বিগত কয়েকদিনের স্টাটস অনুযায়ী বিটকয়েন শেষ ৭ দিনে ১০% ডাউন হয়েছে। আর শুধুমাত্র গত ২৪ ঘন্টায় প্রায় ৫% ডাউন হয়েছে। বিটকয়েন ৫% ডাউন হওয়া মানে মার্কেটে আগুন লেগে যাওয়া। বিটকয়েনের সাথে সাথে অল্টকয়েনের যে বাজে হাল হয়েছে, সেটা হচ্ছে দেখার মতো একটা কারবার। যদি কেউ ডিসিএ করার প্ল্যানে থাকেন, তাহলে অল্প পরিমানে ইনভেষ্ট করতে পারেন। এটা কোনো এডভাইস না কিন্তু!
আমার হোল্ডিং গুলো দিনদিন লালে লাল হয়ে যাচ্ছে। অল্টকয়েন ইনভেষ্টমেন্টগুলো লস মনে করে এখনো হোল্ডিং করে যাচ্ছি। হাতে কিছু ষ্টাবল কয়েন আছে, তবে আপাতত ইনভেষ্ট করার মতো সাহস পাচ্ছি না। আপাতত কোনো এক্সট্রা ইনকাম না থাকায়, আর দেশের পরিস্থিতি বিবেচনায়, নিজের হাতে কিছু ক্যাশ রাখা জরুরী বলে মনে হচ্ছে।