল কার্ড নিতে পারবেন তবে এর জন্য আপনার খরচ হবে $100 , আমার কাছে এর খরচ অনেক বেশি মনে হয় তবে যদি কেউ চায় এবং তার এই খরচ কোন সমস্যা না হয় তাহলে সে ফিজিক্যাল কার্ড অর্ডার করতে পারে। আমি Redotpay এর ভার্চুয়াল কার্ড ব্যবহার করি আর এটির মাধ্যমে সবকিছুর পেমেন্ট কোন সমস্যা ছাড়াই করা যাচ্ছে
-
আপনাদের কথাবার্তা শুনে মনে হচ্ছে আপনারা সবাই বড়লোক্স হয়ে গেছেন । এখানে কথা বলতেই ভয় পাচ্ছি কারণ যেখানে আমার পকেটে দুই টাকা দিয়ে একটি লজেন্স কেনার টাকা নেই। সেখানে আপনারা ক্রিপ্টো ডেভিড ক্রেডিট কার্ডের কথা আলোচনা করতেছেন। কেউ কেউ তো আবার বিদেশ যাওয়ার পরিকল্পনা করতেছে। দোয়া করি ফোরামের সকলের জন্য যাতে সকলেই একটি ভালো জায়গায় পৌঁছাতে পারে। এবং আমাদের জন্য দোয়া করবেন । আমরা যারা ছোট আছি তারাও যেন এক সময় বড় জায়গায় পৌঁছাতে পারি।
-
আমার মনে হয় আপনি বেশি বড়লোক হয়েছেন বাংলাদেশে আপনি ক্রেডিট কার্ড নিয়ে আলোচনা করতেছেন। কারণ আমরা যদি দেখি বাংলাদেশের যে একটা অবস্থা বর্তমানে সেখানে মানুষ দুই টাকার জিনিস কেনার আগে চিন্তা ভাবনা করে অনেকবার আপনি ইপ্রো ডিবিট ক্রেডিট কার্ড নিয়ে কথা বলতেছেন। তবে ভবিষ্যতে বাংলাদেশে ক্রেডিট কার্ড এগুলো সম্ভাবনা খুবই কম। তাই আমি বলব এটা নিয়ে আমার আর কিছু বলার নেই।
-
আমি এরকম কোন কার্ড কখনো ব্যবহার করিনি তবে আপনি Redotpay এর কার্ড ব্যবহার করতে পারেন এখানে crypto এর মাধ্যমে টাকা রিলোড করা যায়। আর আপনি এটির ফিজিক্যাল কার্ড নিতে পারবেন তবে এর জন্য আপনার খরচ হবে $100 , আমার কাছে এর খরচ অনেক বেশি মনে হয় তবে যদি কেউ চায় এবং তার এই খরচ কোন সমস্যা না হয় তাহলে সে ফিজিক্যাল কার্ড অর্ডার করতে পারে। আমি Redotpay এর ভার্চুয়াল কার্ড ব্যবহার করি আর এটির মাধ্যমে সবকিছুর পেমেন্ট কোন সমস্যা ছাড়াই করা যাচ্ছে
আপনাকে অনেক ধন্যবাদ। আমি যে ফিচার মূলত খুজতেছিলাম, সেগুলো Redotpay তে আছে বলে মনে হচ্ছে। কিন্তু প্লাষ্টিক কার্ডের খরচ টা আসলেই একটু বেশি মনে হচ্ছে আমার কাছেও। আমার বাংলাদেশের কোনো ব্যাংক এর ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ড এর ওপর ভরসা না রাখার কারন হচ্ছে, প্রায় সময়ই দেখা যায় তারা বিভিন্ন রকম সমস্যা করে। বিদেশ থেকে টাকা উত্তোলন বন্ধ করে দেয়। আবার লিমিট করে দেয়। এছাড়াও তাদের সো-কলড সার্ভার আপগ্রেড এর কাজ থাকে কিছুদিন পর পর ই।
যারা বড়লোকির কথা বলতেছেন, আপনারা কোন ক্যাটাগরির পাবলিক কে জানে? বড়লোক বলতে কি বুঝেন?
যে মাসে ১৫ হাজার টাকা বেতনে প্রান ফ্যাক্টরিতে কাজ করে তারও একটা ডেবিট কার্ড থাকে। এসব আজাইড়া কথা বলে নিজেকে বোকা প্রমান করার কোনো মানে হয় না। আপনার ডেবিট কার্ড নাই মানে এই না যে অন্য কারো থাকবে না। অন্যকে খোচা মার্কা কথা বলে নিজেকে কুল ডুড প্রমাণ করা যায় না ;)
-
আমি এরকম কোন কার্ড কখনো ব্যবহার করিনি তবে আপনি Redotpay এর কার্ড ব্যবহার করতে পারেন এখানে crypto এর মাধ্যমে টাকা রিলোড করা যায়। আর আপনি এটির ফিজিক্যাল কার্ড নিতে পারবেন তবে এর জন্য আপনার খরচ হবে $100 , আমার কাছে এর খরচ অনেক বেশি মনে হয় তবে যদি কেউ চায় এবং তার এই খরচ কোন সমস্যা না হয় তাহলে সে ফিজিক্যাল কার্ড অর্ডার করতে পারে। আমি Redotpay এর ভার্চুয়াল কার্ড ব্যবহার করি আর এটির মাধ্যমে সবকিছুর পেমেন্ট কোন সমস্যা ছাড়াই করা যাচ্ছে
আমাকে ভাই এই ভার্চুয়াল কার্ড সম্পর্কে আরেকটু বিস্তারিত বলতে পারবেন?
একচুয়ালি আমার পাসপোর্ট এখনো করা হয়নি তাই ব্যাংকের এন্ড্রোসমেন্ট করার ফলে ডুয়েল কারেন্সি ডেবিট কার্ডের সুবিধাটি নিতে পারছি না। আমিও খুজতেছিলাম এই ধরনের কিছু একটা যে অন্তত আমার মান্থলি সাবস্ক্রিপশন গুলো এরকম একটা ওয়ালেটের মাধ্যমে করতে পারি।
যাই হোক এটার কোন মিনিমাম রিকোয়ারমেন্ট আছে ? এবং এটার ফি সম্পর্কে একটু জানায়েন।
-
আমাকে ভাই এই ভার্চুয়াল কার্ড সম্পর্কে আরেকটু বিস্তারিত বলতে পারবেন?
