তারপর বলেন, কেমন আছেন সবাই?
আফগানিস্তান সেমি ফাইনালে কোয়ালিফাই করে ফেলেছে, এটাকে কি আপনারা কেউ অঘটন বলবেন? আমি আসলে এটাকে কোনো অঘটন বলতে চাই না। তাদের কিছু বিশ্বমানের ক্রিকেটার আছে যারা বিভিন্ন লিগ খেলে বেড়ায়। তাদের আছে হৃষ্ট স্পিনার, যারা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। আর আমাদের আছে বড় বড় লর্ড। যারা ম্যাচের ইনটেন্স মোমেন্ট এ ডট বল খেলে।
যেমনটা আমি বিটকয়েনটকে পোষ্ট করেছি, এরকম ক্রিটিক্যাল টাইমে যেখানে বাংলাদেশকে ৩ ওভারে ৩৯ রান নিতে হবে, সেখারে রিয়াদের মতো ব্যাটার এক ওভারে ৫ টা বল ডট খেলে ডিফেন্স করতে গিয়ে। আরে ভাই ম্যাচ হারলেই কি, আর না হারলেই কি, আপনি ৩ ওভারে ৩৯ না নিতে পারলে তো এমনিতেই বাড়ি চলে যাবেন। তো এই সময়ে কিসের ডিফেন্স চো**ন আপনে?
অঘটন না ভাই আমি ধরে রেখেছিলাম যে আফগানিস্তানের সাথে বাংলাদেশ ম্যাচটি জিতবে না কিন্তু বাংলাদেশের পুরনো অভ্যাস তো বদলায় না মনে আশা জাগিয়ে আবার সেটিকে তচমচ করে দেয়। আগে থেকে ভাবতেছিলাম যে যেহেতু আফগানিস্তানে এবার অস্ট্রেলিয়া টিমকে হারিয়েছে তাহলে বাংলাদেশকে আরো ইজিলি হারাতে পারবে, কিন্তু না বাংলাদেশে বোলারদের ভালো বল মনে আসা জাগালো যে বাংলাদেশ হয়তো এই ম্যাচটিতে জিতবে এবং সেমিফাইনালে কোয়ালিফাই করবে,
তবে ভাই আমাদের সোনার টুকরা ব্যাটসম্যানরা দারুন ভাবে ব্যাটিং করে সেটি আর হতে দেয়নি হয়তো তাদের ফ্যামিলিদের মিস করতেছিল তাই তাড়াতাড়ি ম্যাচ শেষ করে দেশে ফিরতে চেয়েছে। আমি আসলেই আজকে হতাশ মাহমুদুল্লাহ রিয়াদ এর পারফরমেন্সে। তবে লিটন দাস যদি টিকে থাকতে পারতো তাহলে ঘটনা অন্যদিকেও ঘটতে পারতো কিন্তু ওই যে আফগানিস্তানের বিশ্বমানের বলার গুলো কাল হয়ে দাঁড়িয়েছে।
তবে আফগানিস্তানের যদি পরের স্টেজে যায় তাহলেও আমি খুশি হব তাদের একটি ভিডিও গুলো আমার কাছে ভালই লাগে।