যাইহোক আমি এখানে আরেকটা রিমাইন্ডার দিয়ে দিতে চাই বর্তমানে টেলিগ্রাম এ ধরনের স্ক্যামার বের হয়েছে যে তারা আপনার নিকট আপনার টেলিগ্রাম ইউজার নেম এর জন্য হিউজ এমাউন্টের টন অফার করবে। মানে তারা আপনার টেলিগ্রাম ইউজার নেম কিনে নেবে। এটাও এক ধরনের কেমার আমাকে কয়েকবার কয়েকটা একাউন্ট থেকে এটার জন্য মেসেজ পাঠানো হয়েছিল।
হ্যাঁ ইউজার নেম বাই সেলের বিষয়টা আমি নিজেও নোটিস করছি। নরমালি অনেক বড় অংকের টনের টোপ ফেলে সালারা। লোভে পড়ে টোপ খাইলেই মারা। আমি যতদূর জানছি, আসল ওয়েবসাইটের মতো ফেইক সাইট বা স্ক্রিনশট বানায়ে স্ক্যাম করে। সেলার ভাবে টাকা পেয়ে গেছে, ভেবে এলাও করে দেয়, স্ক্যামার ইউজারনেম পেয়ে যায়, বাট মালিক পায় কলা।
+১
আমাকে ভাই প্রথমে যখন মেসেজ করেছিল তার প্রোফাইল দেখে আমি মনে করেছিলাম সে কোন প্রফেশনাল সেলার এবং প্রথম এসে fragment এর অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করবে আপনার বিশ্বাস অর্জনের জন্য পরবর্তীতে দেখবেন আপনাকে সেই টেলিগ্রাম বট দিবে যার মাধ্যমে আপনার সাথে scam করা হবে।
আমাকে যখন মেসেজ দিয়েছে বা fragment এর লিংক দিয়েছে আমি তো একপর্যায়ে রিয়েল মনে করে নিয়েছিলাম কারণ আসলেও অনেক সময় ওয়েবসাইটের ডোমেন অনেক দামে কেনাবেচা করা হয়.
এর ক্ষেত্রে হয়তো কোন বড় প্ল্যাটফর্মের আমার নাম পছন্দ হয়েছে এজন্য তারা আমাকে সেই অফার দিয়েছে। কিন্তু ভাই তারা অনেকটা মাগনা মাগনা আমাকে ২০০০ton অফার করতেছিল আমার একাউন্টের নামের জন্য এটা আমার কাছে সাস্পিসিয়াস লেগেছে এবং তাছাড়া আমাকে আগেই একটা ফি প্রদান করতে বলা হয়েছিল এর পরে ভাই আমি ওইটারে ব্লক মাইরা দিচ্ছি।
এরকম কত ধরনের স্ক্যাম যে দেখলাম! একবার আমাকে এমন এক স্ক্যামার এসে বলে যে আমি ব্লকচেইন গেম ডেভোলপার, আমি একটি গেইম বানাইছি। আপনি যদি ট্রাই করে রিভিও দিতেন। সাথে তারা কিছু মালপাতি দেয়ার আশ্বাস দেয়। আমিতো জানি ঐ ভাইরাস, তাই আমি আস্তে করে হিস্ট্রি ডিলিট করে ব্লক মেরে দিছি।
দুইদিন আগে আবার আরেকটা ঘটনা ঘটে (impersonate স্ক্যামিং)। সালা এক স্ক্যামার একটা ক্রিপ্টো প্রজেক্টের মেইন মালিকের আইডি নকল করে। নকল করে আমাকে মেসেজ দেয় যে, "একজনের সাথে মার্কেটিং ডিল চলে, আমি বাহিরে, কিছু টাকা সেন্ড করো!" লল, এদিকে কিন্তু তার মার্কেটিং এর নিজস্ব টিম আছে।
একটা জিনিস নোটিস করছি আমি, এই মাদারফাদার রা, ক্রিপ্টো গ্রুপগুলোর এডমিন, মড এদের টার্গেট করে। গ্রুপ ডিটেইল থেকে বের করে এসব তথ্য, তারপর মেসেজিং।