হ্যাঁ ভাই, এভাবেই আমাদের লোকাল বোর্ডটি আস্তে আস্তে এগিয়ে যাবে, আমাদের ভালো কাজ চালিয়ে যাওয়া উচিত, এবং নিজ দায়িত্বে বোর্ড কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিয়মিত পোস্ট করতে হবে, একটিভ হতে হবে. তাছাড়াও এখন আমরা আমাদের বোর্ডের আরো একজন মডারেটর হিসাবে Learn Bitcoin কে পেয়েছি, যিনি অত্তান্ত একটিভ। এখন আমাদেরও একটিভ হয়ে হবে Learn Bitcoin ভাইয়ের মতো, যাতে আমাদের বোর্ডটি অনেক বেশি এগিয়ে যায়. সবার জন্য শুভো কামনা রইলো, এবং Learn Bitcoin ভাই কে অনেক অনেক অভিনন্দন একজন সম্মানিত মডারেটর এচিভ করার জন্য, এককথায় বলা যায় যে এখন আমাদের লোকাল বোর্ড এর এখন ২ জন অভিবাবক, JISAN ভাই, Learn Bitcoin ভাই. এনারা অনেক পরিশ্রম করেন আমাদের বোর্ড কে এগিয়ে নেয়ার জন্য, এখন আমাদেরও পরিশ্রম করতে হবে আমাদের বোর্ডকে এগিয়ে নেয়ার জন্য।