Everything about Points and token distribution Everything about Ranks and Ranking>> Teleport your account from Bitcointalk Latest news: Community Awards Winners
প্রচারেই প্রসার। কোন পন্যের যত বেশি প্রচার হবে তত বেশি প্রসার (সেল) হবে। একটা প্রজেক্টের যখন টোকেন সেল করার জন্য এনাউন্সমেন্ট করে তখন বিভিন্ন ক্যাটাগরিতে সেই প্রজেক্ট বাউন্টি নিয়ে আসে। এর মধ্যে সিগনেচার অন্যতম।সিগনেচার হচ্ছে- একটা প্রজেক্টের লোগো এবং কোড সম্বলিত ফোরাম প্রমোশন। অর্থাৎ সিগনেচার হচ্ছে আপনার ফোরামের প্রফাইলে সেই প্রজেক্টের কোন এভাটর (লোগো) এবং তাদের বিভিন্ন সাইটের তথ্য সম্বলিত কোড যুক্ত করে প্রচার করা। এর জন্য আপনার ফোরাম র্যাংক অনুযায়ী সিগনেচার কোড এবং এভাটর বহন করতে হবে।আপনি যে র্যাংকের অধিকারী সেই র্যাংক অনুযায়ী কোড এবং ফুল মেম্বার হতে তার উপরের যত র্যাংক আছে তারজন্য এভাটর ব্যবহার করতে হবে এবং তাদের নির্ধারিত আবেদন ফর্মের মাধ্যমে আবেদন করে কাজ করতে হবে। সিগনেচার ক্যাম্পেইনের শর্ত অনুযায়ী আপনাকে প্রতিসপ্তাহে নিধারিত পোস্ট ( যেমন ১০ টা পোস্ট করতে বললে মিনিমাম ১০ টা করতে হবে) করতে হবে। তারপর সপ্তাহ শেষে আপনাকে কাজের বিনিময়ে স্টেকস দিবে, আর স্টেকস ক্যাম্পেইন শেষে যোগ করে হিসেব করে আপনাকে টোকেন দেওয়া হবে।সিগনেচারের গুরুত্ব কী?সিগনেচার হচ্ছে ফোরামে একটা প্রোজেক্টের সবচেয়ে বড় প্রচারের মাধ্যম। বিনিয়োগকারীরা কিন্তু ফোরামের বাউন্টি সেকশনে যান না। তারা ফোরামের বিভিন্ন এনাউন্সমেন্ট, বিটকয়েন, অলটকয়েন সহ আরো অনেক বোর্ডে ঘোরেন, দেখেন কোন প্রজেক্ট এর বিস্তারিত। তখন চোখে পড়ে তাদের বিভিন্ন প্রজেক্টের এভাটর এবং কোড সহ যত মেম্বার পোস্টের উপর কমেন্ট করেছেন তার উপর। যখন লিজেন্ডারী, হিরো, এসআর মেম্বার, ফুল মেম্বাররা কোন প্রজেক্টের কোড ও এভাটর ব্যবহার করেন তখন বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকে সেই প্রজেক্টের উপর কারণ যত বড় র্যাংক তত প্রচারে সুবিধা বেশি। বিনিয়োগকারীরা সেই প্রজেক্টকে ভালো মনে করেন আর সেই প্রজেক্টের বিস্তারিত জানার জন্য আগ্রহী হয়ে ওঠেন। এজন্য বড় র্যাংকধারীদের স্টেকসও বেশি হয়। যদি সাকিব আল হাসান কোন পণ্যের বিজ্ঞাপন দেন তাহলে সেটা কোটি কোটি মানুষ দেখবে এবং সেই পন্যের ব্যপারে আগ্রহী হয়ে উঠবেন কারন তার মত জনপ্রিয় এবং বিশ্বমানের ব্যক্তিত্ব যেটা করবেন সাধারণ মানুষ সেটা ফলো করবেন। আর সাধারন মানুষ বিজ্ঞাপন দিলে সেটার আগ্রহ কম থাকে মানুষের। ঠিক তেমনি লিজেন্ডারী, হিরো ,এস আর মেম্বাররা কোন সিগনেচার করলে সেটারও একটা বাড়তি গুরুত্ব পায় এবং সেই প্রজেক্টের প্রচারও বেশি হয়। তখন বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে থাকেন সেই প্রজেক্টে।
