Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: JISAN on May 09, 2025, 03:45:24 PM

Title: মডারেটর প্রমোশন ও এয়ার্নিং গাইডলাইনস
Post by: JISAN on May 09, 2025, 03:45:24 PM
প্রথমেই এটি জানাতে চাই যে আমি লোকাল মডারেটর থেকে এখন Full Mod এ প্রমোশন পেয়েছি। এতদিন শুধুমাএ লোকাল বোর্ডের পোস্ট ডিলিট করা, টপিক মুভ করা, টপিক লক করার মতো বিষয়গুলো করতে পারতাম কিন্তু এখন আরো কিছু বিষয়ের একসেস পেয়েছি , তার মধ্যে একটি গুরুত্বপুর্ন জিনিস হচ্ছে ইউজারের প্রোফাইলে Warning ট্যাগ দেওয়া।

এতদিন অনেক ইউজারের পোষ্ট ডিলিট করেছি স্পামিং এর জন্য কেউ কেউ নিজেদের শুদ্রিয়েছেন আবার কেউ কেউ এখনো স্পামিং ব্রাস্ট পোস্টিং চালিয়ে যাচ্ছেন। সবাইকে আবারো বলতেছি আপনারা স্পামিং বন্ধ করুন। অনেক পুরাতন অপ্রয়োজনীয় টপিকগুলোকে বাম্প করা থেকে বিরত থাকুন। তা না হলে আমি Warning ট্যাগ দিতে বাধ্য হবো।

সবাই নতুন নতুন টপিক ক্রিয়েট করুন, এবং পোস্ট কোয়ালিটি ভালো করুন। একটি নতুন টপিক = +1 karma এবং একটি ভালো কোয়ালিটি পোস্ট = +1 karma আমার থেকে পাবেন সবসময়।

এই টপিক পড়া , বোঝা এবং বিষয়গুলো অনুসরণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Regards
JISAN
Title: Re: মডারেটর প্রমোশন ও এয়ার্নিং গাইডলাইনস
Post by: DYING_S0UL on May 09, 2025, 06:08:59 PM
প্রথমেই এটি জানাতে চাই যে আমি লোকাল মডারেটর থেকে এখন Full Mod এ প্রমোশন পেয়েছি। এতদিন শুধুমাএ লোকাল বোর্ডের পোস্ট ডিলিট করা, টপিক মুভ করা, টপিক লক করার মতো বিষয়গুলো করতে পারতাম কিন্তু এখন আরো কিছু বিষয়ের একসেস পেয়েছি , তার মধ্যে একটি গুরুত্বপুর্ন জিনিস হচ্ছে ইউজারের প্রোফাইলে Warning ট্যাগ দেওয়া।

কংগ্রাচুলেশনস ভাই। :P

কয়েকটা প্রশ্ন ছিলো! ফুল মড দ্বারা এক্সজ্যাকলি কি মিন করছেন? ফুল মড আর গ্লোবাল মড কি দুইটা দুই জিনিস? আমি ভাবতাম মড মূলত ২ টাইপের, লোকাল মড (স্থানীয় নেতা) আর গ্লোবাল মড (ইউনুস সরকার)। তাহলে God Of Thunder ভাই কি জুনিয়র মড? আবার অনেকের প্রোফাইলে দেখি Modz লেখা থাকে, ঐটা আবার কারা! এতো কাস্টস টাইটেল যে দেখেই কনফিউজড হয়ে যাই।

সর্বশেষে কেউ যদি এবিউজ করে তার উপর কঠোর শাস্তি প্রয়োগ কইরেন। বাদ যাবেনা একটি শিশুও!
Title: Re: মডারেটর প্রমোশন ও এয়ার্নিং গাইডলাইনস
Post by: kulkhan on May 09, 2025, 07:09:21 PM
প্রথমেই এটি জানাতে চাই যে আমি লোকাল মডারেটর থেকে এখন Full Mod এ প্রমোশন পেয়েছি। এতদিন শুধুমাএ লোকাল বোর্ডের পোস্ট ডিলিট করা, টপিক মুভ করা, টপিক লক করার মতো বিষয়গুলো করতে পারতাম কিন্তু এখন আরো কিছু বিষয়ের একসেস পেয়েছি , তার মধ্যে একটি গুরুত্বপুর্ন জিনিস হচ্ছে ইউজারের প্রোফাইলে Warning ট্যাগ দেওয়া।

এতদিন অনেক ইউজারের পোষ্ট ডিলিট করেছি স্পামিং এর জন্য কেউ কেউ নিজেদের শুদ্রিয়েছেন আবার কেউ কেউ এখনো স্পামিং ব্রাস্ট পোস্টিং চালিয়ে যাচ্ছেন। সবাইকে আবারো বলতেছি আপনারা স্পামিং বন্ধ করুন। অনেক পুরাতন অপ্রয়োজনীয় টপিকগুলোকে বাম্প করা থেকে বিরত থাকুন। তা না হলে আমি Warning ট্যাগ দিতে বাধ্য হবো।

সবাই নতুন নতুন টপিক ক্রিয়েট করুন, এবং পোস্ট কোয়ালিটি ভালো করুন। একটি নতুন টপিক = +1 karma এবং একটি ভালো কোয়ালিটি পোস্ট = +1 karma আমার থেকে পাবেন সবসময়।

এই টপিক পড়া , বোঝা এবং বিষয়গুলো অনুসরণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Regards
JISAN
আপনাকে অভিনন্দন ভাই ফুল মডারেটরে উত্তীর্ণ হওয়ার জন্য। আমি মনে করি আমরা যারা বাংলা ভাষাভাষীর আছি এটা তাদের জন্য অত্যন্ত গর্বের একটা বিষয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ এজন্য যে আপনি আমাদের ভুলত্রুটি গুলো ধরিয়ে দেন যার ফলে আমরা আমাদের পোস্ট কোয়ালিটি এবং আমের রুলস মেনটেন করে চলছে আরো উৎসাহিত হয়েছি।

আর আপনার এই কারমা অফারটি আমাদেরকে নতুন নতুন টপিক তৈরি করতে উৎসাহিত করবে। এবং আপনার পোস্টটি পড়ে এবং বুঝে অনেকেই উপকৃত হবে।