Everything about Points and token distribution Everything about Ranks and Ranking>> Teleport your account from Bitcointalk Latest news: May the 4th be with you
Ethereum এর দাম কবে বাড়বে জানেন কি কেউ ?
আজকে ইথার এর দাম কিছুটা হলেও বৃদ্ধি পেয়েছে আশা করা যাচ্ছে 2021 সালে ইতারের দাম 450 থেকে 500 ডলারে উন্নীত হবে
Quote from: Sujon83 on March 18, 2019, 06:15:30 AMEthereum এর দাম কবে বাড়বে জানেন কি কেউ ?যেহেতু যেহেতু ইথেরিয়াম কে বিশ্বের দ্বিতীয় কয়েন হিসেবে ধরা হয় অর্থাৎ বিটকয়েন এর পরেই ইথেরিয়াম এর স্থান তাই আমার মনে হয় বিটকয়েন এর দাম বাড়ার সাথে সাথে ইথেরিয়াম এর দাম বাঁড়ার সম্ভাবনা আছে কিন্তু সত্তিই বাড়বে কিনা এটা সঠিকভাবে বলা মুশকিল।
কবে বাড়বে তা অনিশ্চিত। কেউ বলতে পারবেনা।অপেক্ষা করতে হবে যদদিন না বাড়ে।
ইথারিয়াম এর দাম বর্তমানে অনেক বৃদ্ধি পাচ্ছে। আমার বিশ্বাস বেশ কয়েক দিনের মধ্যেই ইথিরিয়াম 500 ডলার পৌঁছাবে।