ভালো বাউন্টি পেতে হলে আপনাকে সব সময় বাউন্টি ফোরামে একটিভ থাকতে হবে। এবং নতুন ইজারা বাউন্টি করেন তাদের সব বাউন্টি তে এড হতে হবে কোনটাই বাদ দেওয়া যাবে না বলা যায় না কোনটা সাকসেস হয়। আর সিনিয়র ভাইরা যে লিংক গুলো দিছে সে গুলোতে গিয়ে দেখেন সেখানে ভালো বাউন্টি রয়েছে। সেখানে গিয়ে আপনি এড হতে পারেন।