Everything about Points and token distribution Everything about Ranks and Ranking>> Teleport your account from Bitcointalk Latest news: Community Awards Winners
কোনো লোকাল থ্রেডে (বাংলা) কপি পেস্ট টপিক/পোস্টে Report to moderator বাটনে ক্লিক করলে সেই রিপোর্ট কি আপনার কাছে যায়? যেহেতু আপনি একজন মডারেটর। আর কোনো পোস্টে রিপোর্ট করার পরে আপনি কি এ্যাকশন নিলেন তা জানার কোনো ব্যাবস্থা আছে, কিংবা যারা রিপোর্ট করে তাদেরকে রেজাল্ট জানান কি? যেহেতু ভালো পোস্ট করলে কারমা পাবে, তাহলে কেউ যদি কষ্ট করে প্রমান সহ কারো কপি পেস্ট পোস্ট ব্যাপারে তুলে ধরে অথবা রিপোর্ট করে তাহলে সে তার এই কাজের জন্যও কি কারমা পায়?যাইহোক সম্ভবতো দুইদিন আগে আমি একটা পোস্টে রিপোর্ট করেছিলাম। যেই পোস্টটা বাংলা থ্রেডে এখনও আছে, আর পোস্টটি হুবুহু আমার করা একটা টপিক এর কপি। আমি চাচ্ছিলাম না ওপেন ভাবে কিছু বলতে যেহেতু পোস্টকৃত ভাইটি ফোরামে একেবারে নতুন। তারপরে তার প্রফাইল ঘেটে যা বুঝলাম সে দ্রুত র্যাংক পাওয়ার জন্য এমন কাজ করছে। এখানে তার পোস্ট লিংক দিলাম.. https://www.altcoinstalks.com/index.php?topic=60282.0 যা অক্টোবর ১০ তারিখে পাবলিশ করা হয়। আর এই লিংক টা আমার করা টপিক এর... https://www.altcoinstalks.com/index.php?topic=59111.0 যা অক্টোবর ০৭ তারিখে পোস্ট করি। আশা করি আপনি দ্রুত এর একটা প্রতিকার করবেন। আর এই ফোরামের বাংলাদেশি সকল ভাইয়ের কাছে অনুরোধ, আসুন যেকোনো প্রকার স্প্যাম হতে বিরত থাকি। অনেক বড় একটা সুযোগ আছে এই ফোরামে। তার সঠিক ব্যাবহার করি। অযথা স্প্যাম করতে গিয়ে দেশের এবং নিজের আইডির ক্ষতি না করি।