কারমা নিয়ে যেহেতু এই টপিক ক্রিয়েট করা হয়েছে, তাই আমি কয়েকটি প্রশ্ন করতে চাই আসলে অনেকেই হয়তো এই বিষয়ে জানে না। যারা সিনিয়র ভাইয়েরা আছেন আশা করি তাদের কাছে থেকে উত্তর পাবো।
আমি জানি কারমা দেওয়ার জন্য কমপক্ষে সিনিয়র মেম্বার হতে হবে। আমি বর্তমানে ফুল মেম্বার তাও আবার বিটকয়েনটক থেকে টেলিপোর্ট করে এখানে এসেছি। যাইহোক কয়েকটি প্রশ্ন নিচে করা হলো।
১. কারমা দেওয়ার জন্য কি কারমা অর্জন করতে হয়? মানে বিটকয়েনটকে ২ টা মেরিট পাইলে যেমন একটা মেরিট সেন্ড করা যায়। না আমি যত খুশি কারমা দিতে পারবো।
আপনি কারমা দিতে পারবেন যত খুশি বর্তমানে এই সিস্টেমটি চালু রয়েছে। আপনার পোস্ট পছন্দ হলেই আপনি কারমা সেন্ড করতে পারবেন।
হয়তো বিটকয়েন ফোরামের ডেভলপার বেশি উন্নত তার কারণে বিটকয়েন ফোরাম আপডেট করা হয়েছে।
Altcoin ফোরামে ও এমন আপডেট করা হবে, বর্তমানে যেহেতু পোস্ট সংখ্যা সবচেয়ে বেশি বৃদ্ধি পাচ্ছে। এবং ইউজার সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে।
২. আমি কোন পোস্টে কারমা পেলাম সেটা কিভাবে বুঝবো?
আপনাকে কোন পোস্টে কারমা দেওয়া হল সেটা দেখা যায় না। এবং কোন ইউজার কারমা প্রদান করল সেটাও দেখা যায় না।
এই কারমা দেওয়া এবং নেওয়ার ব্যাপারে দেখা যায় এরকম আপডেট অতি দ্রুতই করা হবে এবং আলোচনা হচ্ছে। এডমিন এর সম্পর্কে প্রচুর সময় দিচ্ছে আপডেট করার জন্য অচিরেই আপনারা দেখতে পারবেন এই আপডেট।