Everything about Points and token distribution Everything about Ranks and Ranking>> Teleport your account from Bitcointalk Latest news: Community Awards Winners
ETH এর অবস্থা অবশ্য ভালো হবে কারন 2019 এর প্রথম দিকে ETH এর দাম তেমনএকটা ছিল না কিন্তু এখন আগের থেকে অনেটা ভালো আছে আশা করা যায় এটা 2020 এর দিগুন হবে।।।।
সেদিন আর বেশি দূরে নয় যেদিন ইথেরিয়াম হবে বিটকয়েন এর পরেই অবস্থান সুতরাং বিটকয়েনের চার ভাগের এক ভাগ দাম হতে পারে বলে আমি মনে করি সেই হিসাবে 2 হাজার যেতে পারে.
It depends on the sale in the market. Already have some pumps
ETH এর অবস্থা 2020 সালে কেমন হতে পারে সবার মতামত জানতে চা???
Quote from: Linda78 on March 22, 2019, 07:19:47 PM ETH এর অবস্থা 2020 সালে কেমন হতে পারে সবার মতামত জানতে চা??? আশাতো অনেক কিছুই করতে পারি তবে মার্কেট কেমন আচরন করে আমাদের সাথে সেটাই দেখার বিষয়। তবে ইথার এর দাম আশাকরি ভালো হবে অন্যান্য বছরের তুলনায় কারন আগের তুলনায় মার্কেট এখন অনেক বড় হয়েছে এবং অনেকে এখন ট্রেড করতেছে। তাই দেখা যাক কি হয়।ধন্যবাদ
মার্কেট কিন্তু ইতিমধ্যে উপরের দিকে ওঠা শুরু হয়েছে। এক সপ্তাহের মধ্যে ইথার ১৩৫+ থেকে ১৬০+ হয়ে গেছে ডলারে। ক্রিপ্টো মার্কেট খুবই ভালো অবস্থানে আছে বর্তমানে। তাই যদি কোন অঘটন না ঘটে তাহলে আশা করা যায় দাম এরকমই থাকবে।
Quote from: istiak2277 on January 17, 2020, 10:55:40 AMমার্কেট কিন্তু ইতিমধ্যে উপরের দিকে ওঠা শুরু হয়েছে। এক সপ্তাহের মধ্যে ইথার ১৩৫+ থেকে ১৬০+ হয়ে গেছে ডলারে। ক্রিপ্টো মার্কেট খুবই ভালো অবস্থানে আছে বর্তমানে। তাই যদি কোন অঘটন না ঘটে তাহলে আশা করা যায় দাম এরকমই থাকবে।বর্তমানে ইথার ১৭০ ডলারের কাছাকাছি অবস্থান করতেছে। ইথারের দাম যদি ২৫০ ডলার যায় তবে বাউন্টির অবস্থা আরো ভালো হবে কারণ আইসিওতে টোকেন সেল হয ইথারের উপর নির্ভর করে। অর্থাৎ সফটক্যাপ এবং হার্ডক্যাপ নিধারণ করা হয ইথারের উপর যদিও বর্তমানে আইসিও কমে গেছে আর আইইও বেড়ে গেছ।
Quote from: Malam90 on May 04, 2019, 10:33:03 AMQuote from: Rafiq on April 28, 2019, 07:44:36 PMQuote from: ALEX FARID on April 21, 2019, 06:14:25 PMইথার ইতিমধ্যেই কিছু পাম্প করেছে। আর আরও পাম্প করার সম্ভাবনা হয়েছে। তবে পরিস্থিতি দেখে ও বড় বড় ট্রেডারদের কথা অনুযায়ী ধারনা করা যায় যে ২০২০ সালে ইথারের দাম ৪০০-৫০০$ হবে। আমি আপনার সাথে একমত পোষণ করছি। আস্তে আস্তে ইথারের দাম বাড়তেছে। বিনিয়োগকারীদের আগ্রহ ও আস্থা দিন দিন বাড়তেছে।ইথারের দাম বাড়া কমার মধ্যে রয়েছে। গত কয়েকদিন যাবৎ বিটকয়েনের দাম বাড়তেছে আর ইথারের দাম সাতোষিতে কমতেছে কিন্তু ডলার হিসেবে সামান্য বেড়েছে। তাই ইথারের দাম বাড়বে যখন বিটকয়েনের দাম বেড়ে স্টাবল হবে তারপর থেকে।Market abar stable hoar kotha 2020 te but dam ager moto jabe na... market stable hole kichu ta dam barbe asha kora jay
Quote from: Rafiq on April 28, 2019, 07:44:36 PMQuote from: ALEX FARID on April 21, 2019, 06:14:25 PMইথার ইতিমধ্যেই কিছু পাম্প করেছে। আর আরও পাম্প করার সম্ভাবনা হয়েছে। তবে পরিস্থিতি দেখে ও বড় বড় ট্রেডারদের কথা অনুযায়ী ধারনা করা যায় যে ২০২০ সালে ইথারের দাম ৪০০-৫০০$ হবে। আমি আপনার সাথে একমত পোষণ করছি। আস্তে আস্তে ইথারের দাম বাড়তেছে। বিনিয়োগকারীদের আগ্রহ ও আস্থা দিন দিন বাড়তেছে।ইথারের দাম বাড়া কমার মধ্যে রয়েছে। গত কয়েকদিন যাবৎ বিটকয়েনের দাম বাড়তেছে আর ইথারের দাম সাতোষিতে কমতেছে কিন্তু ডলার হিসেবে সামান্য বেড়েছে। তাই ইথারের দাম বাড়বে যখন বিটকয়েনের দাম বেড়ে স্টাবল হবে তারপর থেকে।
Quote from: ALEX FARID on April 21, 2019, 06:14:25 PMইথার ইতিমধ্যেই কিছু পাম্প করেছে। আর আরও পাম্প করার সম্ভাবনা হয়েছে। তবে পরিস্থিতি দেখে ও বড় বড় ট্রেডারদের কথা অনুযায়ী ধারনা করা যায় যে ২০২০ সালে ইথারের দাম ৪০০-৫০০$ হবে। আমি আপনার সাথে একমত পোষণ করছি। আস্তে আস্তে ইথারের দাম বাড়তেছে। বিনিয়োগকারীদের আগ্রহ ও আস্থা দিন দিন বাড়তেছে।
ইথার ইতিমধ্যেই কিছু পাম্প করেছে। আর আরও পাম্প করার সম্ভাবনা হয়েছে। তবে পরিস্থিতি দেখে ও বড় বড় ট্রেডারদের কথা অনুযায়ী ধারনা করা যায় যে ২০২০ সালে ইথারের দাম ৪০০-৫০০$ হবে।