না ভাই, আমি ফোরামে ব্যাপক সময় দেই। রাত 2 টা 24 বাজে এখনো পোস্ট করতেছি আমি। আর কারমা পাওয়ার অন্যতম কারণ হচ্ছে ডি.টিমের কাজ। আমি প্রচুর পরিমাণে এবিউজারদের রিপোর্ট করছি। সিলার, এআই, লো কোয়লিটি ইত্যাদি। কাইন্ড অফ ঘুম হারাম করা টাইপ। ২ দিন আগেও একটা পোসাট করছিলাম যেখানে ১৬০+ সিলিং পোস্টের লিংক (২০২৫) কম্পাইল করে দিসি মডারেটর আর এডমিন কে।
ভালো একটা জিনিসের কথা বললা ভাই।
নিজের চোখের সামনে তো এমন পোস্ট বা টপিক দিনে বিস্তার উপরেও দেখি, এমন অনেক টপিক রয়েছে যে AI দিয়ে তৈরি করা এবং পরবর্তীতে আমি সাজেশন করি যে যেহেতু তুমি নতুন অ্যাকাউন্ট খুলেছ তাই এই বিষয়ে ওয়ার্নিং হিসেবে তোমার পোস্ট এডিট করে এআই কনটেন্ট রিমুভ করে হিউমান রাইট কন্টেন্ট সাবমিট করতে বলি। এবং দুই একটার ক্ষেত্রে দেখি সেটা করেছেও।
যাই হোক, এখন ভাবতেছি রিপোর্ট করলে তো মন্দ হয় না এমনিতেও এই ফোরামে অপব্যবহারকারীদের সংখ্যা দিন দিন প্রচুর বাড়ছে একজন মানুষ এই ১০০টা একাউন্ট খুলে বসে আছে এবং ধরাও খাচ্ছে।
ভাই মুই তো জিতে গেছি $৫০.
---------
Winner 2: kulkhan
----------
অভিনন্দন ভাই, আমি তো ভেবে রেখেছিলাম মাত্র 35 জন ভোট করেছে এবং তার মধ্যে দশজনকে উইনার করবে সেখানে আমিও থাকতে পারবো তা আমার পোড়া কপাল সাথ দিলো না।
তবে আমি দেখেছি DYING_S0UL এর কপাল বরাবরের মতন ভালো থাকে তাই ভেবেও ছিলাম এখানেও সে জিতবে যাই হোক তার কপালে কাজ হয় নাই আপনার কপালে কাজ হয়েছে.
অন্তত আমাদের বাঙ্গালীদের কপাল তো যাই হোক খুশি হলাম, চাইলে ট্রিট দিতে পারেন