Everything about Points and token distribution Everything about Ranks and Ranking>> Teleport your account from Bitcointalk Latest news: Community Awards Winners
Btc এর দাম ২০১৯ সালেই তো ১০০০০$ হয়েছিল। আমি মনে করি, ২০১৯ সালকে অতিক্রম করে যাবে। ১২০০০$ - ১৫০০০$ হতে পারে ২০২০ সালে।
Quote from: Nostoman on December 02, 2019, 09:22:29 AMBtc এর দাম ২০১৯ সালেই তো ১০০০০$ হয়েছিল। আমি মনে করি, ২০১৯ সালকে অতিক্রম করে যাবে। ১২০০০$ - ১৫০০০$ হতে পারে ২০২০ সালে। ধন্যবাদ ভাই। আপনার আত্ববিশ্বাস আছে।
Quote from: Coin63@ on December 02, 2019, 03:53:25 PMQuote from: Nostoman on December 02, 2019, 09:22:29 AMBtc এর দাম ২০১৯ সালেই তো ১০০০০$ হয়েছিল। আমি মনে করি, ২০১৯ সালকে অতিক্রম করে যাবে। ১২০০০$ - ১৫০০০$ হতে পারে ২০২০ সালে। ধন্যবাদ ভাই। আপনার আত্ববিশ্বাস আছে। আত্ববিশ্বাস আছে বলেই এখনও cryptocurrency এর সাথে লেগে আছি। ভবিষ্যতে ভাল ফল পাওয়ার আশায়।
আমার মনে হয় বি টি সি ১০০০০$ আপ হবে। আপনার?
Quote from: Nostoman on December 02, 2019, 06:23:35 PMQuote from: Coin63@ on December 02, 2019, 03:53:25 PMQuote from: Nostoman on December 02, 2019, 09:22:29 AMBtc এর দাম ২০১৯ সালেই তো ১০০০০$ হয়েছিল। আমি মনে করি, ২০১৯ সালকে অতিক্রম করে যাবে। ১২০০০$ - ১৫০০০$ হতে পারে ২০২০ সালে। ধন্যবাদ ভাই। আপনার আত্ববিশ্বাস আছে। আত্ববিশ্বাস আছে বলেই এখনও cryptocurrency এর সাথে লেগে আছি। ভবিষ্যতে ভাল ফল পাওয়ার আশায়। ক্রিপ্টো জগতে টিকে থাকতে হলে অবশ্যই আত্নবিশ্বাস থাকতে হবে। বিনিয়োগের বড় কথা হচ্ছে যদি মনে আত্নবিশ্বাস না থাকে তাহলে বিনিয়োগ থেকে কিছু করতে পারবেন না। যদিও এখন বর্তমানে বিনিয়োগের তেমন পরিবেশ নেই। আমি নিজেও বড় বিনিয়োগ করে আমার আসল পুঁজির ৯০-৯৫% পুঁজি হারিয়ে বসে আছি অপেক্ষায়। কবে না জানি বাড়বে। এখনও বিশ্বাস আছে ক্রিপ্টো মার্কেট আবারও ঘুরে দাড়াবে।
Quote from: Malam90 on December 05, 2019, 02:21:16 PMQuote from: Nostoman on December 02, 2019, 06:23:35 PMQuote from: Coin63@ on December 02, 2019, 03:53:25 PMQuote from: Nostoman on December 02, 2019, 09:22:29 AMBtc এর দাম ২০১৯ সালেই তো ১০০০০$ হয়েছিল। আমি মনে করি, ২০১৯ সালকে অতিক্রম করে যাবে। ১২০০০$ - ১৫০০০$ হতে পারে ২০২০ সালে। ধন্যবাদ ভাই। আপনার আত্ববিশ্বাস আছে। আত্ববিশ্বাস আছে বলেই এখনও cryptocurrency এর সাথে লেগে আছি। ভবিষ্যতে ভাল ফল পাওয়ার আশায়। ক্রিপ্টো জগতে টিকে থাকতে হলে অবশ্যই আত্নবিশ্বাস থাকতে হবে। বিনিয়োগের বড় কথা হচ্ছে যদি মনে আত্নবিশ্বাস না থাকে তাহলে বিনিয়োগ থেকে কিছু করতে পারবেন না। যদিও এখন বর্তমানে বিনিয়োগের তেমন পরিবেশ নেই। আমি নিজেও বড় বিনিয়োগ করে আমার আসল পুঁজির ৯০-৯৫% পুঁজি হারিয়ে বসে আছি অপেক্ষায়। কবে না জানি বাড়বে। এখনও বিশ্বাস আছে ক্রিপ্টো মার্কেট আবারও ঘুরে দাড়াবে।কম বেশি সবাই ইনভেস্ট করেছে। কেউ হয়তো অনেক বিনিয়োগ করেছে। কাউবা কম বিনিয়োগ করেছে। যারা ২০১৯ সালে ১০০০০$ হয়েছিল তখন বিনিয়োগ করেছে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা এখন দিন মুঞ্জুর হিসাবে কাজ করছে। যেমন আমি। অনেক দিন ধরে আমার কাছে মেগা কিনার টাকা। কোন payment নাই। কি অবস্থায় যে দিন যাচ্ছে বলে বুঝাতে পারর না।
ভাই আমি কিছু কয়েন ক্রয় করে হোল্ড করছি যা দিয়ে কিনেছি তার ৫০ ভাগের এক ভাগও দাম নেই। দামও বাড়ছে না, সেলও দিতে পারছি না। খুবই টেনশনে আছি।
আমারতো সেরকম মনে হচ্চেনা। দাম শুধু কমতেছেই। বিটকয়েন মার্কেট অস্থির। আমারতো মনে হচ্ছে মার্কেট আরো নিচে নামবে। অনেকেই ক্রিস্টমাস পালনের জন্য তাদের ক্রিপ্টো বিক্রি করে দিতে পারে।দেখা যাক কি হয় আর বেশি দিন বাকি নেই। বাকিটা আল্লাহ ভালো জানেন।