তারপর বলেন, কেমন আছেন সবাই?
আফগানিস্তান সেমি ফাইনালে কোয়ালিফাই করে ফেলেছে, এটাকে কি আপনারা কেউ অঘটন বলবেন? আমি আসলে এটাকে কোনো অঘটন বলতে চাই না। তাদের কিছু বিশ্বমানের ক্রিকেটার আছে যারা বিভিন্ন লিগ খেলে বেড়ায়। তাদের আছে হৃষ্ট স্পিনার, যারা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। আর আমাদের আছে বড় বড় লর্ড। যারা ম্যাচের ইনটেন্স মোমেন্ট এ ডট বল খেলে।
যেমনটা আমি বিটকয়েনটকে পোষ্ট করেছি, এরকম ক্রিটিক্যাল টাইমে যেখানে বাংলাদেশকে ৩ ওভারে ৩৯ রান নিতে হবে, সেখারে রিয়াদের মতো ব্যাটার এক ওভারে ৫ টা বল ডট খেলে ডিফেন্স করতে গিয়ে। আরে ভাই ম্যাচ হারলেই কি, আর না হারলেই কি, আপনি ৩ ওভারে ৩৯ না নিতে পারলে তো এমনিতেই বাড়ি চলে যাবেন। তো এই সময়ে কিসের ডিফেন্স চো**ন আপনে?