Learn Bitcoin বাংলাদেশ লোকাল বোর্ডের নতুন Mod হয়েছে। এটা ভালো খবর। আশা করছি সে বাংলা বোর্ডে যথেষ্ট ভালো ভূমিকা পালন করবে এবং এখানে এক্টিভ থেকে সকল মেম্বারদের হেল্প করবে পাশাপাশি নতুন নতুন টপিক খুলে নতুন নতুন বিষয় সবাইকে শেখানোর বা জানানোর চেষ্টা করবে। আমি ব্যাক্তিগতভাবে খুশি যে আমি আমি ২য় একজন Mod পেলাম বাংলা বোর্ডে যে আমার বর্তমণে ও অবর্তমানে সবসময় আপনাদের সাহায্য করতে পারবে। আবারো অভিনন্দন Learn Bitcoin for selected as a Bangali Local Mod. আপনার জন্য শুভকামনা রইলো। আপনার আগামী দিনগুলো সুখের হোক।