Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Fariwala on February 14, 2019, 10:09:28 AM

Title: signature campaign
Post by: Fariwala on February 14, 2019, 10:09:28 AM
হাই ব্রো যারা সিগনেচার ক্যাম্পেইন শুধু তাদের বলছে.এই ভাই আপনারা যেভাবে সিগনেচার ক্যাম্পেইন করে। এই ধরনের একটি সাজেশন দিয়ে যাবেন যাতে করে আমরা নতুন যারা ইউজার এ তারা তারা সুন্দরভাবে সাইনআপ ক্যাম্পেইন করে ভাল লাভ অর্জন করতে পারে।
Title: Re: signature campaign
Post by: Princeraju on February 16, 2019, 07:26:29 PM
Signature kore tar por link niye project page a bosate hobe. Tar por compaign complete hobe.     
Title: Re: signature campaign
Post by: Coin63@ on February 17, 2019, 04:58:32 AM
Hello sir, bitcoin market ta age stability hote den Tarpor valo valo Twitter campaign, signature campaign and bounty campaigning paben...
Title: Re: signature campaign
Post by: JISAN on February 17, 2019, 08:03:51 AM
প্রথমে সিগনেজারের এপ্লিকেশন ফর্ম পুরন করতে হবে। তারপর তারা যে র‍্যাংকের জন্য যে সিগনেচার কোড দিবে সেই সিকনেচার কোড নিয়ে প্রফাইলে বসাতে হবে। তারপর লোকাল থ্রেডে পোস্ট করতে হবে।
Title: Re: signature campaign
Post by: Nostoman on February 21, 2019, 06:04:10 PM
Saimon vai ami jani na je ki vabe signature campaignkorte hoi. Kew jodi jenen ta hole janaben?   
Title: Re: signature campaign
Post by: Malam90 on February 22, 2019, 05:41:54 AM
Saimon vai ami jani na je ki vabe signature campaignkorte hoi. Kew jodi jenen ta hole janaben?
প্রথমে সিগনেচার করার জন্য একটা ফর্ম থাকবে সেটা ফিল আপ করে জয়েন করবেন। এরপর শর্ত অনুযায়ী প্রতি সপ্তাহে যে কয়টা কমেন্ট করার কথা তার চেয়ে কয়েকটা বেশি কমেন্ট করবেন। যেমন বলা আছে প্রতি সপ্তাহে মিনিমাম ১০ কমেন্ট করতে হবে তাহলে আপনি ১০+ কমেন্ট করবেন। তা না হলে অনেক সময় বিটকয়েনটকের মত কোন কমেন্ট ডিলিট হয়ে গেলে সেই সপ্তাহের স্টেকস পাবেন না। কমেন্ট কোথায় করবেন? এটা একটা প্রশ্ন হতে পারে আপনার। সিগনেচারের জন্য যে কমেন্ট করবেন সেটা হতে হবে ফোরামের কিছু সেকশনে তবে বাউন্টি সেকশনের কমেন্ট কাউন্ট হবেনা।
Title: Re: signature campaign
Post by: Fawpac2 on August 10, 2020, 12:19:35 AM
আমি বুঝিনা ফোন প্রজেক্টর সিগনেচার করব এবং কোন প্রজেক্টে সিগনেচার করলে বল হবে বা ইনকাম করা যাবে আপনারা প্লিজ আমাকে একটু সাহায্য করে।
Title: Re: signature campaign
Post by: Rain075 on August 11, 2020, 06:22:54 AM
আমার জানামতে যেটুকু জানি সেটুকু আমি বলে দিচ্ছি। সিগনেচার করতে হলে আপনাকে একটি প্রজেক্ট বাছাই করতে হবে। সেখানে সিগনেচার ক্যাম্পেইনে আপনাকে ফর্ম পুরন করতে হবে। তারপর সিগনেচার কোড আপনাকে আপনার প্রোফাইলে স্থাপন করতে হবে। তারপর আপনাকে ভালো ভালো পোস্ট করতে হবে।
Title: Re: signature campaign
Post by: Fawpac2 on August 11, 2020, 05:23:02 PM
Hello sir, bitcoin market ta age stability hote den Tarpor valo valo Twitter campaign, signature campaign and bounty campaigning paben...

