(https://www.talkimg.com/images/2025/03/25/lnLpv.png)
(https://www.talkimg.com/images/2025/03/25/lnBhz.png)
কারো কোনো প্রশ্ন থাকলে বা কোনো ভুলত্রুটি চোঁখে পড়লে অবশ্যই জানায়েন :)
অনেক ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর একটা সচেতনতা মূলক পোস্ট করার জন্য। এই তথ্য গুলো সকলের বিশেষ করে নিউবাইদের জানা খুবই জরুরি। হ্যানিপট স্ক্যামে আমি নিজেও কয়েক বছর আগে একবার ধরা খাইছি। আমি বুঝতেই পারিনি যে তারা এই পলিসিতে স্ক্যাম করতে পারে।Honeypot Scam হতে সাবধান
অনেকদিন ধরেই ভাবতেছিলাম এই বিষয়ে কিছু লিখবো কিন্তু ব্যস্ততার কারণে লেখা হয়ে উঠে নি। আজকে মূলত "Honeypot" স্ক্যাম নিয়ে কিছু কথা বলবো। আপনারা প্রশ্ন করতে পারেন হাজার হাজার স্ক্যামের ভিতর এটাই কোনো! এর কারন হলো আমি নিজে একজন প্রত্যক্ষদর্শী, আমার নিজের সাথে এই স্ক্যামটি হতে হতে হয়নি, এজন্য মূলত এটা লিখলাম।
Honeypot স্ক্যাম আসলে কি?
- এই স্ক্যামটি হলো এমন এক ধরনের স্ক্যামিং টেকনিক যেখানে স্ক্যামার তার নিজের প্রাইভেট কী, সিডফ্রেস, লগিন পাসওয়ার্ড, ইমেইল এড্রেস, ইউজারনেইম ভিকটিমের কাছে পাঠায়। হতে পারে সেটি টেলিগ্রামে, ডিসকর্ডে, ইমেইলে বা অন্য কোনো মাধ্যমে।
- আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে কোনো নিউবি হয়তো ভুলবশত আপনাকে এসব পাঠিয়েছে। অনেকসময় এমনও হয়, এরা নিউবি সেজে পোস্ট করে, যে আমার কাছে বড় অংকের একটা এমাউন্ট আছে, বাট আমি এটি ক্যাশ করতে পারতেছিনা বা জানিনা, যে আমাকে সাহায্য করবে তাকে রিওয়ার্ড দেয়া হবে।
- আসলে এরা নিউবি বেশে ওতপেতে থাকে স্ক্যামার।
Honeypot স্ক্যাম কিভাবে কাজ করে?
- মূলত এখানো লোভ দেখানো হয়। আপনি সিডফ্রেস ইমপোর্ট করে দেখবেন, হ্যাঁ আসলেই এড্রেসটিতে ক্রিপ্টোকারেন্সি আছে, তাও আবার অনেক বড় এমাউন্টের। অনেকের মনে হতে পারে, এটা আবার কিভাবে কি, আমি তো আর আমার সিডফ্রেস ইমপোর্ট করতেছিনা, তাহলে আমি কিভাবে হারাবো।
- আসলে এসব ক্রিপ্টোকারেন্সি ব্যবহারযোগ্য না, ফ্রিজ করা, স্মার্ট কনট্যাক্ট সেট করা বা সিমিলার কিছু। আর আপনি যখন স্ক্যামারের এড্রেস থেকে আপনার এড্রেসে ফান্ড ট্রান্সফার করতে যাবে তখন দেখবেন পর্যাপ্ত গ্যাস ফি নাই।
- উদাহরণ হিসেবে দেখবেন USDC আছে বাট যেই চেইন দিয়ে কয়েনগুলো ট্রান্সফার করবেন বা করা যাবে সেটার নেটিভ টোকেন নাই, টন নেটওয়ার্কে করলে TON, ইথারিয়ামে ETH, Polygon, Near, Aptos, Sui আরো যেগুলোতে এভেইলেবল থাকে।
- এই অবস্থায় আপনাকে একপ্রকার বাধ্য হয়েই আপনার নিজের ওয়ালেট থেকে গ্যাস ফি ঐ স্ক্যামারের এড্রেসে পাঠাতে হবে। ধরেন ৫ ডলার সমপরিমাণ টোকেন পাঠাইলেন, বা ১০ ডলার বা ২০ ডলার আপনার ইচ্ছা। আর ঠিক যেই মুহূর্তে গ্যাস ফি ঢুকবে ঠিক সেই মুহূর্তে সেটি অটোমেটিক স্ক্যামারের ওয়ালেটে চলে যাবে। আপনি এখানে রিয়েক্ট করার সময়ই পাবেন না। দেখবেন ফি এইমাত্র পাঠাইছেন আবার এইমাত্রই গায়েব। আপনি যতই ট্রাই করেন, কিছুর বের করতে পারবেন।
- এখানে স্ক্যামার আগে থেকে এক ধরনের স্মার্ট কনট্রাক্ট বা বট টাইপ কিছু সেট করে রাখে। আর যেই মুহূর্তে কেউ কিছু পাঠায় সেটি আবার স্ক্যামারের কাছে রিসেন্ড হয়ে যায়।
Quote(https://www.talkimg.com/images/2025/03/25/lnLpv.png)
করণীয় কি?