Quote from: Malam90 on March 22, 2019, 04:33:25 PMপ্রচারেই প্রসার। কোন পন্যের যত বেশি প্রচার হবে তত বেশি প্রসার (সেল) হবে। একটা প্রজেক্টের যখন টোকেন সেল করার জন্য এনাউন্সমেন্ট করে তখন বিভিন্ন ক্যাটাগরিতে সেই প্রজেক্ট বাউন্টি নিয়ে আসে। এর মধ্যে সিগনেচার অন্যতম।সিগনেচার হচ্ছে- একটা প্রজেক্টের লোগো এবং কোড সম্বলিত ফোরাম প্রমোশন। অর্থাৎ সিগনেচার হচ্ছে আপনার ফোরামের প্রফাইলে সেই প্রজেক্টের কোন এভাটর (লোগো) এবং তাদের বিভিন্ন সাইটের তথ্য সম্বলিত কোড যুক্ত করে প্রচার করা। এর জন্য আপনার ফোরাম র্যাংক অনুযায়ী সিগনেচার কোড এবং এভাটর বহন করতে হবে।আপনি যে র্যাংকের অধিকারী সেই র্যাংক অনুযায়ী কোড এবং ফুল মেম্বার হতে তার উপরের যত র্যাংক আছে তারজন্য এভাটর ব্যবহার করতে হবে এবং তাদের নির্ধারিত আবেদন ফর্মের মাধ্যমে আবেদন করে কাজ করতে হবে। সিগনেচার ক্যাম্পেইনের শর্ত অনুযায়ী আপনাকে প্রতিসপ্তাহে নিধারিত পোস্ট ( যেমন ১০ টা পোস্ট করতে বললে মিনিমাম ১০ টা করতে হবে) করতে হবে। তারপর সপ্তাহ শেষে আপনাকে কাজের বিনিময়ে স্টেকস দিবে, আর স্টেকস ক্যাম্পেইন শেষে যোগ করে হিসেব করে আপনাকে টোকেন দেওয়া হবে।সিগনেচারের গুরুত্ব কী?সিগনেচার হচ্ছে ফোরামে একটা প্রোজেক্টের সবচেয়ে বড় প্রচারের মাধ্যম। বিনিয়োগকারীরা কিন্তু ফোরামের বাউন্টি সেকশনে যান না। তারা ফোরামের বিভিন্ন এনাউন্সমেন্ট, বিটকয়েন, অলটকয়েন সহ আরো অনেক বোর্ডে ঘোরেন, দেখেন কোন প্রজেক্ট এর বিস্তারিত। তখন চোখে পড়ে তাদের বিভিন্ন প্রজেক্টের এভাটর এবং কোড সহ যত মেম্বার পোস্টের উপর কমেন্ট করেছেন তার উপর। যখন লিজেন্ডারী, হিরো, এসআর মেম্বার, ফুল মেম্বাররা কোন প্রজেক্টের কোড ও এভাটর ব্যবহার করেন তখন বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকে সেই প্রজেক্টের উপর কারণ যত বড় র্যাংক তত প্রচারে সুবিধা বেশি। বিনিয়োগকারীরা সেই প্রজেক্টকে ভালো মনে করেন আর সেই প্রজেক্টের বিস্তারিত জানার জন্য আগ্রহী হয়ে ওঠেন। এজন্য বড় র্যাংকধারীদের স্টেকসও বেশি হয়। যদি সাকিব আল হাসান কোন পণ্যের বিজ্ঞাপন দেন তাহলে সেটা কোটি কোটি মানুষ দেখবে এবং সেই পন্যের ব্যপারে আগ্রহী হয়ে উঠবেন কারন তার মত জনপ্রিয় এবং বিশ্বমানের ব্যক্তিত্ব যেটা করবেন সাধারণ মানুষ সেটা ফলো করবেন। আর সাধারন মানুষ বিজ্ঞাপন দিলে সেটার আগ্রহ কম থাকে মানুষের। ঠিক তেমনি লিজেন্ডারী, হিরো ,এস আর মেম্বাররা কোন সিগনেচার করলে সেটারও একটা বাড়তি গুরুত্ব পায় এবং সেই প্রজেক্টের প্রচারও বেশি হয়। তখন বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে থাকেন সেই প্রজেক্টে।আমাদের নতুনদের সিগনেচার সম্পর্কে কোন ধারনাই নেই আপনার এই গুরুত্বপূর্ণ পুষ্টি থেকে আমরা নতুননা অনেক কিছুই শিখতে পারলাম। যা আমাদের জন্য সিগনেচার করার সময় অনেক সাহায্য করবে। ধন্যবাদ ভাইয়া আপনার এই গুরুত্বপূর্ণ পোস্ট দেওয়ার জন্য।
