তবে ক্রিপ্টো ডেভিড ক্রেডিট কার্ড সরাসরি বাংলাদেশের কোন কোম্পানি প্রোভাইড করেনা। অনলাইনে কিছু এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম এটি প্রোভাইড করত কিন্তু বাংলাদেশে এখনো ক্রিপ্টো অবৈধ থাকায় ধীরে ধীরে সব প্ল্যাটফর্ম থেকে এগুলোকে বাংলাদেশের জন্য ব্যান করা হচ্ছে। এগুলো ভাই ভার্চুয়াল কার্ড তাই আপনি এগুলো এটিএম এ ব্যবহার করে টাকা তুলতে পারবেন না শুধুমাত্র কোন ই-কমার্স পেমেন্ট গেটওয়েতে পেমেন্ট করতে পারবেন।
এই ব্যাপারটা আমিও জানি, কিন্তু ফেইসবুক গ্রুপ গুলোতে প্রায়ই দেখি বাংলাদেশি ইউজার রা তাদের বাইনান্স বা বাইবিট ক্রিপ্টো ডেবিট কার্ড (প্লাস্টিক) এর ছবি পোষ্ট করে। কিন্তু তাদের কাছে জানতে চাইলে তারা বিস্তারিত শেয়ার করে না। যেহেতু বাংলাদেশে প্লাস্টিক কার্ড ডেলিভারি হচ্ছে না, তাহলে তারা কিভাবে কার্ড গুলো পাচ্ছে? এটা ভাবলে আমার মাথায় একটা চিন্তাই আসে, যে তারা কার্ড এর এপ্লাই করার সময় ডেলিভারি এড্রেস বাইরের কোনো দেশের দেয়, সেখানে রিসিভ করে তারপর দেশে নিয়ে আসে। অথবা তারা প্রবাসী। তারা যে দেশে থাকে, সেই দেশেই কার্ড ডেলিভারি নেয়। গতকালকেও দেখেছি বাইবিট নতুন কার্ড এর জন্য আমাকে নটিফিকেশন দিয়েছে। কিন্তু সেখানে বাংলাদেশ কোনো অপশন নাই।