প্রথমেই এটি জানাতে চাই যে আমি লোকাল মডারেটর থেকে এখন Full Mod এ প্রমোশন পেয়েছি। এতদিন শুধুমাএ লোকাল বোর্ডের পোস্ট ডিলিট করা, টপিক মুভ করা, টপিক লক করার মতো বিষয়গুলো করতে পারতাম কিন্তু এখন আরো কিছু বিষয়ের একসেস পেয়েছি , তার মধ্যে একটি গুরুত্বপুর্ন জিনিস হচ্ছে ইউজারের প্রোফাইলে Warning ট্যাগ দেওয়া।
এতদিন অনেক ইউজারের পোষ্ট ডিলিট করেছি স্পামিং এর জন্য কেউ কেউ নিজেদের শুদ্রিয়েছেন আবার কেউ কেউ এখনো স্পামিং ব্রাস্ট পোস্টিং চালিয়ে যাচ্ছেন। সবাইকে আবারো বলতেছি আপনারা স্পামিং বন্ধ করুন। অনেক পুরাতন অপ্রয়োজনীয় টপিকগুলোকে বাম্প করা থেকে বিরত থাকুন। তা না হলে আমি Warning ট্যাগ দিতে বাধ্য হবো।
সবাই নতুন নতুন টপিক ক্রিয়েট করুন, এবং পোস্ট কোয়ালিটি ভালো করুন। একটি নতুন টপিক = +1 karma এবং একটি ভালো কোয়ালিটি পোস্ট = +1 karma আমার থেকে পাবেন সবসময়।
এই টপিক পড়া , বোঝা এবং বিষয়গুলো অনুসরণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Regards
JISAN