আমরাতো নতুন ফোরামে তাই আপনাদের সহযোগিতা কামনা করছি যেটা প্রজেক্ট ভালো আমাদেরকে বলবেন।
Title: Re: signature campaign
Post by: Nostoman on August 12, 2020, 04:38:06 AM
Hello sir, bitcoin market ta age stability hote den Tarpor valo valo Twitter campaign, signature campaign and bounty campaigning paben...

আমরাতো নতুন ফোরামে তাই আপনাদের সহযোগিতা কামনা করছি যেটা প্রজেক্ট ভালো আমাদেরকে বলবেন।
আপনি নিচের লিংকে ভিজিট করুন সেখানে অনেক bounty আছে সেগুলোতে জয়েন করুন, তাহলে কিছু উপার্জন করতে পারবেন। সেখানে bounty Detective এর অনেক ভাল ভাল bounty রয়েছে। যেমন, Facebook campaign, Twitter campaign, Telegram campaign, LinkedIn campaign, Translation campaign, article campaign, video campaign, signature campaign etc. এগুলো তে জয়েন করলে অবশ্যই উপার্জন করা সম্ভব।
https://www.altcoinstalks.com/index.php?board=22.0
Title: Re: signature campaign
Post by: Mrkadir85 on August 14, 2020, 07:17:12 AM
আমারও সিগনেচার ক্যাম্পেইন সম্পর্কে বিস্তারিত জানা খুবই প্রয়োজন। আপনার সাথে আমিও  সবার কাছে এ বিষয়ে জানতে চাই। সকলেই সিগনেচার সম্পর্কে বিস্তারিত লিখবেন। যাতে করে আমার মত অনেকেই এ  সম্পর্কে সঠিক তথ্য পেতে পারে।
Title: Re: signature campaign
Post by: Triedboy on September 09, 2020, 03:19:51 AM
প্রথমে সিগনেজারের এপ্লিকেশন ফর্ম পুরন করতে হবে। তারপর তারা যে র‍্যাংকের জন্য যে সিগনেচার কোড দিবে সেই সিকনেচার কোড নিয়ে প্রফাইলে বসাতে হবে। তারপর লোকাল থ্রেডে পোস্ট করতে হবে।

ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর করে বুঝাবার জন্য।সিগনেচার করতে আসলে কতটা words এর পোস্ট করতে হবে ।ভাই দয়া করে একটু বলবেন।তা হলে আমার বুঝতে আরো অনেক সুবিধা হবে।
Title: Re: signature campaign
Post by: Fawpac2 on September 09, 2020, 06:04:04 AM
কিছুদিন আগে ভালো ভালো ক্যাম্পেইন চলে গেছে। এখন বর্তমানে ভালো কোন ক্যাম্পেইন নেই। ভালো কোন ক্যাম্পেইন আসলে তখন দেখে আপনি এড করে নিবেন।কেননা ভালো ক্যাম্পেইনের পার্টিসিপেট সংখ্যা সব সময় বেশি থাকে।
Title: Re: signature campaign
Post by: Btceth01 on September 11, 2020, 02:17:46 AM
হাই ব্রো যারা সিগনেচার ক্যাম্পেইন শুধু তাদের বলছে.এই ভাই আপনারা যেভাবে সিগনেচার ক্যাম্পেইন করে। এই ধরনের একটি সাজেশন দিয়ে যাবেন যাতে করে আমরা নতুন যারা ইউজার এ তারা তারা সুন্দরভাবে সাইনআপ ক্যাম্পেইন করে ভাল লাভ অর্জন করতে পারে।

হ্যাঁ স্যার, আপনি যদি সিগনেচার ক্যাম্পেইন করতে চান তাহলে সিগ্নেচার ক্যাম্পেইন গিয়ে ফরম ফিলাপ করতে হবে। ফিলাপ হয়ে গেলে সিগনেচার কোড আছে রেঙ্ক এর উপর বৃত্তি করে কোড নিবেন। তারপর আ্যভাটার নিবেন। এভাবে আপনার প্রথম শর্ত গেল দ্বিতীয় শর্ত হলো আপনি যে কাজ করবেন সেটা ফোরামের কিছু সেকশন আছে সে সেকশন গিয়ে আপনি কমেন্ট করতে হবে তারা কি পরিমান কমেন্ট যেমন 10 টা কমেন্ট করতে বলে সেখানে আপনি ১২টা করবেন যদি একটি ডিলিট হয়ে যায় তবুও আপনার স্টেক মিস হবে না
Title: Re: signature campaign
Post by: Magepai on September 11, 2020, 03:20:15 AM
Saimon vai ami jani na je ki vabe signature campaignkorte hoi. Kew jodi jenen ta hole janaben?
