কুকয়েনে আজ থেকে আপনি বাংলাদেশী টাকা দিয়ে ডলার কিনতে পারবেন। এটা অনেক বড় সুখবর। কুকয়েন আজকে তাদের অফিসিয়ালি ঘোষণা করেছে যে এখন থেকে বাংলাদেশীরা লোকাল কারেন্সি অর্থাৎ টাকা দিয়ে ডলার কিনতে পারবেন। এটা ছিলো বাংলাদেশীদের জন্য স্বপ্নের মত। দীর্ঘদিনের অপেক্ষার পর সুদিন আসতে শুরু করেছে। আজকে ডলার প্রতি ৯২ টাকা দিয়ে লেনদেন শুরু করতে পারবেন। তবে কোন কোন মেথডে টাকা লেনদেন করতে পারবেন সেটা পরবর্তীতে প্রাকটিক্যাল ব্যবহারে জানা যাবে।

বিস্তারিত তাদের টুইটার এবং অফিসিয়াল ওয়েব সাইটে।
https://twitter.com/kucoincom/status/1319590641412698112
https://www.kucoin.com/news/kucoin-launches-p2p-fiat-trade-for-the-bdt-market
এই সংবাদটা আমাদের বাংলাদেশের সকল ফ্রিল্যান্সারদের জন্যই খুবই খুশির একটা সংবাদ। আমাদের বাংলাদেশের সকল মানুষের জন্যই এটি খুব নেতিবাচক একটা দিক বলে আমি মনে করি।
আমাদের দেশের মানুষ যে তাদের লোকাল কারেন্সি থেকে ডলার কিনতে পারবে এটা একটা স্বপ্ন ছিল,আজ তা বাস্তবে পরিণত হয়েছে। তবে আমার মনে হয়, সেক্ষেত্রে হয়তো কতৃপক্ষ কতৃক কোন নতুন নিয়মাবলি জুড়ে দিতে পারে।
এতোটা সহজে হয়তো ডলার কে বাংলাদেশি টাকায় রুপান্তরিত করা যাবেনা বলে আমার মনে হয়।
তবুও ভালো লাগলো যে কুকয়েনে বাংলাদেশি টাকায় ডলার কেনা যাবে।
এখন যদি আমাদের বাংলাদেশের সরকার ক্রিপ্টোকারেন্সি কে বৈধতা দিয়ে দিতেন এবং এ থেকে উপার্জন করা টাকা টা বৈধ ভাবে দেশে আনতে দিতেন তাহলে খুব বেশি ভালো হতো।
এই অর্থ আমাদের দেশের অর্থনীতিতে যথেষ্ট ভুমিকা রাখবে বলে আমার মনে হয়,সরকার এই দিকটাকে নেতিবাচক দিক হিসেবে নিতে পারেন।
বলা যায় না,সরকার হয়তোবা নানা দিক চিন্তা ভাবনা করে ক্রিপ্টোকারেন্সি কে বৈধতা দিয়ে দিতেও পারে।