Everything about Points and token distribution Everything about Ranks and Ranking>> Teleport your account from Bitcointalk Latest news: May the 4th be with you
গত ৫ মাস অলটকয়েন্সটকের বাংলাবোর্ডে একটিও কমেন্ট পড়েনি। একেবারে একটিভিটি শূণ্য। ক্রিপ্টোমার্কেট এতটাই খারাপ যে প্রায় সবাই ক্রিপ্টো ছেড়েছে । এছাড়া এখন বাউন্টিও নাই। সব মিলে ক্রিপ্টোমার্কেটের হাহাকার দশা। বিশেষকরে অলটকয়েনগুলোর অবস্থা মারাত্নক শোচনীয়। আমার অলটকয়েনের ইনভেস্টমেন্টও ৯০-৯৫% লসে। আশা করছি ক্রিপ্টোতে আবার আস্থা ফিরবে মানুষের।
মানুষ শুধু একাউন্টের অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য পোস্ট করে কোন কিছু শেখা যায় এরকম কিছু পোস্ট করে না।
কোন মানুষ বাংলা বোর্ডে কমেন্ট করে না তারা শুধু অন্য জায়গায় কমেন্ট করে শুধু অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য ছোট-ছোট পোস্ট করে তাই সবাইকে অনুরোধ রইলো অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য নয় কিছু শেখার জন্য পোস্ট করো।
Quote from: Sharpmax on August 26, 2020, 05:14:02 AMকোন মানুষ বাংলা বোর্ডে কমেন্ট করে না তারা শুধু অন্য জায়গায় কমেন্ট করে শুধু অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য ছোট-ছোট পোস্ট করে তাই সবাইকে অনুরোধ রইলো অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য নয় কিছু শেখার জন্য পোস্ট করো। ভাই আমি নতুন , আমি ভালো করে বুঝি না , কিভাবে কোথায় পোস্ট করবো । সিনিয়র ভাইয়েরা যদি একটু ক্ষমার চোখে দেখতেন, কৃতজ্ঞ থাকতাম ।
Quote from: Tarikul Islam on August 31, 2020, 03:34:34 PMQuote from: Sharpmax on August 26, 2020, 05:14:02 AMকোন মানুষ বাংলা বোর্ডে কমেন্ট করে না তারা শুধু অন্য জায়গায় কমেন্ট করে শুধু অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য ছোট-ছোট পোস্ট করে তাই সবাইকে অনুরোধ রইলো অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য নয় কিছু শেখার জন্য পোস্ট করো। ভাই আমি নতুন , আমি ভালো করে বুঝি না , কিভাবে কোথায় পোস্ট করবো । সিনিয়র ভাইয়েরা যদি একটু ক্ষমার চোখে দেখতেন, কৃতজ্ঞ থাকতাম ।এই যেভাবে কমেন্ট করেছেন এভাবে কমেন্ট করে যাবেন তবে তার আগে ফোরামের বিভিন্ন সেকশনে ঘুরে ঘুরে প্রতিদিন বেশি বেশি পড়বেন, মনের মধ্যে যেসব প্রশ্ন উকি মারবে তা গুগলে সার্চ করবেন বেশি বেশি তাহলে জানতে পারবেন। আমরা ফোরামে জয়েন করে প্রথম ২ মাস শুধু বিভিন্ন পোস্ট কমেন্ট পড়তাম, জানার চেষ্টা করতাম, গুগলে সার্চ করতাম যেটা মনে প্রশ্ন জাগতো। আপনিও সেটা করবেন তারপর যখন মোটামুটি ধারনা আসবে ক্রিপ্টো সম্পর্কে তখন কাজ শুরু করবেন, পোস্ট করবেন।