প্রথমে সিগনেচার করার জন্য একটা ফর্ম থাকবে সেটা ফিল আপ করে জয়েন করবেন। এরপর শর্ত অনুযায়ী প্রতি সপ্তাহে যে কয়টা কমেন্ট করার কথা তার চেয়ে কয়েকটা বেশি কমেন্ট করবেন। যেমন বলা আছে প্রতি সপ্তাহে মিনিমাম ১০ কমেন্ট করতে হবে তাহলে আপনি ১০+ কমেন্ট করবেন। তা না হলে অনেক সময় বিটকয়েনটকের মত কোন কমেন্ট ডিলিট হয়ে গেলে সেই সপ্তাহের স্টেকস পাবেন না। কমেন্ট কোথায় করবেন? এটা একটা প্রশ্ন হতে পারে আপনার। সিগনেচারের জন্য যে কমেন্ট করবেন সেটা হতে হবে ফোরামের কিছু সেকশনে তবে বাউন্টি সেকশনের কমেন্ট কাউন্ট হবেনা।

ভাই সিগনেচার করতে হলে আমাকে সর্বনিম্ন কয়টা পোস্ট করে করতে হবে। দয়া করে একটু বলবেন
Title: Re: signature campaign
Post by: Greatwall on September 13, 2020, 04:37:39 AM
Saimon vai ami jani na je ki vabe signature campaignkorte hoi. Kew jodi jenen ta hole janaben?
প্রথমে সিগনেচার করার জন্য একটা ফর্ম থাকবে সেটা ফিল আপ করে জয়েন করবেন। এরপর শর্ত অনুযায়ী প্রতি সপ্তাহে যে কয়টা কমেন্ট করার কথা তার চেয়ে কয়েকটা বেশি কমেন্ট করবেন। যেমন বলা আছে প্রতি সপ্তাহে মিনিমাম ১০ কমেন্ট করতে হবে তাহলে আপনি ১০+ কমেন্ট করবেন। তা না হলে অনেক সময় বিটকয়েনটকের মত কোন কমেন্ট ডিলিট হয়ে গেলে সেই সপ্তাহের স্টেকস পাবেন না। কমেন্ট কোথায় করবেন? এটা একটা প্রশ্ন হতে পারে আপনার। সিগনেচারের জন্য যে কমেন্ট করবেন সেটা হতে হবে ফোরামের কিছু সেকশনে তবে বাউন্টি সেকশনের কমেন্ট কাউন্ট হবেনা।

এই ফোরামে আমি নতুন তাই কিভাবে সিগনেচার করে সেই সম্পর্কে আমার কোন ধারণা ছিল না তাই আপনার এই পোস্টটি পড়ার পর বুঝতে পারলাম কিভাবে সিগনেচার করতে হয়। ভাই আপনাকে ধন্যবাদ সুন্দর ভাবে বোঝানোর জন্য।
Title: Re: signature campaign
Post by: Web Designer on December 29, 2023, 07:27:54 PM
ভাইয়া আমি তো এি ফরামে নতুন তাই আমি জানতে চাইতেছিলাম যে সিগনেচার কেম্পেইন করার জন্য মিনিমাম কত এক্টিভিটি বা কতোটি পোস্ট করতে হবে এই ফরামে?