একচুয়ালি আমার পাসপোর্ট এখনো করা হয়নি তাই ব্যাংকের এন্ড্রোসমেন্ট করার ফলে ডুয়েল কারেন্সি ডেবিট কার্ডের সুবিধাটি নিতে পারছি না। আমিও খুজতেছিলাম এই ধরনের কিছু একটা যে অন্তত আমার মান্থলি সাবস্ক্রিপশন গুলো এরকম একটা ওয়ালেটের মাধ্যমে করতে পারি।
যাই হোক এটার কোন মিনিমাম রিকোয়ারমেন্ট আছে ? এবং এটার ফি সম্পর্কে একটু জানায়েন।
মান্থলি সাবস্ক্রিপশন এর জন্য আপনার কার্ড নেয়া লাগবে কেনো ভাই। আপনি কি বাইবিট ইউজ করেন না? বাইবিটেই তো কয়েক মিনিটে ভার্চুয়াল কার্ড নিতে পারবেন। আমি মূলত অনলাইন সাবস্ক্রিপশন এর জন্য বাইবিটের ক্রিপ্টো ডেবিট কার্ড ইউজ করতেছি কয়েকমাস যাবৎ। ইভেন আমার বন্ধু তার সিমে রোমিং চালু করার জন্য বাইবিটের ক্রিপ্টো ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করে বসে আছে। ;D ;D ;D
এছাড়াও বাংলাদেশে আরেকটা ভার্চুয়াল কার্ড ব্যাবহার করা যেতো, যেটা ক্রিপ্টো দিয়ে টপআপ করা যায়। কিন্তু তাদের নান রকম সিকিউরিটি রিলেটেড সমস্যা থাকার কারনে এটা কাউকে রিকমেন্ড ও করি না, আর নিজেও ব্যাবহার করি না।
-
আমি এরকম কোন কার্ড কখনো ব্যবহার করিনি তবে আপনি Redotpay এর কার্ড ব্যবহার করতে পারেন এখানে crypto এর মাধ্যমে টাকা রিলোড করা যায়। আর আপনি এটির ফিজিক্যাল কার্ড নিতে পারবেন তবে এর জন্য আপনার খরচ হবে $100 , আমার কাছে এর খরচ অনেক বেশি মনে হয় তবে যদি কেউ চায় এবং তার এই খরচ কোন সমস্যা না হয় তাহলে সে ফিজিক্যাল কার্ড অর্ডার করতে পারে। আমি Redotpay এর ভার্চুয়াল কার্ড ব্যবহার করি আর এটির মাধ্যমে সবকিছুর পেমেন্ট কোন সমস্যা ছাড়াই করা যাচ্ছে
আমাকে ভাই এই ভার্চুয়াল কার্ড সম্পর্কে আরেকটু বিস্তারিত বলতে পারবেন?
একচুয়ালি আমার পাসপোর্ট এখনো করা হয়নি তাই ব্যাংকের এন্ড্রোসমেন্ট করার ফলে ডুয়েল কারেন্সি ডেবিট কার্ডের সুবিধাটি নিতে পারছি না। আমিও খুজতেছিলাম এই ধরনের কিছু একটা যে অন্তত আমার মান্থলি সাবস্ক্রিপশন গুলো এরকম একটা ওয়ালেটের মাধ্যমে করতে পারি।
যাই হোক এটার কোন মিনিমাম রিকোয়ারমেন্ট আছে ? এবং এটার ফি সম্পর্কে একটু জানায়েন।
Redotpay অ্যাপস ডাউনলোড করেন তারপরে এখানে একটি অ্যাকাউন্ট রেজিস্টার করে কেওয়াইসি ভেরিফিকেশন করতে হবে। তারপরে আপনি এখানে ৫ ডলার বোনাস পাবেন তবে এই বোনাসের টাকা দিয়ে আপনি কার্ড পারচেজ করতে পারবেন না, আপনাকে টাকা ডিপোজিট করে একটি ভার্চুয়াল কার্ড পার্সেস করতে হবে যার দাম $১০ কিন্তু তাদের বিভিন্ন ইভেন্ট চলাকালীন যদি আপনি কার্ড পারচেজ করতে পারেন সে ক্ষেত্রে আপনি ২-৫$ এরকম খরচে কার্ড পারচেজ করতে পারবেন। অন্যথায় নরমালি আপনাকে ১০$ দিয়েই পারচেজ করতে হবে। তবে সব সময়ই ছোট একটি ডিসকাউন্ট পাবেন সেটি হচ্ছে Binance এই কুপন ব্যবহার করলে $২ ডিসকাউন্ট পাবেন। তখন $৮ পড়বে আপনার কার্ডের দাম। আর একবার কার্ড পারচেজ করলে আপনি যে ৫ ডলার বোনাস পেয়েছিলেন সেটি দিয়ে যেকোনো জায়গায় পেমেন্ট করতে পারবেন। এক্ষেত্রে আপনার খরচ পড়তেছে মাত্র $৩. তবে যদি আপনি কোন ইভেন্ট চলাকালীন কার্ড নিতে পারেন তাহলে এই বোনাসের টাকা হিসাব করলে কার্ডের কোন চার্জ পড়বে না।
খরচের বিষয়টি কার্ডের কোন বাৎসরিক চার্জ নেই, শুধুমাত্র প্রতিটা ট্রানজেকশনে কয়েক সেন্ট ট্রানজেকশন ফি কাটবে। সেটি খুব বড় অ্যামাউন্ট না। আর এখানে আপনি বিভিন্ন উপায়ে ডলার রিলোড করতে পারবেন তার মধ্যে ক্রিপ্টো একটি অপশন থাকবে। আপনি এখানে USDT রিলোড করতে পারবেন এবং যে কোন জায়গায় এই কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবেন।
-
Redotpay অ্যাপস ডাউনলোড করেন তারপরে এখানে একটি অ্যাকাউন্ট রেজিস্টার করে কেওয়াইসি ভেরিফিকেশন করতে হবে। তারপরে আপনি এখানে ৫ ডলার বোনাস পাবেন তবে এই বোনাসের টাকা দিয়ে আপনি কার্ড পারচেজ করতে পারবেন না, আপনাকে টাকা ডিপোজিট করে একটি ভার্চুয়াল কার্ড পার্সেস করতে হবে যার দাম $১০ কিন্তু তাদের বিভিন্ন ইভেন্ট চলাকালীন যদি আপনি কার্ড পারচেজ করতে পারেন সে ক্ষেত্রে আপনি ২-৫$ এরকম খরচে কার্ড পারচেজ করতে পারবেন। অন্যথায় নরমালি আপনাকে ১০$ দিয়েই পারচেজ করতে হবে। তবে সব সময়ই ছোট একটি ডিসকাউন্ট পাবেন সেটি হচ্ছে Binance এই কুপন ব্যবহার করলে $২ ডিসকাউন্ট পাবেন। তখন $৮ পড়বে আপনার কার্ডের দাম। আর একবার কার্ড পারচেজ করলে আপনি যে ৫ ডলার বোনাস পেয়েছিলেন সেটি দিয়ে যেকোনো জায়গায় পেমেন্ট করতে পারবেন। এক্ষেত্রে আপনার খরচ পড়তেছে মাত্র $৩. তবে যদি আপনি কোন ইভেন্ট চলাকালীন কার্ড নিতে পারেন তাহলে এই বোনাসের টাকা হিসাব করলে কার্ডের কোন চার্জ পড়বে না।
খরচের বিষয়টি কার্ডের কোন বাৎসরিক চার্জ নেই, শুধুমাত্র প্রতিটা ট্রানজেকশনে কয়েক সেন্ট ট্রানজেকশন ফি কাটবে। সেটি খুব বড় অ্যামাউন্ট না। আর এখানে আপনি বিভিন্ন উপায়ে ডলার রিলোড করতে পারবেন তার মধ্যে ক্রিপ্টো একটি অপশন থাকবে। আপনি এখানে USDT রিলোড করতে পারবেন এবং যে কোন জায়গায় এই কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবেন।
+
আপনাকে অসংখ্য ধন্যবাদ এত বিস্তারিতভাবে বলার জন্য আমি আসলে এক্সপেক্ট করতে ছিলাম যে আপনি কেওয়াইসি এবং কত চার্জ কাটে এটার কথা বলবে, কিভাবে আমার কিছু টাকা বেঁচে যায় সেই উপায়টাও বলে দিলেন।
যাইহোক বাঙালি মাগনা পাইলে আলকাতরাও ছেড়ে দেয় না তাই আমি আপনার নিকট আর একটু জানতে চাই যে, ইভেন্টের কথা বললেন ইভেন্টগুলো কে সরাসরি রেড ডট থেকে লাঞ্চ করে নাকি অন্য কোন প্লাটফর্মে?
