Altcoins Talks - Cryptocurrency Forum
Local => বাংলা (Bengali) => Topic started by: JISAN on October 10, 2018, 02:34:49 PM
-
আমাদের ১ টাকা ২ টাকা ও ৫ টাকার কয়েনের মতো এটিও একটি কয়েন কিন্তু এটা শুধু নামের ক্ষেত্রেই কয়েন কারন এই কয়েন টি ফিজিক্যালি দেখা যায় না, ধরা যায় না, ছোয়া যায় না বা আপনার ওয়ালেট বা পকেটে-ও রাখা যায় না, কিন্তু এই কয়েন দিয়েও আপনি চাইলে টাকা বা ডলারের মতো সবকিছুই কিনতে পারবেন যদি আপনার সেলার বিটকয়েন সাপোর্ট করে, আসলে বিটকয়েন হল এক প্রকার ভার্চুয়াল কারেন্সি। এটি আমাদের সাধারণ টাকার বা ডলারের মতই। যদিও বাংলাদেশে এখনও বিটকয়েন লেনদেন বৈধতা পায় নাই । বিটকয়েন বাজারে অনেক বছর যাবতই আছে। কিন্তু তারপরেও অনেকেই এই বিটকয়েন সম্পর্কে তেমন কিছু জানেন না তাই তাদের কে বিট কয়েন সম্পর্কে একটি পরিস্কার ধারনা দিতেই আমার আজকের এই প্রচেস্টা ।
আসলে কি এই বিটকয়েন ?
খুব সহজে বললে, বিটকয়েন হলো ডিজিটাল কারেন্সি যা এনক্রিপশন লেয়ারের মাধ্যমে সুরক্ষিত থাকে তাই এগুলোকে সাধারণত ক্রিপ্টোকারেন্সিও বলা হয়ে থাকে। আমরা যে টাকা বা ডলার দিয়ে কেনাবেচা করি তা প্রিন্ট করতে হয়, তৈরি করতে হয়। বিটকয়েনও তৈরি হয়। তবে নরমাল টাকার মত না। কারণ বিটকয়েন প্রিন্ট করতে হয় না। বিটকয়েন তৈরি হয় বিশাল বিশাল অঙ্ক সমাধান করার মাধ্যমে।বিটকয়েন মাইনিং এর মাধ্যমে এখন অনেকে চিন্তা করছেন যে ভার্চুয়াল অর্থের মধ্যে অঙ্কের সমাধান কেন করা লাগবে। আমি এইগুলো সবই আজকে আপনাদের সাথে আলোচনা করবো ।
বিটকয়েনের প্রকারভেদ ?
“বিটকয়েনে অল্প ফি দিয়ে দ্রুত লেনদেন করা সম্ভব” -এটা হয়তো শুনে থাকবেন কিন্তু বর্তমানে বিটকয়েনের ব্যাপক জনপ্রিয়তার কারনে নেটওয়ার্কে সমস্যা হচ্ছে। ফলে লেনদেনগুলো কনফার্ম হতে আধা ঘন্টা থেকে এক ঘন্টা লাগছে আর মাইনার ফি অনেক বেড়ে গেছে। কম ফি দিলে আপনার ট্রানজেকশন কনফার্ম হতে অনেক সময় লাগবে, অথবা হবেই না।
এই সমস্যা দূর করার জন্য মাইনাররা বিটকয়েনকে আপগ্রেড করে ১লা আগস্ট ২০১৭ হতে বিটকয়েন ২টি ভাগে বিভক্ত করেছে ,একটি আগের পুরনো বিটকয়েন আরেকটি বিটকয়েন ক্যাশ ১৩ নভেম্বর ২০১৭ এই বিটকয়েন ক্যাশ নেটওয়ার্ক আপগ্রেড করা হয়।
কীভাবে কাজ করে এই বিটকয়েন ?