Title: Re: signature campaign
Post by: HelliumZ on December 30, 2023, 02:28:12 AM
ভাইয়া আমি তো এি ফরামে নতুন তাই আমি জানতে চাইতেছিলাম যে সিগনেচার কেম্পেইন করার জন্য মিনিমাম কত এক্টিভিটি বা কতোটি পোস্ট করতে হবে এই ফরামে?
এই ফোরামে আমরা টেলিপোর্ট করা অ্যাকাউন্ট তাই আমরা সরাসরি ফুল মেম্বার ব্যাংকে পদোন্নতি দিয়ে দিয়েছে। আপনাকে মিনিমাম ফুল মেম্বার পর্যন্ত রেংক আপ করে নিতে হবে। বর্তমানে সিগনেচার ক্যাম্পেইন গুলোতে ফুল মেম্বার পদ থেকে অনুমতি দেওয়া হয়। তাই আপনি ফুল মেম্বার না হওয়া পর্যন্ত কোন সিগনেচার ক্যাম্পেইনে জয়েন হতে পারবেন না। আপনি ভালোভাবে সময় দেন এবং অতি দ্রুত আপনি ফুল মেম্বার পদমর্যাদা পেয়ে যাবেন।
Title: Re: signature campaign
Post by: Bd officer on December 30, 2023, 12:35:52 PM
ভাই সিগনেচার করতে হলে আমাকে সর্বনিম্ন কয়টা পোস্ট করে করতে হবে। দয়া করে একটু বলবেন
সিগনেচার ক্যম্পেইনে রুলস এ কয়টা পোস্ট করতে হবে তা উল্লেখ করা থাকবে। তাই আপনাকে যে ক্যম্পেইনে গ্রহন করা হবে, সেই ক্যম্পেইনের রুলস ফলো করে দেখে নিবেন কয়টা পোস্ট করতে হবে।
Title: Re: signature campaign
Post by: MVL~$ on December 31, 2023, 04:57:23 AM
সিগনেচার ক্যাম্পেইন করার জন্য আপনাকে প্রথমে ফোরাম ফিলাপ করতে হবে সিগনেচার এ। এর জন্য সিগনেচার বাইরে যে ধরনের যোগ্যতা চাওয়া হয়েছে সেই অনুযায়ী আপনাকে কোড দেখে তারপর সেটা ফিলাপ করতে হবে। এরপরে আপনি সিগনেচার এ যুক্ত হতে পারবেন। আমি বলব যারা বেবি স্টেপে আছে তারা সিগনেচার ক্যাম্পেইন এ যুক্ত হবেন না। সিগনেচার ক্যাম্পে যুক্ত হওয়ার জন্য আপনাকে নুন্নতম jr member হতেই হবে।
Title: Re: signature campaign
Post by: Paragon2 on January 01, 2024, 03:50:31 AM
সিগনেচার ক্যাম্পেইন করার জন্য আপনাকে প্রথমে ফোরাম ফিলাপ করতে হবে সিগনেচার এ।

ফরম ফিলাপ বলতে, যদি আপনি বাউন্টিতে টোকেনযুক্ত প্রচারণা সিগনেচার করেন তাহলে আপনাকে ফরম ফিলাপ হতে পারে রেজিস্ট্রেশন করতে হবে।
এবং দ্বিতীয়ত আপনি যদি বিটিসি চ্যাম্পিয়নগুলোতে সিগনেচার করেন তাহলে আপনি শুধুমাত্র এড্রেস দিয়ে আপনি প্রুফ জমা দিলেই হবে।

এর জন্য সিগনেচার বাইরে যে ধরনের যোগ্যতা চাওয়া হয়েছে সেই অনুযায়ী আপনাকে কোড দেখে তারপর সেটা ফিলাপ করতে হবে। এরপরে আপনি সিগনেচার এ যুক্ত হতে পারবেন। আমি বলব যারা বেবি স্টেপে আছে তারা সিগনেচার ক্যাম্পেইন এ যুক্ত হবেন না। সিগনেচার ক্যাম্পে যুক্ত হওয়ার জন্য আপনাকে নুন্নতম jr member হতেই হবে।