আর আপনি কি কোন ইভেন্টে জয়েন করেছিলেন কিনা? পড়ে থাকলে এক্সপেরিয়েন্স একটু ডিটেলসে বলবেন।
-
Redotpay অ্যাপস ডাউনলোড করেন তারপরে এখানে একটি অ্যাকাউন্ট রেজিস্টার করে কেওয়াইসি ভেরিফিকেশন করতে হবে। তারপরে আপনি এখানে ৫ ডলার বোনাস পাবেন তবে এই বোনাসের টাকা দিয়ে আপনি কার্ড পারচেজ করতে পারবেন না, আপনাকে টাকা ডিপোজিট করে একটি ভার্চুয়াল কার্ড পার্সেস করতে হবে যার দাম $১০ কিন্তু তাদের বিভিন্ন ইভেন্ট চলাকালীন যদি আপনি কার্ড পারচেজ করতে পারেন সে ক্ষেত্রে আপনি ২-৫$ এরকম খরচে কার্ড পারচেজ করতে পারবেন। অন্যথায় নরমালি আপনাকে ১০$ দিয়েই পারচেজ করতে হবে। তবে সব সময়ই ছোট একটি ডিসকাউন্ট পাবেন সেটি হচ্ছে Binance এই কুপন ব্যবহার করলে $২ ডিসকাউন্ট পাবেন। তখন $৮ পড়বে আপনার কার্ডের দাম। আর একবার কার্ড পারচেজ করলে আপনি যে ৫ ডলার বোনাস পেয়েছিলেন সেটি দিয়ে যেকোনো জায়গায় পেমেন্ট করতে পারবেন। এক্ষেত্রে আপনার খরচ পড়তেছে মাত্র $৩. তবে যদি আপনি কোন ইভেন্ট চলাকালীন কার্ড নিতে পারেন তাহলে এই বোনাসের টাকা হিসাব করলে কার্ডের কোন চার্জ পড়বে না।
খরচের বিষয়টি কার্ডের কোন বাৎসরিক চার্জ নেই, শুধুমাত্র প্রতিটা ট্রানজেকশনে কয়েক সেন্ট ট্রানজেকশন ফি কাটবে। সেটি খুব বড় অ্যামাউন্ট না। আর এখানে আপনি বিভিন্ন উপায়ে ডলার রিলোড করতে পারবেন তার মধ্যে ক্রিপ্টো একটি অপশন থাকবে। আপনি এখানে USDT রিলোড করতে পারবেন এবং যে কোন জায়গায় এই কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবেন।
+
আপনাকে অসংখ্য ধন্যবাদ এত বিস্তারিতভাবে বলার জন্য আমি আসলে এক্সপেক্ট করতে ছিলাম যে আপনি কেওয়াইসি এবং কত চার্জ কাটে এটার কথা বলবে, কিভাবে আমার কিছু টাকা বেঁচে যায় সেই উপায়টাও বলে দিলেন।
যাইহোক বাঙালি মাগনা পাইলে আলকাতরাও ছেড়ে দেয় না তাই আমি আপনার নিকট আর একটু জানতে চাই যে, ইভেন্টের কথা বললেন ইভেন্টগুলো কে সরাসরি রেড ডট থেকে লাঞ্চ করে নাকি অন্য কোন প্লাটফর্মে?
আর আপনি কি কোন ইভেন্টে জয়েন করেছিলেন কিনা? পড়ে থাকলে এক্সপেরিয়েন্স একটু ডিটেলসে বলবেন।
ইভেন্টগুলি Redotpay থেকেই অফিসিয়ালি আনা হয়। যেমন Daraz এ ক্যাম্পেইন আসে 11:11 , 12:12 ফ্ল্যাশ সেল এগুলোর মত Redotpay থেকে ফ্ল্যাশ সেল অফার দেওয়া হয় যেখানে 30-50% ডিসকাউন্ট কার্ড পার্সেস করা যায় এই আর কি।
(https://talkimg.com/images/2025/04/10/xM7S9.jpeg)
এখানে দেখেন Benefits অপশনে গেলে HOT picks এ Limited sale 50% Off এ পাবেন কার্ড। এটা সবসময় অ্যাভেইলেবল থাকে না। তবে লক্ষ্য রাখলে সুযোগ পাবেন 50% ডিসকাউন্টে কেনার
-
ইভেন্টগুলি Redotpay থেকেই অফিসিয়ালি আনা হয়। যেমন Daraz এ ক্যাম্পেইন আসে 11:11 , 12:12 ফ্ল্যাশ সেল এগুলোর মত Redotpay থেকে ফ্ল্যাশ সেল অফার দেওয়া হয় যেখানে 30-50% ডিসকাউন্ট কার্ড পার্সেস করা যায় এই আর কি।
(https://talkimg.com/images/2025/04/10/xM7S9.jpeg)
এখানে দেখেন Benefits অপশনে গেলে HOT picks এ Limited sale 50% Off এ পাবেন কার্ড। এটা সবসময় অ্যাভেইলেবল থাকে না। তবে লক্ষ্য রাখলে সুযোগ পাবেন 50% ডিসকাউন্টে কেনার
ওকে ভাই বুঝতে পারলাম।
আমি আসলে এখনো রেডোট ইনস্টল করিনি আপনি কি একটু বলতে পারবেন এটা কি আপনার আজকের তোলা স্ক্রিনশট ? আজকের তোলা স্ক্রিনশট হলে তো অবশ্যই এখনো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টের অফারটি চলতেছে যদিও আপনি এর আগে বলেছেন তারপরেও আমি আরেকবার কনফার্ম হতে চাই এবং তারপরেই এটা ইন্সটল করব।
এবং সেই সাথে সাথে আপনি তাদের অফিসিয়াল ওয়েবসাইট লিংক আমাকে পার্সোনাল মেসেজ করতে পারেন অথবা এখানেই দিতে পারেন আমার মনে হয় এখানে দেওয়াটাই বেটার হবে। আমি আসলে এই সার্ভিসটা নিতে চাই। কারণ অনেক ক্ষেত্রে ফেসবুক বুষ্টিং বা youtube প্রিমিয়াম কেনা অথবা আদারস পেমেন্ট এর ক্ষেত্রে এটা লাগবেই যেহেতু আমার কোন ডুয়েল কারেন্সি কার্ড নেই।
-
ইভেন্টগুলি Redotpay থেকেই অফিসিয়ালি আনা হয়। যেমন Daraz এ ক্যাম্পেইন আসে 11:11 , 12:12 ফ্ল্যাশ সেল এগুলোর মত Redotpay থেকে ফ্ল্যাশ সেল অফার দেওয়া হয় যেখানে 30-50% ডিসকাউন্ট কার্ড পার্সেস করা যায় এই আর কি।
(https://talkimg.com/images/2025/04/10/xM7S9.jpeg)
