অবশ্যই ভাই, আপনার উদ্যোগটি আসলে অনেক ভালো হয়েছে, এখানে আমরা আমাদের পছন্দের দল সম্পর্কে খোলামেলা ভাবে কথা বলতে পারব, আমি মূলত অনেক দিন যাবত এ ধরনের একটি থ্রেড এর জন্যই অপেক্ষা করছিলাম, অবশেষে আপনি নিয়ে আসলেন. অনেক ধন্যবাদ.
হ্যাঁ বাংলাদেশে ব্রাজিল এবং আর্জেন্টিনার বিশাল বড় একটা ফ্যানবেজ রয়েছে, যেকোনো টুর্নামেন্টেই Copa America বা ফুটবল বিশ্বকাপ বা যাই হোক না কেন, বাংলাদেশে এই দুই দলের ফ্যানবেজ দের মধ্যে সব সময় তর্কবিতর্ক লেগেই থাকে. আমাদের অঞ্চলে তো আবার এই নিয়ে মারামারিও ঘটে, আরে ভাই আপনারা নিজ নিজ পছন্দের দলকে সাপোর্ট করেন বেশ ভালো কথা, অন্যদলের সাপোর্টারদের সাথে কিসের জন্য তর্ক বিতর্কতে জড়ানো লাগবে? প্রত্যেকেরই নিজ নিজ পছন্দ আছে, আপনি যে দল সাপোর্ট করেন আপনার কাছে সেটি সবার উপরে, অন্য কেউ যে দল সাপোর্ট করে তার কাছে সেই দল সবার উপরে. তাহলে এই নিয়ে কিসের জন্য এত ঝামেলা তৈরি হয় বুঝি না.
যাইহোক ভাই আমি এ নিয়ে আর কিছু বলতে চাই না.
@Learn Bitcoin ভাই আমিও আপনার মতই একজন আর্জেন্টিনার সাপোর্টার, আপনার এই ফুটবল ডিসকাশন থ্রেডটি ব্যক্তিগতভাবে আমার অনেকটাই পছন্দ হয়েছে. এখন থেকে আমরা ফুটবল খেলা নিয়ে এখানে ভালোভাবে ডিসকাশন করতে পারবো, আবারো ধন্যবাদ @Learn Bitcoin ভাইকে.