Voted Coins
follow us on twitter . like us on facebook . follow us on instagram . subscribe to our youtube channel . announcements on telegram channel . ask urgent question ONLY . Subscribe to our reddit . Altcoins Talks Shop Shop


This is an Ad. Advertised sites are not endorsement by our Forum. They may be unsafe, untrustworthy, or illegal in your jurisdiction. Advertise Here

Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - Pastaral

Pages: [1] 2 3 ... 8
1
হ্যাঁ ভাই আমি আপনার কথার সাথে একমত তারা দেশটাকে একদম ধ্বংস করে দিয়ে গেছে এবং দেশের অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে যাইহোক আমারও তাই মনে হয় বর্তমান সরকার ডক্টর মোঃ ইউনুস এর কথা কে গুরুত্ব দিতে হবে। একটি সুন্দর বাংলাদেশকে গড়ে তুলতে হবে।

2
বাংলাদেশ পাকিস্তানকে যেভাবে হারালো এটা দেখে মনে হল ভারত কেউ অনায়াসে হারিয়ে দিতে পারবে। কিন্তু দুঃখের বিষয় বাংলাদেশ ম্যাচটি জিততে পারবে । দেখা যাক সামনে কি করতে পারে বাংলাদেশ তারা কি ভালো খেলবে?

3
Bitcoin is Dumping Now, Bitcoin price is down 4.3% in the last 24 hours, Bitcoin dropped to a low of $55,746 in the last 24 hours, and is now worth $56,520. Bitcoin's current movement looks like it will drop further and drop below 48K, and if it does indeed drop below 48K then we could see a powerful pump. Now let's see what actually happens.
Bitcoin is really fluctuating a lot at the moment.But Bitcoin price will definitely increase because pumping happens after big dumping.

4
মূলত এটা কিসের জন্য যদি কেউ এর সম্পর্কে জেনে থাকেন তাহলে একটু খুলে বলুন অথবা অন্য কারো আইডিতে কি একই সমস্যা হচ্ছে নাকি শুধুমাত্র আমার আইডিতে।

আমিও ঢোকার সময় এটি লক্ষ্য করলাম তবে এরকম আমার সামনে একবারই এসেছিল এরপরে আসেনি। হতে পারে এটি একটি ফিশিং অ্যাটাক তাই এই ইন্টারফেস আসার পর কেউ অ্যাকাউন্ট লগইন করবেন না আপাতত। আমি এটিও লক্ষ্য করেছিলাম যে যখন যখন এই ইন্টারফেসটি আসে তখন url এ একটি এরর দেখা যায়। তাই যদি এরকম ইন্টারফেস দেখা যায় তখন আপনার url টি চেক করবেন এবং তারপর www.altcoinstalks.com সরাসরি এই লিংকে ঢুকবেন তাহলে ঐরকম আসবেন না।
জিসান ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনার এই নিয়মগুলো আমি অনুসরণ করেছি তাই আমার আর বর্তমানে এ ধরনের সমস্যা হচ্ছে না ধন্যবাদ আপনাকে।

5
আমাদের একটি আশা ছিল যে এই মাসের শেষ মুহূর্তে বিটকয়েন ৭০K এর ওপরে থাকবে। কিন্তু দুর্ভাগ্য বসত Bitcoin আবার ৬০K এর নিচে নেমে এসেছে, যা খুবই হতাশা জনক। আমরা যা আসা করেছিলাম তা হয়নি, তবে Bitcoin আস্তে আস্তে অবশ্যই পাম্প করবে, এই মুহূর্তে আমাদের আতঙ্কিত হওয়ার দরকার নাই, আমরা আমাদের মত বিনিয়োগ এবং হোল্ড চালিয়ে যাব, এবং Bitcoin নিজের মত করে অবশ্যই এক সময় এগিয়ে যাবে।
আপনার বিশ্লেষণটি একদম সঠিক। যাইহোক বিটকয়েন ইতিহাস থেকে ধীরে ধীরে এলেও বর্তমান সময়ে অনেক ভালো করেছে। এটি যেমন লাভজনক দিক আছে আবার উচ্চ ঝুকির সাথেও রয়েছে। বিনিয়োগ ক্ষেত্রে আপনার নিজ জ্ঞান এবং অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, আপনি বিটকয়েন বিনিয়োগের ক্ষেত্রে যদি নতুন হন তাহলে আপনাকে অবশ্যই সতর্কতার সাথে বিনিয়োগ করতে হবে এবং আপনি যদি দীর্ঘদিন ধরে রাখার পরিকল্পনা করে থাকেন তাহলে আপনি তা করতে পারেন, কারণ বিটকয়েনের মূল্য অবশ্যই বৃদ্ধি পাবে।