এখানে দেখেন Benefits অপশনে গেলে HOT picks এ Limited sale 50% Off এ পাবেন কার্ড। এটা সবসময় অ্যাভেইলেবল থাকে না। তবে লক্ষ্য রাখলে সুযোগ পাবেন 50% ডিসকাউন্টে কেনার
ওকে ভাই বুঝতে পারলাম।
আমি আসলে এখনো রেডোট ইনস্টল করিনি আপনি কি একটু বলতে পারবেন এটা কি আপনার আজকের তোলা স্ক্রিনশট ? আজকের তোলা স্ক্রিনশট হলে তো অবশ্যই এখনো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টের অফারটি চলতেছে যদিও আপনি এর আগে বলেছেন তারপরেও আমি আরেকবার কনফার্ম হতে চাই এবং তারপরেই এটা ইন্সটল করব।
এবং সেই সাথে সাথে আপনি তাদের অফিসিয়াল ওয়েবসাইট লিংক আমাকে পার্সোনাল মেসেজ করতে পারেন অথবা এখানেই দিতে পারেন আমার মনে হয় এখানে দেওয়াটাই বেটার হবে। আমি আসলে এই সার্ভিসটা নিতে চাই। কারণ অনেক ক্ষেত্রে ফেসবুক বুষ্টিং বা youtube প্রিমিয়াম কেনা অথবা আদারস পেমেন্ট এর ক্ষেত্রে এটা লাগবেই যেহেতু আমার কোন ডুয়েল কারেন্সি কার্ড নেই।
আমি ইনস্ট্যান্ট স্ক্রিনশট দিয়ে এখানে দিয়েছি এই অপশন সব সময় থাকে তবে এটার ভিতরে ঢুকলে সবসময় আপনি 50% ডিসকাউন্ট এ কার্ড নিতে পারবেন না এটা জাস্ট একটা অপশন এটির মধ্যে সব সময় এই অফার এভলেবল থাকে না।
ট্রান্সলেট ওয়েবসাইট বলতে আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন তার অবশ্যই এরকম কোন সফটওয়্যার ডাউনলোড করার আগে দেখে নিবেন সেই অ্যাপস এর রিভিউ কি পরিমান আছে আর রিভিউগুলো কেমন তাহলেই বুঝতে পারবেন যে একটি ফেক নাকি অফিসিয়াল। আশা করি এটি নিয়ে আর কোন প্রশ্ন আপনার পড়তে হবে না। এইসব সাধারণ প্রশ্ন গুলোর উত্তর আপনি নিজেই পাবেন যদি এটি ব্যবহার করার চেষ্টা করেন। আমার মনে হচ্ছে আপনি এখন পর্যন্ত এটি ডাউনলোড করেন নি যার কারণে প্রতিটা সিঙ্গেল প্রশ্ন আপনাকে করতে হচ্ছে।
-
আমি ইনস্ট্যান্ট স্ক্রিনশট দিয়ে এখানে দিয়েছি এই অপশন সব সময় থাকে তবে এটার ভিতরে ঢুকলে সবসময় আপনি 50% ডিসকাউন্ট এ কার্ড নিতে পারবেন না এটা জাস্ট একটা অপশন এটির মধ্যে সব সময় এই অফার এভলেবল থাকে না।
ট্রান্সলেট ওয়েবসাইট বলতে আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন তার অবশ্যই এরকম কোন সফটওয়্যার ডাউনলোড করার আগে দেখে নিবেন সেই অ্যাপস এর রিভিউ কি পরিমান আছে আর রিভিউগুলো কেমন তাহলেই বুঝতে পারবেন যে একটি ফেক নাকি অফিসিয়াল। আশা করি এটি নিয়ে আর কোন প্রশ্ন আপনার পড়তে হবে না। এইসব সাধারণ প্রশ্ন গুলোর উত্তর আপনি নিজেই পাবেন যদি এটি ব্যবহার করার চেষ্টা করেন। আমার মনে হচ্ছে আপনি এখন পর্যন্ত এটি ডাউনলোড করেন নি যার কারণে প্রতিটা সিঙ্গেল প্রশ্ন আপনাকে করতে হচ্ছে।
আপনি সঠিক ধরেছেন আমি যখন পোস্ট করেছিলাম তখন ওই অ্যাপসটি ডাউনলোড করে নি,
আর কারণ ছিল এরকম কয়েকশ ো ওয়েবসাইট রয়েছে কিন্তু আসল কোনটা হবে এটা জানার জন্য আপনার কাছে লিংক চাচ্ছিলাম.
তবে আরেকটু ঘাটাঘাটি করে দেখলাম Redotpay ভালোই পপুলার এবং প্লে স্টোরে তাদের অফিসিয়াল অ্যাপসটি খুঁজে পেয়েছিলাম এবং পোস্ট করার পরপরই ইন্সটল করে ফেলেছিলাম।
তবে এখনো সময় কম থাকার কারণে এটা নিয়ে বেশি এক্সপ্লোর করিনি।
আর আমি যখন এই পোস্টটি করলাম আমি অ্যাপসটি ডাউনলোড করিনি আমার পোস্টেই বলে দিয়েছি ভাই ::)
-
আমি ইনস্ট্যান্ট স্ক্রিনশট দিয়ে এখানে দিয়েছি এই অপশন সব সময় থাকে তবে এটার ভিতরে ঢুকলে সবসময় আপনি 50% ডিসকাউন্ট এ কার্ড নিতে পারবেন না এটা জাস্ট একটা অপশন এটির মধ্যে সব সময় এই অফার এভলেবল থাকে না।
ট্রান্সলেট ওয়েবসাইট বলতে আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন তার অবশ্যই এরকম কোন সফটওয়্যার ডাউনলোড করার আগে দেখে নিবেন সেই অ্যাপস এর রিভিউ কি পরিমান আছে আর রিভিউগুলো কেমন তাহলেই বুঝতে পারবেন যে একটি ফেক নাকি অফিসিয়াল। আশা করি এটি নিয়ে আর কোন প্রশ্ন আপনার পড়তে হবে না। এইসব সাধারণ প্রশ্ন গুলোর উত্তর আপনি নিজেই পাবেন যদি এটি ব্যবহার করার চেষ্টা করেন। আমার মনে হচ্ছে আপনি এখন পর্যন্ত এটি ডাউনলোড করেন নি যার কারণে প্রতিটা সিঙ্গেল প্রশ্ন আপনাকে করতে হচ্ছে।
আপনি সঠিক ধরেছেন আমি যখন পোস্ট করেছিলাম তখন ওই অ্যাপসটি ডাউনলোড করে নি,
আর কারণ ছিল এরকম কয়েকশ ো ওয়েবসাইট রয়েছে কিন্তু আসল কোনটা হবে এটা জানার জন্য আপনার কাছে লিংক চাচ্ছিলাম.