তথ্য বহুল একটি বিষয়। খুব ভালো করে বুঝিয়ে বিস্তারিত আলোচনা করেছেন ।আপনাকে অসংখ্য ধন্যবাদ । আমি সহ যাহারা এই ফোরামে নতুনতাহারা এই বিষয় টা পড়ে অনেক উপকৃত হইবে সে জন্য প্রতিনিয়ত এ ধরনের তথ্য ভিত্তিক পোষ্ট আশা করছি।
Quote from: Malam90 on March 22, 2019, 04:33:25 PMপ্রচারেই প্রসার। কোন পন্যের যত বেশি প্রচার হবে তত বেশি প্রসার (সেল) হবে। একটা প্রজেক্টের যখন টোকেন সেল করার জন্য এনাউন্সমেন্ট করে তখন বিভিন্ন ক্যাটাগরিতে সেই প্রজেক্ট বাউন্টি নিয়ে আসে। এর মধ্যে সিগনেচার অন্যতম।সিগনেচার হচ্ছে- একটা প্রজেক্টের লোগো এবং কোড সম্বলিত ফোরাম প্রমোশন। অর্থাৎ সিগনেচার হচ্ছে আপনার ফোরামের প্রফাইলে সেই প্রজেক্টের কোন এভাটর (লোগো) এবং তাদের বিভিন্ন সাইটের তথ্য সম্বলিত কোড যুক্ত করে প্রচার করা। এর জন্য আপনার ফোরাম র্যাংক অনুযায়ী সিগনেচার কোড এবং এভাটর বহন করতে হবে।আপনি যে র্যাংকের অধিকারী সেই র্যাংক অনুযায়ী কোড এবং ফুল মেম্বার হতে তার উপরের যত র্যাংক আছে তারজন্য এভাটর ব্যবহার করতে হবে এবং তাদের নির্ধারিত আবেদন ফর্মের মাধ্যমে আবেদন করে কাজ করতে হবে। সিগনেচার ক্যাম্পেইনের শর্ত অনুযায়ী আপনাকে প্রতিসপ্তাহে নিধারিত পোস্ট ( যেমন ১০ টা পোস্ট করতে বললে মিনিমাম ১০ টা করতে হবে) করতে হবে। তারপর সপ্তাহ শেষে আপনাকে কাজের বিনিময়ে স্টেকস দিবে, আর স্টেকস ক্যাম্পেইন শেষে যোগ করে হিসেব করে আপনাকে টোকেন দেওয়া হবে।সিগনেচারের গুরুত্ব কী?সিগনেচার হচ্ছে ফোরামে একটা প্রোজেক্টের সবচেয়ে বড় প্রচারের মাধ্যম। বিনিয়োগকারীরা কিন্তু ফোরামের বাউন্টি সেকশনে যান না। তারা ফোরামের বিভিন্ন এনাউন্সমেন্ট, বিটকয়েন, অলটকয়েন সহ আরো অনেক বোর্ডে ঘোরেন, দেখেন কোন প্রজেক্ট এর বিস্তারিত। তখন চোখে পড়ে তাদের বিভিন্ন প্রজেক্টের এভাটর এবং কোড সহ যত মেম্বার পোস্টের উপর কমেন্ট করেছেন তার উপর। যখন লিজেন্ডারী, হিরো, এসআর মেম্বার, ফুল মেম্বাররা কোন প্রজেক্টের কোড ও এভাটর ব্যবহার করেন তখন বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকে সেই প্রজেক্টের উপর কারণ যত বড় র্যাংক তত প্রচারে সুবিধা বেশি। বিনিয়োগকারীরা সেই প্রজেক্টকে ভালো মনে করেন আর সেই প্রজেক্টের বিস্তারিত জানার জন্য আগ্রহী হয়ে ওঠেন। এজন্য বড় র্যাংকধারীদের স্টেকসও বেশি হয়। যদি সাকিব আল হাসান কোন পণ্যের বিজ্ঞাপন দেন তাহলে সেটা কোটি কোটি মানুষ দেখবে এবং সেই পন্যের ব্যপারে আগ্রহী হয়ে উঠবেন কারন তার মত জনপ্রিয় এবং বিশ্বমানের ব্যক্তিত্ব যেটা করবেন সাধারণ মানুষ সেটা ফলো করবেন। আর সাধারন মানুষ বিজ্ঞাপন দিলে সেটার আগ্রহ কম থাকে মানুষের। ঠিক তেমনি লিজেন্ডারী, হিরো ,এস আর মেম্বাররা কোন সিগনেচার করলে সেটারও একটা বাড়তি গুরুত্ব পায় এবং সেই প্রজেক্টের প্রচারও বেশি হয়। তখন বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে থাকেন সেই প্রজেক্টে।অসাধারন । আপনি অনেক ভাল বুঝিয়েছে। যে কেউ পোস্ট টি পড়লে সহ্জেই বুজতে পারবে।