ভাই আপনে ১৫% বা ২০% এর কথা ভাবেন কেমনে?
একটা গুগল সার্চ করে দেখেন তো বিশ্বব্যাপি ক্রিপ্টো প্রফিট এর ওপর সর্বনিম্ন ট্যাক্স কতো? বেশিরভাগ দেশেই ক্রিপ্টো ট্যাক্স ৪০% এর ওপরে। ইভেন পাশের দেশ ভারতে সম্ভবত সেটা ৩০% এর ওপরে। আমি কষ্ট করে ১০০ টাকা ইনকাম করে সরকারকে ৩০ টাকা বা ৪০ টাকা দিয়ে দিবো, কিন্তু সরকার আমার জন্য আদতে কিছুই করছে না। এমন কিছু আমি কখনোই আশা করি না। এক হিসাবে ক্রিপ্টো অবৈধ আছে, এতেই আমি খুশি। বৈধ হলেই মাথায় ট্যাক্সের বোঝা চাপিয়ে দিবে।
কথা খারাপ বলেননি তবে একেক দেশের আইন এবং রীতিনীতি এক এক রকম আমাদের দেশে এখনো অবৈধ এবং এটা নিয়ে সরকারের কোন প্ল্যান আপাতত নেই তার মধ্যে যমুনা টেলিভিশনকে দেখলাম উল্টা নেগেটিভ ইমেজ ক্রিয়েট করতেছে ক্রিপ্টো কারেন্সি এর বিরুদ্ধে।
তারা বিভিন্ন জুয়া খেলা থেকে শুরু করে স্ক্যাম যেগুলো রিয়েল লাইফে আমি বিকাশ থেকে নাহিদ বলছি এরকম অহরহর হয়ে যাচ্ছে সেই রকম স্ক্যাম গুলোকে দিয়ে ক্রিপ্টো কারেন্সি এর ওপর নেগেটিভ ইমেজ তৈরি করতেছে।
যাই হোক এখন আসি আপনার সার্চ করার সাজেশন এর বিষয়টা।
বিশ্বে যেমন জাপানের মতন দেশ কানাডার মতন দেশ ওরা আপনার ক্রিপ্টো ইনকাম থেকে ৫০ থেকে ৫৫ পার্সেন্ট পর্যন্ত ট্যাক্স নিয়ে থাকে। এরকম আরো অনেক দেশ রয়েছে। তাদের পলিসি অনেক ভিন্ন, তারা তো এমনিও জেনারেল ি ৩০ থেকে ৪৫ পার্সেন্ট এর আশেপাশেই ট্যাক্স নিয়ে রাখে, আর তাদের ট্যাক্সের বিষয়টা আপনার চাকরির বেতন থেকে সরাসরি কেটে নেয়।
কিন্তু সেই সাথে সাথে এরকমও দেশ রয়েছে যারা ক্রিপ্টো কারেন্সি এর ওপর 0% ভ্যাট নিয়ে থাকে তার মধ্যে মালয়েশিয়া রয়েছে, সিঙ্গাপুর, এল সালভাদর, সুইজারল্যান্ড এবং পর্তুগাল তাছাড়া জার্মানে এক বছরের বেশি সময় ধরে holding করা এসেট ট্যাক্স মুক্ত।
এরকম আরো অনেক দেশ রয়েছে।
এখন আমাদের দেশে কত করতে পারে এটা আমরা কেউ জানিনা তবে আমার আশা সহনীয় হবে ২০ পার্সেন্টের উপরে হবে না। আর ভাই বিশ পার্সেন্ট এর উপরে হইলেই বা কি আমরা কয়জন ট্যাক্স দিয়ে থাকি?
আর দিলেও তো অনেক কলকাঠি মেরে একদম কমে দেই। এরকম চোরের মতন ভয়ে ভয়ে জীবন যাপন করার থেকে ট্যাক্স দিয়ে সম্মানের জীবন যাপন করা অনেক ভালো অন্তত মেন্টাল স্ট্রেস কম হবে। আর তাছাড়া আমি নিশ্চিত ভাবে বলতে পারি অনেক অপরচুনিটির দুয়ার খুলেও যাবে।