তবে আরেকটু ঘাটাঘাটি করে দেখলাম Redotpay ভালোই পপুলার এবং প্লে স্টোরে তাদের অফিসিয়াল অ্যাপসটি খুঁজে পেয়েছিলাম এবং পোস্ট করার পরপরই ইন্সটল করে ফেলেছিলাম।
তবে এখনো সময় কম থাকার কারণে এটা নিয়ে বেশি এক্সপ্লোর করিনি।
আর আমি যখন এই পোস্টটি করলাম আমি অ্যাপসটি ডাউনলোড করিনি আমার পোস্টেই বলে দিয়েছি ভাই ::)
আপনার যখন কোন বিষয়ের উপর জানার প্রয়োজন হবে বা ব্যবহার করার প্রয়োজন হবে তখন অবশ্যই নিজের ব্যক্তিগতভাবে রিসার্চ না করে কাউকে প্রত্যেকটা সিঙ্গেল কোশ্চেন করা উচিত না। এটি হয়তো বা এই টপিকের পোস্ট সংখ্যা বাড়াচ্ছে তবে এটিও এক ধরনের স্পামিং হিসেবে গণনা হচ্ছে। আপনার Redotpay ব্যবহার করার প্রয়োজন, তাহলে আপনার প্রথমেই এটি ডাউনলোড করে এটি ঘাটাঘাটি করা উচিত তারপর কোন একটি স্পেসিফিক জায়গায় না বুঝলে সেটি আপনি জিজ্ঞেস করতে পারেন। তবে নিজে কোন কিছু না দেখেই কোন রিসার্চ না করেই প্রত্যেকটা সিঙ্গেল কোশ্চেন জিজ্ঞেস করাটাকি আপনাদের মত বড় ব্যাংকের একাউন্টগুলোর জন্য প্রশংসনীয় ব্যাপার হয় ? আপনাদের থেকে আশা করব গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে প্রতিনিয়ত নতুন টপিক ক্রিয়েট করার চেষ্টা করবেন, শুধুমাত্র একটি টপিকের মধ্যে নতুনদের মত বারবার প্রশ্ন না করে, যদি সেটি আপনি কোনভাবেই না বুঝেন।
-
আপনার যখন কোন বিষয়ের উপর জানার প্রয়োজন হবে বা ব্যবহার করার প্রয়োজন হবে তখন অবশ্যই নিজের ব্যক্তিগতভাবে রিসার্চ না করে কাউকে প্রত্যেকটা সিঙ্গেল কোশ্চেন করা উচিত না। এটি হয়তো বা এই টপিকের পোস্ট সংখ্যা বাড়াচ্ছে তবে এটিও এক ধরনের স্পামিং হিসেবে গণনা হচ্ছে।
বড় ভাই যখন বলতেছেন তখন অবশ্যই স্প্যামিং হিসেবে গণনা হচ্ছে।
আপনি ভাই মডারেটর আপনি যা বলবেন তাই সঠিক। ::)
এখন আমার প্রসপেক্টেড ভিন্ন ছিল, যেমন আপনার কাছে তাদের অফিসিয়াল লিংক চাওয়ার বিষয়টা , বর্তমানে হাজার হাজার এরকম ওয়েবসাইট রয়েছে এবং তার মধ্যে আবার এদের ডুপ্লিকেট ভার্সনো রয়েছে আপনি যদি লক্ষ্য করেন বিটকয়েনটক ফোরামে eXch নামের প্রজেক্টটি জাস্ট আলাদা করে এন্টি ফিশিং সিগনেচার ক্যাম্পেইন রান করেছে ।
এইভাবে জিজ্ঞাসা করাকে যদি স্পামিং ধরে নেন আমার আর কিছু বলার নাই,
আমার আপনাকে জিজ্ঞাসা করার উদ্দেশ্য ছিল যেহেতু আপনি এই ফোরামের একজন মডারেটর তাই আপনার থেকে হয়তোবা ট্রাস্টেড সোর্স পাওয়া যাবে, আর আমি এইভাবে এক্সপ্লোর করাতে বেশি বিশ্বাসী।
আর এরকম জিনিস করার যদি সুযোগ না দেন তাহলে ফোরাম কমিউনিটি কিসের জন্য?
চাইলে তো সবকিছুই chatgpt-4 দিয়ে এবং গুগল করে জানা যায় কিন্তু রিয়েল এক্সপেরিয়েন্স এই ধরনের কমিউনিটি থেকেই জানা যায়।
আর গুগলের কথা তো নাই বললাম দ্বারা সার্চ ইঞ্জিন বেশি অপটিমাইজেশন করতে পারবে তাদেরকে সামনে আনবে ইভেন ফিশিং হলেও।
আপনার Redotpay ব্যবহার করার প্রয়োজন, তাহলে আপনার প্রথমেই এটি ডাউনলোড করে এটি ঘাটাঘাটি করা উচিত তারপর কোন একটি স্পেসিফিক জায়গায় না বুঝলে সেটি আপনি জিজ্ঞেস করতে পারেন। তবে নিজে কোন কিছু না দেখেই কোন রিসার্চ না করেই প্রত্যেকটা সিঙ্গেল কোশ্চেন জিজ্ঞেস করাটাকি আপনাদের মত বড় ব্যাংকের একাউন্টগুলোর জন্য প্রশংসনীয় ব্যাপার হয় ? আপনাদের থেকে আশা করব গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে প্রতিনিয়ত নতুন টপিক ক্রিয়েট করার চেষ্টা করবেন, শুধুমাত্র একটি টপিকের মধ্যে নতুনদের মত বারবার প্রশ্ন না করে, যদি সেটি আপনি কোনভাবেই না বুঝেন।
স্পেসিফিক জায়গা বলতে ভাই আপনি কোনটা বলতে চাইতেছেন আমি আসলে বুঝতাছি না আমার কাছে তো স্পেসিফিক অনেক কিছুই লাগতেছে?
যেমন আপনি এর আগে ট্রানজেকশন ফি এর কথা বলেছিলেন কয়েক সেন্ট কাটবে বলেছিলেন কিন্তু উল্লেখ করে বলেননি, আমি আমার এক বন্ধুর কাছে শুনেছিলাম হাফ ডলারের মতন কেটে নেয়। এই জিনিসটা আমাকে কনফার্ম করবেন।
আবার এখানে বইলেন না যে google কেন সার্চ করলাম না, গুগলে অনেক সময় রিয়েল টাইম ইনফরমেশন পাওয়া যায় না এমন আমার সাথে অনেকবার হয়েছে যে ওয়েবসাইটে দেওয়া আছে একটা উইথড্রল ফি গিয়ে দেখি ওই ব্লক চেইন এ উইথ ড্র করাই ডিসএবল।
আর যাই হোক আরেকটা বিষয় আপনি কি বর্তমানে বাংলাদেশের বাহিরে অবস্থান করতেছেন? ফরেইন কোন কান্ট্রিতে আছেন নাকি?
