Everything about Points and token distribution Everything about Ranks and Ranking>> Teleport your account from Bitcointalk Latest news: Community Awards Winners
এজন্য আমার মতে আপনা কে একটি অ্যাপ ইনস্টল করতে হবে। সেটি হচ্ছে টুইটার এ্যসিসট্যান্ট। এটিতে য়েয়ে আপনি দেখতে পারবেন। কত গুলো ইউজার কে আপনি ফলো করেছেন আর কারা আপনা কে ফলো করেনি। যারা আপনা কে ফলো করেনি তাদের কে আপনি আনফলো করে দিবেন হয়ে গেল।
অনেকে আমাকে বিটকয়েনটকে কিংবা, অলটকয়েন্সটক, বিটকয়েনগার্ডেন, কিংবা ফেসবুক ম্যাসেঞ্জারে প্রশ্ন করেন- ভাই টুইটার নিয়ে ঝামেলায় আছি। আমার ফলোয়ার ১০কে+ আমি প্রতিদিন ফলোব্যাক দিলেও অনেককে দিতে পারিনা। প্রত্যেককে চেক করে করে ফলো করতে গেলে ১০কে ফলোয়ারদের প্রত্যেকের চেক করতে হয় যা অসম্ভব। কারণ এটা কয়েক ঘন্টার কাজ। টুইটারে কিছুক্ষণ পর পর পেজ অটো রিফ্রেশ হয়ে যায় তখন আবার শুরু থেকে চেক করে ফলো করতে হয়। একই ভাবে অনেকে আমাদের ফলো ব্যাক দেয়না, তাদেরকে আনফলো করতেও সমস্যা পোহাতে হয়। এমন অনেক প্রশ্নের উত্তর এবং আমার নিজের কাজের অভিজ্ঞতার আলোকে আমি ২ টি পোস্ট লিখেছি আপনাদের জন্য। যারা এই সমস্যা ফেস করতেছেন তারা নিচের পোস্ট দুটি বিস্তারিত পড়ুন। তাহলে আর সমস্যা থাকবেনা। মাত্র কয়েক মিনিটেই অন্তত হাজার ফলোয়ারকে ফলোব্যাক দিতে পারবেন কিংবা হাজার জনকে আনফলো করতে পারবেন খুব সহজেই। ফলোব্যাক দেওয়ার পোস্ট= https://www.thepeakplace.com/how-to-follow-in-twitter-easily-using-tools/আনফলো করার পোস্ট= https://www.thepeakplace.com/how-to-unfollow-in-twitter-easily-using-tools/এর পরেও কেউ কোন সমস্যা ফেস করলে মন্তব্য করুন।
গুরুত্বপূর্ণ পোস্ট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ . ভাই টুইটারে ফলোয়ার বাড়ানোর কোন উপায় নেই ?
খুব্ সহজ একটি বিষয়। আপনি প্লেস্টোরে যেয়ে তারপর একটি সফটওয়ার ডাউনলোড করে নিলেই হবে। জাস্ট টুইটার এসিট্যিান্ট নামে একটি সফটওয়ার আছে ডাউনলোড করুন ইন্সটল করুন তারপর ওপেন করে কাকে আনফলো করবেন সেটা সিলেক্ট করুন দেখবেন ঠিক হয়ে গেছে।
Quote from: Blue_sea on November 12, 2020, 10:16:04 PMখুব্ সহজ একটি বিষয়। আপনি প্লেস্টোরে যেয়ে তারপর একটি সফটওয়ার ডাউনলোড করে নিলেই হবে। জাস্ট টুইটার এসিট্যিান্ট নামে একটি সফটওয়ার আছে ডাউনলোড করুন ইন্সটল করুন তারপর ওপেন করে কাকে আনফলো করবেন সেটা সিলেক্ট করুন দেখবেন ঠিক হয়ে গেছে।এসব সফটওয়্যার ব্যবহার করে কিছুদিন পরে আপনি টুইটার একাউন্টটিই হারাবেন। আমি যে দুটি পদ্ধতি বল্লাম, যে সাইটার কথা বল্লাম-সেটা দিয়ে আমি গত ৪ বছর করতেছি। আমার ফলোয়ার এখন প্রায় ১৭০০০ এর মত। ফলোব্যাক দেওয়ার পোস্ট= https://thepeakplacebd.blogspot.com/2020/02/how-to-follow-in-twitter-easily-using-tools.htmlআনফলো করার পোস্ট= https://thepeakplacebd.blogspot.com/2020/02/how-to-unfollow-in-twitter-easily-using-tools.htmlশুধুমাত্র এই সাইটটি আমি ব্যবহার করতেছি প্রায় ৪ বছর। = https://whounfollowedme.org
স্যার আমি কিভাবে টুইটারের ফ্রেন্ড বেশি বেশি বৃদ্ধি করতে পারব। টুইটারে ফলো করলে কেউ রিপ্লাই দিতে চায় না যার কারণে টুইটারে ফলোয়ার বাড়ছে না।