এটা নিয়ে একটা থ্রেডে আপনার সাথে আমি কাউন্টার দিয়েছিলাম এবং চার্ট টা অন্য ভাবে প্রেজেন্ট করেছিলাম। আমিও ধরেই নিয়েছিলাম যে বুল রান শেষ, আমরা হয়তো আস্তে আস্তে বিয়ার সিজনের দিকে যাচ্ছি। কিন্তু বর্তমান মার্কেট সেন্টিমেন্ট অন্য কিছু বলছে। অনেকেই মনে করছে সামারের দিকে হয়তো পুরো বুল রান শুরু হবে এবং অল্ট কয়েন সিজন সেই সময়ের দিকেই শুরু হতে পারে।
এটা আমার মনে করার কারণও আমি সেই সময় আপনাকে জানিয়েছিলাম আশা করি তেমনটাই ঘটবে যদিও আজকে মনে করেছিলাম বিটকয়েন 97কে টাচ করবে. তবে মার্কেটকে দেখতেছি একটু নিঃশ্বাস নিতেছে মনে হয় এই কয়েকদিনের একাধারে পাম্প করার পরে হয়রান হয়ে গিয়েছে।
আমি তো ভাই খুব শখ করে বসে আছিলাম আজকে 97 কে কাজ করবে এবং আমার কিছু হোল্ডিং থাকা বিটকয়েন সেল করে ফোনটা কিনে ফেলবো।
আমি ব্যাক্তিগত ভাবে চাচ্ছি অল্ট সিজন শুরু হোক। আমার কিছু কিছু এ্যাসেট প্রায় ৮০ থেকে ৯০% ডাউন হয়ে আছে। অন্তত রিকোভার যদি করতে পারি, তাহলে এই ধরনের আন-নেমড প্রজেক্টে কখনো ইনভেষ্ট করবো না। আর এয়্যারড্রপ হওয়া কয়েনে তো কোনো দিনই না।
মনে রাখবেন ভাই altcoin সিজন এই যে সব কয়েন রিকভারি করবে এটাও কিন্তু ভুল। তাই বেশি আশায় বুক বাইধেন না।
মনে আছে আপনার সাথে আমার polygon নিয়ে কথা হয়েছিল. আমি আমার ইনভেস্টমেন্টে ৭০ ডলারের বেশি প্রফিটেও ছিলাম তারপরেও শুধুমাত্র মনে করেছিলাম বুল সিজন আরো বাকি রয়েছে তাই হোল্ডিং করে গিয়েছি Polygon, DOgscoin এইসব পয়েন্টগুলোতে এমন মারা খাইছে আমার মনে হয় না কখনো রিকভারি করতে পারবে না। এখন অনেকটা এমন ভাবে ধরে নিয়েছে টাকাটা আমার জলে অলরেডি চলে গিয়েছে তাই ওটায় হাত দেবো না। দরকার পড়লে মাইনাস হয়ে যাক।