কারণ আপনার এর আগে স্ক্রিনশট দেওয়া ইন্টার ফেস এর সাথে আমার ইন্টারফেস মিলতেছে না।
আর ফ্লাশ সেল এর ব্যাপারটা তো বাংলাদেশে জন্য অলরেডি রেস্ট্রিকশন করা, এটাও সম্ভবত মেবি বাংলাদেশে ক্রিপ্ট কারেন্সি ব্যান করা দেখে।
(https://www.talkimg.com/images/2025/04/17/x7NN2.jpeg)
আপনি ভাই রেডট পে নিয়ে একটা টিউটোরিয়াল টপিক তৈরি করেন আমাদের জন্য খুবই উপকার হবে। ::)
-
বড় ভাই যখন বলতেছেন তখন অবশ্যই স্প্যামিং হিসেবে গণনা হচ্ছে।
আপনি ভাই মডারেটর আপনি যা বলবেন তাই সঠিক। ::)
ভাই আমি মডারেটর হয়েছি তাই বলেছি আমি সব কিছুই জানি সব কিছুই বুঝি এবং জ্ঞানের ভান্ডার তা নয় আমিও আপনাদের মতই একজন সাধারণ মানুষ এবং আমি খুব বেশি কিছু জানিনা। যতটুকু জানি সেগুলো নিয়েই কথা বলি। আমি যা বলব তাই ঠিক কেন হবে আমি মডারেটর বলে কি ভুল কিছু বলতে পারি না বা আমার ভুল হতে পারে না। সব সময় নিজে লজিক দিয়ে চিন্তা করবেন একজন মডারেটর কিছু বলবে অথবা কোন সিনিয়র মেম্বার কিছু বলবে বলেই যে সেগুলোই ১০০% সত্য বলে মেনে নেবেন এটি কেন করবেন। আপনি নিজেই আপনার উপরের পোস্ট গুলো দেখেন তারপর লজিক দিয়ে চিন্তা করেন। তাহলে আপনার উত্তর আপনি নিজেই পাবেন।
আপনি ভাই রেডট পে নিয়ে একটা টিউটোরিয়াল টপিক তৈরি করেন আমাদের জন্য খুবই উপকার হবে। ::)
ঠিক আছে আমি এরকম একটি টপিক ক্রিয়েট করব যেখানে শুধুমাত্র Redotpay এর বিষয়ে থাকবে না, আমি আরো রিসার্চ করে বাংলাদেশে থেকে ব্যবহার করার উপযুক্ত এবং ক্রিপ্টো দিয়ে ব্যালেন্স রিলোড করা যায় এমন কিছু ডেবিট কার্ড এর তথ্য নিয়ে বিস্তারিত একটি টপিক ক্রিয়েট করব। তবে আমার সময়ের স্বল্পতা রয়েছে যার কারণে এটি করতে কিছুদিন সময় লাগতে পারে।
-
আপনারা তো দেখি ডিবেটে ঢুকে গেছেন। আমিও খেয়াল করিনি তেমন একটা। জিসান ভাই, আপনি জানেন বলেই আসলে উনি আপনাকে একটা একটা করে প্রশ্ন করা শুরু করছে। আসলে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে গেলে যা হয় আরকি। অনেক সময় গুগলে অনেক পপুলার সার্ভিসের নাম লিখে সার্চ করলেও ফার্স্ট রেজাল্ট আসে ফিশিং সাইটের। এরকম এক্সপেরিয়েন্স অনেকেরই হয়েছে। যেহেতু ফাইনান্স রিলেটেড ব্যাপার, তাই সবাই একটু বেশি সতর্ক হতে চায়। তবে ক্রিপ্টো লাইব্রেরী ভাই, আপনিও চাইলে এটা নিয়ে একটু ঘাটাঘাটি করতে পারেন। সব সময় অন্যের ওপর ডিপেন্ড করতে নাই। ধরেন আমাকে একটা প্রশ্ন করলেন, আমি উত্তর দিলাম। আমার উত্তরের ওপর ভরসা করে আপনি একটা কাজ করতে গেলেন, করে দেখলেন আমার ভূল তথ্যর জন্য আপনার লস হলো। তখন তো ঝামেলায় পড়ে যাবেন। আর আমাকেও দোষ দিবেন :'( :'(
-
বড় ভাই যখন বলতেছেন তখন অবশ্যই স্প্যামিং হিসেবে গণনা হচ্ছে।
আপনি ভাই মডারেটর আপনি যা বলবেন তাই সঠিক। ::)
ভাই আমি মডারেটর হয়েছি তাই বলেছি আমি সব কিছুই জানি সব কিছুই বুঝি এবং জ্ঞানের ভান্ডার তা নয় আমিও আপনাদের মতই একজন সাধারণ মানুষ এবং আমি খুব বেশি কিছু জানিনা। যতটুকু জানি সেগুলো নিয়েই কথা বলি। আমি যা বলব তাই ঠিক কেন হবে আমি মডারেটর বলে কি ভুল কিছু বলতে পারি না বা আমার ভুল হতে পারে না। সব সময় নিজে লজিক দিয়ে চিন্তা করবেন একজন মডারেটর কিছু বলবে অথবা কোন সিনিয়র মেম্বার কিছু বলবে বলেই যে সেগুলোই ১০০% সত্য বলে মেনে নেবেন এটি কেন করবেন। আপনি নিজেই আপনার উপরের পোস্ট গুলো দেখেন তারপর লজিক দিয়ে চিন্তা করেন। তাহলে আপনার উত্তর আপনি নিজেই পাবেন।
এ ভাই আপনি মনে হয় ভুল বুঝতাছেন। আপনারা কখন বললাম আপনি সবকিছু জানেন বা সবকিছু বুঝেন বা আপনি জ্ঞানের ভান্ডার। আর আপনাকে তো আমি এলিয়েনও বলি নাই। আপনি তো অবশ্যই মানুষই হবেন। ::)
জাস্ট আপনার রেংক এর উপর ভিত্তি করে আপনার কাছ থেকে সাজেশন চাইছিলাম ভাই। মডারেটর তো ভাইয়া সবাই হয় না।
ঠিক আছে আমি এরকম একটি টপিক ক্রিয়েট করব যেখানে শুধুমাত্র Redotpay এর বিষয়ে থাকবে না, আমি আরো রিসার্চ করে বাংলাদেশে থেকে ব্যবহার করার উপযুক্ত এবং ক্রিপ্টো দিয়ে ব্যালেন্স রিলোড করা যায় এমন কিছু ডেবিট কার্ড এর তথ্য নিয়ে বিস্তারিত একটি টপিক ক্রিয়েট করব। তবে আমার সময়ের স্বল্পতা রয়েছে যার কারণে এটি করতে কিছুদিন সময় লাগতে পারে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ
(https://i.makeagif.com/media/10-09-2024/imidSQ.gif)