আপনি এসেপ্ট অথবা সিলেকশন হন তাহলে আপনি কোড নিয়ে বিভিন্ন ধরনের পোস্ট করলেই ফোরাম রুলস অনুযায়ী অথবা ক্যাম্পেইন রুলস অনুযায়ী সাপ্তাহিক ভিত্তিতে আপনি পোস্ট করবেন। টার্গেট থেকে একটি পোস্ট যদি আপনি কম করেন তাহলে আপনি ওই সপ্তাহের পেমেন্ট পাবেন না।

Title: Re: signature campaign
Post by: MVL~$ on January 01, 2024, 10:28:36 AM
সিগনেচার ক্যাম্পেইনে যুক্ত হওয়ার জন্য আপনাকে সর্বনিম্ন ফুল মেম্বার হতে হবে। তাহলে আপনি কেবলমাত্র সিগনেচার ক্যাম্পেইনে যুক্ত হওয়ার জন্য আবেদন করতে পারবেন। সিগনেচার কে এমবি নিয়ে যুক্ত হওয়ার জন্য আপনাকে একটি নির্দিষ্ট পর্যায় এর লেভেল পর্যন্ত আপনাকে অর্জন করতে হবে তাহলে কেবলমাত্র আপনি সিগনেচার ক্যাম্পে নিযুক্ত হতে পারবেন।
Title: Re: signature campaign
Post by: Home200 on January 13, 2024, 06:54:55 AM
সিগনেচার ক্যাম্পইন করার জন্য আপনাকে মিনিমাম ফুল মেম্বার হতে হবে। আর আপনাকে সিগনেচার ক্যাম্পেইন করার জন্য প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে। আপনি যদি পরিশ্রম করতে পারেন । তাহলে আপনি সিগনেচার ক্যাম্পেইন করতে পারবেন। দ্বিতীয়তঃ আপনি যদি BTC  Campaign গুলো তে সিগনেচার করতে চান। তাহলে প্রুফ এবং এড্রেস জমা দিলেই হবে।
Title: Re: signature campaign
Post by: Mr.Corol on January 13, 2024, 07:37:43 AM
সিগনেচার ক্যাম্পইন করার জন্য আপনাকে মিনিমাম ফুল মেম্বার হতে হবে। আর আপনাকে সিগনেচার ক্যাম্পেইন করার জন্য প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে। আপনি যদি পরিশ্রম করতে পারেন । তাহলে আপনি সিগনেচার ক্যাম্পেইন করতে পারবেন। দ্বিতীয়তঃ আপনি যদি BTC  Campaign গুলো তে সিগনেচার করতে চান। তাহলে প্রুফ এবং এড্রেস জমা দিলেই হবে।
হ্যাঁ BTC পেমেন্ট সিংনেচার ক্যম্পেইনে আবেদন করার কোড দেওয়া থাকে। সেই অনুযায়ী আবেদন করলে যদি আপনি যোগ্য হন তাহলে আপনাকে গ্রহণ করা হবে। তবে ফুল মেম্বার দের অল্টকয়েন টক ফরামে গ্রহণ করা হয় না বেশি। সিনিয়র ও তার চেয়ে উপরের মেম্বার দের বেশি গ্রহণ করে থাকেন। তবে ভবিষ্যতে আশা করা যায় ফুল মেম্বার দের ও বেশি প্রাধান্য দেওয়া হবে।
Title: Re: signature campaign
Post by: Perfect540 on January 15, 2024, 05:27:17 PM