পৃথিবীর সব অর্থ মানে টাকা , ডলার বা যে কোন মুদ্রাই হোক এর একটি নিয়ন্ত্রণ সংস্থা আছে। এই কাজটি সাধারণত সরকার করে থাকে। কিন্তু আপনি জেনে অবাক হবেন যে বিটকয়েন এর কোন এরকম সংস্থা নেই। বিটকয়েন পুরোটাই পাবলিক। কেউ বিটকয়েন কে নিয়ন্ত্রণ করে না। বিটকয়েন নিজেই নিজের কাজ করতে থাকে।
আপনার কাছে যখন বিটকয়েন থাকবে তখন এই বিটকয়েন আপনার ঘরে রাখা মূল্যবান জিনিস এর মতই কাজ করবে। কারণ আপনি যখন বিটকয়েন এর মালিক হবেন তখন আপনার কাছে একটি গোপন কোড থাকবে। ঐ কোডের ভিতরেই বিটকয়েন এর সব কিছু থাকে। অর্থাৎ কেউ যদি ঐ কোড পেয়ে যায় তাহলে সেই বিটকয়েন এর মালিক।
এই কোড অনেকে অনলাইন সার্ভিস যেমন-কয়েনবেস এ সংরক্ষণ করে। তবে যারা অনেক বেশি বিটকয়েন নিজে কার করে তারা সাধারণত এই কোড নিজের কাছে রাখে। নিজের কাছে রাখার সময়ও সাবধান থাকতে হয় অনেক। কারণ কেই এই কোড পেয়ে গেলে এই বিটকয়েন ফেরত আনার কোন উপায় নেই।
তবে সবচেয়ে বড় ব্যাপার বিটকয়েন দিয়ে কেউ কখন জালিয়াতি করতে পারবে না। কারণ বিটকয়েন এ কার কাছে কত বিটকয়েন আছে তা সবাই দেখতে পারে। কিন্তু এটা দেখতে পারলেও ঐ বিটকয়েন এর মালিক আসলে কে তা বের করা সম্ভব না। কারণ আমি আগেই বলেছি সেটি হল কার কাছে বিটকয়েন থাকলে তার কাছে শুধু মাত্র একটি সংখ্যা থাকে। তাই বিটকয়েন আদান প্রদান এর বিষয়টি সবাই দেখতে পারলেও ঐ বিটকয়েন এর মালিক আসলে কে তা বোঝা সম্ভব নয়।
বিটকয়েন নিয়ম-নীতি ও মূল্য নির্ধারন ।
আপনি জেনে অবাক হবে যে আজ ঠিক এই মুহুর্তে (08.10.18 8:33 AM ) সময় ১ বিটকয়েন এর দাম 6,560.01 US Dollar ডলার বা 5,44,480 টাকা।
-
বুঝিনা ভাই আপনি এতো কপি পোষ্ট করেন কেনো। আপনার সকল পোষ্ট আমি দেখেছি। আপনি বিটকয়েন টক সাইট থেকে পোষ্ট কপি করে এখানে পোষ্ট করতেছেন। এরকম বন্ধ করুন। পাড়লে নিজে থেকে কিছু পোষ্ট করুন।
-
ধন্যবাদ ভাই আপনার এই বিটকয়েন সম্পর্কীয় কথা বলার জন্য। কিন্তু কপি পুস্ট করে তাকলেও আর কইরেন না নিজ থেকে পুস্ট করেন। ধন্যবাদ
-
সকল বাঙালী থ্রেডে মেম্বারদের বলছি আপনারা সবাই কেমন আছেন আসা করি ভালো আছেন।
জুনিয়র মেম্বার থেকে যারা নিউবায় হয়েছেন তাদের মন হয়তো বেশি ভালো নয়। তবে এটা মন খারাপের কিছু নয়। এই সিস্টেমটি কসার একমাত্র কারন হচ্ছে স্পামার ধমন। ফোরামে ইউজার এর পরিমান বারার সাথে সাথে স্পামিং এর পরিমাণও বেরেছিল অনেক।