- অপরিচিত কেউ যদি আপনাকে তার প্রাইভেট কী, সিডফ্রেস ইত্যাদি দেয় বা মেসেজ করে, তাহলে আস্তে করে মেসেজ ডিলিট করে ব্লক মেরে দিবেন।
- সন্দেহ থাকলে ব্লকচেইন এক্সপ্লোরারে এড্রেস চেক দিবেন। ফিসিং, স্ক্যাম এসব ক্যাটাগরিতে ফ্লাগ করা এড্রেস সেখানে দেখা যায়।
উদাহরণ:
- নিচের ছবিটি দেখুন। এখানে স্পষ্টত দেখা যাচ্ছে একজন আমাকে তার প্রাইভেট ইনফো দিয়েছে। অনেকে আবার আছে যারা আবেগের বশে লগিন/ইমপোর্ট করার ট্রাই করবে, এমনটা যেনো না হয় তাই আগে থেকেই আমি কী গুলো অর্ধেক হাইড করে দিলাম। জাস্ট ছবিটা দেখে আইডিয়া নেন।
- সামান্য ৫-১০ ডলারের গ্যাস ফি অনেকের কাছে কিছুই মনে হয়না। বাট জিনিসটা যখন ১ হাজার, ২ হাজার বা ১০ হাজার বা তার অধিক মানুষে গিয়ে দাড়ায় তাহলে সামান্য ট্রানজেকশন ফি কত হয় তা একবার হিসেবে করুন।
Quote(https://www.talkimg.com/images/2025/03/25/lnBhz.png)Quote from: DYING_S0ULকারো কোনো প্রশ্ন থাকলে বা কোনো ভুলত্রুটি চোঁখে পড়লে অবশ্যই জানায়েন :)
প্রথমে Honeypot Scam টাইটেলকে আমি ভুল করেছিলাম যে হানি ট্র্যাপ স্ক্যাম হিসেবে পড়ে। হাহাহ। ;DHoneypot Scam হতে সাবধান
প্রথমে Honeypot Scam টাইটেলকে আমি ভুল করেছিলাম যে হানি ট্র্যাপ স্ক্যাম হিসেবে পড়ে। হাহাহ। ;D
আমি জাস্ট একটা জিনিস ফলো করেছি দুনিয়াতে কখনোই টাকা কোন কারণ ছাড়াই একা একা আপনার কাছে হেঁটে আসবেনা ....
