আমরা যারা বাউন্টি করি তারা মাইইথারওয়ালেট ব্যবহার করি। সাধারণত প্রায় সবাই প্রাইভেট কি অথবা কিস্টোরফাইল ব্যবহার করি। সম্প্রতি দেখা যাচ্ছে যে লগইন করার এই অপশন দুইটিও হ্যাকের সম্ভাবনা আছে। তাই মাইইথাওওয়ালেট তারা কিছু পরিবতনও আনছে। আপনারা মাইইথারওয়ালেটে লগইন করতে গেলেই এটা দেখবেন যে প্রাইভেট কি অথবা কিস্টোর ফাইল দিয়ে লগইনকরাকে সেফ মনে করছে না তাই তারা বলছে "Not Recommended". তারা লগইনের যতগুলো অপশন আছে তারমধ্যে মেটামাস্ককে রিকমমেন্ড করেছেন। মেটামাস্ক আসলেই অনেকটা সিকিউর। শুধুমেটামাস্ক ব্যবহার করলেই মাইইথার ব্যবহার করা লাগেনা। আজকে জানার চেষ্টা করবো কিভাবে আপনি মেটামাস্কে একাউন্ট করবেন-
১। আপনি যে ব্রাউজার ব্যবহার করেন সেই ব্রাউজার থেকে গুগলে গিয়ে metamask firefox extension, metamask chrome extension or metamask Opera extension লিখে সাচ করুন। যেমন আমি metamask firefox extension সাচ করলাম এবং গুগল রেজাল্টে আসলো।
২। এরপর আপনি লিংকটা ওপেন করবেন এবং Add to Firefox এ ক্লিক করে এক্সটেনশনটা ইনস্টল করে নিন।
৩। ইনস্টল করার পর Get Started এ ক্লিক করুন এবং নতুন একাউন্ট করার জন্য Create Wallet এ ক্লিক করুন।
৪। এবার কিছু শত আছে সেগুলো পড়ে I Agree তে ক্লিক করুন।
৫। এখন মিনিমাম ৮ ক্যারেকটারের পাসওয়াড দিন, পুনরায় পাসওয়াডটি দিন, চেকবক্স এ টিক চিহ্ন দিন এবং Create এ ক্লিক করুন।
৬। এখন সিক্রেট কী বা ব্যাকআপ কি এর জন্য তালা চিহ্নিত স্থানে ক্লিক করুন এবং ১২ ওয়াডের একটা সিক্রেট কি আসবে ওটা সেভ করে নিবেন।
৭। এখন সিরিয়ালি আপনার ১২ ওয়াডের ব্যাকআপ কি সিলেক্ট করুন। এবং ঠিকঠাক মত সিলেক্ট করতে পারলে শেষে কনফাম এ ক্লিক করুন।
৮। সফলভাবে করতে পারলে আপনাকে অভিনন্দন জানাবে এবং শেষে All Done এ ক্লিক করলে আপনাকে মেটামাস্কের ড্যাশবোডে নিয়ে যাবে। আপনার ব্যালাঞ্চ, টোকেন এড করার অপশন, ইথারওয়ালেট সব দেখতে পাবেন।
আপনি মেটামাস্কের ইথারওয়ালেট টা কপি করে রেখে দিবেন। এটা আপনার পরে কাজে লাগবে। আপনি চাইলে এই ওয়ালেট দিয়ে বাউন্টিও করতে পারবেন এজন্য আপনার মাইইথার ওয়ালেট লাগবেনা। এটা বতমানে অন্যতম সিকিউরড একটা ওয়ালেট। পরের পবে জানবো কিভাবে মেটামাস্কের সাথে মাইইথারওয়ালেট কানেক্ট করতে হয়।