সিগনেচার ক্যাম্পইন করার জন্য আপনাকে মিনিমাম ফুল মেম্বার হতে হবে। আর আপনাকে সিগনেচার ক্যাম্পেইন করার জন্য প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে। আপনি যদি পরিশ্রম করতে পারেন । তাহলে আপনি সিগনেচার ক্যাম্পেইন করতে পারবেন। দ্বিতীয়তঃ আপনি যদি BTC  Campaign গুলো তে সিগনেচার করতে চান। তাহলে প্রুফ এবং এড্রেস জমা দিলেই হবে।
হ্যাঁ BTC পেমেন্ট সিংনেচার ক্যম্পেইনে আবেদন করার কোড দেওয়া থাকে। সেই অনুযায়ী আবেদন করলে যদি আপনি যোগ্য হন তাহলে আপনাকে গ্রহণ করা হবে। তবে ফুল মেম্বার দের অল্টকয়েন টক ফরামে গ্রহণ করা হয় না বেশি। সিনিয়র ও তার চেয়ে উপরের মেম্বার দের বেশি গ্রহণ করে থাকেন। তবে ভবিষ্যতে আশা করা যায় ফুল মেম্বার দের ও বেশি প্রাধান্য দেওয়া হবে।
ফুল মেম্বারদের স্লোট দেওয়া থাকলেও তাদেরকে খুব একটা বেশি গ্রহণযোগ্য মনে করা হয় না। তবে ভবিষ্যতে যদি ক্যামপেইন চলে আসে এবং ফুল মেম্বারদের স্লোট বরাদ্দ দেওয়া থাকে তাহলে ফুল মেম্বাররা সুযোগ পাবে। সিগনেচার ক্যাম্পইনে উল্লেখ করা থাকে দশজন ফুল মেম্বার নেওয়া হবে সেক্ষেত্রে যদি স্লট উল্লেখ করা থাকে তাহলে অবশ্যই মেম্বারদের ১০ জন নেওয়া বাধ্যতামূলক করা হয়। তবে এরকম নীতিমালা উল্লেখ না হলে ফুল মেম্বারদের সুযোগ পাওয়া অনেক কঠিন হয়ে যায়। বর্তমান ক্যাম্পেইন গুলোতে ফুল মেম্বারদের স্লোট নাই বললেই চলে। যদিও ফুল মেম্বারদের কোড দেওয়া থাকে কিন্তু স্পেডশিডে ফুল মেম্বারদের নাম খুব একটা বেশি চোখে পড়ে না।
Title: Re: signature campaign
Post by: Bitcoin_people on January 18, 2024, 04:52:58 AM
হাই ব্রো যারা সিগনেচার ক্যাম্পেইন শুধু তাদের বলছে.এই ভাই আপনারা যেভাবে সিগনেচার ক্যাম্পেইন করে। এই ধরনের একটি সাজেশন দিয়ে যাবেন যাতে করে আমরা নতুন যারা ইউজার এ তারা তারা সুন্দরভাবে সাইনআপ ক্যাম্পেইন করে ভাল লাভ অর্জন করতে পারে।
সিগনেচার ক্যাম্পেইন করতে হলে আপনাকে প্রথমত আইডি এর রেংক বৃদ্ধি করতে হবে এবং আপনার পোস্ট এর মান ভালো করতে হবে ও যোগ্যতা থাকতে হবে। যখন আপনি আপনার অ্যাকাউন্টের সবকিছু স্টেবল করতে পারবেন তখনই আপনি একটি সিগনেচার ক্যাম্পেইনে সিলেক্ট হবেন এবং আপনি এখান থেকে আয় করতে পারবেন।
Title: Re: signature campaign
Post by: Perfect540 on January 19, 2024, 01:33:01 PM