6
হ্যাঁ, আমারও বার বার এই রকম আসছে, সকাল থেকেই এই রকম হচ্ছে, আমার ৮-১০ মিনিট পরপরই এই রকম GERRR দেখাচ্ছে। Now Click Here এই অফশন এ ক্লিক করলে এটি একদম হোম পেজে নিয়ে যাচ্ছে। বুজতে পারছি না কি. যদি এটি সত্যি একটি ফিশিং অ্যাটাক হয় তাহলে এই মুহূর্তে একাউন্ট লগইন না করে ভালো।
হ্যাঁ ভাই আপনি যেরকমটা বলেছেন সঠিক এটা আমারও বারবার হচ্ছে এটা আসলে কি?

7
আনসার বাহিনীর দাবি আমার মতে কখনো যুক্তিসঙ্গত না কারণ তাদেরকে যখন তৈরি করা হয়েছিল তখন তাদের সিকিউরিটি হিসেবে পরিচালনা করা হতো। সেখান থেকে আজ তারা অনেক সম্মান পেয়েছে এবং অনেক উপরে এসেছে কিন্তু আস্তে আস্তে তারা পুলিশের সমকক্ষ হতে চাচ্ছে এটা কখনো সম্ভব না হতে পারে না এটা দাবি কখনো সরকার মেনে নিবে না
ভাই আপনার কথাগুলো একদম যুক্তিসঙ্গ একদম সঠিক কারন তাদের যদি এত ধাবি থাকত তাহলে তারা এতদিন কেন চুপ করে বসে ছিল স্বৈরাচার শেখ হাসিনার আমলে তারা কেন এ আন্দোলন করেনি ? 

8
আমি বন্যায় আক্রান্ত নই, কিন্তু আমি ভালো নেই। দেশের এই পরিস্থিতিতে কারো জন্য কিছুই করতে পারছি না। এই মুহুর্তে বন্যা পরিস্থিতি এতোটা খারাপ হয়ে গেছে যে কেউ ইচ্ছে করলেই সেখানে ত্রান নিয়ে যেতে পারবে না। যাওয়ার জন্য অবশ্যই ইন্জিন চালিত নৌকা লাগবে যেটা আমরা ঢাকা থেকে নিয়ে যেতে পারবো না। ফেনির কিছু কিছু এড়িয়াতে একটা বোট এর ১ দিনের ভাড়া চাচ্ছে ৮০ হাজার টাকা। চিন্তু করা যায়? এই সুযোগ সন্ধানী শোয়োরের বাচ্চারা বসে আছে ১ দিনে ১ বছরের ইনকাম করে নেয়ার জন্য। আপনার যদি নিজস্য নৌকা না থাকে, আপনি উদ্ধার করতে পারবেন না। এই মুহুর্তে সবচাইতে বেশি জরুরী হচ্ছে উদ্ধার করা।

