dragononcrypto একটি নতুন প্রস্তাব নিয়ে এসেছে যেখানে রাঙ্ক আপের শর্ত হিসেবে কারমাকেও যোগ করা হবে। নতুন এই প্রস্তাবটিতে যে রিকয়ারমেন্ট তুলে ধরা হয়েছে তা অতিরিক্ত বেশিও না আবার কমও না, প্রত্যেক এক্টিভ ইউজারদের জন্য ফেয়ার বলা চলে। শুধু তাই না, পোস্ট পড়ে যা বুঝলাম, অনেক একাউন্ট ডিমোটিভ হতে পারে। যদিও এই প্রস্তাবনাটি মাত্র ইনিশিয়াল পর্যায়ে আছে। আদেও এটি গ্রহণযোগ্যতা পাবে কিনা সিউর না, বাট যদি পায় তাহলে এ বিষয়ে নিশ্চিত থাকা যাবে যে ফোরামের পোস্টের মান অনেকাংশে বৃদ্ধি পাবে। এ বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন।
আপনারা চাইলে আপনাদের মূল্যবান ভোটও দিতে পারবেন, ভোট দিতে এই লিংটি ভিজিট করুন: https://www.altcoinstalks.com/index.php?topic=326311.0
আমি মনে করি এটি অত্যন্ত সময় উপযোগী সিদ্ধান্ত। আসলে আমরা বিটকয়েনটকেও দেখতে পাই সেখানে রেঙ্ক এর জন্য মেরিট প্রয়োজন হয়, এবং মেরিট এর উপরে ভিত্তি করেই রেঙ্ক নির্ধারিত হয়। যেটা আমাদের আল্টকয়েনটকে নাই। আমি মনে করি শুধু এক্টিভিটিস বা পোস্ট কাউন্ট এর উপরে ভিত্তি করে র্যাঙ্ক অর্জন করা এটা সঠিক বিচার বলে আমি মনে করি না। তাই যদি কারমার উপর ও ভিত্তি করে রেঙ্ক দেওয়া হয় তাহলে ভালো হবে। তাহলে আমরা ভালো কোয়ালিটি ফুল বড় রেঙ্ক এর সদস্য পাব। তাই আমি মনে করি এই সিদ্ধান্ত যত দ্রুত বাস্তবায়ন করা হবে ততোই ভালো হবে।
জী ভাই, যদি মেরিটও কাউন্ট করা হয় তাহলে ব্যাপক হারে শিটপোস্টারটা বাদ পড়ে যাবে। তবে আমার মনে হয়না এই প্রস্তাবটি এডমিন সহজে গ্রহন করবে। কারন সবাইই চায় ফোরামের এক্টিভিটি বাড়ুক, মেম্বার বাড়ুক। যত বেশি ইউজার বেজ সৃষ্টি হবে, ততবেশি রেভিনিউ আসার সম্ভবনা বৃদ্ধি পাবে। বিটকয়েনটকের সাথে সাথে অল্টকয়েনটকেও বিভিন্ন বাউন্টি এবং সিগ্নেচার ক্যাম্পেইন আসা শুরু করবে। কিন্তু আগেই যদি মেম্বার ছাটাই করা হয় তাহলে কিভাবে কি! ইনভেস্টররা সর্বদা চায় তাদের এডস্ যেনো বিশাল এক কমিউনিটির কাছে পৌছাতে পারে। যেখানে মেম্বারই নাই, সেখানে ক্যাম্পেইন লঙ্চ করে লাভ কি। এই আমার পার্সোনাল অপিনিয়ন।
যাই হোক যদি বাই চান্স, এটা ইমপ্লিমেন্ট হয়েও যায়, সেক্ষেও কিছু ঝামেলা আছে। ধরেন এবিউজাররা শত্রুতার বশে, - নেগেটিভ কামরা দিতে পারে, এতে করে যারে নেগেটিভ দেয়া হলো তার রাঙ্ক ডিমোট হওয়ার চান্স থাকে। আর যেহেতু কে কারে কারমা দিচ্ছে সেই ইনফো দেখারও সুযোগ নাই, সেক্ষেত্রে যাকে নেগেটিভ দেয়া হইছে, সেটা আসলেই কি তার প্রাপ্য নাকি শত্রুতার বশে, বোঝার উপায় নাই। আপিল যে করবো তারও সুযোগ নাই। ঠিক এমনটাই আমাদের ক্যাম্পেইন ম্যানেজার Royse এর সাথে ঘটেছিল কিছুদিন আগে। ঠিক মনে নেই বাট কে বা কারা জানি খুব অল্প সময়ের ব্যবধানে ১০-১৫ টা নেগেটিভ কারমা দিয়ে বশে তাকে। কোন থ্রেডটায় পোস্টটি দেখছিলাম খেয়াল নাই।