Everything about Points and token distribution Everything about Ranks and Ranking>> Teleport your account from Bitcointalk Latest news: Community Awards Winners
Saimon vai ami jani na je ki vabe signature campaignkorte hoi. Kew jodi jenen ta hole janaben?
Hello sir, bitcoin market ta age stability hote den Tarpor valo valo Twitter campaign, signature campaign and bounty campaigning paben...
Quote from: Coin63@ on February 17, 2019, 04:58:32 AMHello sir, bitcoin market ta age stability hote den Tarpor valo valo Twitter campaign, signature campaign and bounty campaigning paben...আমরাতো নতুন ফোরামে তাই আপনাদের সহযোগিতা কামনা করছি যেটা প্রজেক্ট ভালো আমাদেরকে বলবেন।
প্রথমে সিগনেজারের এপ্লিকেশন ফর্ম পুরন করতে হবে। তারপর তারা যে র্যাংকের জন্য যে সিগনেচার কোড দিবে সেই সিকনেচার কোড নিয়ে প্রফাইলে বসাতে হবে। তারপর লোকাল থ্রেডে পোস্ট করতে হবে।
হাই ব্রো যারা সিগনেচার ক্যাম্পেইন শুধু তাদের বলছে.এই ভাই আপনারা যেভাবে সিগনেচার ক্যাম্পেইন করে। এই ধরনের একটি সাজেশন দিয়ে যাবেন যাতে করে আমরা নতুন যারা ইউজার এ তারা তারা সুন্দরভাবে সাইনআপ ক্যাম্পেইন করে ভাল লাভ অর্জন করতে পারে।
Quote from: Nostoman on February 21, 2019, 06:04:10 PMSaimon vai ami jani na je ki vabe signature campaignkorte hoi. Kew jodi jenen ta hole janaben? প্রথমে সিগনেচার করার জন্য একটা ফর্ম থাকবে সেটা ফিল আপ করে জয়েন করবেন। এরপর শর্ত অনুযায়ী প্রতি সপ্তাহে যে কয়টা কমেন্ট করার কথা তার চেয়ে কয়েকটা বেশি কমেন্ট করবেন। যেমন বলা আছে প্রতি সপ্তাহে মিনিমাম ১০ কমেন্ট করতে হবে তাহলে আপনি ১০+ কমেন্ট করবেন। তা না হলে অনেক সময় বিটকয়েনটকের মত কোন কমেন্ট ডিলিট হয়ে গেলে সেই সপ্তাহের স্টেকস পাবেন না। কমেন্ট কোথায় করবেন? এটা একটা প্রশ্ন হতে পারে আপনার। সিগনেচারের জন্য যে কমেন্ট করবেন সেটা হতে হবে ফোরামের কিছু সেকশনে তবে বাউন্টি সেকশনের কমেন্ট কাউন্ট হবেনা।