আপাতত ভাই শীত কাটাতে কষ্ট হবে তেনা কাঁথা এগুলো দিয়ে কাজ চালাতে হবে তাছাড়া উপায় নাই । 🤡
থাক ভাই, তেনা তোনা পেচানোর দরকার নাই। আপনি বাইরে চলে আসেন! আর্জেন্টিনা ম্যাচ জিতে গেছে। কিন্তু কষ্টের ব্যাপার হলো মেসি যেভাবে ট্যাকলের শিকার হয়েছে, আর পায়ের যে ছবি দেখলাম, দুই তিন সপ্তাহের আগে পা ঠিক হবে কি না বলা যাচ্ছে না। আরে ডি মারিয়ার শেষ ম্যাচ ছিলো এটা, তো আর্জেটিনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ম্যাচ ছিলো।
লিওনেল স্ক্যালোনি সম্ভবত আর্জেন্টিনার সর্বকালের সেরা কোচ হতে চলেছে। গত চার বছরে ৩ টি ম্যাজর ট্রফি এসেছে লিওনেল স্ক্যালোনির হাত ধরে। একসময় মেসির সতীর্থ হয়ে খেলা স্ক্যালোনি প্রায় বেশিরভাগ প্লেয়ারের ভেতরে কি চলছে, সেটা বুঝতে পারে এবং সময় মতো সিদ্ধান্ত নিতে পারে। অভিনন্দন আর্জেন্টিনা!