বর্তমান সময় দেখা যাচ্ছে বিটকয়েন এবং YFI কয়েন এর মধ্যে তুমুল প্রতিযোগিতা চলছে।বলতে গেলে প্রাইস এর দিক দিয়ে কেউ কাউকে ছাড় দেওয়া নয়। সকালে যদি দেখা যায় বিটকয়েন এর মূল্য YFI মূল্য থেকে ছাড়িয়ে গেছে তাহলে আবার সন্ধায় দেখা যেতে পারে ওয়াই এফ আই এর মূল্য বিটকয়েন কে ছাড়িয়ে গেছে। আজকে বিট কয়েনের মূল্য 32 হাজার ডলার। কিন্তু প্রক্ষান্তরে YFI এর মূল্য 31 হাজার ডলার।