অনলাইনে আপনি যদি বিটকয়েন নিয়ে কাজ করতে চান তাহলে আপনার অবশ্যই একটি বিটকয়েন ওয়ালেট লাগবে। এখন প্রশ্ন হলো বিটকয়েন ওয়ালেট কি?
সাধারণভাবে বলতে গেলে বিট কয়েন ওয়ালেট হলো আপনার একাউন্ট নাম্বার। ব্যাংকে টাকা লেনদেনের ক্ষেত্রে যেমন ব্যাংক একাউন্ট নাম্বারের প্রয়োজন হয়, বিটকয়েন ওয়ালেট ঠিক সেরূপ।
১। Sign Up Coinbase Account এ ক্লিক করুন। (
https://www.coinbase.com/ )
২। আপনার নাম, ই-মেইল নাম্বার, পাসওয়ার্ড এবং ক্যাপচা দিয়ে নিচের ফরমটি সঠিকভাবে পূরণ করুন।
৩। Captcha Verify করুন, অতঃপর I Agree এবং Sign Up এ ক্লিক ক্রুন।
৪। এবার আপনার ই-মেইল চেক করুন এবং ই-মেইল ভেরিফাই করুন।
হয়ে গেল আপনার বিট কয়েন একাউন্ট।
এখনো কিন্তু আপনার Wallet নাম্বার পান নি। Wallet নাম্বার পেতে কি করবেন?
১। Tools এ ক্লিক করুন।
২। Create New Address এ ক্লিক করুন।
এবার আপনাকে একটা নাম্বার দেওয়া হবে। সেটাই আপনার Wallet নাম্বার। নতুন নতুন ওয়েবসাইটের জন্য নতুন নতুন Wallet খুলতে হবে।