হাই ব্রো যারা সিগনেচার ক্যাম্পেইন শুধু তাদের বলছে.এই ভাই আপনারা যেভাবে সিগনেচার ক্যাম্পেইন করে। এই ধরনের একটি সাজেশন দিয়ে যাবেন যাতে করে আমরা নতুন যারা ইউজার এ তারা তারা সুন্দরভাবে সাইনআপ ক্যাম্পেইন করে ভাল লাভ অর্জন করতে পারে।
সিগনেচার ক্যাম্পেইন করতে হলে আপনাকে প্রথমত আইডি এর রেংক বৃদ্ধি করতে হবে এবং আপনার পোস্ট এর মান ভালো করতে হবে ও যোগ্যতা থাকতে হবে। যখন আপনি আপনার অ্যাকাউন্টের সবকিছু স্টেবল করতে পারবেন তখনই আপনি একটি সিগনেচার ক্যাম্পেইনে সিলেক্ট হবেন এবং আপনি এখান থেকে আয় করতে পারবেন।
আপাতত বড় র‍্যাংকের একাউন্টগুলো আগে সিগনেচারে কাজ করার সুযোগ পাবে এবং পরে ছোট একাউন্টের ইউজারগুলো কাজ করার সুযোগ পেতে পারে। তবে পোস্ট কোয়ালিটি অবশ্যই ভালো করতে হবে তা না হলে সিগনেচার ক্যাম্পেইন ম্যানেজাররা লো কোয়ালিটির পোস্টগুলো দেখলে সিলেক্ট নাও হতে পারে। তবে সিগনেচার ক্যাম্পেইনে যোগ দেওয়ার আগে অবশ্যই লিজেন্ডারিও হিরো মেম্বার হলে কাজ করার পসিবিলিটি বেশি পাওয়া যাবে।
Title: Re: signature campaign
Post by: Mr.Corol on January 24, 2024, 05:52:41 AM
হাই ব্রো যারা সিগনেচার ক্যাম্পেইন শুধু তাদের বলছে.এই ভাই আপনারা যেভাবে সিগনেচার ক্যাম্পেইন করে। এই ধরনের একটি সাজেশন দিয়ে যাবেন যাতে করে আমরা নতুন যারা ইউজার এ তারা তারা সুন্দরভাবে সাইনআপ ক্যাম্পেইন করে ভাল লাভ অর্জন করতে পারে।
সিগনেচার ক্যাম্পেইন করতে হলে আপনাকে প্রথমত আইডি এর রেংক বৃদ্ধি করতে হবে এবং আপনার পোস্ট এর মান ভালো করতে হবে ও যোগ্যতা থাকতে হবে। যখন আপনি আপনার অ্যাকাউন্টের সবকিছু স্টেবল করতে পারবেন তখনই আপনি একটি সিগনেচার ক্যাম্পেইনে সিলেক্ট হবেন এবং আপনি এখান থেকে আয় করতে পারবেন।
আপাতত বড় র‍্যাংকের একাউন্টগুলো আগে সিগনেচারে কাজ করার সুযোগ পাবে এবং পরে ছোট একাউন্টের ইউজারগুলো কাজ করার সুযোগ পেতে পারে। তবে পোস্ট কোয়ালিটি অবশ্যই ভালো করতে হবে তা না হলে সিগনেচার ক্যাম্পেইন ম্যানেজাররা লো কোয়ালিটির পোস্টগুলো দেখলে সিলেক্ট নাও হতে পারে। তবে সিগনেচার ক্যাম্পেইনে যোগ দেওয়ার আগে অবশ্যই লিজেন্ডারিও হিরো মেম্বার হলে কাজ করার পসিবিলিটি বেশি পাওয়া যাবে।
এখানে সিগনেচার ক্যাম্পেইন গুলো নির্দিষ্ট স্লট নির্ধারণ করে এখনো আনা হয়নি। এখানে সিংনেচার আনা হয়েছে ফুল মেম্বার প্লাস বা সিনিয়র মেম্বার প্লাস, তাই যারা উচ্চ রেংকের রয়েছে তাদেরকে বেশি সিলেক্ট করা হচ্ছে। যদি এরকম করে সিগনেচার ক্যাম্পেইন আনা হতো,  ফুল মেম্বার ১০ টা, সিনিয়র ১৫ হিরো লিজেন্ডারি ২০ ইত্যাদি। তাহলে অবশ্যই ফুল মেম্বার রাঙ্কের ১০ জনকেই সিলেক্ট করা হতো। তবে ভবিষ্যতে আশা করা যায় এরকম নিয়ম করে সিগনেচার ক্যাম্পে আনা হবে।
