Everything about Points and token distribution Everything about Ranks and Ranking>> Teleport your account from Bitcointalk Latest news: Community Awards Winners
অবশ্যই এটা একটা ভালো খবর বাংলাদেশী ফ্রিলান্সার দের জন্য কিন্তু এটা তে আমার মনে হচ্ছে সরকার নেতীবাচক দিক হিসাবে নিতে পারে আমি মনে করি ভবিষ্যৎ এ কিপ্ট্রো লেনদেন আরও সহজ ও হতে পারে আবার কঠিন ও । বাকীটা দেখার অপেক্ষায় থাকলাম।সুন্দর তথ্য দেওয়ার জন্য +1 কারমা।
Wow গুড নিউজ। তবে কবে থেকে শুরু হবে আমাদের ট্রেডিং।
Quote from: Fawpac2 on October 24, 2020, 07:20:38 PMWow গুড নিউজ। তবে কবে থেকে শুরু হবে আমাদের ট্রেডিং।ট্রেডিং তো ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। বিকাশের মাধ্যমে আপনি লেনদেন করতে পারবেন তবে সেটা কুকয়েন থেকে যেভাবে অন্য কয়েন লেনদেন করে থাকেন। ভবিষ্যতে আরো কিছু অপশন এড হতে পারে। তবে এটা নিয়ে বাংলাদেশ ব্যাংক ও সরকার কি পদক্ষেপ নেয় সেটা দেখা দরকার।
বাংলাদেশি ক্রিপ্টো রিলেট্ডে পারসনদের জন্য একটি সুখবর। এতেই বোঝা যায় যে দেশ এখন আর আগের অবস্থানে নেই।
Quote from: ranaprime on October 25, 2020, 03:05:43 PMবাংলাদেশি ক্রিপ্টো রিলেট্ডে পারসনদের জন্য একটি সুখবর। এতেই বোঝা যায় যে দেশ এখন আর আগের অবস্থানে নেই।হা দেশ প্রযুক্তিতে কিছুটা এগিয়েছে তবে সেটা অন্যান্য দেশের তুলনায় অনেকটা কম। এখানে সরকারের কোন কৃতিত্ব নেই। কৃতিত্ব শুধু কুকয়েনের এবং কুকয়েন বাংলাদেশী কমিউনিটর ভাইদের যাদের প্রচেষ্টায় এটা সফল হয়েছে। পেপাল বিশ্বের প্রায় সকলদেশে সাপোটেড অথচ বাংলাদেশ এখনো আনতে পারলোনা কয়েকবছর ধরে। অবশেষে বলেছিলো-পেপাল বাংলাদেশে আসেনি ভালোই হয়েছে নতুবা মুদ্রাস্ফিতি বাড়তো বিশাল ডলার দেশে ঢুকার কারণে। বুঝেন কথাটা-সেই আঙ্গুর ফল টকের মতই। তবে আমরা আশাবাদি খুব তাড়াতাড়ি পেপাল আসবে, পেওনিয়ারও সাপোর্ট করবে। আর কুকয়েনতো যুগান্তকরী পদক্ষেপ নিছে ইতিমধ্যেই।
কুকয়েনে আজ থেকে আপনি বাংলাদেশী টাকা দিয়ে ডলার কিনতে পারবেন। এটা অনেক বড় সুখবর। কুকয়েন আজকে তাদের অফিসিয়ালি ঘোষণা করেছে যে এখন থেকে বাংলাদেশীরা লোকাল কারেন্সি অর্থাৎ টাকা দিয়ে ডলার কিনতে পারবেন। এটা ছিলো বাংলাদেশীদের জন্য স্বপ্নের মত। দীর্ঘদিনের অপেক্ষার পর সুদিন আসতে শুরু করেছে। আজকে ডলার প্রতি ৯২ টাকা দিয়ে লেনদেন শুরু করতে পারবেন। তবে কোন কোন মেথডে টাকা লেনদেন করতে পারবেন সেটা পরবর্তীতে প্রাকটিক্যাল ব্যবহারে জানা যাবে।বিস্তারিত তাদের টুইটার এবং অফিসিয়াল ওয়েব সাইটে।https://twitter.com/kucoincom/status/1319590641412698112https://www.kucoin.com/news/kucoin-launches-p2p-fiat-trade-for-the-bdt-market