আপনারা তো দেখি ডিবেটে ঢুকে গেছেন। আমিও খেয়াল করিনি তেমন একটা। জিসান ভাই, আপনি জানেন বলেই আসলে উনি আপনাকে একটা একটা করে প্রশ্ন করা শুরু করছে। আসলে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে গেলে যা হয় আরকি। অনেক সময় গুগলে অনেক পপুলার সার্ভিসের নাম লিখে সার্চ করলেও ফার্স্ট রেজাল্ট আসে ফিশিং সাইটের। এরকম এক্সপেরিয়েন্স অনেকেরই হয়েছে। যেহেতু ফাইনান্স রিলেটেড ব্যাপার, তাই সবাই একটু বেশি সতর্ক হতে চায়। তবে ক্রিপ্টো লাইব্রেরী ভাই, আপনিও চাইলে এটা নিয়ে একটু ঘাটাঘাটি করতে পারেন। সব সময় অন্যের ওপর ডিপেন্ড করতে নাই। ধরেন আমাকে একটা প্রশ্ন করলেন, আমি উত্তর দিলাম। আমার উত্তরের ওপর ভরসা করে আপনি একটা কাজ করতে গেলেন, করে দেখলেন আমার ভূল তথ্যর জন্য আপনার লস হলো। তখন তো ঝামেলায় পড়ে যাবেন। আর আমাকেও দোষ দিবেন :'( :'(
ডিবেটে ভাই কেন যাব না, আপনি বিটকয়েন টকে আমার করা ২০২২ সালে করা একটি টপিকের কথা জানেন কিনা জানিনা।
সে বছর আমি হ্যাকিং এর শিকার হয়েছিলাম তারপর থেকে ভাই প্রতিটা বিষয় এর ক্ষেত্রেই একটু সতর্কতা অবলম্বন করার চেষ্টা করি।
এখন আমার অবস্থা এমন যে আমি আমার মোবাইল ল্যাপটপে কোন একটা থার্ড পার্টি হতে কোন সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন ইন্সটল করিনা। দরকার পড়লে পেইড ভার্সন কিনি।
আর এই ধরনের কমিউনিটি গুলো হচ্ছে এক ধরনের রিভিউ প্লাটফর্ম এইখানে অন্তত রেপুটেবল মেম্বারদের থেকে ভুল এডভাইস পাওয়া যেতে পারে কিন্তু ফিশিং লিংক তো আর দিবেনা না তাই না।
-
ডিবেটে ভাই কেন যাব না, আপনি বিটকয়েন টকে আমার করা ২০২২ সালে করা একটি টপিকের কথা জানেন কিনা জানিনা।
সে বছর আমি হ্যাকিং এর শিকার হয়েছিলাম তারপর থেকে ভাই প্রতিটা বিষয় এর ক্ষেত্রেই একটু সতর্কতা অবলম্বন করার চেষ্টা করি।
এখন আমার অবস্থা এমন যে আমি আমার মোবাইল ল্যাপটপে কোন একটা থার্ড পার্টি হতে কোন সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন ইন্সটল করিনা। দরকার পড়লে পেইড ভার্সন কিনি।
আর এই ধরনের কমিউনিটি গুলো হচ্ছে এক ধরনের রিভিউ প্লাটফর্ম এইখানে অন্তত রেপুটেবল মেম্বারদের থেকে ভুল এডভাইস পাওয়া যেতে পারে কিন্তু ফিশিং লিংক তো আর দিবেনা না তাই না।
আমি আপনার পুরাতন পোষ্ট দেখিনি মনে হয়। দেখে থাকলেও ভুলে গেছি। আমিও ভাই ফিশিং এট্যাকের কবলে পড়েছিলাম। যদিও সেটা কেবলই আমার আলসেমি আর ভূলের কারনে। এর পর থেকে আমিও অনেক সতর্ক হয়ে থাকার চেষ্টা করি। হ্যা, এটা ঠিক যে ফোরামের রেপুটেড কেউ আপনাকে ফিশিং লিংক দিবে না অন্তত। তবে অন্যান্য রিসার্চ গুলো চাইলে আপনি করেই নিতে পারেন। নিজের রিসার্চ সব সময় ই ভালো ইফেক্টিভ হয়। আমি কোনো কিছু কারো কাছ থেকে জানার পরেও সেটা আবার নিজে যাচাই করি। কারন বলা তো যায় না, সে নিজেও ভূল হতে পারে।
-
বাংলাদেশে ক্রিপ্টো ডেবিট/ক্রেডিট কার্ড এটার এখনো পারমিশন দেয়নি। যেহেতু এখন পর্যন্ত এটার বাংলাদেশে নিষিদ্ধ করা আছে। তবে ভবিষ্যতে একসময় দেখা যাবে বাংলাদেশে শুধু টাকা উঠিয়ে নিয়ে , টাকার পরিবর্তে ক্রিপ্টো ডেবিট/ক্রেডিট কার্ড এগুলোর মাধ্যমে শুধু ডলার ব্যবহার করবে। ভবিষ্যৎ প্রজন্মে আমরা এগুলো দেখতে পারবো যতটুক সম্ভব মনে হচ্ছে। কারণ বাংলাদেশ অন্যান্য দেশের তুলনায় অনেকটাই পিছিয়ে রয়েছে। তাই আমরা ২০৪০ সালে মধ্যে এগুলোর আশা রাখতে পারি।
-
বাংলাদেশে ক্রিপ্টো ডেবিট/ক্রেডিট কার্ড এটার এখনো পারমিশন দেয়নি। যেহেতু এখন পর্যন্ত এটার বাংলাদেশে নিষিদ্ধ করা আছে। তবে ভবিষ্যতে একসময় দেখা যাবে বাংলাদেশে শুধু টাকা উঠিয়ে নিয়ে , টাকার পরিবর্তে ক্রিপ্টো ডেবিট/ক্রেডিট কার্ড এগুলোর মাধ্যমে শুধু ডলার ব্যবহার করবে। ভবিষ্যৎ প্রজন্মে আমরা এগুলো দেখতে পারবো যতটুক সম্ভব মনে হচ্ছে। কারণ বাংলাদেশ অন্যান্য দেশের তুলনায় অনেকটাই পিছিয়ে রয়েছে। তাই আমরা ২০৪০ সালে মধ্যে এগুলোর আশা রাখতে পারি।
কি বললেন ভাই, বাংলাদেশে ইতিমধ্যে ব্যাপকভাবে ডেবিট ক্রেডিট কার্ড এর ব্যবহার হচ্ছে, এবং সেই কার্ডগুলোতে ডলার androcement থাকলে সেগুলো দিয়ে যেকোন জায়গায় ডলারে পেমেন্ট করা যাচ্ছে। তবে ক্রিপ্টো ডেভিড ক্রেডিট কার্ড সরাসরি বাংলাদেশের কোন কোম্পানি প্রোভাইড করেনা। অনলাইনে কিছু এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম এটি প্রোভাইড করত কিন্তু বাংলাদেশে এখনো ক্রিপ্টো অবৈধ থাকায় ধীরে ধীরে সব প্ল্যাটফর্ম থেকে এগুলোকে বাংলাদেশের জন্য ব্যান করা হচ্ছে। এগুলো ভাই ভার্চুয়াল কার্ড তাই আপনি এগুলো এটিএম এ ব্যবহার করে টাকা তুলতে পারবেন না শুধুমাত্র কোন ই-কমার্স পেমেন্ট গেটওয়েতে পেমেন্ট করতে পারবেন।
আপনি এখানে নতুন তাই অনুরোধ করবো আগে ফোরামের রুলস গুলো ভালোভাবে পর্যবেক্ষণ করুন তারপর যখন কোন পোস্ট করবেন তখন সেই পোস্ট গোছালোভাবে করার চেষ্টা করুন প্রয়োজনে পোস্ট লেখার পর কয়েকবার নিজে পড়ুন তারপর পোস্ট করুন। আপনার পোস্টের লেখা এলোমেলো হয়ে আছে এখানে মূল পয়েন্ট বোঝা খুবই কঠিন
-