Title: Re: signature campaign
Post by: Perfect540 on January 24, 2024, 06:15:49 AM
হাই ব্রো যারা সিগনেচার ক্যাম্পেইন শুধু তাদের বলছে.এই ভাই আপনারা যেভাবে সিগনেচার ক্যাম্পেইন করে। এই ধরনের একটি সাজেশন দিয়ে যাবেন যাতে করে আমরা নতুন যারা ইউজার এ তারা তারা সুন্দরভাবে সাইনআপ ক্যাম্পেইন করে ভাল লাভ অর্জন করতে পারে।
সিগনেচার ক্যাম্পেইন করতে হলে আপনাকে প্রথমত আইডি এর রেংক বৃদ্ধি করতে হবে এবং আপনার পোস্ট এর মান ভালো করতে হবে ও যোগ্যতা থাকতে হবে। যখন আপনি আপনার অ্যাকাউন্টের সবকিছু স্টেবল করতে পারবেন তখনই আপনি একটি সিগনেচার ক্যাম্পেইনে সিলেক্ট হবেন এবং আপনি এখান থেকে আয় করতে পারবেন।
আপাতত বড় র‍্যাংকের একাউন্টগুলো আগে সিগনেচারে কাজ করার সুযোগ পাবে এবং পরে ছোট একাউন্টের ইউজারগুলো কাজ করার সুযোগ পেতে পারে। তবে পোস্ট কোয়ালিটি অবশ্যই ভালো করতে হবে তা না হলে সিগনেচার ক্যাম্পেইন ম্যানেজাররা লো কোয়ালিটির পোস্টগুলো দেখলে সিলেক্ট নাও হতে পারে। তবে সিগনেচার ক্যাম্পেইনে যোগ দেওয়ার আগে অবশ্যই লিজেন্ডারিও হিরো মেম্বার হলে কাজ করার পসিবিলিটি বেশি পাওয়া যাবে।
এখানে সিগনেচার ক্যাম্পেইন গুলো নির্দিষ্ট স্লট নির্ধারণ করে এখনো আনা হয়নি। এখানে সিংনেচার আনা হয়েছে ফুল মেম্বার প্লাস বা সিনিয়র মেম্বার প্লাস, তাই যারা উচ্চ রেংকের রয়েছে তাদেরকে বেশি সিলেক্ট করা হচ্ছে। যদি এরকম করে সিগনেচার ক্যাম্পেইন আনা হতো,  ফুল মেম্বার ১০ টা, সিনিয়র ১৫ হিরো লিজেন্ডারি ২০ ইত্যাদি। তাহলে অবশ্যই ফুল মেম্বার রাঙ্কের ১০ জনকেই সিলেক্ট করা হতো। তবে ভবিষ্যতে আশা করা যায় এরকম নিয়ম করে সিগনেচার ক্যাম্পে আনা হবে।
গত তিনদফায় Coinomizebiz লোক নিয়োগ দেয়া হয়েছে কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে ফুল মেম্বার+ বলা হলেও একজন ফুল মেম্বার কাজ করার সুযোগ পায়নি। তাহলে কোঠা উল্লেখ করে দেওয়া হয়েছে ফুল মেম্বার+ কিন্তু বাস্তবে ফুল মেম্বারদের তেমন সুযোগ দেওয়া হচ্ছে না।তাই আপাতত আমার দৃষ্টিকোণ থেকে নম্বর ভিত্তিতে কোঠা নির্ধারিত করে দেওয়াই ভালো মনে করছি। এভাবে আসন বিন্যাস করা হলে অবশ্যই আমরা যারা ছোট রেঙ্কের মেম্বাররা রয়েছি তাদের কাজ করার সুযোগ সৃষ্টি হবে।