যাইহোক আমি এখানে আরেকটা রিমাইন্ডার দিয়ে দিতে চাই বর্তমানে টেলিগ্রাম এ ধরনের স্ক্যামার বের হয়েছে যে তারা আপনার নিকট আপনার টেলিগ্রাম ইউজার নেম এর জন্য হিউজ এমাউন্টের টন অফার করবে। মানে তারা আপনার টেলিগ্রাম ইউজার নেম কিনে নেবে। এটাও এক ধরনের কেমার আমাকে কয়েকবার কয়েকটা একাউন্ট থেকে এটার জন্য মেসেজ পাঠানো হয়েছিল।
এ ধরনের স্কামিং এর কথা প্রথম শুনতেছি তবে স্কামার নতুন নতুন পন্থা অবলম্বন করে স্কামিং করতেছে ....যারা এ বিষয়ে তেমন বুঝেন না এবং অভিজ্ঞ নন তারা খুব সহজেই এই প্রতারকের ফাঁদে পা দিতেন কিন্তু আপনি অভিজ্ঞ ব্যক্তি জন্যই আপনি খুব ভালোভাবে এটি বুঝতে পেরেছিলেন এবং ফাঁদে পা দেননি এর জন্য আপনাকে অভিনন্দন জানাচ্ছি।
+১যাইহোক আমি এখানে আরেকটা রিমাইন্ডার দিয়ে দিতে চাই বর্তমানে টেলিগ্রাম এ ধরনের স্ক্যামার বের হয়েছে যে তারা আপনার নিকট আপনার টেলিগ্রাম ইউজার নেম এর জন্য হিউজ এমাউন্টের টন অফার করবে। মানে তারা আপনার টেলিগ্রাম ইউজার নেম কিনে নেবে। এটাও এক ধরনের কেমার আমাকে কয়েকবার কয়েকটা একাউন্ট থেকে এটার জন্য মেসেজ পাঠানো হয়েছিল।হ্যাঁ ইউজার নেম বাই সেলের বিষয়টা আমি নিজেও নোটিস করছি। নরমালি অনেক বড় অংকের টনের টোপ ফেলে সালারা। লোভে পড়ে টোপ খাইলেই মারা। আমি যতদূর জানছি, আসল ওয়েবসাইটের মতো ফেইক সাইট বা স্ক্রিনশট বানায়ে স্ক্যাম করে। সেলার ভাবে টাকা পেয়ে গেছে, ভেবে এলাও করে দেয়, স্ক্যামার ইউজারনেম পেয়ে যায়, বাট মালিক পায় কলা।
+১যাইহোক আমি এখানে আরেকটা রিমাইন্ডার দিয়ে দিতে চাই বর্তমানে টেলিগ্রাম এ ধরনের স্ক্যামার বের হয়েছে যে তারা আপনার নিকট আপনার টেলিগ্রাম ইউজার নেম এর জন্য হিউজ এমাউন্টের টন অফার করবে। মানে তারা আপনার টেলিগ্রাম ইউজার নেম কিনে নেবে। এটাও এক ধরনের কেমার আমাকে কয়েকবার কয়েকটা একাউন্ট থেকে এটার জন্য মেসেজ পাঠানো হয়েছিল।হ্যাঁ ইউজার নেম বাই সেলের বিষয়টা আমি নিজেও নোটিস করছি। নরমালি অনেক বড় অংকের টনের টোপ ফেলে সালারা। লোভে পড়ে টোপ খাইলেই মারা। আমি যতদূর জানছি, আসল ওয়েবসাইটের মতো ফেইক সাইট বা স্ক্রিনশট বানায়ে স্ক্যাম করে। সেলার ভাবে টাকা পেয়ে গেছে, ভেবে এলাও করে দেয়, স্ক্যামার ইউজারনেম পেয়ে যায়, বাট মালিক পায় কলা।
আমাকে ভাই প্রথমে যখন মেসেজ করেছিল তার প্রোফাইল দেখে আমি মনে করেছিলাম সে কোন প্রফেশনাল সেলার এবং প্রথম এসে fragment এর অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করবে আপনার বিশ্বাস অর্জনের জন্য পরবর্তীতে দেখবেন আপনাকে সেই টেলিগ্রাম বট দিবে যার মাধ্যমে আপনার সাথে scam করা হবে।
আমাকে যখন মেসেজ দিয়েছে বা fragment এর লিংক দিয়েছে আমি তো একপর্যায়ে রিয়েল মনে করে নিয়েছিলাম কারণ আসলেও অনেক সময় ওয়েবসাইটের ডোমেন অনেক দামে কেনাবেচা করা হয়.
এর ক্ষেত্রে হয়তো কোন বড় প্ল্যাটফর্মের আমার নাম পছন্দ হয়েছে এজন্য তারা আমাকে সেই অফার দিয়েছে। কিন্তু ভাই তারা অনেকটা মাগনা মাগনা আমাকে ২০০০ton অফার করতেছিল আমার একাউন্টের নামের জন্য এটা আমার কাছে সাস্পিসিয়াস লেগেছে এবং তাছাড়া আমাকে আগেই একটা ফি প্রদান করতে বলা হয়েছিল এর পরে ভাই আমি ওইটারে ব্লক মাইরা দিচ্ছি।