তবে ক্রিপ্টো ডেভিড ক্রেডিট কার্ড সরাসরি বাংলাদেশের কোন কোম্পানি প্রোভাইড করেনা। অনলাইনে কিছু এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম এটি প্রোভাইড করত কিন্তু বাংলাদেশে এখনো ক্রিপ্টো অবৈধ থাকায় ধীরে ধীরে সব প্ল্যাটফর্ম থেকে এগুলোকে বাংলাদেশের জন্য ব্যান করা হচ্ছে। এগুলো ভাই ভার্চুয়াল কার্ড তাই আপনি এগুলো এটিএম এ ব্যবহার করে টাকা তুলতে পারবেন না শুধুমাত্র কোন ই-কমার্স পেমেন্ট গেটওয়েতে পেমেন্ট করতে পারবেন।
এই ব্যাপারটা আমিও জানি, কিন্তু ফেইসবুক গ্রুপ গুলোতে প্রায়ই দেখি বাংলাদেশি ইউজার রা তাদের বাইনান্স বা বাইবিট ক্রিপ্টো ডেবিট কার্ড (প্লাস্টিক) এর ছবি পোষ্ট করে। কিন্তু তাদের কাছে জানতে চাইলে তারা বিস্তারিত শেয়ার করে না। যেহেতু বাংলাদেশে প্লাস্টিক কার্ড ডেলিভারি হচ্ছে না, তাহলে তারা কিভাবে কার্ড গুলো পাচ্ছে? এটা ভাবলে আমার মাথায় একটা চিন্তাই আসে, যে তারা কার্ড এর এপ্লাই করার সময় ডেলিভারি এড্রেস বাইরের কোনো দেশের দেয়, সেখানে রিসিভ করে তারপর দেশে নিয়ে আসে। অথবা তারা প্রবাসী। তারা যে দেশে থাকে, সেই দেশেই কার্ড ডেলিভারি নেয়। গতকালকেও দেখেছি বাইবিট নতুন কার্ড এর জন্য আমাকে নটিফিকেশন দিয়েছে। কিন্তু সেখানে বাংলাদেশ কোনো অপশন নাই।
-
তবে ক্রিপ্টো ডেভিড ক্রেডিট কার্ড সরাসরি বাংলাদেশের কোন কোম্পানি প্রোভাইড করেনা। অনলাইনে কিছু এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম এটি প্রোভাইড করত কিন্তু বাংলাদেশে এখনো ক্রিপ্টো অবৈধ থাকায় ধীরে ধীরে সব প্ল্যাটফর্ম থেকে এগুলোকে বাংলাদেশের জন্য ব্যান করা হচ্ছে। এগুলো ভাই ভার্চুয়াল কার্ড তাই আপনি এগুলো এটিএম এ ব্যবহার করে টাকা তুলতে পারবেন না শুধুমাত্র কোন ই-কমার্স পেমেন্ট গেটওয়েতে পেমেন্ট করতে পারবেন।
এই ব্যাপারটা আমিও জানি, কিন্তু ফেইসবুক গ্রুপ গুলোতে প্রায়ই দেখি বাংলাদেশি ইউজার রা তাদের বাইনান্স বা বাইবিট ক্রিপ্টো ডেবিট কার্ড (প্লাস্টিক) এর ছবি পোষ্ট করে। কিন্তু তাদের কাছে জানতে চাইলে তারা বিস্তারিত শেয়ার করে না। যেহেতু বাংলাদেশে প্লাস্টিক কার্ড ডেলিভারি হচ্ছে না, তাহলে তারা কিভাবে কার্ড গুলো পাচ্ছে? এটা ভাবলে আমার মাথায় একটা চিন্তাই আসে, যে তারা কার্ড এর এপ্লাই করার সময় ডেলিভারি এড্রেস বাইরের কোনো দেশের দেয়, সেখানে রিসিভ করে তারপর দেশে নিয়ে আসে। অথবা তারা প্রবাসী। তারা যে দেশে থাকে, সেই দেশেই কার্ড ডেলিভারি নেয়। গতকালকেও দেখেছি বাইবিট নতুন কার্ড এর জন্য আমাকে নটিফিকেশন দিয়েছে। কিন্তু সেখানে বাংলাদেশ কোনো অপশন নাই।
হতে পারে তারা প্রবাসী এবং বাংলাদেশে তারা একটি এজেন্সি তৈরি করেছে এবং তারা বাইরের দেশ থেকে সেগুলোকে সাপ্লাই করে। কারণ যেখানে বর্তমান সময়ে বাংলাদেশের জন্য ক্রিপ্টো ভার্চুয়াল কার্ডগুলো কেউ বন্ধ করা হচ্ছে সেখানে ফিজিক্যাল গার্ড কিভাবে নেওয়া সম্ভব ! এই কার্ডগুলো সম্ভবত বাহিরের দেশের ডকুমেন্ট দিয়ে করা আর সেগুলো বাংলাদেশে অবৈধভাবে বিক্রি করা হয়। আসলে আমরা জানি বাংলাদেশে অনেক কিছুই অবৈধ কিন্তু বর্তমান সময়ে ফেসবুকে দেখা যায় অবৈধ জিনিসগুলোও বুস্ট করে বিক্রি করা হচ্ছে কিন্তু সেগুলোর বিরুদ্ধে কোন লিগ্যাল একশন সেরকম নিতে দেখা যায় না। তবে যেভাবেই তারা এই কার্ডগুলোকে সাপ্লাই দেন না কেন এগুলো ব্যবহার করা অনেক রিস্কি। যেকোনো সময় কার্ডগুলো ব্লক হতে পারে এবং ফান্ড আটকে যেতে পারে। যে জিনিসটি আপনি স্বাচ্ছন্দ্যভাবে ব্যবহার করতে পারবেন না সেটি কেন ব্যবহার করা উচিত ?
-
এই কার্ডগুলো সম্ভবত বাহিরের দেশের ডকুমেন্ট দিয়ে করা আর সেগুলো বাংলাদেশে অবৈধভাবে বিক্রি করা হয়। আসলে আমরা জানি বাংলাদেশে অনেক কিছুই অবৈধ কিন্তু বর্তমান সময়ে ফেসবুকে দেখা যায় অবৈধ জিনিসগুলোও বুস্ট করে বিক্রি করা হচ্ছে কিন্তু সেগুলোর বিরুদ্ধে কোন লিগ্যাল একশন সেরকম নিতে দেখা যায় না। তবে যেভাবেই তারা এই কার্ডগুলোকে সাপ্লাই দেন না কেন এগুলো ব্যবহার করা অনেক রিস্কি। যেকোনো সময় কার্ডগুলো ব্লক হতে পারে এবং ফান্ড আটকে যেতে পারে। যে জিনিসটি আপনি স্বাচ্ছন্দ্যভাবে ব্যবহার করতে পারবেন না সেটি কেন ব্যবহার করা উচিত ?
কার্ড বিক্রি করে কি হবে? কার্ড বিক্রি করলে বাইনান্স বা বাইবিট একাউন্ট সহ বিক্রি করতে হবে। নইলে একাউন্টে ফান্ড ঢুকাবে কিভাবে? আমি গত পরশুদিন দেখলাম, আমি চাইলে বাংলাদেশী হয়েও দুবাই বা মালয়শিয়া তে কার্ড রিসিভ করতে পারবো। যদিও আমার একাউন্ট আমার বাংলাদেশী ডকুমেন্ট দিয়ে কেওয়াইসি করা আছে বাইবিটে, কিন্তু কার্ড ফিজিক্যাল কার্ড অর্ডার করতে গেলে তারা রিসিভিং কান্ট্রি এবং এড্রেস দিতে বলছে। সেখানে বাংলাদেশের কেউ অন্য দেশে কার্ড ডেলিভারি নিতে পারবে। আমার ধারনা, যারা ফেইসবুকে এগুলো পোষ্ট করছে, তারা একই ভাবে কার্ড অর্ডার করেছে। যদিও বাইনান্সে এমন সিষ্টেম নাই।