আর অই সব জঘন্য পোস্ট গুলার কারানে এই theymos এই সিস্টেমটি চালু করেছে। যাতে করে স্পামাররা তাদের পজিশন আপ করতে না পাড়ে। এর কারনে হয়তো অনেক ভালো মনমানসিকতার ইউজাররাও অনেক বিপদের মদ্ধে পরে গেছে।কারন মিনিমাম ১৮ লাখ জুনিয়র মেম্বার নিউবায় হওয়ায় সবাই মেরিট পাওয়ার চেষ্টা করছে এখন এখান থেকে মেরিট পাওয়াও টাপ ব্যপার হয়ে দাড়িয়েছে। তার পরেও কথায় আছে মানুষ পাড়ে না এমন কিছু নেই মনে প্রানে চেষ্টা চালিয়ে যান।আমি মনে যারা সৎ উদ্দেশ্য নিয়ে এখানে এসেছেন তারা মেরিট পাবেন। তাই কেও হাল না ছেড়ে চেষ্টা চালিয়ে যান। যেহেতু আমাদের বাঙালী থ্রেডে বড় মেম্বাররা আসে না সে ক্ষেত্রে আপনারা বড় বড় থ্রেডে পোস্ট করার চেষ্টা করুন। বড় থ্রেড বলতে হচ্ছে। meta, Bitcoin Discussion ইত্যাদি মূলত যেখানে বড় বড় মেম্বাররা সর্বদা ঘুরাঘুরি করে। আপনার পোস্ট কোয়ালিটি ভালো করে সেখানে পোস্ট করুন আসা করি মেরিট পাবেন। ভূলেও কেও কপি পেস্ট, বা স্পামিং পোস্ট সেখানে করতে যাবেন না তাহলে ব্যান খেয়ে জাবেন। কিরকম মানের পোস্ট করবেন তা বুঝতে না পাড়লে সিনিয়র মেম্বারদের পোস্ট ফলো করুন এবং ফোরামের সকল থ্রেড ঘুরে দেখুন ও পড়ুন তাহলে সবকিছু বুঝতে পাড়বেন।
ধন্যবাদ..
-
বাঙালি থ্রেডের সকল নিউ মেম্বার এবং অদক্ষ মেম্বারদের আমি একটা বিষয় জানাতে চাই। আপনারা হয়তো ভাবতেছেন পোস্ট করবো অ্যাক্টিভিটি বাড়বে আর বাউন্টি করবো। আসলে মূলত এটা বিষয় না। আপনাদের দক্ষতা অর্জন করতে হবে। মেরিট পেতে হবে এবং বড় লেভেলে যেতে হবে। আবার ভাবতে পাড়েন মেরিট পাওয়ার জন্য যারা মেরিট পায় তাদের পোস্ট কপি করে পোস্ট করবো এটা ভেবে থাকলে এখনি ভূলে যান। কপি পেস্ট অনেক খারাপ এবং ঘৃনিয় একটি বিষয়। আপনি যদি কপি পেস্ট পোস্ট করেন তাহলে আপনি নিশ্চিৎ ব্যান খাবেন।আর ব্যান খাওয়া অ্যাকাউন্ট ২য় তো ঠিক করতে পাড়বেন না। তাই কেউ কপি পেস্ট পোস্ট ও স্পামিং পোস্ট করবেন না। কোন কিছু জানার থাকলে বড় মেম্বার বা অভিজ্ঞদের কাছে ভালোভাবে জানতে চাবেন আসা করি তারা না করবে না আপনাকে সাহায্য করবে।
-
আপনার পোষ্ট দেখে আমরা জারা নতুন আছি তারা বিটকয়ে বিষয়ে জানতে পারলাম তাই আপনার কাছ থেকে আমরা আরো ভাল কিছুর আসাকরছি আপনি বিটকয়েন সমন্দে আমাদের আরো আবডেট জানাবেন জাতে আমরা আরো জানতে ও বুজতে পারি ।
-
বিটকয়েন পৃথিবীর সেরা কয়েন । এখন পর্যন্ত শীর্ষস্থান ধরে রেখেছে এই কয়েন । সোনার চেয়েও দামী এই কয়েন এর সর্বোচ্চ বাজার ছিলো 19600 ডলার । আর এর এখন মূল্য 5300 ডলার । আমার মনে হয় এটি আবার তার রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড করবে।