আপনারা আমাদের বিটকয়েনটক কমিউনিটির Little Mouse ভাই কে চিনে থাকবেন। উনি বাংলাদেশের একটা বর্ডার সাইড এড়িয়াতে বাস করেন। আমি আশংকা করতেছি যে ওনার এলাকা একদম প্রথম দিকে প্লাবিত হয়েছে। আমি ২০ তারিখে ওনার টেলিগ্রামে মেসেজ দেই যেটা সিন করে নাই। প্রথমে আমি বুঝতে পারি নাই। আজকে ওনার মোবাইলে কল দিয়ে দেখি যে মোবাইল বন্ধ। দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার কারনে মোবাইল বন্ধ। কিন্তু ৩ দিন যাবৎ মোবাইল বন্ধ মানে ওনার ফ্যমিলি এখনো উদ্ধারের আওতায় আসেনি। আমার কাছে শুধুমাত্র ওনার মোবাইল নাম্বার ছাড়া আর কোনো ঠিকানা নাই যে হেল্প করার চেষ্টা করবো। ওনার ছোট একটা বাচ্চা আছে যার জন্য সবচাইতে বেশি চিন্তা করছি।

আমি সরাসরি আস সুন্নাহ ফাউন্ডেশনের ওয়েবসাইটে গিয়ে ডোনেট করেছি। কারন ওনারা একমাত্র সঠিক ভাবে কাজ করবে বলে মনে করি। আমরা ফান্ড কালেক্ট করে কিছুই করতে পারবো না। ৫০ হাজার টাকা নিয়ে গেলে সেখানে কিছুই হবে না। জরুরী দরকার কিছু ইন্জিন চালিত নৌকা যেটা দিয়ে মানুষকে উদ্ধার করতে হবে। এই মুহুর্তে কি করবো কিছুই মাথায় আসছে না। আপনারা আস সুন্নাহ ফাউন্ডেশনে গিয়ে ডোনেট করতে পারেন।

https://assunnahfoundation.org/donate/flood
ভাই সত্যিই আপনার কথার সাথে আমিও একমত। ভাই সত্যিই আপনি যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং আমাদের সকলেরই উচিত বন্যা আক্রান্ত মানুষদেরকে সাহায্য করতে হবে। যাইহোক এই বন্যার কারণে লাখ লাখ মানুষ বাসস্থানহীন হয়ে আছে এই সময় তারা নানা ধরনের রোগ ব্যাধিতে আক্রান্ত হতে পারে তাই সতর্কতা অবলম্বন করা অবশ্যই গুরুত্বপূর্ণ। সঠিক স্বাস্থ্যসেবা, পরিস্কার পানি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি, স্থানীয় প্রশাসন ও সাহায্যকারী সংস্থাগুলির পক্ষ থেকে দ্রুত এবং কার্যকর প্রতিকারমূলক পদক্ষেপ নেওয়া জরুরি।

9
বর্তমান বন্যার কারণে আমাদের দেশে প্রায় ১২ জেলার মতো পানিতে ডুবে আছে। এই ভয়াবহ বন্যার কারণে অসংখ্য মানুষ বাসস্থানহীন হয়ে আছে এবং বন্যার পানি বাড়ির ভিতরে ঢুকে যাওয়ায় বাসস্থান ক্ষতিগ্রস্ত। পানি দূষণের কারণে নানা ধরনের রোগ ও সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে তাই সতর্কতা অবলম্বন করুন। এই বন্যায় রাস্তা, সেতু ও অন্যান্য যোগাযোগ মাধ্যমের ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, যা মানুষের চলাচল কঠিন করে তুলেছে। এ কারণে আমাদের দেশে অর্থনৈতিক ক্ষতি হতে পারে বন্যার ফলে প্রায় অনেক মানুষেরই ব্যবসা-বাণিজ্য বন্ধ হয়ে গিয়েছে , যা অর্থনৈতিক ক্ষতির কারণ হবে।

10
বিটকয়েনের দাম এক মাস আগে পাম্পিং এর কারণে দাম ছিল 67.900, তবে পাম্পিং এর পরে ওঠানামা করতে করতে বর্তমানে বড় একটি ডাম্পিং এর কারণে দাম রয়েছে 59.693,তবে বিটকয়েন 2024 সালে সর্বোচ্চ দাম বৃদ্ধি পাওয়ার সাথে সাথে এর জনপ্রিয়তাও অনেক বৃদ্ধি পেয়েছে এ কারণে এর চাহিদা বর্তমানে বেশি। এ ডাম্পিং এর কারণে অনেক বিনিয়োগকারীরা আতঙ্কিত হয়ে আছেন এবং তারা অনেক ভুল পদক্ষেপ গ্রহণ করছে।বিনিয়োগকারীদের বিটকয়েন বিক্রির কারণে বাজারে বিভিন্ন প্রভাব পড়তে পারে:

