1
বাংলা (Bengali) / Re: 🏆অল্টকয়েনটক কমিউনিটি এওয়ার্ডস - ২০২৪ - বাংলা
« on: April 29, 2025, 07:51:21 PM »আপনাকেও অনেক ধন্যবাদ ভাই। আসলে কোন কিছু জয় লাভের অনুভূতিটা অসাধারণ। আজ হয়তো আমি জয়লাভ করেছি অন্য কোনদিন হয়তো আপনি জয়লাভ করবেন এটাই স্বাভাবিক। আমরা যারা বাঙালি আছি এই ফোরামে তারা সকলে যদি কাঁধে কাঁধ মিলিয়ে একে অন্যের সহযোগিতা নিয়ে কাজ করতে পারি তাহলে আমরা ভালো কিছু করতে পারবো। আপনি অনেকদিন পর আবার একটিভ হয়েছেন শুনে ভালো লাগছে। আশা করি ভবিষ্যতের সবাই একসঙ্গে কাজ করতে পারবো এবং সবাই মিলে উপকৃত হব।আপনাকে অভিনন্দন ভাই, জয় লাভ করার আনন্দটা অন্যরকম উপভোগ করেন ভাই। আমিও কিছুদিন আগে বিটকয়েন প্রাইস প্রেডিকশন থেকে 50$ জিতেছিলাম। সেই জয়লাভ টা দেখে খুবই ভালো লেগেছিল আমি ভাবতেও পারছিলাম না কিভাবে আমার প্রাইজ প্রেডিকশন এর সাথে মিলে গেলো। যাইহোক এখানে এসো দেখলাম আপনি জয়লাভ করেছেন বিষয়টা ভালোই লেগেছে। যদিও আমি এখানে একটু ইনঅ্যাক্টিভ ছিলাম সেজন্য জয়েন করতে পারিনি কি জানি একটু ফ্রি হয়েছি সময় দেবো এখানেও পরবর্তী সময়ে আমরাও মিস করবো না। আপনার এই জয়ের ধার অব্যাহত থাকুক এটাই চাই
Winner 2: kulkhan
যেমন ধরেন আমাদের DYING_S0UL ভাই আমাকে মেনশন করে অল্টকয়েনটক কমিউনিটি এওয়ার্ডস - ২০২৪ সম্পর্কে জানিয়ে দিয়েছিল সে যদি না জানা তো তাহলে হয়তো আমার পার্টিসিপেট করাটাই হতো না তখন জয়লাভ করার প্রশ্নই উঠত না। এভাবে সবাই সবাইকে হেল্প করলে সবাই মিলে ভাল কিছু করতে পারবো ইনশাআল্লাহ।