আপনার যখন কোন বিষয়ের উপর জানার প্রয়োজন হবে বা ব্যবহার করার প্রয়োজন হবে তখন অবশ্যই নিজের ব্যক্তিগতভাবে রিসার্চ না করে কাউকে প্রত্যেকটা সিঙ্গেল কোশ্চেন করা উচিত না। এটি হয়তো বা এই টপিকের পোস্ট সংখ্যা বাড়াচ্ছে তবে এটিও এক ধরনের স্পামিং হিসেবে গণনা হচ্ছে।
বড় ভাই যখন বলতেছেন তখন অবশ্যই স্প্যামিং হিসেবে গণনা হচ্ছে।
আপনি ভাই মডারেটর আপনি যা বলবেন তাই সঠিক।

এখন আমার প্রসপেক্টেড ভিন্ন ছিল, যেমন আপনার কাছে তাদের অফিসিয়াল লিংক চাওয়ার বিষয়টা , বর্তমানে হাজার হাজার এরকম ওয়েবসাইট রয়েছে এবং তার মধ্যে আবার এদের ডুপ্লিকেট ভার্সনো রয়েছে আপনি যদি লক্ষ্য করেন বিটকয়েনটক ফোরামে eXch নামের প্রজেক্টটি জাস্ট আলাদা করে এন্টি ফিশিং সিগনেচার ক্যাম্পেইন রান করেছে ।
এইভাবে জিজ্ঞাসা করাকে যদি স্পামিং ধরে নেন আমার আর কিছু বলার নাই,
আমার আপনাকে জিজ্ঞাসা করার উদ্দেশ্য ছিল যেহেতু আপনি এই ফোরামের একজন মডারেটর তাই আপনার থেকে হয়তোবা ট্রাস্টেড সোর্স পাওয়া যাবে, আর আমি এইভাবে এক্সপ্লোর করাতে বেশি বিশ্বাসী।
আর এরকম জিনিস করার যদি সুযোগ না দেন তাহলে ফোরাম কমিউনিটি কিসের জন্য?
চাইলে তো সবকিছুই chatgpt-4 দিয়ে এবং গুগল করে জানা যায় কিন্তু রিয়েল এক্সপেরিয়েন্স এই ধরনের কমিউনিটি থেকেই জানা যায়।
আর গুগলের কথা তো নাই বললাম দ্বারা সার্চ ইঞ্জিন বেশি অপটিমাইজেশন করতে পারবে তাদেরকে সামনে আনবে ইভেন ফিশিং হলেও।
আপনার Redotpay ব্যবহার করার প্রয়োজন, তাহলে আপনার প্রথমেই এটি ডাউনলোড করে এটি ঘাটাঘাটি করা উচিত তারপর কোন একটি স্পেসিফিক জায়গায় না বুঝলে সেটি আপনি জিজ্ঞেস করতে পারেন। তবে নিজে কোন কিছু না দেখেই কোন রিসার্চ না করেই প্রত্যেকটা সিঙ্গেল কোশ্চেন জিজ্ঞেস করাটাকি আপনাদের মত বড় ব্যাংকের একাউন্টগুলোর জন্য প্রশংসনীয় ব্যাপার হয় ? আপনাদের থেকে আশা করব গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে প্রতিনিয়ত নতুন টপিক ক্রিয়েট করার চেষ্টা করবেন, শুধুমাত্র একটি টপিকের মধ্যে নতুনদের মত বারবার প্রশ্ন না করে, যদি সেটি আপনি কোনভাবেই না বুঝেন।
স্পেসিফিক জায়গা বলতে ভাই আপনি কোনটা বলতে চাইতেছেন আমি আসলে বুঝতাছি না আমার কাছে তো স্পেসিফিক অনেক কিছুই লাগতেছে?
যেমন আপনি এর আগে ট্রানজেকশন ফি এর কথা বলেছিলেন কয়েক সেন্ট কাটবে বলেছিলেন কিন্তু উল্লেখ করে বলেননি, আমি আমার এক বন্ধুর কাছে শুনেছিলাম হাফ ডলারের মতন কেটে নেয়। এই জিনিসটা আমাকে কনফার্ম করবেন।
আবার এখানে বইলেন না যে google কেন সার্চ করলাম না, গুগলে অনেক সময় রিয়েল টাইম ইনফরমেশন পাওয়া যায় না এমন আমার সাথে অনেকবার হয়েছে যে ওয়েবসাইটে দেওয়া আছে একটা উইথড্রল ফি গিয়ে দেখি ওই ব্লক চেইন এ উইথ ড্র করাই ডিসএবল।
আর যাই হোক আরেকটা বিষয় আপনি কি বর্তমানে বাংলাদেশের বাহিরে অবস্থান করতেছেন? ফরেইন কোন কান্ট্রিতে আছেন নাকি?
কারণ আপনার এর আগে স্ক্রিনশট দেওয়া ইন্টার ফেস এর সাথে আমার ইন্টারফেস মিলতেছে না।
আর ফ্লাশ সেল এর ব্যাপারটা তো বাংলাদেশে জন্য অলরেডি রেস্ট্রিকশন করা, এটাও সম্ভবত মেবি বাংলাদেশে ক্রিপ্ট কারেন্সি ব্যান করা দেখে।

আপনি ভাই রেডট পে নিয়ে একটা টিউটোরিয়াল টপিক তৈরি করেন আমাদের জন্য খুবই উপকার হবে।