1. **মূল্য কমে যাওয়া**: যদি অনেক বিনিয়োগকারী একসাথে বিটকয়েন বিক্রি করে, তাহলে সরবরাহ বেড়ে যাওয়ার কারণে দাম কমে যেতে পারে।

2. **বাজারের অস্থিরতা**: ব্যাপক পরিমাণে বিক্রির কারণে বাজারে অস্থিরতা বাড়তে পারে, যা অন্য বিনিয়োগকারীদের চিন্তিত করে তুলতে পারে।

3. **বাজারের মনোভাব**: বিটকয়েন বিক্রির ফলে বাজারে নেতিবাচক মনোভাব তৈরি হতে পারে, যা ভবিষ্যতে আরো বিক্রি ও দাম কমানোর দিকে নিয়ে যেতে পারে।

4. **বিক্রির সুযোগ**: অন্য বিনিয়োগকারীরা নিম্নমূল্যের সুযোগ হিসেবে দেখে কিনতে আগ্রহী হতে পারে, যা কিছুটা বাজার স্থিতিশীল করতে সহায়ক হতে পারে।

এছাড়া, বিনিয়োগকারীদের বিক্রি বাজারের সামগ্রিক পরিস্থিতি, বিশ্বের অর্থনৈতিক অবস্থার এবং অন্যান্য প্রযুক্তিগত ও মৌলিক কারণের ওপরও নির্ভর করে।

11
While the current price of Bitcoin is fluctuating much less, it looks like the price of Bitcoin will rise again which is expected to reach 70K.  Although there are many investors who are currently invested and plan to hold it for a long time then you can continue to do so as the value of Bitcoin will definitely increase.

12
Prodiction 2: $60,765

BTC bech32 address: bc1ql6w69vvup7tnc0zccu7q7gru0ltz8x0uueter0

13
Yes bro it's true around 2017 around cryptocurrency and blockchain many crypto-bank projects showed promise with some kind of credibility but most failed and were never seen again. Currently, Crypto Exchanges (CEXs) offer a variety of services to be as functional as traditional banks.  Par analysis is—like with deposits and lending and borrowing. CEXs gain significant income from the market as they operate these services effectively.  But at this time traditional banks faced financial problems due to high interest rates.  But if we talk about CEXs, their success is due to their great expertise and their connection to the crypto market.

14
There can be many reasons behind the dumping of cryptocurrencies.  However, the price will be dumped if the market demand decreases and investors start selling massively, and new government regulations or rules affect the price of the cryptocurrency.

15
Bitcoin Forum / Re: Using Bitwage to get paid in bitcoin
« on: August 26, 2024, 12:10:44 PM »
In my opinion, the project of getting paid by Bitcoin can be an interesting option especially for foreign freelancers.  However, Bitcoin is convenient for global transactions and therefore gaining worldwide acceptance, but it is important that you carefully consider whether it is legal or illegal in your country.  Again, Bitcoin can be a source of risk for you, so you should consider these things carefully before using it.

Pages: [1] 2 3 ... 8
ETH & ERC20 Tokens Donations: 0x2143F7146F0AadC0F9d85ea98F23273Da0e002Ab
BNB & BEP20 Tokens Donations: 0xcbDAB774B5659cB905d4db5487F9e2057b96147F
BTC Donations: bc1qjf99wr3dz9jn9fr43q28x0r50zeyxewcq8swng
BTC Tips for Moderators: 1Pz1S3d4Aiq7QE4m3MmuoUPEvKaAYbZRoG
Powered by SMFPacks Social Login Mod