Everything about Points and token distribution Everything about Ranks and Ranking>> Teleport your account from Bitcointalk Latest news: Community Awards Winners
বিটকয়েন মাইনিং হল বিটকয়েন উপার্জনের একটি ভাল ক্ষেত্র।বিটকয়েন যখন সবাই ব্যাবহার করা শুরু করল তখন বিটকয়েনের হিসাব রাখার প্রয়োজনীয়তা বাড়ল। প্রথমদিকে সিপিইউ দিয়ে এই কাজটি করা শুরু হল। কিন্ত ধীরে ধীরে সাশ্রয়ীটা ও কর্মক্ষমতার জন্য জিপিইউ সিপিইউ এর জায়গা দখল করে নিল। কিন্তু আস্তে আস্তে হিসাবের চাপ বাড়তে থাকায় ইলেক্ট্রিসিটির বিল এর পর লাভের পরিমাণ খুব কমে গেল। তখন খুব গুরুত্বপূর্ণ একটি আবিষ্কার হল। নতুন একধরনের চিপ বের হল যা হিসাব করার জন্যই প্রোগ্রাম করা হয়েছে। এগুলো সিপিইউ ও জিপিইউ এর প্রায় ৫০ গুণ বেশি সাশ্রয়ী। তাই এখন এগুলো দিয়ে হিসাব করা হয়। তবে বাংলাদেশে এ চিপগুলো পাওয়া যায় না আর চিপগুলো বেশ দামী। তবে লাভ বেশ ভালই হয়।
আমি এই ফোরামে নতুন ভাই। বিটকয়েনের মাইনিং সম্পর্কে আমার কোন ধারণা নেই। আমাকে কেউ মাইনিং সম্পর্কে কিছু বিস্তারিত কেউ বলেন প্লিজ।
আসলে বিটকয়েন মাইনিং বেপারটা খুব বড়ও না কিংম্বা অনেক ছোটও না মাইনিং সুধু বিটকয়েন এর মধেসিমা বধ্য না আপনি চাইলে আনেক রকম আর টোকেইন ই মাইনিং করতে পারেন বড় করে বল্লে আসলে কেমন টোকেইন মাইনিং করবেন তাও আপনার জিপিউর (GPU) আর উপরে নিরভন করে আর আখনত আপনি চাইলে বিভিন্য মাইনিং ফ্রাম এ ইনভেস্ট করতে পারেন টাহলে সেই কোম্পানি আপনার হে মাইনিং করবে কিংম্বা আখন আপনি চাইলে নিজের কম্পিউটার দিয়েউ মাইনিং করতে পারবেন ..