-
বিটকয়েন হলো এমন একটি কয়েন যেই কয়েন দিয়ে ক্রিপ্টো জগতের সূচনা শুরু হয়। তাই বিটকয়েনকে সকল কয়েন এর রাজা বলা হয়। তাই বিটকয়েন এর মূল্য সবচেয়ে বেশি । এখন বিটকয়েনে সবচেয়ে বেশি লেনদেন হয়।
-
বিটকয়েন ক্রিপ্টোকারেন্সির প্রথম ও সেরা কয়েন এটি এখন মার্কেটের শীর্ষে রয়েছে । সবচেয়ে বেশি লেনদেন হয় এই বিটকয়েনে তাই বিটকয়েন সোনার চাইতে দামী। আমি মনে করি এটি আরো অনেক উন্নতি করতে পারবে।
-
আমার ও মনে হয় যে বিটকয়েন একটি উনত মানের কয়েন যার উদাহারন বিটকয়েন নিযেই আমরা জানি যে কিটকয়েন বর্তমানে সর্বচ্চ উপরের স্থান নিয়ে রয়েছে জার কারনে আমরা বিটকয়েনকে ভাল মানের কয়েন বলে থাকি ।
-
বিটকয়েন দিনে দিনে জনপ্রিয় থেকে আরও জনপ্রিয় হচ্ছে, কারণ বিটকয়েন এর মাধ্যমে অর্থ আদান প্রদান করা অনেক সহজ ও অনেক ফি অনেক কম। বিটকয়েন অন্যান্য কয়েন এর চেয়ে বেশি জনপ্রিয়, কারণ, মর্কেটে বিটকয়েন অনেক আগে থেকে আছে। বিটকয়েন দিনে দিনে তার ক্ষমতা দ্বারা তার অবস্থান তৈরি করে নিয়েছে।
-
বিটকয়েনটক থেকে বা কোন অনলাইন থেকে কোন পোস্ট কপি করে সেটা পেস্ট করবেন না। তাহলে প্রাগরিজম করার কারণে আপনার একাউন্ট ব্যন্ড হয়ে যেতে পারে আবার নেগেটিভ কর্মাও ক্ষেতে পারেন। আমি দেখলাম আমার একটা পোস্ট এই ফোরাম থেকে কপি করে বিটকয়েনটকে পেস্ট করেছে আর সে রেড বিটকয়েনটকে ব্যন্ড খাইছে। তাই আপনি সাবধান হয়ে যান। ভালো মানের নিজের থেকে পোস্ট করুন। ধন্যবাদ
-
Though it is copy post but also very important and interesting information about bitcoin cryptocurrency. I get a deep knowledge about bitcoin from this post.
-
বুঝিনা ভাই আপনি এতো কপি পোষ্ট করেন কেনো। আপনার সকল পোষ্ট আমি দেখেছি। আপনি বিটকয়েন টক সাইট থেকে পোষ্ট কপি করে এখানে পোষ্ট করতেছেন। এরকম বন্ধ করুন। পাড়লে নিজে থেকে কিছু পোষ্ট করুন।
আমার এই বিষয়টি জানা ছিলো না তাই কপি পোস্ট করেছি। আমার ভূল ধোরিয়ে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আর এরকম করবো না।
-
ধন্যবাদ ভাই আপনার এই বিটকয়েন সম্পর্কীয় কথা বলার জন্য। কিন্তু কপি পুস্ট করে তাকলেও আর কইরেন না নিজ থেকে পুস্ট করেন। ধন্যবাদ
ঠিক আছে ভাই। আমি জানতাম না যে কপি পোস্ট করা যাবে না এই পোস্টটি ভালো মানের ছিলো তাই আপনাদের মাঝে শেয়ার করার জন্য পোস্টটি এখানে করেছিলাম। আমার ভূল দরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে।